Arshi

Arshi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arshi, Magazine, .

Arshi offers entertainment through variety of creative contents including contents from new comers & unique presentation of eminent literatures in written, audio & video mode & gives a digital platform for new comers.

©Arshi
02/06/2021

©Arshi

এক বৃষ্টিমুখর দিনে পুরনো স্মৃতিচারণ©Arshi
31/05/2021

এক বৃষ্টিমুখর দিনে পুরনো স্মৃতিচারণ

©Arshi

ঢেউ আসে আর যায়
27/05/2021

ঢেউ আসে আর যায়

তুলে রাখা থাক.. 🍁(full page view recommended) কলমে - ঋদ্ধি
25/05/2021

তুলে রাখা থাক.. 🍁
(full page view recommended)

কলমে - ঋদ্ধি

কলমে-প্রিয়া
22/05/2021

কলমে-প্রিয়া

আমরা সবাই সর্বক্ষণ অভিনয় করে চলি, কখনো নিজের সাথে কখনো অন্যের সাথে।।©Arshi
21/05/2021

আমরা সবাই সর্বক্ষণ অভিনয় করে চলি, কখনো নিজের সাথে কখনো অন্যের সাথে।।

©Arshi

20/05/2021

না লেখা চিঠি

কলমে: ঋদ্ধি
কন্ঠে: স্বরূপ কর

16/05/2021

ভালোবাসাটা সবকিছুর মধ্যেই লুকিয়ে থাকে, শুধু আমরা খুঁজে পাই না সবসময়।

© আরশি

🍁
15/05/2021

🍁

। ভালোবাসার ঈদ ।
14/05/2021

। ভালোবাসার ঈদ ।

পাপ নয়?
13/05/2021

পাপ নয়?

13/05/2021

আমরা মুখোমুখি দাঁড়িয়ে আছি ঠিকই তবে আমরা দু'জনে দু'জনের পরিচিত কেউ নই, আমরা কোনো পুরোনো প্রেমিক প্রেমিকাও নই, কিংবা প্রিয় বন্ধু। তবুও চলতি পথে আমরা মাঝে মাঝেই চোখে চোখ রাখছি নিজেদের অজান্তেই, কিংবা কখনও লুকিয়ে সন্তর্পণে। সরাসরি দেখতে গেলে পাছে যদি প্রশ্ন ওঠে বা আচমকাই কেউ এসে জিজ্ঞেস করে কেন দেখছি, উত্তর কিছুই নেই আমাদের কাছে। গেটের সামনে ভিড় করে আসা দমকা হাওয়ায় কুহক জালে আটকা পড়লে প্রতিবার আগাগোড়াই যেন আলাদা রকম অনুভূতি কাজ করে, তবে আজ সেই অনুভূতিরা মুখরী ছেড়ে সুর তুলেছে ইমন-এ। ট্রেনের স্পীড আজ দ্বিগুণ হয়েছে, তবে তা আমাদের যাত্রা শেষের তাগিদে নাকি টেনে তুলে ধরার জন্য তা নিশ্চিত ভাবে বলতে আমরা কেউই পারবো না।

হঠাৎ করে আমরা সামনে এগিয়ে এলাম, না! ইচ্ছাকৃত নয় ওটা মনে হয় পর্দাতেই হয়। এখন আমরা নিঃশ্চুপ, থেমে গেছে আমাদের অযাচিত ভাবনা, অথচ দুজনেই ভীষণ ব্যস্ত নিজেদের আগলে রাখার দায়িত্ব পালনে। আবারও তাকালাম একে অপরের দিকে কথারা যুদ্ধ শুরু করলো কে আগে অপসারিত হবে তা নিয়ে, কিন্তু বলা হলো না কিছুই। বাইরের দিকে তাকিয়ে দেখলাম সময় বা পথ কোনোটাই আর বেশি নেই, ফুরিয়ে যাবে অন্তিমে। শেষ হবে আমাদের যাত্রা, হয়তো এরপরে আর কখনো আমাদের দেখা হবে না। তবে মনের মধ্যে যে ধূসর পাণ্ডুলিপি চিত্রায়িত হয়েছে তাতে আমাদের চোখ খুঁজে চলবে একে অপরকে। এরপর আমরা যখন অন্য কারোর মুখপাত্র হবো তখন প্রতিচ্ছবি দেখবো দু'জন দু'জনের, আফসোস করবো আজকের কথা না বলার কারণে, মনকে প্রতিশ্রুতি দেবো আগামীর। তবে একদিন ব্যস্ততার বেড়া টপকে স্টেশন চত্বরে সমাবেশ হবে আমাদের, হন্তদন্ত হয়ে দ্রুত পায়ে এগিয়ে আসবো দুজনে, হঠাৎ করে লাস্ট ট্রেনের হর্ন বেজে উঠবে, আমরা সব ভুলে যে যেখানে ছিলাম সেখানেই থামিয়ে দেব পায়ের কলরব। কিন্তু সেদিন আর গেটের সামনে ভিড় করে আসা দমকা হাওয়ারা ইমনের সুর তুলতে পারবে না, সেদিন কেবল আমাদের অগোচরে হয়ে যাবে বিলাহরি।।

©Arshi

একটা মেয়ের গল্প
12/05/2021

একটা মেয়ের গল্প

এই মৃত্যু মিছিলে হারিয়ে গেলে ভয় পেওনা, আবার ফিরে আসবো আমি।©Arshi
11/05/2021

এই মৃত্যু মিছিলে হারিয়ে গেলে ভয় পেওনা, আবার ফিরে আসবো আমি।

©Arshi

বাবার জন্মদিনআজ মেঘার আদরের বাবার জন্মদিন, বাবার যদিও মনে নেই, আর মেঘাও সারপ্রাইজ দেবে বলে কিছু মনে করায়নি বাবাকে। বাবা...
10/05/2021

বাবার জন্মদিন

আজ মেঘার আদরের বাবার জন্মদিন, বাবার যদিও মনে নেই, আর মেঘাও সারপ্রাইজ দেবে বলে কিছু মনে করায়নি বাবাকে। বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পর মেঘা মাকে নিয়ে ছুটলো বাজারে, বাবাকে সাজিয়ে খেতে দেবে বলে বাবার পছন্দ মতো সব এনে রান্নাঘরে ঢুকে পড়লো। আজ সে নিজের হাতে রান্না করবে বাবার জন্য। যেমন কথা তেমন কাজ, সমস্ত রান্না করে সাজিয়ে গুছিয়ে বাবাকে ফোন করলো তাড়াতাড়ি বাড়ি আসার জন্য। একমাত্র মেয়ের আবদার বলে কথা কিভাবেই বা ফেলে তার বাবা। বাবার গাড়ির হর্ন পেয়েই পেছন থেকে বাবার চোখে হাত দিয়ে ঘরে নিয়ে এল মেঘা। তারপর হাত সরিয়ে আলো জ্বলতেই বাবা দেখলো ঘরটা পুরো বেলুন দিয়ে সাজানো, সামনে একটা কেক যাতে বাবার ছবি দেওয়া। শুধু তাই নয় ডাইনিং টেবিলের ওপর সব প্রিয় খাবার সাজানো।

এসব কিছু দেখে মেঘার বাবা মেঘাকে 'মা' বলে জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে তাকে আদর করে হামি খেয়ে বললো "তুই না থাকলে জানতেই পারতাম না জন্মদিনটা এতটা আনন্দের হতে পারে। তোর ঠাম্মা তো কবেই আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তার বদলে তোর মতো পরীকে আমায় উপহার দিয়ে গেছে কখন বুঝতেই পারিনি।"

ফোনে সেই পুরনো দিনের ফটো দেখতে দেখতে চোখ মুছে মুখে মিথ্যে হাসি নিয়ে বাবা মনে মনে বলল, 'সেই ছোট্ট মেঘা আজ কতো বড়ো হয়ে গেছে, কাজের জন্য বিদেশে থাকতে হয়, পুজো ছাড়া আসতেও পারে না তেমন।' ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল, বাবা গেট খুলে যেতেই একজন একটা বড়ো পার্সেল দিয়ে গেল। সাথে সাথে মেঘার ভিডিও কল। বাবা ফোনটা রিসিভ করতেই একগাল উচ্ছ্বাস নিয়ে মেঘা বলল- "শুভ জন্মদিন বাবা।" ততক্ষণে পার্সেল খোলা হয়ে গেছে, যাতে বাবার জন্য নতুন জামা, একটা ঘড়ি, বাবার পছন্দের বাটারস্কচ ফ্লেভারের কেক। চোখ মুছতে মুছতে বাবা বললো, "আজও অত দূর গিয়ে কাজের চাপে মনে রেখেছিস আমার জন্মদিন?" মেঘাও তৃপ্তির হাসি হেসে বললো, "মা কিভাবে ভুলবে ছেলের জন্মদিন? ছেলে তো কখনো আজ পর্যন্ত তার ছোট্ট মায়ের জন্মদিন ভোলেনি।"

©Arshi

-হ্যাপি মাদারস ডে, মিষ্টি মা ( পিছন থেকে জড়িয়ে ধরে বলল অদিতি )। -(আদর করে কপালে চুমু দিয়ে ) মা-এর আবার আলাদা দিন হয় নাক...
09/05/2021

-হ্যাপি মাদারস ডে, মিষ্টি মা ( পিছন থেকে জড়িয়ে ধরে বলল অদিতি )।
-(আদর করে কপালে চুমু দিয়ে ) মা-এর আবার আলাদা দিন হয় নাকি রে? সত্যিই কি মাকে মনে করতে আলাদা কোনোদিনের দরকার পড়ে? বিয়ের পর তুই কি তোর মাকে ভুলে গেছিস, নাকি ও'বাড়ি গিয়ে আমায় ভুলে যাস?
বাবাইও দুই মায়ের সমান যত্ন করে, খেয়াল রাখে (কোলে শুইয়ে মাথায় বিলি কেটে দিতে দিতে বলে কমলিনী )।
-কিন্তু সারাবছরে তোমাদের জন্য একটা দিন বিশেষ হতে পারে না?
-হতেই পারে, তবে সেটা যার যার মানা না মানার ওপর নির্ভরশীল। একটা দিন মাকে নিয়ে খুব হইচই করলাম আর বাকি দিনগুলোয় সে গুরুত্বহীন এটা তো নৈতিকতার বিষয় হল না মা।
তবে যদি কেউ বিশেষ ভাবে মাদারস ডে পালন করতে চায় কখনই তাকে বাধা দেওয়া বা উদ্যম নষ্ট করে দেওয়া উচিত নয়।
যার সঠিক নৈতিক শিক্ষা থাকবে সে কখনই মাকে ভুলে যাবে না এমনকি সে কখনই রবি ঠাকুরকেও ভুলে যাবে না। সুখে-দুঃখে যেমন মা আগলে রাখে, তেমনই নির্জনতায় সুখ-দুঃখের সাথী হন কবিগুরু।
-মিষ্টি মা, আজ রবীন্দ্রজয়ন্তী পালন করবে না?
-করব তো।
-তাহলে তুমি একটা গান গাইবে, প্লিজ
- বেশ, গাইব। যা এখন স্নান করে তৈরী হয়ে নে, বাবাই বাজার থেকে মালা নিয়ে ফিরুক, তারপর ও ফ্রেশ হয়ে নিলেই একসাথে বাড়িতে বসেই আমরা বিশ্বকবিকে শ্রদ্ধা জানাবো।
-মাদারস ডে আর রবীন্দ্র জয়ন্তী একসাথেই পালন হবে আজ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Arshi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arshi:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share