04/03/2023
অভিমান
বহুদিন পর দেখা তবুও আমি একা
কেমন আছো? যেমন থাকি
অভিযোগ গুলো লুকিয়ে রাখি
কবিতা, গল্প লেখি টুকটাক
দিন কেমনে যায়? সময় হয়ে যায় পার
মনে পড়ে আমায়? রৃদয় ছাড়খার
আমি তো ছাড়েনি? রাখতেও তো পারনি
তুমি থাকতে চাওনি তুমি তো হাত ধরনি
চলে গিয়ে কি পেলা? শুধু ই তোমার অবহেলা