02/06/2023
হায়রে আমারা মানুষ জাতি
একবারও চিন্তা করিনা যে আমরা তো মরেই যাবো
ধনসম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুতে মরণ ঠেকাতে পারবে না,
এবং মরণ যে কি ভাবে আছে সেটাও জানা নেই
কারণ এটা নিজের কর্ম ফলের উপর নির্ভর করে
মরার পরে মাটি দেওয়া এবং জানাজা ভাগ্যে আছে কিনা সেটাও সঠিক জানা নেই,
মরার পরে লাশ মাছে খায় না শিয়াল কুকুরে খায় সঠিক কারো জানা নেই,
কারণ এটা সম্পূর্ণ নিজের কর্মফল উপর নির্ভর করে
সামান্য অল্প কদিনের জন্য দুনিয়ায় এসে,
মানুষ নিজে ভালো থাকার জন্য আরেকজনের ক্ষতি করে,
কিন্তু একবারও আমরা চিন্তা করি না হায়রে আমরা তো মরেই যাবো লাভ কি কয়দিনই বাঁচবো
টাকার জায়গায় টাকা থাকবে বাড়ির জায়গায় বাড়ি থাকবে গাড়ির জায়গায় গাড়ি থাকবে
শুধু নিজেকে খালি হাতে বিদায় নিতে হবে,
তাই সময় থাকতে শোধরাতে হবে,
না হলে কঠিন বিপদ আছে কেউ ঠেকাতে পারবেনা
কারণ আল্লাহ তায়ালা কোন ঘুষ খায় না,
ওখানে টাকা দিয়ে কোন কাজ হবে না,
তাই সৃষ্টিকর্তা ভয় অন্তরে রেখে মানুষের ক্ষতি করা থেকে দূরে থাকো