Gaming Rubel

Gaming Rubel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gaming Rubel, Gaming Video Creator, .

04/11/2024
স্ত্রীকে_ভালবাসতে_শিখুন গভীর রাতে ঘুম ভেঙ্গে যৌন উত্তেজনায় জোড় করে স্ত্রী ব্রা খুললেই স্বামী হওয়া যায় না। আমরা স্বামীর দ...
03/11/2024

স্ত্রীকে_ভালবাসতে_শিখুন
গভীর রাতে ঘুম ভেঙ্গে যৌন উত্তেজনায় জোড় করে স্ত্রী ব্রা খুললেই স্বামী হওয়া যায় না। আমরা স্বামীর দাবি নিয়ে ব্রা খুলতে শিখেছি।
কিন্তু কখনো কি স্ত্রীকে বলেছি, আজ তোমার শরীরটা কেমন? সারা দিন প্রচুর খাটাখাটনি হয়েছে তাই না? আজ তোমার শরীরটা একটু টিপে দেই? শরীর ব্যর্থা কমে যাবে।
যখনই যৌন উত্তেজনা উঠে, তখনই মনে পড়ে, আমার তো একটা স্ত্রী আছে! এর আগে কখনো স্ত্রী নামক মানুষটা কথা মনে পড়েছে?
অফিসে কাজের নামে অন্যের স্ত্রীর সাথে কর্পোরেট ঘষাঘষি করি। কখনো কি মনে পড়ে কেউ একজন দিন শেষে বেলকুনির গ্রিল ধরে পথ চেয়ে আছে আমার অপেক্ষায়। অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরলে, মেজাজ গরমে স্ত্রীকে বলি দুধ চিনি ভাল করে দিয়ে, তারাতারি এক কাপ চা দাও।
তখন একবারের জন্য কি মনে হয় না, এই মানুষটাও তো সারাদিন আমার মতো কামলা দিয়েছে, তার আমার মধ্যে পার্থক্য, সে ঘরে দিয়েছে আর আপনি বাহিরে দিয়েছেন।
রাতে ঘুমের ভ্যান ধরে কম্বলের নিচে মেসেঞ্জারে ডিজিটাল পরকীয়া করার সময়, ঘুমন্ত স্ত্রীর কথা একবারও মনে পরেনা। আপনি তার বিশ্বাস ও আস্থার জায়গাটা নষ্ট করে তাকে ঠকাচ্ছেন?
বাকি রইলো বিয়ে! দেনমোহর আর কবুল বলেই স্বামী হওয়া যায় না। স্বামী একটি অন্ধ বিশ্বাস, ভরসাময় অস্থা।
শুধু যৌনতায়ই স্ত্রী সুখ না, ভালবাসায়ই স্ত্রী অফুরন্ত সুখ, শান্তি।
অতৃপ্তির কারনে কনডমবিহীন সঙ্গম করেন। কখন কি বলেছেন আচ্ছা তোমার প্রতিদিন একই ট্যাবলেট খেতে ভাল লাগে? আজ থেকে বেশ কিছু দিন সঙ্গম বন্ধ রাখবো, তুমি আর এই ট্যাবলেট খেও না প্লিজ! তোমার কষ্ট আমার সহ্য হয় না।
স্ত্রী মানেই রোবট না, স্ত্রীও আপনার মতো রক্তে মাংসে গড়া একজন মানুষ। তাকে বুঝোন, বোঝার চেষ্ঠা করুন, বোঝা উচিৎ। স্ত্রী আপনার, দায়িত্ব ও কর্তব্যের পাশাপাশি তাকে ভালবাসাটাও আপনার মহা দায়িত্ব।
আমরা স্ত্রী যৌন উত্তেজনা বাড়াতে শিখেছে! কখনো কি তাকে জিজ্ঞাস করেছে, মাসের প্রথমে অথবা শেষ তার শরীর থেকে যেই বিষাক্ত রক্তপাত হয়, তা কতটা কষ্টের ও যন্ত্রনাদায়ক? যৌনতায় ভালবাসা থাকেনা, ভালবাসা থাকে গভীর রাতে যৌন মিলন না করে স্ত্রীকে বুকে জড়িয়ে নিজের হৃদপিন্ডে ঢুকেয়ে তার কষ্টের কথা গুলো শুনার মাঝে, তাকে শান্তনার মাঝে।
ঠোটে চুম্বন করে যৌন উত্তেজনা করতে শিখেছি! কখন কি বাসার থেকে বাহির হওয়ার বা ফেরার পর স্ত্রী কপালে চুম্বন করে বলেছি এই নেও তোমার সারাদিনে আদর।
স্ত্রীর যোনীতে দুই ফোঁটা বীর্জ দিলেই সন্তান আপনার দাবী করা যায় না। সন্তান প্রস্রব চলাকালীন ঘন্টার পর ঘন্টা যন্ত্রনাদায়ক সেটা উপলব্ধি করতে মাত্র দুই মিনিট মরিচের গুড়া আপনার লিঙ্গে লাগিয়ে দেখুন সন্তান প্রসব কতটা কষ্টদায়ক।
দশমাস নয়, মাত্র দশদিন, দশ কেজি ওজনের একটি পাথর আপনার পেটে বেধে দেওয়া হবে। তা নিয়ে এই দশদিন আপনি সমস্ত কাজ করতে পারলেই আপনার সন্ত্রান সেটা স্বীকৃতি পাবেন।
স্ত্রী কে ভোগ করতে না ভালোবাসতে শিখুন। দেখবেন জীবন কত সুন্দর 🥰

03/11/2024

Moja R moja

পুরুষের যৌনতাকে সম্মান করতে শেখো মেয়ে।পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি পৃথিবীর মুখ দেখতে পেরেছো। পুরুষের যৌন আকর্ষণ আছে ...
02/11/2024

পুরুষের যৌনতাকে সম্মান করতে শেখো মেয়ে।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি পৃথিবীর মুখ দেখতে পেরেছো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল। আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও, প্রায়োরিটি পাও। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজেগুজে বের হও, যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয়। তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায়। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে। দুলাইনের ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে যে শতশত রিয়্যাক্ট পাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। সাদা চামড়াকে পুঁজি করে স্বল্পবসনা হয়ে যে সেলিব্রেটি বনে যাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকূলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রূপ না করে ভালবাসার চাদরে ঢেকে দেয়। যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালবাসে, সমীহ করে চলে।

পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভ্রূক্ষেপ হয় না, তোমার বেলাতেও তেমন ঘটতো। যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতোটাই ডমিনেটিং হতো যে নারীজাতি তথা মানবজাতি বিলুপ্ত হয়ে যেতো। যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারীবিদ্বেষী।

সুতরাং, ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ত্রুটিগুলোও শুধরে নিতে শেখো। স্থান-কাল-পরিস্থিতিভেদে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি।

সংগৃহীত

--ভাইয়া এখানে দে*হ বি'ক্রি'র হো'টেলটা কোথাই একটু বলে দিবেন?কথাটা শুনে বেশ অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো সোহান।মেয়েটির শ'র...
02/11/2024

--ভাইয়া এখানে দে*হ বি'ক্রি'র হো'টেলটা কোথাই একটু বলে দিবেন?
কথাটা শুনে বেশ অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো সোহান।মেয়েটির শ'রী'রে রয়েছে সুন্নাতি বোরখা আর মুখে হিজাব পড়াতে চেহারাটা নুরের ন্যায় চমকাচ্ছে।এমন একটা মেয়ের মুখে হটাৎ দে*হ ব্য'বসার কথা শুনে সোহানের একদম বিশ্ষাষ হচ্ছিলো না।খেয়াল করলো মেয়েটির চোখে জল।তারমানে মেয়েটি একটু আগে অনেক কান্নাকাটি করেছে।এত সুন্দর একটা মেয়ের চোখে মুখে ভয়ের চিন্হটা সোহানের মনটাকে মোমের মতো গলিয়ে ফেললো।সোহান জানতো মেয়েটিকে এখন শান্ত করতে হবে তারপর তাকে সবকিছু বোঝাতে হবে।
---আপনি সঠিক জাইগাতেই এসেছেন তবে সেখানে যেতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে।
---হ্যা ভাইয়া আমি শর্ত মানতে রাজি আছি।বলুন কি করতে হবে আমাকে?
---তোমার নাম কি?
---ভাইয়া আমার নাম চারু।
---শুনো চারু এখানে হটাৎ করে গেলে তোমার মি*ত্যু*র আশঙ্কা রয়েছে।জানোইতো এখানে যারা আসে তারা একটু বেশিই শ*ক্তিশা'লী।তাই তোমাকে ট্রেনিংপ্রাপ্ত হতে হবে।
কথাটা শোনার পর চারু নামক মেয়েটা তার পাশে বসেই কাদতে শুরু করলো।সোহান বুঝতে পেরেছে মেয়েটির শ*রির একদম পবিত্র।একে শুধু একটু যাচাই করে নিতে হবে।

কিন্তু একে দেখে মনে হচ্ছে,,কথার দ্বারা বোঝানো সম্বব না তাই বুদ্ধি দিয়ে বোঝাতে হবে।চারুর পাশে গিয়ে সোহান চারুকে বললো,,
---যারা নতুন কাজ করতে চাই তারাও সেখানে যেতে পারে শুধু তাকে একটা আবেদন পত্র জমা দিতে হয়।
কথাটা শুনে মুখ তুলে চারু সোহানের চোখের দিকে তাকালো,,
---ভাইয়া সেই আবেদন পত্র কোথাই পাওয়া যাবে?
---আমিও তোমাকে সেই পত্র দিতে পারবো কারন সেখানে আমার নিয়মিত যাওয়া আসা আছে।
---ভাইয়া সেই পত্র আমাকে এনে দিতে পারবেন?তাহলে আপনি যা চান আমি তাই আপনাকে দিবো।
---হ্যা তবে প্রথমত আমার সাথে তোমাকে কয়েকদিন থাকতে হবে।কারন সেই ট্রেনিং আমি নিজেই দিই
কথাটা শুনে চারু বেশ ঘাবড়ে গেলো।এই ছেলে ট্রেনিং দেই তাহলে ইনিতো বেশ খা*রাপ ব*দজা*ত ছেলে।কিন্তু তার যেভাবেই হোক না কেন তাকে প*তি*তালয়ে যেতেই হবে।
---সমস্যা নাই আমি আপনার সাথে রা'ত কা*টাতে রাজি আছি শুধু আপনি আমার আবেদন পত্রটা এনে দিন।
---ওই যে পাশে একটা হো'টেল দেখা যাচ্ছে।সেখান গিয়ে আমার কথা বলুন তাহলে আপনাকে ওরা নিয়ে যাবে।কথা বলে সোহান চারুকে সেখানে যাবার জন্য পাঠিয়ে দিলো।যাবার সময় চারু বললো,,
---ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ তবে আপনার নামটা বলেন নি এখনো?
---আমার নাম সোহান আর আমিই আপনার প*তি*তালয়ে পাঠানোর দায়িত্বে আছি।
কথাটা শেষ করে চারুকে হোটেলে পাঠিয়ে দিলো সোহান।পাশের দোকান থেকে একটা বিয়ার নিয়ে বসে হাসতে লাগলো।তার জিবনে সে এই প্রথম কোনো মেয়েকে দে*হ বি'ক্রির জন্য এতো উত্রেজিত দেখছে।চারুকে দেখে সে বুঝতে পেরেছে চারু এসব নিজ থেকে করছে না।নিশ্চয় এর পিছনে কোনো কারন রয়েছে।এতসুন্দর একটা মেয়ে সইচ্ছাই তার দে*হ বি'ক্রি করছে অথচো সে নিজেই জানেনা।প*তি*তালয় থেকে মেয়েরা সবসময় পালানোর চেষ্টা করে।
চারুকে প্রথম দেখাতেই তার ভালো লেগেছে।এখন তার একটাই উদ্দেশ্য সেটি হলো চারুর মুখ থেকে পুরো ঘটনাটা শোনা।
এদিকে চারু হো'টেলে ঢুকছে আর ভাবছে পরপুরুষে সাথে এটাই তার প্রথম মিলন শুরু।পরক্ষনেই ভাবলো না না সে তো আগেই একজনের সাথে রাত কাটিয়েছে।হোটেলের লোকজন দেখে সে ভয় পেতে থাকলো।সোহান নামের ছেলেটি তার সাথে কিভাবে কি করবে এটা ভাবতেই চারুর বু'ক ধরফর করে কাপছে।সে শুনেছে তাদের শ*রি*রের বি*নি*ময়ে টা'কা দেওয়া হয়।তাহলে সোহান কি তাকে টাকা দিয়ে কিনে নিবে?
ম্যানেজার এসে তাকে এক কোনাই বসতে বললো।চারু ভাবলো হইতো এই হোটেলের ছেলেদের দিয়ে তার ট্রেনিং দেওয়া হবে।
চলুন এদের বিষয়ে কিছু জেনে নেওয়া যাক.,

সোহান হলো এই শহরের সবচেয়ে ধনবান আর ক্ষ'মতাশালি পরিবারের ছেলে।দেখতে যেমন সুন্দর ঠিক হাতের কাজগুলোও তেমনি।শহর থেকে কিভাবে অন্যায় কাজ বন্ধ করা যাই এটাই তার সবসময়ের ভাবনা।তবে সে বা'জে ছেলেপেলের কাছে মা'স্তান আর ভালোদের কাছে তার মতো ভালো পোলা একটাও খুজে পাওয়া যাবে না।
দোকান থেকে সোহান কয়েকটা কলা আর বিস্কুট কিনে পাশের ফুটপাতে গিয়ে একটা অসহায়ের পাশে খাবারগুলো রেখে হোটেলের দিকে রওনা দিলো।তার চোখে কারো কষ্ট একদম সহ্য হয়না।

ওদিকে হোটেলের এক কোনে চারু চুপচাপ বসে রয়েছে।তার চারপাশে কয়েকটা বাজে ছেলেরা তার প্রতি উকি দিচ্ছে যার কারনে ভয়ে সে শেষ প্রান্তে বসে রয়েছে।তার একটাই চিন্তা তার সাথে খা*রা'প আচরন করার যেন সেটা ভি'ডিও না করা হয়।সোহানকে তো দেখতে বেশ ভদ্র ছেলের মতোই দেখাচ্ছিলো।কিন্তু সে যে মেয়েদের প*তি*তালয়ে পাঠানোর ট্রেনিং দেই এটা চারুর জানা ছিলোনা।
সোহান হোটেল ঢুকতেই হো'টেল থেকে সব ছেলেরা ভয় পেয়ে বের হয়ে আসলো।সোহান চারুর সামনে দু কাফ কফি রেখে পাশের চেয়ারে বসতেই চারু কিছুটা ভয়ে আতকে উঠলো,,

---সোহান ভাইয়া তাহলে এখন আমাকে কি করতে হবে?(তোতলা ভাবে)
---চারু আমি একটু আগেই বসের সাথে কথা বলেছি।সে বললো, সুন্দরী মেয়েরা নাকি টা'কা বেশি পেলেই সেই ছেলের সাথে পা'লিয়ে যায়।তাই সুন্দরী মেয়ে নিতে হলে সবকিছু খু*লে তাদেরকে বোঝাতে হবে।
---কিন্তু ভাইয়া এতো মানুষের সামনে কিভাবে জা'মা কা*প'ড় খু*ল*বো?(মাথা নিচু করে)

ছয় মাসের বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই  ঘুমিয়ে গিয়েছি,যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে প্রায় দুপুর দুইটা বাজে,তাড়াহু...
31/10/2024

ছয় মাসের বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে গিয়েছি,যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে প্রায় দুপুর দুইটা বাজে,তাড়াহুড়া করে চুলগুলো হাত খোঁপা করতে করতে খাট থেকে নামলাম।মাথায় একটাই চিন্তা আমি এখনও রান্না করিনি।এমনিতেও বিয়ের পর থেকে আমার কখনো রান্না করতে হয়নি।আমার শাশুড়ি মা নিজেই রান্না করেন এবং আমাকে মাঝে মাঝে মুখে তুলে খাইয়ে দেন।আমি রান্না করতে চাইলে বলতেন আগে আরো বড় হও তারপর রান্না করে আমাকে খাওয়াবে ।
আজকে অনেক শখ করে বলেছিলাম : আম্মা আজকের রান্নাটা আমি করতে চাই।
আমার আকুলতা দেখে তিনি আর না করতে পারেননি, রাজি হয়ে যান ।
রান্নার জন্য সব কাটাকাটি করার পর চাল ধোয়ার সময় মেয়েটা কেঁদে ওঠে,তখন আমার শাশুড়ি বলেন: আগে ওর কান্না থামাও , ঘুমাবে মনে হয় ।
আমি ওকে নিয়ে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে গেলাম । এখন কী হবে ? দুইটা বাজে, রান্না তো করিনি আম্মা কী খাবে ? আমার নিজের কাছেই নিজেকে ছোট মনে হচ্ছে , একটা কাজও আমি ঠিক মত করতে পারিনা । রুম থেকে বের হয়ে কোন দিকে না তাকিয়ে রান্না ঘরের দিকে দিলাম দৌড় , তাড়াতাড়ি রান্না করতে হবে । গিয়ে দেখি বড় ভাবী রান্না করছেন , আমাদের হাঁড়ি-পাতিল কিছুই রান্না ঘরে নেই ।
বড় ভাসুর থাকেন সিঙ্গাপুর বড় ভাবী আমার বিয়ের দুই সপ্তাহ পরই আলাদা হয়ে যান। আমরা সবাই এক বাড়িতে থাকি এবং এক রান্নাঘরেই রান্না করি ।
আমি চিন্তিত হয়ে ঘরে যাওয়ার সময় আমার শাশুড়ির সাথে দেখা হয় তিনি মাত্রই কলপার থেকে গোসল করে কাপড়ের বালতি হাতে এদিকেই আসছেন । আমাকে দেখে কিছু না বলে তিনি কাপড় শুকাতে দেন। চুপচাপ দাড়িয়ে আছি কি করবো বুঝতে পারছি না , তিনি কি আমার সাথে রাগ করেছেন ? আমারই বা কী দোষ কিভাবে ঘুমিয়ে গেলাম জানিনা , এখন যদি তার জায়গায় আমার মা থাকতো তাহলে কি রাগ করতো?
ভাবনার মাঝেই তার ডাকে আমি চমকে উঠলাম ।
তিনি মুচকি হেসে বললেন : রান্না করবেনা?
আমি অসহায় মুখে তার দিকে তাকিয়ে বললাম : জ্বী,করবো ।
তিনি আবারও চমৎকার ভাবে হেসে বললেন : যাও খওয়ার ঘরে যাও গিয়ে খেতে বসো আমি নামাজ পড়ে আসছি ।
তিনি নামাজের ঘরে চলে গেলেন আর আমি অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে আছি ।
সত্যিই কি শাশুড়ি মা এমন হয়? তারপর নিজে নিজেই বললাম হ্যা হয় , এইযে আমার শাশুড়ি মা এমন....

24/10/2024

ভালোবাসার আরেক নাম জীবন, গল্পটি সবাই বলবেন

-পিরিয়ড হয়েছে, প্লিজ স্পর্শ করবেন না আমাকে? -এইটা কেমন কথা নদী! আজ আমাদের বাসর রাত কিন্তু তুমি বলছো স্পর্শ না করতে? -আসল...
16/09/2024

-পিরিয়ড হয়েছে, প্লিজ স্পর্শ করবেন না আমাকে? -এইটা কেমন কথা নদী! আজ আমাদের বাসর রাত কিন্তু তুমি বলছো স্পর্শ না করতে? -আসলে আমি বুঝতে পারিনি। -বুঝতে পারোনাই মানে। আমি এতো কিছু জানতে চাইনা, আমি বাসর করবোই? -নতুন স্বামীর একটু মন মানুষিকতা পরিক্ষা করতে এমন পরিস্থিতিতে পরতে হবে সত্যি নদী সেটা বুঝতে পারেনা। -আচ্ছা আজিমুল ৪/৫ দিন পরে বাসর করলে তোমার কি সমস্যা হবে। -আমি এক মুহূর্তের জন্যে দেরি করতে পারবোনা। -ওহ। -নিজের শরীর থেকে পোশাক খুলে ফেলো আমি বাহির থেকে আসতেছি। 'কথাটি বলেই আজিমুল হন হন করে বাহিরে চলে আসল! আর নদী বাদ্ধ মেয়ের মতো শরীর থেকে এক এক করে সব খুলতে থাকে। ইসসস নদীর মনে কতো স্বপ্ন স্বামী কে নিয়ে..আজ জেনো ক্ষনিকের মধ‍্যেই সব শেষ হলো' -বেশ কয়েক মিনিট পরে আজিমুল রুমে এসে গালা-হাসর দিয়ে বলে- -এই নাও এখানে সব উপকরন আছে! পিরিয়ড হলে যা যা লাগে? আমি বাহিরে গেলাম। 'এই কথাটি শুনেই নদী বলে' -কেনো বাসর করবেন না? -না তুমি আগে সুস্থ হয়ে নাও। তার পরে যা হওয়ার হবে টেনশন নিওনা। -একটু আগেই তো কতো কিছু বললেন। -একটু মুচকি হেসে আজিমুল বলে' -আরে আমি তোমার সঙ্গে একটু মজা করছি। দেখি তুমি কেমন করো। -ওরে ফাজিল এই কাহিনী। তুমি দেখি বেশ দুষ্টু ছেলে। -হুমম সবাই বলে। -আচ্ছা তুমি এই সব কোথায় পেলে। (মানে পিরিয়ডের সব জিনিস) -কোথায় আর পাবো! সোজা ভাবির কাছে গিয়ে তোমার সমস্যা কথা বললাম..তার পরে ওরাই সব ব‍্যবস্থা করলো। -আল্লাহ গো তোমার লজ্জা লাগেনি। -নাহ আমার লজ্জা লাগেনি। তাছারা আমার বউ অসুস্থ এইটুকু তো করতেই পারি? -ওরে আমার স্বামীটা। -হুম! -তোমাকে একটি কথা বলতে চাই প্লিজজ রাগ করবা না। -ঠিক আছে রাগ করবোনা বলো। -আমার না পিরিয়ড হয়নি। আসলে আমি তোমাকে একটু পরিক্ষা করতে চেয়েছিলাম। -কিইইইই। -হুমম লক্ষি স্বামী আমার প্লিজজজ রাগ করিওনা। -ঠিক আছে রাগ করবোনা। কিন্তু আমাকে এখন ভালোবাসায় পাগল করে দিতে হবে। -না 'বা-বা এতো ভালোবাসা দিবোনা। তুমি পাগল হলে আমার কি হবে। -হাহাহাআ হাহাহ? আচ্ছা পরিক্ষায় পাস করছি কি আমি। -হুমম ১০০% ভিতরে ৯০% পাস করছো। -আর ১০% হলোনা কেনো। -কারন প্রথমে যে আমাকে একটু কষ্ট দিছো তাই? -I love you বউ? তুমি কি আমার বাচ্ছার মা হবে💥 -I love you to স্বামী? অবশ্যই হবো তোমার বাচ্চার মা। 'নদীর কথাটি শেষ হতে না হতেই আজিমুল তার ঠোঁটর সঙ্গে নিজের ঠোঁট দুটি এক করে দিয়ে.. সুখের সাগরে ভাসতে থাকে। অনু_গল্প : #বাসোর_রাত কাহিনী ও লেখায়: আজিমুল ©️ #সংগৃহীত

Din sesh🤫🤫🤫
05/08/2024

Din sesh🤫🤫🤫

27/07/2023

Coin-X (CNX) builds a payment system in which cryptocurrency is used as a payment method in the real economy, based on our own developed blockchain technology. We are developing several platforms that we will link in CNX-Network with Coin-X as payment system. Coin-X, the first fully encrypted coin t...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Gaming Rubel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share