CU Update News

  • Home
  • CU Update News

CU Update News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CU Update News, Media/News Company, .

01/06/2023

চবিতে র্যাবের আগমন

নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে শিক্ষা সফরে যাওয়া বাসটি চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে রোডে একটি কভারভ্যান...
03/02/2023

নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে শিক্ষা সফরে যাওয়া বাসটি চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে রোডে একটি কভারভ্যানের সাথে মুখোমুখি সং*ঘর্ষ হয়। স্থানীয়রা আহ*তদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়।

16/01/2023

জৈনেক এক শিক্ষকের সাথে অভিভাবক এর কথপোকথন।

অভিভাবক- স্যার এসএসসি পরীক্ষার্থীদের কোচিং ক্লাস শনিবার বন্ধ?
শিক্ষক- হাঁ, বন্ধ।
অভিভাবক-স্যার কোচিং ক্লাস শনিবার বন্ধ কেন?
শিক্ষক-শুক্রবার ও শনিবার সরকারী বন্ধ।
অভিভাবক- স্যার জানুয়ারী থেকে মার্চ এই ৩ মাস কোচিং হবে, এই ৩ মাসে শুক্র, শনিবার ও সরকারী বন্ধ সহ মোট ৩১ দিন বন্ধ, তাহলে আপনারা কোচিং ক্লাস করাবেন কত দিন? আমরা অভিভাবকরা আপনাদেরতো ৩ মাসের কোচিং ফি দিয়েছে।
শিক্ষক- সকল বন্ধ বাদ দিয়ে যতদিন ক্লাস হয়।
অভিভাবক- স্যার আপনারা কি সরকারী সব আদেশ নিষেধ যথাযথ ভাবে পালন করেন?
শিক্ষক-অবশ্যই করি, করবো না কেন?
অভিভাবক- স্যার যদি সরকারী সকল আদেশ নিষেধ যথাযথ ভাবে পালন করেন তাহলে টাকার বিনিময়ে কোচিং কেন?? সরকারতো আপনাদের কোচিং করাতে বলে নাই।
শিক্ষক-ছাত্রছাত্রীদের ভালো ফলাফলের জন্য কোচিং ক্লাস করানো হয়।
অভিভাবক- স্যার যে সকল ছাত্রছাত্রী ২ বছর পড়েও ১০ বিষয়ে ১০ বিষয় ফেল তাদেরকে ৩ মাস কোচিং ক্লাসের মাধ্যমে ভালো ফলাফল সম্ভব?
শিক্ষক-ছাত্রছাত্রীদের ভালো করে গাইডলাইন দিলে সম্ভব।
অভিভাবক-স্যার তাহলে ৯ম ও ১০ম শ্রেণিতে ২ বছরে ৬ মাস ভালো গাইডলাইন দিলে একটা ছাত্রছাত্রীও ফেল করতো না। তখন ভালো গাইডলাইন দিলেন না যে???
শিক্ষক- এত কথা বলতে পারবো না। এটা বলে শিক্ষক চলে গেলেন। আর কথা বলার সুযোগ দিল না।

আসসালামু আলাইকুম। আমি মুহাম্মাদ শাহীন আলম। জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর একজন ছাত্র। Cha...
13/01/2023

আসসালামু আলাইকুম। আমি মুহাম্মাদ শাহীন আলম। জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর একজন ছাত্র।

Channel 24 এ প্রকাশিত হওয়ার পর আমার সাক্ষাৎকার অনেকেরই হৃদয়ে নাড়া দিয়েছে এবং অনেক সহৃদয়বান ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সাহায্যের কোনো রকম আবেদন ছাড়াই আপনাদের নিকট পাওয়া সহায়তার জন্য আমি ও আমার পরিবার আজীবন কৃতজ্ঞ।

সাক্ষাৎকারে আমি কথা বলেছিলাম মূলত আব্বার ডায়ালাইসিস এর ফি কমানোর জন্য। কারণ হুট করে ডায়ালাইসিস এর খরচ ৬ হাজার থেকে ২১ হাজার টাকা হলে একদম সবকিছু হাতের বাইরে চলে যায়। আর এখান থেকে সরিয়ে যে অন্য কোথাও ডায়ালাইসিস করাবো সেই সূযোগও নেই। কারণ কোথাও সীট খালি নাই, খরচও অনেক বেশি।

সাক্ষাৎকারে আমি আমার স্ট্রাগলের সব কিছু খুলে বলেছি যেন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের দাবির যৌক্তিকতা বুঝতে পারে। ডায়ালাইসিস নেওয়া প্রত্যেক রোগী ও রোগীর গল্পগুলো অত্যন্ত করুণ, হৃদয়বিদারক। আমি সেখানে আমাদের যৌক্তিক দাবিটিও তুলে ধরেছিলাম যা ভিন্ন এক রিপোর্টে দেখানো হয়েছে। আমার কথাগুলো এতগুলো মানুষের কাছে পৌছে যাবে আমি কখনো কল্পনাও করি নি।

এবারের সমস্যা টা আমার নিজের টাকার যতটা না, তার থেকে বেশি সিস্টেমের। আমাদের টানা ৬/৭ দিনের আন্দোলন এর পর অবশেষে তা সফল হয়েছে অনেকটাই। প্রথম আলোতে প্রকাশিত সংবাদ হতে জানতে পারলাম, কর্তৃপক্ষ ১০ টি মেশিন নেফ্রোলজি ওয়ার্ড এ নতুন করে যুক্ত করছে ।

মেডিকেলের দায়িত্বশীল একজন আমাকে আশ্বস্ত করেছেন যে আব্বার ৬ মাসে ২০ হাজার টাকায় ডায়ালাইসিস করানোর ব্যবস্থা করে দিবেন। ফলে আমার ডায়ালাইসিস খরচ অনেকটাই কমে আসবে। আর এই পরিমাণ খরচ আমি বহন করতে পারবো। ইতোমধ্যেই আমার ডিপার্টমেন্ট হতে পর্যাপ্ত সহায়তা করা হচ্ছে এবং হয়েছে। সুতরাং নতুন করে কোনো সাহায্য আমার প্রয়োজন হবে না।

সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আমার পরিবারের দেখাশোনা করার সাথে আমার পড়াশোনাও যেন ভালভাবে চালিয়ে যেতে পারি।

আপনারা যাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। দোয়া রাখবেন আমার জন্য যেন দ্রুতই এই দুঃসময় কাটিয়ে উঠতে পারি।

নতুন করে কেউ কোনো টাকা পাঠাবেন না কোনো নাম্বারে। এখন পর্যন্ত যা পাঠিয়েছেন তা আমি পেয়েছি। এছাড়াও যদি আমার জন্য টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েই ফেলেন, সেই টাকা অন্য কোনো রোগীকে দান করতে পারেন। ডায়ালাইসিস সেন্টারে গত এক বছরে যত জনের সাথেই পরিচয় হয়েছে, তাদের প্রত্যেকের জীবনের গল্প আমার থেকেও অনেক বেশি করুন।

মানবতার জয় হোক। ❤️

কথায় আছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আর্জেন্টিনার টপ লেভেলের সাংবাদিক পোষ্ট করেছে আমাদের নিয়ে💓আর কি লাগে ভাই☺️
05/12/2022

কথায় আছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আর্জেন্টিনার টপ লেভেলের সাংবাদিক পোষ্ট করেছে আমাদের নিয়ে💓
আর কি লাগে ভাই☺️

❤️🇧🇩❤️✌️🫶
04/12/2022

❤️🇧🇩❤️✌️🫶

02/12/2022

ঘটনাটা আজকের। ঢাকা ইউনিভার্সিটির কলা অনুষদের গেইটের সামনে ঢাবি আইআর ডিপার্টমেন্টের এক্স টিচার আজহার জাফর শাহ বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে এক মহিলাকে ধাক্কা দেয়। সেই নারী গাড়ির নিচে চলে যায়। সম্মানিত অমানুষ মহাশয় গাড়ি না থামিয়ে চলতে থাকে। কাপড়ে আটকে গিয়ে ঐ মহিলা গাড়ির নিচেই থেকে। গাড়ি তাকে টানতে টানতে নীলখেত পর্যন্ত নিয়ে যায় (দূরত্ব প্রায় ৭-৮ মিনিট হাটার পথ)। ঘটনা স্থল থেকেই কয়েকজন শিক্ষার্থী গাড়ি থামাতে বলে তাকে বাইক নিয়ে ধাওয়া করে। নীলখেত মোড়ে তোরণের নিচে তাকে ধরতে পারে। পুরো রাস্তায় সেই মহিলার রক্তে সয়লাব করেছে। অনেকটা সময় সে জীবিত ছিলো। কিন্তু এখন আর সে বেচে নেই।
এইবার ভাবেনতো, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকের আচরণ কতো বর্বর? কী হতো উনি যদি সঙ্গে সঙ্গেই দাড়িয়ে ঐ মহিলাকে নিয়ে হস্পিটালে যেতো? আজকে এই মানুষটা জীবিত থাকতো। একটা সার্টিফিকেট, সিভির পোর্টফোলিও, একাডেমিক প্রাইড আপনাকে মানুষ বানাতে পারে না।

- রাফিন জয়

02/12/2022

এফ রহমান হলে ছাত্রলীগের ভিএক্স গ্রুপের দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিত হামলা। কক্ষ ভাঙচুর

শিক্ষার্থীদের অফিস কক্ষে প্রবেশ নিষেধ! তাহলে বিশ্ববিদ্যালয় কাদের জন্য?ছবি: চবির আইএমএল থেকে তোলা।
02/12/2022

শিক্ষার্থীদের অফিস কক্ষে প্রবেশ নিষেধ! তাহলে বিশ্ববিদ্যালয় কাদের জন্য?
ছবি: চবির আইএমএল থেকে তোলা।

19/11/2022

★★ শোক সংবাদ ★★

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রুশনী আক্তার মারা গেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

স্টুডেন্ট ভাড়া নিয়ে কথাকাটাকাটি এবং জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ইতিহাস পরিবহনের ২০ এর অধিক বাস আটক করেছে জাবি ...
17/11/2022

স্টুডেন্ট ভাড়া নিয়ে কথাকাটাকাটি এবং জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ইতিহাস পরিবহনের ২০ এর অধিক বাস আটক করেছে জাবি শিক্ষার্থীরা

এইটাই জাহাঙ্গীরনগর। সকালে উত্তরা থেকে ক্যাম্পাস গামী বাসে ইতিহাস এর দুইজন স্টাফকে উঠিয়ে নিয়ে আসে ক্যাম্পাসের বাসে করে। তারপর বাকিটা ইতিহাস।

বি:দ্র: লোকাল যাত্রীদের ঐখানে অবস্থানরত শিক্ষার্থীরা আমরা দায়িত্ব নিয়ে মিরপুর গামী অন্যান্য লোকাল বাসে উঠিয়ে দেয়া হয়েছে।

ছবি- আবিদ ,ভূগোল ৪৭, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

16/11/2022

চবির সাবেক শিক্ষার্থী কানাডিয়ান প্রবাসী সাংবাদিক সওগাত আলী সাগরের টাইমলাইন থেকে তুলে ধরা হলো হুবুহুঃ

১. বাকিতে খাইয়ে নিঃস্ব হয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ’প্রয়াস হোটেল’ এর মালিক অলিমুদ্দিনের পাশে দাঁড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। আমাদের বন্ধুরা, অগ্রজ, ছোটো ভাই বোন – সবাই অলিমুদ্দিনের সহায়তায় স্বত:স্ফূর্তভাবে এগিয়ে আসছেন।সবার প্রতিক্রিয়া দেখে, সহায়তার আগ্রহ দেখে মাথাটা উঁচু হয়ে যাচ্ছে, বুকটা ভরে যাচ্ছে। অল্প সংখ্যক খারাপ মানসিকতার শিক্ষার্থী অলিমুদ্দিনকে ঠকিযেছে, কিন্তু সিংহভাগ শিক্ষার্থীই ভালো মানুষ, বড় মনের মানুষ- সেটাই যেনো পরিষ্কার হয়ে যাচ্ছে।
২. ঢাকার ‘আজকের পত্রিকায়’ অলিমুদ্দিনের খবরটি বেরোনোর পর এ নিয়ে ফেসবুকে একটা পোষ্ট দিয়েছিলাম। সেই পোষ্টের সূত্র ধরে আবু হেনা মোরশেদ জামান ফেসবুকে আলাদা পোষ্ট দিয়ে আহ্বান জানিয়েছিলেন- ‘ভিক্ষা নয় , দায় শোধের তাগিদ থেকে সব চবিয়ান আসুন তাঁর পাশে দাঁড়াই মহৎ সাজার ভানে নয় , অপরাধ মোচনের তাগিদে আসুন আমরা অলিমুদ্দিনের পাশে দাঁড়াই’। শুধু মোরশেদই নন, অসংখ্য চবিয়ান কিছু একটা করার আগ্রহ প্রকাশ করেছেন, চেয়েছেন কেউ একটা উদ্যোগ নিক।
অগ্রজ মোহাম্মদ সারোয়ার হোসেন আজিজ – আমাদের আজিজ ভাইর সাথে এ নিয়ে কথা হয়। তিনি কথা বলতে শুরু করেন, কথা বলেছেন অনেকের সাথেই । আজিজ ভাই জানাচ্ছেন, আগামীকাল সিইউ এলামনাই এসোসিয়েশন এর সমাজসেবা সম্পাদক শ্রদ্ধেয় রোখসানা ইসলাম রিতা আপা,এক্স স্টুডেন্টস ক্লাব, ঢাকার সভাপতি শ্রদ্ধেয় আমিন হিলালী ভাই, সাধারণ সম্পাদক স্নেহের মারুফ আহমেদ মনসুর,সিলেট ক্লাবের সভাপতি এটি এম শোয়েব, ফেনী ক্লাবের পৃষ্ঠপোষক বন্ধু সুখদেব তপন, নোয়াখালী এক্স স্টুডেন্টস ক্লাবের সভাপতি মঞ্জু চৌধুরী ভাই, সাধারণ সম্পাদক খিজির হায়াত খান ভাই, উত্তরার ছোটি ভাইদের সাথে এবং সিইউ ফ্রেন্ডস গ্রুপের পৃষ্ঠপোষকদের সাথে আলাপ করার ইচ্ছা রাখি। সিইউ এক্স স্টুডেন্টস ক্লাব কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ সেলিম ভাই কুমিল্লা ক্লাবের পক্ষ সহযোগিতা আশাবাদ ব্যক্ত করেছেন।’
কেবল আজিজ ভাই নন, বন্ধু কমিশনার মনসুর ঢাকায় আমাদের বড় ভাইদের সাথে, বন্ধুদের সাথে কথা বলেছেন, প্রশাসনে, সমাজে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এইসব বন্ধু, ভাইয়েরা সহযোগিতার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। বন্ধু মনসুর ফোন করে যখন এই খবর জানায়, তখন তাকে বেশ উচ্ছ্বসিত মনে হচ্ছিলো। আর সি ইউ গ্রুপে আমাদের অসংখ্য বন্ধু সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়ে রেখেছেন।
৩. অলিমুদ্দিনের খবরটি প্রকাশিত হওয়ার পর ঢাকায় ’আজকের পত্রিকা থেকে নম্বর নিয়ে রিপোর্টার মিনহাজ তুহিনকে ফোন করে তার সঙ্গে কথা বলেছি। তাঁকে ফোন করেছিলাম ধন্যবাদ দেয়ার জন্য। তাঁকে আমি বলেছি- মিনহাজ, আপনি শুধু ভালো রিপোর্টই করেননি, ভালো একটা কাজ করেছেন। মিনহাজ আপনাকে আবারো ধন্যবাদ দেই।
৪. আবারো বলি, সবাই নয়, অল্প সংখ্যক শিক্ষার্থী হয় তো বাকি খেয়ে পয়সা দেয়নি। কিন্তু সিংহভাগ শিক্ষার্থী পয়সা দিয়ে খেয়েছেন। আজ যখন একটি অন্যায়ের ঘটনা সবার সামনে এসেছে তখন সিংহভাগ শিক্ষার্থীই মানবিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অসংখ্য মানবিক মানুষ তৈরি করতে পেরেছে- এই সত্যটা কী কম আনন্দের!

উপাচার্য ডিনকে বললেন, "চুপ বেয়াদব, একদম চুপ। বের হয়ে যান।"
08/11/2022

উপাচার্য ডিনকে বললেন, "চুপ বেয়াদব, একদম চুপ। বের হয়ে যান।"

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে হোটেল প্রয়াসের অবস্থান। ওই হোটেলের মালিক দীর্ঘদিন ব্যবসা করার পর এখন বন্ধ ...
25/10/2022

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে হোটেল প্রয়াসের অবস্থান। ওই হোটেলের মালিক দীর্ঘদিন ব্যবসা করার পর এখন বন্ধ করে দিয়ে বাড়িতে চলে যাচ্ছেন। কারণ ছাত্রদের তিনি আর বাকিতে খাওয়াতে পারছেন না। তিনি তার বিকাশ নাম্বার দিয়ে অনুরোধ করেছেন, আখিরাতের চিন্তা করে হলেও যেন তার পাওনা টাকা ছাত্ররা দেয়।

আমার এক আইনজীবী বড় ভাই দাবি করেছেন, অলি সাহেব ঢাকা কোর্টে গিয়েও তার পাওনাদার খুঁজছেন। তার কাছে টাকা বাকি রেখে অনেকেই এখন বাসমতি চাল দিয়ে ভাত খান। কিন্তু তিনি মোটা চালের ভাতও খেতে না পেরে আজ অভাবে দিন গুজরান করতে করতে বাড়ি চলে যাচ্ছেন।

কয়েকদিন আগে এফ রহমান হলের ক্যান্টিনের মালিক লিখেছেন, আপনারা দয়া করে খেয়ে টাকা দিবেন। আমার বাজার করার টাকা নাই!

কী নিষ্ঠুর আমাদের ছাত্রদের মন। এত কষ্ট করে বাজার করে রান্না করে যারা খাওয়াচ্ছে আমরা তাদের প্রাপ্য টাকা দিই না!

অনেকে অলি ভাই কিংবা হলের ক্যান্টিনের মালিকের জন্য মন খারাপ করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে মন আমারও খারাপ।

তবে আমার আশংকা কাজ করছে অন্য জায়গায়। এখন এরা সবাই মিলে দুটো পরিবারকে কিংবা এ হোটেল বা ক্যান্টিনকে ঘিরে থাকা গোটা বিশেক পরিবারকে পথে বসিয়ে দিচ্ছে। কিন্তু একসময় এরাইতো বিসিএস ক্যাডার হবে, পুলিশ, কাস্টমস, ট্যাক্স ক্যাডাররের কর্মকর্তা কিংবা আমার মত বিচারক হবে। কেউ কেউ শিক্ষক হবে। সরকারি বেসরকারি বড় বড় পদে বসবে। তখন এরা টাকার লোভ সামলাবে কী করে? অন্যের হক তাদের কাছে নিরাপদ থাকবে কী করে?

আমি সবসময় ভাবি যারা ঘুষ খায়, চুরি করে, অন্যের হক মেরে খায় তারা ছাত্রজীবনে কেমন ছিল। আজ উত্তর পেলাম। যারা হলের টাকা মেরে খায়, অলি ভাইদের নিঃস্ব করে দেয় তারাই সরকারি বেসরকারি চাকুরিতে গেলে ঘুষ খায়, ধান্দা করে। কাজের বিনিময়ে বেতনের বাইরেও কোটি কোটি টাকা বানিয়ে ফেলে।

অলি ভাইরা একসময় মারা যাবে। তাদের কবরে শুইয়ে দিয়ে মানুষ বলবে, লোকটা বোকা ছিল কিংবা সৎ ছিল। আর এরা মরলে বলবে, চোর মরছে! এটাই অলি ভাইদের অর্জন। একজীবনে এটাও খুব কম পাওয়া নয়!

কাজী শরীফ
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম।
২৩ অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ।

24/10/2022

পরিস্থিতির ওপর নির্ভর করবে চবির ক্লাস-পরীক্ষা

আগামীকাল (২৫ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা পরিস্থিতির ওপর নির্ভর করবে। পরিস্থিতি প্রতিকুলে থাকলে সম্মিলিতভাবে ক্লাস স্থগিত হবে তবে পরীক্ষাসমূহ বিভাগ চাইলে হবে নইলে স্থগিত হবে৷ আর শাটল ট্রেন ও শিক্ষক বাস চললে নিয়মিত শিডিউলে ক্লাস-পরীক্ষা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ক্ষেত্রে চবি প্রভাবমুক্ত বলা যায়।

সূত্রঃ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার

16/10/2022

সাড়ে সাতটার ট্রেনে ক্যাম্পাসে ঘুরতে আসে রেলওয়ে পাবলিক স্কুলের সাত শিক্ষার্থী। পাহাড়ি এলাকা ঘুরে দেখার পর তারা আসে ঝর্ণা দেখতে। একপর্যায়ে তারা ঝর্ণায় গোসল করতে নামে। কিন্তু সাতজনের মধ্যে পাঁচজনই সাঁতার জানতো না। একপর্যায়ে দুইজন ডুবে যেতে থাকলে সাঁতার জানা দুইজন একজনকে টেনে তোলে। কিন্তু বাকিজনকে আর খুঁজে পায়নি তারা।

- সাতজনের একজনের বক্তব্য....

© Tuhin's Content

সাপের কামড়ে আহত চবি শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের বিপরীতে কটেজে মারজান হোসাইন নামের এক শিক্ষার্থীকে ...
02/10/2022

সাপের কামড়ে আহত চবি শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের বিপরীতে কটেজে মারজান হোসাইন নামের এক শিক্ষার্থীকে সাপে কামড় দিয়েছে। বর্তমানে আহতাবস্থায় তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে বিকেলে শাহ আমানত হলের দ্বিতীয় তলায় ওয়াশরুমে একটি সাপ পাওয়া যায়।

”দয়া করে সকলে নগদ খান। আমি বাজার করতে পারি না।”চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ.এফ. রহমান হল ক্যান্টিন ম্যানেজারের আকুতি।
27/09/2022

”দয়া করে সকলে নগদ খান। আমি বাজার করতে পারি না।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ.এফ. রহমান হল ক্যান্টিন ম্যানেজারের আকুতি।

নিখাদ ভালোবাসানব কেতন উড়িয়ে এলেননব সভাপতি।বিজয় গাথা রচনা করিলেনবিগত সভাপতি।দুর্জয় দুর্বার দু্র্দম ছিল তাঁর গতি।চির র...
21/09/2022

নিখাদ ভালোবাসা

নব কেতন উড়িয়ে এলেন
নব সভাপতি।
বিজয় গাথা রচনা করিলেন
বিগত সভাপতি।
দুর্জয় দুর্বার দু্র্দম ছিল
তাঁর গতি।
চির রীতিতে নিলেন বিদায়
অতি সম্প্রতি।
অবদানে তাঁর আরবি বিভাগ
আজ দীপ্তিমান।
স্মৃতির ভাণ্ডারে তিনি অনুপম
এক কীর্তিমান।
সাদরে মোরা করেছি বরণ
নব সভাপতি।
সতত সচল রাখিবেন তিনি
বিভাগ গতি।
তাঁদের প্রতি রইলো মোদের
নিখাদ ভালোবাসা।
আরবি বিভাগ এগিয়ে চলুক
পরম প্রত্যাশা।

ড. মুহাম্মদ সোলাইমান
সহযোগী অধ্যাপক
আরবি বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ নেয়ামত উল্ল....

19/09/2022

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, পরিবহণ পুলে এখন থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ তালা দিতে পারবে না। যদি কেউ তালা দেয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। আগামীকাল এ সংক্রান্ত বিষয়ে নোটিশ দিবে বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ।

ট্রেনের জানালা দিয়ে ফোন চুরির চেষ্টা! যাত্রীর সতর্কতায় চোর ধরা পড়ে, ১০ কিঃমিঃ পর্যন্ত চোরকে ঝুলিয়ে রাখল যাত্রীরা।
15/09/2022

ট্রেনের জানালা দিয়ে ফোন চুরির চেষ্টা! যাত্রীর সতর্কতায় চোর ধরা পড়ে, ১০ কিঃমিঃ পর্যন্ত চোরকে ঝুলিয়ে রাখল যাত্রীরা।

15/09/2022

বৃষ্টিস্নাত মধ্যরাতে চবি ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ..

05/09/2022

★★★ সদ্য পাওয়া ★★★

শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর শাহজালাল ও শাহ আমানত হলে মধ্যরাতে একযোগে অভিযান চালাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

█▓▒░ শোক সংবাদ ░▒▓█সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন মা...
02/09/2022

█▓▒░ শোক সংবাদ ░▒▓█

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন মারা গেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষক আফতাব হোসেন ১নং গেইট এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। ...
02/09/2022

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষক আফতাব হোসেন ১নং গেইট এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। চমেক হাসপাতালে নেয়া হয়েছে।

★★★ এইমাত্র পাওয়া ★★★মানহীন ও নোংরা খাবার পরিবেশনের জন্য সোহরাওয়ার্দী হলের ক্যাফেটেরিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ...
01/09/2022

★★★ এইমাত্র পাওয়া ★★★

মানহীন ও নোংরা খাবার পরিবেশনের জন্য সোহরাওয়ার্দী হলের ক্যাফেটেরিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শাখা ছাত্রলীগের ভিএক্স গ্রুপ।

31/08/2022

শাখ ছাত্রলীগের উপ-গ্রুপগুলো নিজেরাই নিজেদের মধ্যে মারামারিতে জড়াচ্ছে! গতকাল তিনটি বিচ্ছিন্ন ঘটনায় বিজয়, ভিএক্স ও সিএফসির নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

30/08/2022

রব হলে ছাত্রলীগের দুই গ্রুপে থেমে থেমে সংঘর্ষ চলছে...

30/08/2022

অভিনন্দন বাংলাদেশ!😡

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের সাবেক ছাত্র (চবি ১৮তম ও ইফেস্কু ৪র্থ ব্য...
29/08/2022

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের সাবেক ছাত্র (চবি ১৮তম ও ইফেস্কু ৪র্থ ব্যাচ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোমিনুর রশিদ আমিন, সরকার কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when CU Update News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share