Saanvi

Saanvi The page provides a wide choice of entertainment.

অধিক করি না আশা, কিসের বিষাদ,জনমেছি দু দিনের তরে--যাহা মনে আসে তাই আপনার মনেগান গাই আনন্দের ভরে।এ আমার গানগুলি দু দণ্ডের...
02/01/2023

অধিক করি না আশা, কিসের বিষাদ,
জনমেছি দু দিনের তরে--
যাহা মনে আসে তাই আপনার মনে
গান গাই আনন্দের ভরে।
এ আমার গানগুলি দু দণ্ডের গান
রবে না রবে না চিরদিন--
পুরব-আকাশ হতে উঠিবে উচ্ছ্বাস,
পশ্চিমেতে হইবে বিলীন।

Bye bye Maria, Sujan, Rik, Dabbu. We will meet again.
01/01/2023

Bye bye Maria, Sujan, Rik, Dabbu. We will meet again.

পুরাতন দিনগুলো ভুলেনতুন বছর নতুন ভাবে নতুন দিন শুরু হোক ভালোবাসায়, কিছু আশায়, কিছু স্বপ্ন পূরণে। এগিয়ে চলার পথগুলো সুগম...
31/12/2022

পুরাতন দিনগুলো ভুলে
নতুন বছর নতুন ভাবে নতুন দিন শুরু হোক ভালোবাসায়, কিছু আশায়, কিছু স্বপ্ন পূরণে। এগিয়ে চলার পথগুলো সুগম হোক - সুসম্পর্ক বজায় থাকুক সকলের মাঝে।
💞🥀

Happy New year 2023


জীবনের প্রতি বাঁকে তাল,লয়,ছন্দ যাই হোক ভালোবাসার তার যা দুটো হৃদয়কে বাঁধে তার সুর কিন্তু অটুট অমলিন থাকে। 💞
31/12/2022

জীবনের প্রতি বাঁকে তাল,লয়,ছন্দ যাই হোক
ভালোবাসার তার যা দুটো হৃদয়কে বাঁধে
তার সুর কিন্তু অটুট অমলিন থাকে। 💞



💞
30/12/2022

💞

Presenting "Tera Chehra Jab Nazar Aaye" Lyrical Video in the voice of Adnan Sami from Hindi Album "Tera Chehra" on T-Series Pop Chartbusters.Song - Tera Cheh...

আমাদের মানব শরীরে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চোখ👁 সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। আমার মনে হয় চোখের সবচেয়ে বেশী যত্ন নেওয়ার প্রয...
30/12/2022

আমাদের মানব শরীরে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চোখ👁 সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। আমার মনে হয় চোখের সবচেয়ে বেশী যত্ন নেওয়ার প্রয়োজন আছে।💞

29/12/2022

"পৃথিবীতে যাহারা সাহস করিয়া নিজের জীবনের দ্বারা নব নব সমস্যার মীমাংসা করিতে প্রস্তুত হয় তাহারাই সমাজকে বড়ো করিয়া তুলে।যাহারা কেবলই বিধি মানিয়া চলে তাহারা সমাজকে বহন করে মাত্র, তাহাকে অগ্রসর করে না"

---- রবীন্দ্রনাথ ঠাকুর

And if—at the crossroad, I won't be seeing you.Maybe...you went the other way? It's okay.I'd still be standing calmly, a...
29/12/2022

And if—at the crossroad,
I won't be seeing you.
Maybe...
you went the other way?
It's okay.

I'd still be standing calmly,
and even if it tears me apart....

I will set you free.

Lavander Pen
💔💔💔💔💔💔💔💔💔💔

Kimberly Mater & دختر خوشگله خیلی

To The One Who Left Me
At The Crossroad


Meet me at the crossroad,
for seeing you there
would mean something else.

Walk with me
on the long road,
for it will be a long way to go.

Talk to me in your silence,
I might find the courage
to raise your unspoken words.

Lend me your hand,
It might be the only thing
I would want to hold.

Share a laugh with me,
for I want to see you so happy.

Talk to me,
for I have always wanted
to hear your stories.

Kiss me if you must,
for I love to feel you intimately.

Love me,
for I have always longed for that day...

And if—at the crossroad,
I won't be seeing you.

Maybe...
you went the other way?
It's okay.

I'd still be standing calmly,
and even if it tears me apart—
—I will set you free.

— To The Ones: The Letters I've Kept Behind my Pillow | 2023



*image: javier barros / unsplash

আজ কি আকাশে সূর্য দেখা পাওয়া যাবে না
27/12/2022

আজ কি আকাশে সূর্য দেখা পাওয়া যাবে না

22/12/2022

ছোট বেলার স্মৃতি মনে করিয়ে দিল। স্কুল ছুটির পরে খেলা, দেরীতে বাড়ি ফেরা আর বাড়ি ফিরে বকুনি শোনা।

"স্মৃতি" পরবর্তী প্রজন্মের কাছে বিবর্তিত হয় কিন্তু বিক্রয়যোগ্য হয় না।
21/12/2022

"স্মৃতি" পরবর্তী প্রজন্মের কাছে বিবর্তিত হয় কিন্তু বিক্রয়যোগ্য হয় না।

20/12/2022

দেখা হবে আমাদের আবার কোনো এক স্বপ্নের শহরে ...

If this was possible then i used to be doraemon. But not everybody wants to be nobita in my life😕
19/12/2022

If this was possible then i used to be doraemon. But not everybody wants to be nobita in my life😕

আমাদের এই প্রতিনিয়ত স্বপ্ন দেখা আর তা পূরণ করার অদম্য চেষ্টাই জানান দেয় আমরা এখনো বেঁচে আছি।
19/12/2022

আমাদের এই প্রতিনিয়ত স্বপ্ন দেখা আর তা পূরণ করার অদম্য চেষ্টাই জানান দেয় আমরা এখনো বেঁচে আছি।

ঘরে ফেরা বিহঙ্গের কলতান শেষে,ক্লান্ত অংশুমালী মুখ লোকায়,গোধূলীর বুকে,আমার পল্লীপ্রান্তে নেমে আসে বিদঘুটেঅন্ধকার।জমাটবাঁধ...
18/12/2022

ঘরে ফেরা বিহঙ্গের কলতান শেষে,
ক্লান্ত অংশুমালী মুখ লোকায়,
গোধূলীর বুকে,
আমার পল্লীপ্রান্তে নেমে আসে বিদঘুটে
অন্ধকার।
জমাটবাঁধা দুঃস্বপ্নেরা লুকোচুরি খেলে,
অশরীরীর সনে,
দুরন্ত ঝিঁঝিঁর অসমাপ্ত আওয়াজ,
জোনাকির মিটিমিটি আলোকছটা,
দূর গগণে কাদম্বিনীর চাদরে নক্ষত্রের জ্যোতি।
মেটোগৃহে নিভু নিভু কেরোসিন প্রদীপ,
আমার পল্লী যেন এক,
নক্ষত্রের নগরী।
নিভু নিভু প্রদীপ যেন অজস্র নক্ষত্র,
হাতের মুঠোয় পুরে খেলছি
এই আমি !
স্বপ্নগুলো ঝরে গেছে উল্কার মত, ক্ষীণপ্রভা
বিকিয়ে।
কোটি নক্ষত্রের ভীড়ে,
আমি যেন নির্জীব নিসঃঙ্গ জ্যোতিহীন,
নিয়তির কৃষ্ণগহ্বরে আটকে যাওয়া,
উপল পিন্ড এক,
নয়ত বা গৃহত্যাগী যাযাবর,
আমার হয়না আর ঘরে ফেরা।
--- রুহুল আমীন রৌদ্র

আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো ।তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো ॥ তুমি সুখ যদি নাহি পাও, যাও সু...
17/12/2022

আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো ।

তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো ॥ তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও- আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো ৷ আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস– দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস ।

যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুখ পাই গো ॥

Amaro Parano Jaha Chay by Arijit SinghRabindra sangeet sung by Arijit Singh for a TV show "Stories" by Anurag Basu.আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো...

আমি চোখ বুজে আবার প্রার্থনা করিসেই সাদামাটা চেনা মুখটা...সেই সাদামাটা চেনা অঞ্চলের...বয়স বাড়ছে বাড়ুক, বিশেষ হয়োনাপ্রাত্য...
17/12/2022

আমি চোখ বুজে আবার প্রার্থনা করি
সেই সাদামাটা চেনা মুখটা...
সেই সাদামাটা চেনা অঞ্চলের...
বয়স বাড়ছে বাড়ুক, বিশেষ হয়োনা
প্রাত্যহিকীর মতো সাদামাটা চেনাজানা থেকো,
তোমাকে ছোঁওয়ার মতো কাছেকাছে থেকো...

চাইলে তুমি দিনকে বলতে পারো চাঁদের কারাগার, ঝরাতে পারো অশ্রু উত্তপ্ত সূর্য হতে,যদি চাও তুমি গুনতে পার অগনিত তারা,মুছে দিত...
16/12/2022

চাইলে তুমি দিনকে বলতে পারো চাঁদের কারাগার, ঝরাতে পারো অশ্রু উত্তপ্ত সূর্য হতে,
যদি চাও তুমি গুনতে পার অগনিত তারা,
মুছে দিতে পার তুমি রাতের অন্ধকার।
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে জন শূন্য কোন প্রাচ্যে..

কোথাও কিছু কম পড়েনি এই প্রকৃতির রাজ্যে,শুধু তুমি ছিলে না।
14/12/2022

কোথাও কিছু কম পড়েনি এই প্রকৃতির রাজ্যে,শুধু তুমি ছিলে না।

মনুষ্য প্রেম অপেক্ষা পশুপ্রেম অধিক উত্তম।উল্টো দিক থেকে আঘাত আসেনা ...
14/12/2022

মনুষ্য প্রেম অপেক্ষা পশুপ্রেম অধিক উত্তম।
উল্টো দিক থেকে আঘাত আসেনা ...

চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে চাঁদ। চাঁদের গুহার দিকে নির্নিমেষে চেয়ে আছি। স্পষ্ট দেখতে পাচ্ছি ঠোঁটের নীচে কালো মায়াবী ...
12/12/2022

চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে চাঁদ। চাঁদের গুহার দিকে নির্নিমেষে চেয়ে আছি। স্পষ্ট দেখতে পাচ্ছি ঠোঁটের নীচে কালো মায়াবী একটি বিন্দু, আর ...

কাউকে মনে পড়ছে ...?  #ফোন_কর_মেসেজ_কর।কাউকে দেখতে ইচ্ছে করছে...?  #জানাও। ভালোবাসো কাউকে...?  #বলে_দাও।এই ছোট্ট জীবনে এত...
10/12/2022

কাউকে মনে পড়ছে ...? #ফোন_কর_মেসেজ_কর।
কাউকে দেখতে ইচ্ছে করছে...? #জানাও। ভালোবাসো কাউকে...? #বলে_দাও।
এই ছোট্ট জীবনে এত অভিমান রেখে কি লাভ? #কোনো_লাভ_নেই।

রাস্তা যতোই পরিস্কার হোক না কেন, ধুলো তো হয়েই যায়।মানুষ যতোই ভালো হোক না কেনো,ভুল তো হয়েই যায়।নিস্তব্ধতা কখনো বিনা কারনে...
08/12/2022

রাস্তা যতোই পরিস্কার হোক না কেন,
ধুলো তো হয়েই যায়।
মানুষ যতোই ভালো হোক না কেনো,
ভুল তো হয়েই যায়।
নিস্তব্ধতা কখনো বিনা কারনে হয় না,
কিছু ব্যথা এমন আছে যা আওয়াজ করতে দেয় না।

আকাশে চাঁদ উঠুক, তার আকাশেই উঠুক আর অন্যের আকাশেই উঠুক; চাঁদ উঠুক। কোন আকাশ যেন কালোমেঘে মেঘাছন্ন হয়ে না থাকে।
07/12/2022

আকাশে চাঁদ উঠুক, তার আকাশেই উঠুক আর অন্যের আকাশেই উঠুক; চাঁদ উঠুক। কোন আকাশ যেন কালোমেঘে মেঘাছন্ন হয়ে না থাকে।

বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,মাগো আমার শোলক্-বলা কাজলা দিদি কই?
06/12/2022

বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,মাগো আমার শোলক্-বলা কাজলা দিদি কই?

মাঝে মাঝে ছায়া ও অনেক কথা বলে।
04/12/2022

মাঝে মাঝে ছায়া ও অনেক কথা বলে।

শুধু পথটাই হারিয়ে গেছে হঠাৎ করে......
03/12/2022

শুধু পথটাই হারিয়ে গেছে হঠাৎ করে......

ক্ষণিকের এই রাত শেষে কাটবে অবচেতন,আর চেতনার পৃথিবী আচ্ছন্ন হয়ে থাকবেআলোকচ্ছটায়।
02/12/2022

ক্ষণিকের এই রাত শেষে কাটবে অবচেতন,
আর চেতনার পৃথিবী আচ্ছন্ন হয়ে থাকবে
আলোকচ্ছটায়।

Three stages of love
01/12/2022

Three stages of love

साथ होना ज़रूरी नहीं हैं एहसास होना ज़रूरी हैं, दूरियां चाहे कितनी भी क्यों ना हों पर एक दुसरे पर विश्वास जरूरी हैं !!
01/12/2022

साथ होना ज़रूरी नहीं हैं एहसास होना ज़रूरी हैं, दूरियां चाहे कितनी भी क्यों ना हों पर एक दुसरे पर विश्वास जरूरी हैं !!

07/10/2022

সে চলে গেলেও থেকে যাবে তাঁর স্পর্শ আমারই হাতের ছোঁয়ায়’-কবীর সুমন

29/09/2022

যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে,
এমনকি ঘৃণাও করে তাও বোধ করি সহ্য হয়!
কিন্তু যাহার ভালবাসা পাইয়াছি
বলিয়া বিশ্বাস করেছি, সেইখানে ভুল
ভাঙ্গিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুন।
পূর্বেরটা ব্যথা দেয়।
কিন্তু শেষেরটা ব্যথাও দেয়, অপমান ও করে।

____ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

17/09/2022

তোমার ভালোবাসায় আবার
নিজেকে চেনা আছে বাকি

08/09/2022
06/09/2022

আমি খাঁচা হতে চাইনি,
তোমাকে উন্মুক্ত করে দিয়েই আমি
অনন্তকালের অপেক্ষায়।

উত্তাল স্রোতে বহমান নদী যেমন-
মোহনায় ফিরে,
হাজার বছরের মৃত প্রায় বৃক্ষ যেমন-
বসন্তের অপেক্ষায় থাকে,
মধু পূর্ণিমায় নিশি কন্যা যেমন-
জোছনায় ভিজে।

আমিও আছি - জানি আমি জানি
তোমাতে আমাতেও সব কিছুর পর,
ঐ সেই স্বর্ণলতাদের মতোই প্রেম হবে-
হবে মাখামাখি।

আমি ভালোবেসেছি কিন্তু -
শিকল হতে চাইনি,
তুমি ভালো না বেসেও আমায় পরিয়েছ -
মায়ার বেড়ি।

কত সহজ করেই বলেছিলে
আর কিছু চাইনে আমি -
শুধু একটু বেশি আর একটু বেশি,
ভালোবাসা দিও।
বলেছিলাম দিব!

কপালে হাজার বছরের চুম্বন এঁকে
লীলায়িত ভঙ্গিমায় বললে,
তাহলে দাও দেখি-

আমি বললাম, কী দিব!

তুমি বললে—
স্বাধীনতা,আমাকে স্বাধীনতা দাও।

আমি সহজ ভাবেই বলেছিলাম
আমার থাকবে তো ?

যদি ফিরি তবে ধরে নিও -
তোমার আছি তোমারি ছিলাম।
আর যদি না ফিরি.....!

যদি না ফির.......!!

তবে বুঝে নিও সবটুকু বিশ্বাস দিয়ে
ভালোবাসতে নেই,
আর কাউকে ভালোবাসলে
স্বাধীনতায় মাপ কাঠি রেখো।
আর এ-ও মনে রেখো
নারী প্রকৃতির মতোই -
নারী শূন্যতাকে ভালোবাসে না।

কবিতা: নারী প্রকৃতি মুখী//
©আদেল পারভেজ
লেখা - ০৬/০৯/২০১৯

"In Here, Always"Book by Janine Canono
21/07/2022

"In Here, Always"
Book by Janine Canono

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Saanvi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share