
27/07/2023
পরনারী-পরপুরুষের সম্পর্কটা
‘যতোই ভাই-বোনের মতো হোক না কেনো,
তারা ভাই-বোন না।’
একটা কথা বলি। মেয়েদের বুঝতে এবং মেনে নিতে
অসম্ভব কষ্ট হবে জানি। একজন ছেলে আপনার
কাছে যতোই হাম্বল, ইনোসেন্ট, ভাইয়ের মতো,
খুব ভালো বন্ধু হোক না কেনো, আপনি তার 'কল্পনা'
থেকে নিরাপদ নন! ছেলেদের টেম্পটেশন সম্পর্কে
আমার ধারণা ৯০% মেয়ে জানে না ৷
একজন ছেলে হিসেবে বলি, একজন ছেলের
কল্পনাশক্তি এতোই প্রবল এবং ডেঞ্জারাস যে,
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দু'আ শিখিয়েছেন এই কল্পনাশক্তির যিনা নিয়ন্ত্রণের।
Copy post:@ Nur Hasan Anik