Abdur Rahim AR

  • Home
  • Abdur Rahim AR

Abdur Rahim AR আল্লাহ্ সর্ব শক্তিমান

◾সম্পর্ক সেটাই ◾যেখানে ঝগড়া মান-অভিমান অনেক, তবুও কেউ কাউকে কখনো ছেড়ে যায় না।
02/08/2023

◾সম্পর্ক সেটাই ◾

যেখানে ঝগড়া মান-অভিমান অনেক,
তবুও কেউ কাউকে কখনো ছেড়ে যায় না।

❤️❤️🤲
08/03/2023

❤️❤️🤲

দেখতে যদি হৃদয় ছিড়ে,তুমি আমার কোথায় ছিলে....
05/12/2022

দেখতে যদি হৃদয় ছিড়ে,তুমি আমার কোথায় ছিলে....

আল্লাহ্ বলেন..যে ব্যক্তি আমার দিকে হেঁটে আসে,আমি তার দিকে দৌড়ে যাই।                        [মুসলিম-২৬২৭]
26/10/2022

আল্লাহ্ বলেন..
যে ব্যক্তি আমার দিকে হেঁটে আসে,আমি তার দিকে দৌড়ে যাই।
[মুসলিম-২৬২৭]

ঝড় তুফানের সময় পড়ার দোয়া:اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَاউচ্চারণ: `আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনাঅর্থ: হে আল...
24/10/2022

ঝড় তুফানের সময় পড়ার দোয়া:

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا

উচ্চারণ: `আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা

অর্থ: হে আল্লাহ! আমাদের থেকে ফিরিয়ে নাও, আমাদের ওপর দিয়ো না। (বুখারি) ঝড়-তুফানের সময় এ দোয়া বেশি বেশি পড়তে হবে।
(আবু দাউদ ৪/৩২২)

اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

উচ্চারণ: `আল্লাহুম্মা ইন্নী আস্আলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা- ওয়া খায়রা মা উরসিলাতবিহি; ওয়া আউযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাতবিহি।`

অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট এর মঙ্গল, এর মধ্যকার মঙ্গল ও যা নিয়ে তা প্রেরিত হয়েছে, তার মঙ্গলসমূহ প্রার্থনা করছি এবং আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এর অমঙ্গল হতে, এর মধ্যকার অমঙ্গল হতে এবং যা নিয়ে তা প্রেরিত হয়েছে, তার অমঙ্গলসমূহ হতে
।সহীহ বুখারী ৪/৭৬

আল্লাহ সুবহান সকল প্রকার আযাব ও গযব বিপদ - আপদ থেকে আমাদের রক্ষা করুন- আমিন ❤️

ধনীরা মারা যাবে টাকার চিন্তায়,গরীবরা মারা যাবে ক্ষুধায়,আর মধ্যবিত্তরা মারা যাবে লজ্জায়।
21/10/2022

ধনীরা মারা যাবে টাকার চিন্তায়,গরীবরা মারা যাবে ক্ষুধায়,
আর মধ্যবিত্তরা মারা যাবে লজ্জায়।

হে রব! আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম কল্যাণ দান করো।
21/10/2022

হে রব!
আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম কল্যাণ দান করো।

19/10/2022

সূরা লাহাব
মাশা আল্লাহ বাবুটা সুরা-লাহাব কি সুন্দর ভাবে তেলোয়াত করলেন। ❤️🌹

আলহামদুলিল্লাহ! আবারও বিশ্ব জয়!কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায়  তৃতীয় (৩য়) স্থান অধিকার করে আবারও ...
19/10/2022

আলহামদুলিল্লাহ! আবারও বিশ্ব জয়!

কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় (৩য়) স্থান অধিকার করে আবারও বিশ্বের বুকে বাংলাদেশের মুখ উজ্জল করেছে!
াফেজ_আবু_রাহাত
💝 অভিনন্দন হাফেজ আবু রাহাত কে 💝

08/07/2022

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক , লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক , ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক ।

—'আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।

আল্লাহ আপনি সমস্ত সফরে থাকা হাজীদের হজ্জ্ কবুল করে নিন এবং আমাদের হজ্জ্ করার তৌফিক দান করুন। আমিন 🤲

আলহামদুলিল্লাহ আজকে ৮ই জুলাই শুক্রবার, পবিত্র হজের দিন আরাফাতের দিন।আরাফাতের দিন আল্লাহ তা'য়ালা এতো বেশি মানুষকে জাহান্ন...
08/07/2022

আলহামদুলিল্লাহ আজকে ৮ই জুলাই শুক্রবার, পবিত্র হজের দিন আরাফাতের দিন।

আরাফাতের দিন আল্লাহ তা'য়ালা এতো বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যা অন্য কোন দিন দেন না। মহান আল্লাহ এই দিনে বান্দার খুব নিকটবর্তী হন এবং ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, আমার এই বান্দারা আমার জন্যে এতো কষ্ট করেছে এর বিনিময়ে আমার কাছে কি চায়?
(সুনানে ইবনে মাজাহ:৩০১৪; মুসলিম:১৩৪৮)

আরাফার দিনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো সিয়াম রাখা।
রাসূলুল্লাহ ﷺ বলেন,
❝যে ব্যক্তি আরাফার দিনের ছিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তাঁর এক বছর আগের এবং এক বছর পরের ছগীরা গুনাহ মাফ করে দিবেন❞।
(সহীহ মুসলিম:১১৬২; মিশকাত:২০৪৪)

01/07/2022

মাশা আল্লাহ
কত সুন্দর মসজিদ 🕌

স্ত্রী হচ্ছে...উত্তম গোপনীয় পরম স্নেহ আল্লাহর দেয়া নিয়ামত 🤲❤️
01/07/2022

স্ত্রী হচ্ছে...
উত্তম গোপনীয় পরম স্নেহ আল্লাহর দেয়া নিয়ামত 🤲❤️

01/06/2022

শুভ কামনা রইলো প্রিয় দল আর্জেন্টিনার জন্য ❤️🇦🇷

31/05/2022

বাবা ছেলের অসাধারণ একটি গল্প

30/05/2022

সুমধুর কণ্ঠে কোরআন তেলোয়াত 👍
#ইমাম_ফয়সাল সূরা: মূলক

Address


Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rahim AR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share