Ettadi Zone ইত্যাদি জোন

  • Home
  • Ettadi Zone ইত্যাদি জোন

Ettadi Zone ইত্যাদি জোন Follow This Page

23/11/2024

তোমারে ভালোবাইসা আমার সব গেলো......
শুধু দুঃখ গেলো নাহ......🙂

খুবই আজব ভালোবাসা ছিল তার। সে অন্য কারো হইতে চাইতো, আবার আমাকেও রাখতে চাইতো.!🙂
20/11/2024

খুবই আজব ভালোবাসা ছিল তার। সে অন্য কারো হইতে চাইতো, আবার আমাকেও রাখতে চাইতো.!
🙂

জীবন শেষ...!💀 কিন্তু ফুলের ভালোবাসা চিরন্তন!🦋🌸
07/10/2024

জীবন শেষ...!💀
কিন্তু ফুলের ভালোবাসা চিরন্তন!🦋🌸

"মানুষে মানুষে ভেদাভেদ ভুলতে শেখাবে। মানুষ হতে শেখাবে।"সংগ্রহীতলোকটির নাম রবীন্দ্রনাথ দাস। বাড়ি দক্ষিন চব্বিশ পরগনা জেলা...
22/08/2024

"মানুষে মানুষে ভেদাভেদ ভুলতে শেখাবে। মানুষ হতে শেখাবে।"

সংগ্রহীত

লোকটির নাম রবীন্দ্রনাথ দাস। বাড়ি দক্ষিন চব্বিশ পরগনা জেলায়। পেশায় একজন মৎস্যজীবী। হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরছিল সে ও তার ১৫ জন সাথী। হটাত প্রচন্ড ঝড় শুরু হয়। একসময় ট্রলার উল্টে যায়। প্রচন্ড ঢেউয়ে একেকজন একেক দিকে ভেসে যায়। রবীন্দ্রনাথও ভেসে যায়। পেশায় জেলে হওয়ায় জলের প্রতি ভয় ছিল তার কম, আর মনে ছিল প্রচন্ড সাহস। তাই গভীর সমুদ্রে ভেসে গেলেও বেঁচে থাকার সাহস হারান নি। ভাসতে থাকেন। ভাসতে থাকেন। উপরে আকাশ আর নিচে জল। রবীন্দ্রনাথ ভাসতে থাকেন।
১ ঘন্টা ২ ঘন্টা করতে করতে ১ দিন থেকে ২ দিন হয়ে যায় রবীন্দ্রনাথ ভাসতে থাকেন।
রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে যায় কিন্তু বাঁচার কোন অবলম্বন খুঁজে পায় না। খাবার বলতে কেবল যখন বৃষ্টি নামে তখন সেই বৃষ্টির জল। কারণ সমুদ্রের লোনা জল পান করাও যায় না। তবুও রবীন্দ্রনাথ হার মানে নি। ভাসতে থাকে ভাসতে থাকে।

ভাসতে ভাসতে ৫ দিন পার হয়ে যায়। ৫ দিন পর প্রায় ৬০০ কি.মি. ভাসতে ভাসতে বাংলাদেশের কুতুবদিয়ায় এসে পৌছে। তখন বাংলাদেশের জাহাজ ‘এমভি জাওয়াদের’ ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। দেখতে পেয়ে তড়িঘড়ি করে তার দিকে লাইফ জ্যাকেট ছুড়ে মারে। কিন্তু সে ধরতে পারে না। তলিয়ে যায়। কিন্তু জাহাজের ক্যাপ্টেন জাত পাত, ধর্মীয় ভেদাভেদ, সীমানার কাঁটাতার ভুলে তার পিছনে ছুটতে থাকে। বেশ কিছুক্ষণ পর কিছুটা দূরে আবার তাকে দেখা যায়। ক্যপ্টেন তাৎক্ষনিক জাহাজ সেদিকে ঘুড়িয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুড়ে দেয়। এক পর্যায়ে রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেট ধরতে পারে। এবং ধীরে ধীরে জাহাজের দিকে আসতে থাকে। জাহাজের কাছাকাছি আসলে ক্রেন ফেলে তাকে জাহাজের উপর তোলা হয়।

তাকে জাহাজে তোলার দৃশ্যটি জাহাজের একজন নাবিক ভিডিওতে ধারণ করেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, রবীন্দ্রনাথকে যখন সফল ভাবে জাহাজে তোলা সম্ভব হয় তখন জাহাজের সকল নাবিকেরা খুশিতে চিৎকার করে উঠে। একজন মানুষের জীবন বাঁচানোর আনন্দে তারা আত্মহারা হয়ে যায়। একজন মৃত্যু মুখের যাত্রীকে জীবন ফিরে দেয়ার যে উত্তেজনা ভিডিওটি দেখলে আপনিও ফিল করতে পারবেন।

ধন্যবাদ এমভি জাওয়াদের ক্যপ্টেনকে। ধন্যবাদ এমভি জাওয়াদে উপস্থিত সকল নাবিককে। একজন মানব সন্তানকে জীবন ফিরিয়ে দিয়ে মানবতার যেই উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন তা পৃথিবীবাসীকে আরো বেশি মানবিক হতে শেখাবে। মানুষে মানুষে ভেদাভেদ ভুলতে শেখাবে। মানুষ হতে শেখাবে।

তুমি-যু'দ্ধের মাঠে ছুটে এসে আচমকা মগজে ঢুকে যাওয়া বু**লেট।🖤
19/08/2024

তুমি-
যু'দ্ধের মাঠে ছুটে এসে আচমকা মগজে ঢুকে যাওয়া বু**লেট।🖤

ছবিটা আমার ঘরের জানালা থেকে তোলা। যে-ভবনটায় তিন বছর ধরে থাকছি, সেটা একটা গোরস্তানের সাথে লাগোয়া। গোরস্তানে কখনও নতুন ভবন...
24/07/2024

ছবিটা আমার ঘরের জানালা থেকে তোলা। যে-ভবনটায় তিন বছর ধরে থাকছি, সেটা একটা গোরস্তানের সাথে লাগোয়া। গোরস্তানে কখনও নতুন ভবন উঠবে না, ফলে প্রচুর আলো-বাতাস পাব— এই লোভেই এখানে বাসা নিয়েছিলাম। গোরস্তানে পাঁচতলা-সমান উঁচু দুটো গাছ ছিল। বজ্রপাত হওয়ায় কর্তৃপক্ষ একটা গাছ পুরোপুরি কেটে ফেলেছে, আরেকটার ডালপালা ছেঁটে দিয়েছে। এককালে গাছ দুটোয় সন্ধ্যায়-ভোরে অসংখ্য টুনটুনি-চড়ুই কিচিরমিচির করত। এই কিচিরমিচির শোনাও ছিল এই বাসা ভাড়া নেওয়ার আরেক কারণ। আশা পূরণ হয়েছে; গোরস্তানে কোনো ভবন ওঠেনি, আলো-বাতাসের ন্যায্য হিস্যা পাচ্ছি। এই আলো, এই বাতাস কেউ লুটপাট করে বিদেশে পাচার করছে না। এলাকার ধনাঢ্য ব্যক্তিদেরকে এখানে কবর দেওয়া হয়— মাসে গড়ে দু-একজন। তিন বছরে যত লোককে কবর দেওয়া হয়েছে, ফিরে তাকাইনি; গা-সওয়া হয়ে গেছে। কোনো মুক্তিযোদ্ধাকে কবর দেওয়া হলে গার্ড অব অনার দেওয়া হয়, বিউগলের শব্দ শুনে তখন তাকাই; গার্ড অব অনারের পুরো প্রক্রিয়া দেখি।

কিন্তু শনিবারে এখানে কবর দেওয়া হয়েছে চলমান ছাত্র-আন্দোলনে যাত্রাবাড়িতে নিহত হওয়া এক তরুণকে, বয়স চব্বিশ-পঁচিশ। মরদেহ কয়েক মিনিটের মধ্যে কবরে রেখে আতঙ্কিত স্বজনরা চলে গেছে। কবরে রাখার প্রাক্কালে এক-দেড় মিনিটের জন্য মুখমণ্ডল দেখানো হয়েছিল, মুখমণ্ডলজুড়ে ছিল ছোট-ছোট বরফকুচি। ছেলেটার মা ছাড়া আর কেউ কান্নাকাটি করেনি। সেই কান্নাও ছিল চাপা, মাপা এবং স্বল্পস্থায়ী। ওর সমবয়সী সবার মুখ ছিল শক্ত। চোখে পানি ছিল না একজনেরও, চোখ ঠিকরে আগুন বেরোচ্ছিল; এই চোখগুলো ছিল 'যে-জলে আগুন জ্বলে' কথাটার সার্থক প্রতিচ্ছবি। শোয়া থেকে উঠে বসে সেরেফ বাঁয়ে তাকালেই কবরটা চোখে পড়ে। অন্যান্য কবরের দিকে আলাদাভাবে কখনও তাকানো হয়নি। কিন্তু এই কাঁচা কবরটার দিকে তাকানো হয়ে গেছে অসংখ্যবার। রাতে দেখি, ভোরে দেখি; বৃষ্টির সময়ে দেখি, বৃষ্টি থামার পরে দেখি; ইচ্ছে করে দেখি, অনিচ্ছা সত্ত্বেও দেখি; দেখতে থাকি, দেখতে থাকি।

ইতিহাসের বাঁকবদল ঘটিয়ে ফেলা আন্দোলনে অংশগ্রহণকারী একজনের মরদেহ থেকে কয়েক ফুট দূরত্বে একই সমান্তরালে শুচ্ছি-ঘুমাচ্ছি-জাগছি, জাগছি-ঘুমাচ্ছি-শুচ্ছি— ব্যাপারটা হজম করতে-করতে অনুভূতিশূন্য হয়ে পড়ছি।
কপি: আখতারুজ্জামান আজাদ

07/07/2024

বিদায় ব্রাজিল



The Truth coming out of the well According to a 19th century legend, the Truth and the Lie meet one day. “It’s a marvell...
21/04/2024

The Truth coming out of the well

According to a 19th century legend, the Truth and the Lie meet one day.

“It’s a marvellous day today!” said The Lie to the Truth, “the water is very nice, let’s take a bath together!”

The Truth suspicious, tests the water and discovers that it indeed is very nice. They undress and start bathing. Suddenly, the Lie comes out of the water, puts on the clothes of the Truth and runs away. The furious Truth comes out of the well and runs everywhere to find the Lie and to get her clothes back.

The World, seeing the Truth naked, turns its gaze away, with contempt and rage. The poor Truth returns to the well and disappears forever, hiding therein its shame.

Since then, the Lie travels around the world, dressed as the Truth, satisfying the needs of society, because the World, in any case, harbours no wish at all to meet the naked Truth.

Painting by Jean-Léon Gérôme 1896

15/03/2024

🫡 কুttaর বাcchআ
🐕/🐅

বুঝলে মাধবী," দেহ আর শরীরের মধ্যেকার পার্থক্যটা ভুলে যায় সবাই। দেহের গভীরে প্রেম জন্ম নেয়, আর শরীরের ভিতরে কামনা। দেহ ...
04/02/2024

বুঝলে মাধবী,
" দেহ আর শরীরের মধ্যেকার পার্থক্যটা ভুলে যায় সবাই। দেহের গভীরে প্রেম জন্ম নেয়, আর শরীরের ভিতরে কামনা। দেহ একটা অনুভুতি, যেখানে শরীর বাস্তবের রক্ত মাংস দিয়ে গড়া মূর্তি। দেহের গভীরে শরীর খুঁজতে চাইলেই গোল বাঁধে। ওরা প্রেমের আকাশ হারিয়ে শরীরের মধ্যেকার পাতাল ছুঁয়ে দেখতে চায়। দুঃখ তো পাবেই বলো।"
----- অনিবেন্দ্র 🍁

অপেক্ষায় থাকা ফুলেরা সবসময়ই সুন্দর হয় 💞🌸
23/01/2024

অপেক্ষায় থাকা ফুলেরা সবসময়ই সুন্দর হয় 💞🌸

Bangladesh - 5 Jan 2024🇧🇩🙂
06/01/2024

Bangladesh - 5 Jan 2024🇧🇩🙂

01/01/2024

Happy New Year 2024
প্রিয় ২০২৪,এমন কিছু জীবনে দিও না যেটা পেয়েও হারাতে হয়।😇

🙂
09/12/2023

🙂

কিছু ভালোবাসা হারিয়ে যায়। সেই না-পাওয়া ভালোবাসাটা আজীবন বুকের ভেতর মায়া হয়ে থেকে যায়, ঠিক কাঠগোলাপের সাদার মায়া’র মতনই! ...
05/12/2023

কিছু ভালোবাসা হারিয়ে যায়। সেই না-পাওয়া ভালোবাসাটা আজীবন বুকের ভেতর মায়া হয়ে থেকে যায়, ঠিক কাঠগোলাপের সাদার মায়া’র মতনই!

বই : কাঠগোলাপ আমার প্রেমিকা
লেখক : সবুজ আহম্মদ মুরসালিন

04/12/2023

তোমারে পাইয়া গেলে শালার বিরাট বড় সমস্যা হইয়া যাইত🙂

🖤
03/12/2023

🖤

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ettadi Zone ইত্যাদি জোন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share