20/03/2022
ইন্নালিল্লাহ ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা
আজ ২০ মার্চ ২০২২ রবিবার দুপুরে, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের বাল্ক ক্যারিয়ার জাহাজ এম ভি রুপসির ধাক্কায় নারায়ণগঞ্জ - মুন্সিগঞ্জ নৌ রুটের একটি যাত্রিবাহী সানকেন ডেক টাইপ লঞ্চ ডুবে গিয়েছে।
লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে জানা যাচ্ছে।
অযোগ্য চালক আর মেয়াদোত্তীর্ণ যানবাহনকে এসব দুর্ঘটনার মূল কারণ বলে মনে করা হয়। বাংলাদেশের সড়ক ও নৌপথে সবার চোখের সামনে গায়েবি অনুমতিতে হরহামেশা চলতে থাকে এসব ঝুঁকিপূর্ণ বাহন। আর কতটা সস্তা হতে পারে মানুষের জীবন!
সংগ্রহ, মধ্যবিত্ত আল জাজীরা।