তোমারে ভালোবাইসা আমার সব গেলো......
শুধু দুঃখ গেলো নাহ......🙂
বিদায় ব্রাজিল
।
#Brazil_vs_Uruguay #copaamerica2024
তোমারে পাইয়া গেলে শালার বিরাট বড় সমস্যা হইয়া যাইত🙂
তোমারে পাইয়া গেলে শালার বিরাট বড় সমস্যা হইয়া যাইত🙂
যে চলে যেতে চায়
🙂
যে চলে যেতে চায়— সে তো চলে যাবেই চলে যাওয়ার জন্য এসেছিল সে।
বাসা বেঁধে পাখি উড়ে চলে যায়
পালক পড়ে থাকে তার পুরোনো বাসায়।
সে তো চলে যাবেই
চলে যাওয়া প্রকৃতির খেলা খেলেছে সে। শশী তার রূপ দিয়ে সাজায়ে রাতে সব রূপ মুছে দিয়ে ফের ডুবে যায় প্রাতে।
সে যে চলে গেছে
তাকে ঘিরে এত বেদনা কেন? সে তো চলে যাবেই
সে কি বেদনা বোঝে!🙂
সময় বড়ো অদ্ভুত এক জাদুকর! 😕
একসময় কঠিন মায়াও কেটে যায়। তীব্র ভালোবাসাও ফুরিয়ে শুকনো নদী হয়ে যায়।🙂
সুখ মরে নিয়তির ফেরে,
দুঃখ বাঁচে নিয়তের জেরে।🙂
সময়ের কাছে সব অসুখেরই, এমনকী সব সুখেরও চিকিৎসা আছে।
কেউ কেউ অসুখী...সুখে নেই বলে, কেউ কেউ অসুখী...সুখে আছে বলে।😀
আমি প্রেমে পড়েছিলাম
একবার, দুবার, বহুবার।
কাউকে ভালোবাসিনি।
একজনকে ভালোবেসেছিলাম
প্রেম হলো না।
জানলাম-
শুধু ভালোবাসায় প্রেম হয়না।
যেমন শুধু পিলারে ঘর হয়না!
ঘর হতে হলে ছাদ লাগে
প্রেম করতে হলেও ছাদ দরকার।
আমি ছাদ হতে পারিনি।
বড়জোর ছাতা হয়েছি, হালকা বৃষ্টিতে।
জোর ঝড়ে উড়ে গেছি,
ছাতা না থাকলে মানুষ অন্য ছাদের কার্নিশের তলে আশ্রয় নেয়।
আমি এতে দোষের কিছু দেখি না।
আমি জানলাম সবটা দিয়ে ছাতা হলেও প্রেম টেকে না
ছাদের কার্নিশ হতে হয়, ছোট হোক,
শক্ত সামর্থ্য হতে হয়।
আমি আকাশ হয়ে গেলাম।
আকাশ থেকে মেঘ।
মেঘ থেকে বৃষ্টি।
সে বৃষ্টি ভালোবাসতো।
বৃষ্টি হয়ে তাকে ছুঁয়ে যেতেই
সে কার্নিশের নিচে জড়সড় হলো।
আমার তাকে ছোঁয়া হলো না।
আমি রাস্তার ধারে নোংরা পানি হয়ে জমে রইলাম,
ভালোবাসার মতো।
- আকাশ হলে প্রেম টেকে না
এতকিছুর পরও শেষ পর্যন্ত তুমি আমার হইতে পারলা নাহ্....🖤
ভালো থেকো।সুখে থেকো।❤️
#sad
#love
#breakup
cute baby birthday
#happybirthday
#viralreels
#cutebaby
#love #romanticvideo 🥰🫶❤️