PAGLI পাগলি

  • Home
  • PAGLI পাগলি

PAGLI   পাগলি এক শ্যামসুন্দর

পুরুষের অপেক্ষায়

04/03/2023

অভিমান

বহুদিন পর দেখা তবুও আমি একা
কেমন আছো? যেমন থাকি
অভিযোগ গুলো লুকিয়ে রাখি
কবিতা, গল্প লেখি টুকটাক
দিন কেমনে যায়? সময় হয়ে যায় পার
মনে পড়ে আমায়? রৃদয় ছাড়খার
আমি তো ছাড়েনি? রাখতেও তো পারনি
তুমি থাকতে চাওনি তুমি তো হাত ধরনি
চলে গিয়ে কি পেলা? শুধু ই তোমার অবহেলা

03/03/2023

•••নাক ঘামলে জামাই বেশি আ'দ"র করে..!

-এটা শুনে ফ্যান বন্ধ করে বসে থাকা আমার বান্ধবী.!!
😂🤦‍♀️

03/03/2023

Me to my future husband

দেখ ভাই আমার কিন্তু খুব রাগ, রাগের মাথায় যদি কিছু করে বসি তাহলে ছাইরা যাস না, জড়িয়ে ধরে বসে থাকবি বুঝছসসসস🙂

02/03/2023

ইদানীং ফেসবুকে একটা পোস্ট দেখতাছি শাড়ি পড়লে নাকি মেয়েদের সুন্দর লাগে, শাড়ি পড়লে মেয়েদের কিউটের ডিব্বা লাগে, শাড়িতেই নারী ব্লাব্লাব্লা তো সে-সব পোস্ট দেখে আমার মনও শাড়ি পরার জন্য বায়না ধরলো তো সেই জন্য আমার আম্মুর কাছে গিয়ে বায়না ধরলাম আম্মুকে বললাম আমি শাড়ি পড়বো আম্মু বললো আমি নাকি শাড়ি সামলাতে পাড়বো না তার পরেও আমি মানতে নারাজ আমার কথা আমি শাড়ি পড়বোই কি আর করার আম্মুর আলমারি থেকে একটা শাড়ি বের করলাম সেটা আবার আম্মুর থেকে পড়ে নিলাম শাড়ি পরার পর কেনো জানি মনে হচ্ছে আমি পরিক্ষায় এ প্লাস তুলতে পারবো কিন্তু শাড়ি সামলানো আমার দ্বারা সম্ভব না
তার পরেও শাড়ি পড়ে বেরিয়ে পরলাম শাড়ি পরেছি কিন্তু ঘুরতে যাবো না তাই কখনো হয় তাই আমার বেষ্টফ্রেন্ড কে ফোন দিলাম তার পর দুজনে বেরিয়ে পরলাম অনেক ঘুরাঘুরির পর ফুচকার দোকানে যাবো এমন সময় কিযে পায়ের সাথে পেচিয়ে গেল আর আমি পড়ে যেতে যেতে পরি নি তবে আমার কিছু না হলেও সামনে তাকিয়ে দেখি আমার বান্ধবী পরে আছে
পায়ের দিকে তাকিয়ে দেখি শাড়ির আচল পায়ের সাথে পেচিয়ে আছে
কি আর করার বান্ধবীকে ধরে তুললাম বান্ধবী তো আমার চৌদ্দগুষ্টি উদ্ধার করতিছে ফুচকা খেয়ে দুজনে বাসায় ফিরছিলাম দুজনের হাতেই দুটো আইসক্রিম ছিলো
গোলির মোড়ে আসতেই দেখলাম কয়েকটা কুকুর বসে আছে আমি আবার ছোট বেলা থেকেই কুকুর ভয় পাই আর হাতে আইসক্রিম থাকায় কুকুর গুলো আমাদের তারা করলো আমি এক হাতে শাড়ি ধরে দিলাম দৌড় ঠিক মতো দৌড়াতেও পারছি না শাড়ির জন্য

এমন সময় মনে পরলো কোন সালায় বলছিলো শাড়ি তেই নারী 😹😹😹😹😹

#শাড়ি

02/03/2023

রাগ উটলে দরজা জানালা ঠাস ঠাস করে লাগালে মনে একটা শান্তি আসে🤣😂🤣😂

02/03/2023

Dear মানে প্রিয়...👨‍❤️‍💋‍👨
Deer মানে হরিণ...🦌

এক মহিলা বাজারে গিয়ে দেখলেন হরিণের মাংস বিক্রি হচ্ছে। তিনি লোভ সামলাতে না পেরে ১ কেজি কিনে ফেললেন।
বাড়ী এসে গুছিয়ে রান্না করে, স্বামী, ২ ছেলেকে নিয়ে একসাথে খেতে বসলেন।
খেতে খেতে বড় ছেলে বলল, বাঃ, মাংসটা তো দারুন লাগছে, এমন স্বাদ আগে পাই নি। এটা কিসের মাংস মা.?
মা: আমি বলব না, তোরা ভেবে বল কি মাংস, দেখি তোরা বলতে পারিস কি না? যে পারবে তাকে আরও ২ পিস্ দেব...
স্বামী: সত্যিই ভীষন সুস্বাদু মাংসটা, কিন্তু আমিও বুঝতে পারছি না...
কিছু একটা clue পেলে চেষ্টা করতে পারি।
মহিলা : ঠিক আছে একটা hints দিচ্ছি...
(ছেলেদের উদ্দেশ্যে) শোন, আমি তোদের বাবাকে প্রায়ই যে নামে ডাকি, তার সাথে মিল আছে...

ছোট ছেলে এক মুহুর্ত ভেবে বলল: ভাইয়ারে, একদম খাস না!!!?
এটা কু-ত্তা'র মাংস.😑

______"

02/03/2023

দুই মাতালের রাত ১২ টার কথপোকথন

১ঃ- জানিস আমি কোনোদিন রাতে বাসা থেকে বার হই না
২ঃ- আর আমি কোনোদিন নেশাই করি নাই
১ঃ- দোস্ত দেখ আজকের সূর্যটা কি সুন্দর
২ঃ- হ্যাঁ রে দোস্ত ঠিক। কিন্তু সূর্যটা চাঁদের মতো কেন দেখায়
১ঃ- আরে দিনের বেলা আকাশে তারা থাকে তুই জানিস না। তাই তো সূর্যকে চাদের মতো লাগছে
২ঃ আজকে মনে হয় আমাবস্যা তাই দিনের বেলায় ও দেখ কেমন অন্ধকার চারিদিক
১ঃ- তাই হবে। সমস্যা কি রাতের বেলা তো আর আমাবস্যা হয় না। রাত হলে আলো বার হবে
🙂🫡🤐

28/02/2023

_জানো তো..!🙂

_এই পৃথিবীর মানুষ গুলো
~সত্যি খুব ভালো...!😌

~আঘাত দিয়ে বলবে
~ব্যথা পেয়েছো...!🙂🥀

~কষ্ট দিয়ে বলবে-
~চুপচাপ কেন আছো...!😟

~আর কাঁদিয়ে বলবে-
~কাদছো কেন😌

28/02/2023

____•• বৃষ্টি ভেজা বিকালে 🤗
হাতে কফি নিয়ে....!!

----2 টা চেয়ার,,,পাশাপাশি দিয়ে..!! 😍

———একটায় Ami বসবো🤗
অন্যটায়🤗

____Ki ভাবছো কাউকে বসাবো...!!জীবনেও নাহ...!!😏😏

______অন্যটায় পা রাখবো...!!😊😁

28/02/2023

বেঁচে আছো মরার মতো 😉
তুমি কেন মরোনা 🤪

মরে গেলে চল্লিশা খাইতাম 😋
তুমি কেন বোঝনা 😒

মরার নাটক মিথ্যে ছিল 🫡
সুইসাইড ছিলো ছলনা😬

পাষাণ বন্ধু তুমি কেনো 😐
এতদিনেও মরলা না😑

★★কেমন হইলো গানটা🙂🙂🤭

28/02/2023

হ্যাঁ আমিই সেই মেয়ে

যে সবার থেকে
একটা করে

নিক নেইম

পাই

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when PAGLI পাগলি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share