Free Thinker

Free Thinker Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Free Thinker, Digital creator, .

14/06/2022

কোন রুটিন ফলো করে IELTS এর প্রস্তুতি নিব?

IELTS এর প্রস্তুতির ক্ষেত্রে রুটিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ রুটিন থাকলে একটা কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার পড়া যায়। আমি আমার প্রস্তুতির সময় অনেক গ্রুপ ঘেঁটে একটা রুটিন তৈরি করেছিলাম। যদিও আমি পুরো রুটিনটা ফলো করিনি, তারপরও রুটিনটা শেয়ার করছি। কারও না কারও একটু হলেও উপকারে লাগতে পারে। IELTS এর জন্য কে কীভাবে প্রস্তুতি নিবে এটা পুরোপুরি নির্ভর করবে আপনার বেসিক লেভেলের উপর। আপনার রুটিনটা কেমন হবে এটা আপনাকেই ঠিক করতে হবে। এখানে আমরা মূল প্রাকটিসকে সকাল এবং রাত, এই দুইভাগে ভাগ করতে পারি। সকালে Listening এবং Reading test দিতে হবে। আর রাতে Writing এবং Speaking প্রাকটিস করতে হবে। আর দিনের বেলার সময়টাকে আমরা অতিরিক্ত কিছু রিসোর্স থেকে নিজেদেরকে ঝালাই করে নিতে পারি।

Listening:
১. প্রতিদিন সকালে ২টা করে Listening test দিতে হবে Cambridge বই থেকে।
২. রেগুলার TEDTALK অথবা Podcast শুনতে হবে হেডফোন ছাড়া।
৩. হেডফোন ছাড়া পার্ট ৩ এবং ৪ প্র্যাকটিস করতে হবে।

Reading:
১. প্রতিদিন সকালে ২টা করে Reading test দিতে হবে Cambridge বই থেকে।
২. রেগুলার ১ঘণ্টা করে নিউজপেপার কিংবা ম্যাগাজিন পড়তে হবে।
৩. Cambridge বইয়ের যেসব শব্দ বুঝতে সমস্যা হবে, সেগুলো নোট করে paraphrase word লিখতে হবে।

Writing:
১. রেগুলার রাতে ১টা করে Writing Task-1 এবং Task-2 লিখতে হবে।
২. Writing এর জন্য বেশি বেশি করে স্যাম্পল আন্সার পড়তে হবে Cambridge বই এবং Liz এর Website থেকে।
৩. Writing এর গ্রামার চেকের জন্য Grammarly app ব্যবহার করতে হবে। তবে একজন মেন্টর কিংবা expert এর থেকে চেক করিয়ে নেওয়া ভালো।

Speaking:
১. এক ঘণ্টা Youtube থেকে ভালো ব্যান্ডের স্পিকিং স্যাম্পল শুনতে হবে এবং রেগুলার রাতে ৩০ মিনিট প্র্যাকটিস করতে হবে।
২. Makkar Que Card থেকে টপিক ধরে ধরে রেগুলার প্রাকটিস করতে হবে।
৩. Speaking প্রাকটিস এর একজন পার্টনার ঠিক করতে হবে এবং দুইজন দুইজনেরটা মূল্যায়ন করতে হবে।

11/05/2022

Collected

১। DAAD https://bit.ly/3tI6B4p
২। Erasmus Mundus https://bit.ly/3cP7lOm
৩। SBB scholarship http://bit.ly/2Glpcw3
৪। Friedrich Ebert Stiftung https://www.freiheit.org/stipendien
৫। Heinrich Böll Stiftung https://www.boell.de/en
৬। Konrad Adenauer Stiftung (KAS) https://www.kas.de/home
৭। Goethe Goes Global http://bit.ly/2vbOCXL
৮। Helmut-Schmidt-Programme (PPGG) http://bit.ly/2ZgUfBM
৯। Green Talents https://www.greentalents.de/
১০। Partnership Scholarship http://bit.ly/2UE4WzI
১১। DAAD contact grants https://uol.de/en/daad-doctoral-grant/
১২। Uni-Bochum International Fellowship http://bit.ly/2VPyxCN
১৩। IMPRS-IEM https://www.ie-freiburg.mpg.de/IMPRS-PhD-Program
১৪। MPIA Fellowship https://www.mpg.de/stellenboerse
১৫। Hans-Böckler-Stiftung https://www.boeckler.de/36912.htm
১৬। Stiftung der Deutschen Wirtschaft অথবা Studienförderwerk Klaus Murmann ফাউন্ডেশন https://www.sdw.org/
১৭। Mawista Scholarship https://www.mawista.com/en/scholarship/
১৮। Hanns-Seidel-Stiftung https://www.hss.de/en/
১৯। Rosa Luxemburg Stiftung https://www.rosalux.de/en/
২০। Villigst Evangelical Foundation https://www.evstudienwerk.de/
২১। Studienstiftung https://www.studienstiftung.de/en/
২২। Mystipendium https://www.mystipendium.de/
২৩। Entschleunigungs-Stipendium https://www.aifs.de/service/english.html
২৪। Deutschlandstipendium https://www.deutschlandstipendium.de/index.html
২৫। Deutschen Bundesstiftung Umwelt https://www.dbu.de/2821.html
২৬। Cusanuswerk http://bit.ly/2UEN8Vj
২৭। Friedrich Naumann Stiftung https://www.freiheit.org/auslaendische-studierende
২৮। Avicenna Foundation scholarship https://www.avicenna-studienwerk.de/
২৯। Ernst Ludwig Ehrlich Foundation https://eles-studienwerk.de/foerderung/studierendenfoerderung/
৩০। SBW Berlin Scholarship https://sbw.berlin/en/sbw-berlin-scholarship/
৩১। AIESEC: Global Talent Programme https://www.aiesec.de/praktika
৩২। Alexander von Humboldt-Foundation স্কলারশিপ https://tinyurl.com/u9fs7wt
৩৩। The Baden-Wüttenberg-Stipendium for University Students https://tinyurl.com/s9ufz2g
৩৪। Bayer Science & Education Foundation স্কলারশিপ https://tinyurl.com/regf527৩৫। Stiftung der Deutschen Wirtschaft স্কলারশিপ https://www.sdw.org/
৩৬। State of Bavaria: Max Weber স্কলারশিপ https://tinyurl.com/unjkrq5
৩৭। Evonik Foundation Scholarship https://tinyurl.com/wnokuky
৩৮। Gerda Henkel Foundation: Doctoral Scholarships https://tinyurl.com/rsjvkvq
৩৯। Boehringer Ingelheim Fonds: Travel Grants https://tinyurl.com/vgs9rkj
৪০। KAAD Scholarship https://www.kaad.de/en/stipendien/stipendienprogramm-s1/
৪১। Studienstiftung des Deutschen Volkes https://www.studienstiftung.de
৪২। Bertha-von-Suttner-Studienwerk লিঙ্ক https://suttner-studienwerk.de/stipendien
৪৩। Stiftung Begabtenförderungswerk berufliche Bildung লিঙ্ক www.begabtenfoerderung.de/৪৪। Bavarian Elite Academy Foundation www.eliteakademie.de
৪৫। Eva Schleip-Stiftung স্কলারশিপের জন্য যে জার্মান ইউনিতে এডমিশন হবে সেখানকার ইন্টারন্যাশনাল অফি্স দিয়ে যোগাযোগ করতে হবে।
৪৬। Oskar Karl Forster scholarship স্কলারশিপের জন্য যে জার্মান ইউনিতে এডমিশন হবে সেখানকার ইন্টারন্যাশনাল অফি্স দিয়ে যোগাযোগ করতে হবে।
৪৭। Studienkolleg Stiftung der Deutschen Wirtschaft (sdw) https://www.sdw.org/das-bieten-wir/fuer-studierende/studienkolleg/programm.html
৪৮। FundaMINT স্কলারশিপ www.telekom-stiftung.de/fundamint
৪৯। Scholarships for excellent young female researchers (post-habilitation) www.frauenbeauftragte.uni-erlangen.de
৫০। Bayerisches Eliteförderungsgesetz (BayEFG - Bavarian Elite Aid Act) https://www.elitenetzwerk.bayern.de/en/home

Credit: Nur Mohammad (Bangladeshi Expat & Student Society in Germany)

Higher Study Abroad with All Scholarships

Here you can find information on various kinds of DAAD funding for foreign students, graduates and postdocs as well as on funding offered by other selected organisations.

আপনি থিসিস করেন কিংবা গবেষণা আর্টিকেল লিখেন, সাধারণত এই অংশগুলো থাকে-1. Title2. Abstract3. Introduction4. Literature Re...
26/04/2022

আপনি থিসিস করেন কিংবা গবেষণা আর্টিকেল লিখেন, সাধারণত এই অংশগুলো থাকে-

1. Title
2. Abstract
3. Introduction
4. Literature Review
5. Conceptual and Theoretical framework
6. Methodology
7. Results/Findings & Discussion
8. Conclusion
9. Reference

টাইটেল,অ্যাবস্ট্রাক্ট, মেথডোলজি এবং কনক্লিউশন; এগুলো মোটামুটি ছোট অংশ। এগুলো লেখার জন্য কোন সফটওয়্যার প্রয়োজন নেই । আপনার হাতে যদি সিমিলার কয়েকটি থিসিস থাকে,তাহলে সে নমুনাগুলো অনুসরণ করলে খুব সহজেই এই অংশগুলো লিখে ফেলতে পারবেন।

তবে এই অংশগুলোসহ গবেষণায় প্রত্যেকটি অংশে , কিছু টুলসের প্রয়োজন হয়, সেগুলো সম্পর্কে লিখছি।

▪️𝟭. 𝗚𝗿𝗮𝗺𝗺𝗮𝗿 𝗖𝗵𝗲𝗰𝗸𝗲𝗿-

(Grammarly*/Ginger)

ইংরেজি যেহেতু আমাদের মাতৃভাষা না । তাই আমাদের লেখার মধ্যে ব্যাকরণগত এবং ভাষাগত অনেক ভুল থাকতে পারে । আপনি চাইলে সহজেই এখান থেকে ঠিক করে নিতে পারেন । সর্বোচ্চ আউটপুট পেতে চাইলে প্রিমিয়াম ভার্শন কিনতে পারেন ।

▪️𝟮. 𝗣𝗮𝗿𝗮𝗽𝗵𝗿𝗮𝘀𝗶𝗻𝗴 𝗮𝗻𝗱 𝗪𝗿𝗶𝘁𝗶𝗻𝗴 𝘁𝗼𝗼𝗹𝘀-

(Quillbot*/Word Ai/Ref-n-Write/Pro Writing Aid)

ব্যক্তিগতভাবে আমি মনে করি Quilbot,Word Ai খুবই ভালো । তবে Ref-n-Write/Pro Writing Aid খুবই অ্যাডভান্স।Quilbot এর বিনামূল্য ভার্শন আপনাকে যথেষ্ট সাহায্য করবে। অন্য টুলসগুলো আপনাকে নামমাত্র মূল্যে কিনে নিতে হবে ।

▪️𝟯. 𝗘𝗱𝗶𝘁𝗶𝗻𝗴 𝗧𝗲𝘅𝘁 𝗦𝗼𝗳𝘁𝘄𝗮𝗿𝗲-

(Word*, OpenOffice, LaTeX*), Scrivener...)

মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ খুব ভালোমতো জানা থাকলে বাকি সফটওয়ারগুলো না শিখলেও হবে । তবে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে ল্যাটেক্স শেখা যেতে পারে । আমি গবেষণার দুটি সফটওয়্যার শিখে সবচেয়ে বেশি আনন্দলাভ করেছিলাম , তার মধ্যে একটি হলো লাটেক্স । জার্নাল অনুযায়ী লেখা সাজানো , অটোমেটিক সূচিপত্র বানানো, ইত্যাদি সুবিধা পাওয়া যাবে ।

▪️𝟰. 𝗖𝗼𝗻𝗰𝗲𝗽𝘁𝘂𝗮𝗹 𝗮𝗻𝗱 𝗧𝗵𝗲𝗼𝗿𝗲𝘁𝗶𝗰𝗮𝗹 𝗙𝗿𝗮𝗺𝗲𝘄𝗼𝗿𝗸-

(Diagram.net*, creatly*, Canva)

এই অংশগুলোতে অনেক সময় ডায়াগ্রাম বা চিত্র আঁকতে হয় । মাইক্রোসফ্ট ওয়ার্ডে যদিও চিত্র অঙ্কন করা যায় , তবে সেটি সুন্দর হয়না । আপনারা চাইলে Diagram.net, creatly, Canva এই ওয়েবসাইট গুলো থেকে মুহূর্তেই কাঙ্খিত ডায়াগ্রাম তৈরি করে নিতে পারবেন ।

▪️𝟱. 𝗥𝗲𝘀𝘂𝗹𝘁𝘀/𝗙𝗶𝗻𝗱𝗶𝗻𝗴𝘀 & 𝗗𝗶𝘀𝗰𝘂𝘀𝘀𝗶𝗼𝗻

এই অংশকে কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ দুটি ভাগে ভাগ করে বোঝালে সহজ হবে ।

🔸Quantative Analysis

(SPSS*, STATA, R, ...)

SPSS এর কাজ ভালোমতো জানলে সোশ্যাল সাইন্স ব্যাকগ্রাউন্ডে শিক্ষার্থীদের বাকি সফটওয়ারগুলো না শিখলেও মোটামুটি চলে । R শিখতে পারেন , অ্যাডভান্স এনালাইসিস করতে পারবেন । পাশাপাশি খুব সুন্দর সুন্দর ফিগার বের করতে পারবেন ।

🔸Qualitative research software

(Atlas.ti,NVivo,Quirkos*,MAXQDA...Excel*)

এতগুলা সফটওয়্যার দেখে মোটেও ঘাবড়ে যাবেন না । গুণগত গবেষণা করার ক্ষেত্রে সাধারণতঃ সফটওয়্যার না হলেও চলে বা এক্সেল ব্যবহার করেই থিমেটিক এনালাইসিস করে ফেলা যায় । ব্যক্তিগতভাবে আমি এই দুটি সফট্ওয়ারে Quirkos,MAXQDA এর কথা বলবো । আপনারা চাইলে দেখে নিতে পারেন শিখে নিতে পারেন ।

▪️𝟲. 𝗤𝘂𝗲𝘀𝘁𝗶𝗼𝗻𝗻𝗮𝗶𝗿𝗲 𝗦𝘂𝗿𝘃𝗲𝘆-

(Kobo toolbox*,Google form*)

Kobo toolbox খুবই স্মার্ট একটি টুলস । রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ পেতে হলে এই টুলস এর কাজ জানা আবশ্যক ।

▪️𝟳. 𝗣𝗹𝗮𝗴𝗶𝗮𝗿𝗶𝘀𝗺 𝗖𝗵𝗲𝗰𝗸𝗲𝗿-

(Turnitin*, Viper,I-thenticate, Checker X*)

DupliChecker, Paperrater, Plagiarisma, Search Engine Reports, PlagTracker, Plagium, CopyLeaks, Ephorus, Quetext অনেকেই এসব সোর্স থেকে প্লেজারিজম চেক করে তৃপ্তির ঢেকুর তোলেন । কিন্তু একাডেমিক লেখায় এই টুলসগুলো গ্রহণযোগ্য নয়। অনলি Turnitin ইজ বস ।

▪️𝟴. 𝗕𝗶𝗯𝗹𝗶𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝘆 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗿-

(Zotero*, Mendeley*,EndNote, ...)

রেফারেন্সিং সফটওয়্যার ব্যবহার করে মুহূর্তের মধ্যেই রেফারেন্সিং করে ফেলা যায় । Zotero সফটওয়ারটি শেখা আমার জীবনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা বলে আমি মনে করি । এমনকি আমার চলমান ব্যাচের শিক্ষার্থীরা এই সফটওয়্যারটি খুব পছন্দ করেছে ।
গবেষণা প্রতিষ্ঠানে চাকরি পেতে হলে এই সফটওয়্যার গুলো শেখা অত্যন্ত দরকার । Zotero এবং Mendeley আমি রেগুলার ব্যবহার করি।

- লিখেছেনঃ Morshed Alam

DIAGRAM SOFTWARE Ver soluciones Ver soluciones OFRECE SOLUCIONES COMPLETAS PARA ASESORÍAS Y EMPRESAS CONCILIACIÓN BANCARIA REDUCE TIEMPOS, accede a las entidades bancarias y realiza la descarga de los movimientos en cuenta, permitiendo incorporar dichos movimientos a la contabilidad facilitando: L...

Hello everyone, answer most of the common FAQS and beginner Level anxiety induced cute questions that I receive 50 times...
12/12/2021

Hello everyone, answer most of the common FAQS and beginner Level anxiety induced cute questions that I receive 50 times a day on my Instagram page:

What resources to use for Quant?

For Quant: For concepts of math, use Magoosh videos, use ETS big book for data interpretation (watch my video on YouTube so you don’t waste time on how to use it), Manhattan 5LB (only the topics I’ve mentioned in my video), Magoosh hard and very hard questions and then official guides at the end.

What resources to use for Verbal:
Use ETS big book (watch video so you don’t waste time) and ETS official guide. Don’t use any third party resource.


Question 1:
I have not prepared at all. Should I still give the diagnostic test?
Learn Magoosh common and basic words along with Magoosh videos for Quant and then give a diagnostic test so you have a base score that you can compare from and can actually gauge your improvement journey. The diagnostic test should be none other than ETS Powerprep 1. Just see your final score not your mistakes because these Powerpreps are scarce and you can’t waste them. Give the Powerprep again once you start practicing more questions.

Question 2:
How many hours per day should you spend and what is the logic behind those hours?
3 hours. 80 minutes Quant, 80 Minutes Verbal and 20 minutes Vocabulary.

Question 3:
Why do I find the verbal section tougher than the Quant section?
Because we are Desi Asians who find Quant naturally relatively easier than Verbal and also that ETS GRE verbal is one of the toughest test sections in the world.

Question 4:
I cannot learn vocabulary. Is there an alternative?
Don’t give the GRE if you can’t learn Vocabulary. However, you can definitely use different methods for learning vocabulary.
1. Rote learn
2. Write them down and learn them (effective but time consuming)
3. Learn from pictures (pixnary is a decent source)
4. Make a podcast and hear those words out.

Question 5:
How important is Vocabulary and where to study vocabulary from?
If you don’t know Vocab you won’t be able to get through the verbal section so it’s a MUST but it’s NOT the game changer. The GRE verbal relied more on Vocabulary back till November 23rd, 2017 but now the verbal relies more on dense sentence structure and focusing on the logic of the sentence and the shifts etc.

Question 6:
Should I time myself when I practice?
Not in the beginning because you’ll then be prone to commit more mistakes since you’d be in a rush so time them after 15 days of practice. Focus on the concepts in the initial 15 days of practice both for Quant and Verbal. After that you’ll have to time every thing you practice.

Question 7:
Which mock exams are the best and why?
Powerpreps only. All other mocks are bu****it. You have 7 powerpreps.
Powerprep 1 (Free)
Powerprep 2 (Free)
ETS paper based Test 1 (Free)
ETS paper based Test 2 (Free)
Powerprep plus 1 ($40)
Powerprep plus 2 ($40)
Powerprep plus 3 ($40)

Question 8:
Which mock exams are to be avoided and why?
All other than ETS.
Princeton’s Quant is easier, verbal is okayish.
Barrons sucks for both Quant and Verbal. We just use it because we know Barron’s name when we were preparing for the SAT.
Magoosh’s Verbal is off for the mock.
Manhattan Quant is lots and lots of rough working and real GRE is only based on logic. It’s verbal sucks because it concentrated on obscure Vocab and real GRE doesn’t concentrate on that.

Question 9:
Do mock exams have an experimental section?
The free Powerpreps don’t but the paid ones do and the $20 out of the $40 that you pay are for essay grading so make use of that.

Question 10:
I do not have time for a lot of mocks. Can you please tell me the single BEST mock if I were to take one mock?
Powerprep plus 3

Analytical Writing Assessment (AWA):

Question 11:
How much importance does the AWA section hold?
Not much. Anything above a 3.5 is acceptable for ANY university so don’t give it much importance and a 3.5 is relatively easy to get. Focus more on scoring high on the Quant and Verbal section.

Question 12:
How to practice for the essay. Can I leave it for the end?
Yes, you can. I’ve uploaded my 6/6 Argument and Issue essays on my Instagram page so you can have a look.

Question 13:
Will writing more fetch me more marks for the AWA?
Nope it’s not like CSS or a matric board exam. Writing more increases the probability of committing mistakes so be careful.

Question 14:
What score is decent enough for an AWA?
Anything above 3.5/6.0

Question 15:
How to approach the Issue Essay?
Already uploaded on Instagram page.

Question 16:
How to approach the Argument Essay?
Already uploaded on Instagram page

Question 17:
Is the Argument essay easier than the Issue essay?
Yes because you have to focus on the assumptions and criticise it as compared to the issue essay where you have to give points for and against and then give counter points etc.

Question 18:
How effective is GRE official Quant guide?
It’s pretty old. Was published in 2012 when real GRE Quant was actually easier. ETS just changes the cover of the guides every year with a new hot boy/girl so people think it has something different but it’s the same old questions so any edition guide would definitely make do. Quant is easier in the official guide as compared to real GRE and they don’t come up with better editions that have actual new questions because they don’t want to expose you with the ETS flavour and want you to give the GRE time and again.

Question 19:
How effective is GRE Official Verbal guide?
It was also published in 2012 but the verbal difficulty level is SPOT on as compared to the Real GRE. Angrezi ham sab ko masla karti hai.

My inside depth analysis:

Question 20:
Has the recent Quant difficulty risen?
Yes, Quant has been tougher in recent times but the marking is also relatively easier but I’d still prefer easier Quant with difficult marking as compared to difficult Quant with easier marking because it lowers your confidence. The quant is tougher in the sense that it can test you different concepts like percentiles or throw you off the hook by asking area of a kite/diamond or volume and surface area of a cone (people rote learn cylinder, cuboid and cube but not this). Also for geometry, they will write long ass statements and you’ll have to draw the figure yourself so it consumes your time. The normal topic questions are also slightly tougher.

Question 21:
Has the recent Verbal difficulty risen?
Nope it is exactly the same. GRE Angrezi has always been the same old weird angrezi. Just that now the focus is more on sentence structure, logic of the sentence and shifts rather than just pure vocabulary.

Disclaimer:
I work full time other than this so please be patient with the Instagram DM replies because it sometimes gets impossible to reply to people when you have 50k following asking different questions.

Hope this helps and clears some doubts. Happy to help and may you all ace the GRE the 341 way!

Linktree. Make your link do more.

আমরা সবাই জার্মানী যেতে চাই, কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকে যে জার্মানী যেতে কি কি ডকুমেন্টস লাগে। যেসব ডকুমেন্টস বা কাগ...
25/11/2021

আমরা সবাই জার্মানী যেতে চাই, কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকে যে জার্মানী যেতে কি কি ডকুমেন্টস লাগে। যেসব ডকুমেন্টস বা কাগজপত্র লাগে তার একটা লিস্ট নিচে দিলাম। যাদের প্রয়োজন দেখে নিবেন।
ধন্যবাদ।

**1. *SSC Certificate + Transcript***

**2. *HSC Certificate + Transcript***

**3. *Honors Certificate + Transcript***

**4. *Honors Course Outline*** (আপনি কি কি কোর্স কমপ্লিট করেছেন, তার ক্রেডিটসহ লিস্ট)

**5. *Internship/Work Experience*** (থাকলে ভালো, না থাকলে কোন সমস্যা নেই কারণ এটা খুব কম ভার্সিটিতেই চায়)

**6. *Letter of Motivation (LOM) / Statement of Purpose (SOP)*** ( সম্পূর্ণ নিজে লিখবেন, কারোরটা থেকে সাহায্য নিতে পারেন, কিন্তু কোন কপি নাহ, তাহলে আর জার্মানী আসা হবেনা, তাতে কি কি থাকবে তার একটা ফরমাট এর লিঙ্ক নিচে দিলাম)

***LOM Req: [https://drive.google.com/file/d/1WACBLF3T7htxxlvW3fxxVLsNSoxudhjj/view?usp=sharing***

](https://drive.google.com/file/d/1WACBLF3T7htxxlvW3fxxVLsNSoxudhjj/view?usp=sharing)

**7.* Curriculum Vitae (CV with Tabular Format)*** (CV এর ও একটা ফরমাট এর লিঙ্ক নিচে দিয়ে দিলাম)

***CV Format: [https://drive.google.com/file/d/1i5fqJ1pOshd2bwMRIdP6Utc6E5Gylfja/view?usp=sharing***](https://drive.google.com/file/d/1i5fqJ1pOshd2bwMRIdP6Utc6E5Gylfja/view?usp=sharing)

**8.* Extra Curricular Certificates (if any)*** (যদি থাকে, না থাকলে আরো ভালো, ঝামেলা কম)

**9.* IELTS Certificate*** (সাইন্স বা ইঞ্জিনিয়ারিং এর জন্য সর্বনিম্ন ৫.৫ হইলেও হয় কোন কোন ভার্সিটিতে, কিন্তু ৬.৫ থাকাটা সেফ জোন, ৫.৫ দিয়ে অনেক অফার লেটার পাইতে দেখছি এবং ভিসাও, কিন্তু সব সময় ভাগ্য আপনার পক্ষে নাও থাকতে পারে। MBA এর জন্য ৬.৫+ অবশ্যই।)

**10.* MOI (Medium of Instruction)*** (মিডিয়াম অফ ইন্সট্রাকশন অর্থাৎ আপনার অনার্স এর লেখাপড়ার মাধ্যম যে ইংলিশ ছিল তার সার্টিফিকেট। তবে আপনাকে ভিসা ইন্টারভিউ এর জন্য IELTS দিতেই হবে এবং B2 লেভেল পাইতে হবে (৫.৫-৬.৫)। ভার্সিটি MOI এলাও করলেও, এম্ব্যাসি করবেনা।)

**11.* German Language Certificate (if any)*** ( পার্ট টাইম জব, চলতে ফিরতে, কেনা-কাটা, সরকারি অফিসে সব জায়গায় জার্মান লাগবে। পারলে দেশ থেকে শিখে আসবেন, কারণ এখানে আসার পর লেখাপড়া আর রান্নার চাপে সময় পাবেন না। আর হ্যা ভার্সিটি থেকে আপনাকে C2 লেভেল পর্যন্ত ফ্রি শিখাবে, চিন্তার কোন কারণ নেই, এখানে এসে ভাষা শিখতে অনেক টাকা লাগবে, এই ধারণা থেকে বের হয়ে আসেন।)

***বিঃ দ্রঃ বিভিন্ন ভার্সিটির রিকোয়ারমেন্ট বিভিন্ন রকম, DAAD ( [www.daad.de/en/](http://www.daad.de/en/) ) থেকে পছন্দের সাবজেক্ট এবং ভার্সিটির লিঙ্ক খুজে ওখানে গিয়ে বিস্তারিত দেখবেন।***

©Adiluzzaman Adil

Advanced GRE Prep Plan (4 months-330+) by Arafatt Ikram (GRE Score-333, Q-168, V-165) IELTS(8.5)Since we are non-native ...
22/11/2021

Advanced GRE Prep Plan (4 months-330+) by Arafatt Ikram (GRE Score-333, Q-168, V-165) IELTS(8.5)

Since we are non-native speakers, our main weakness lies in the English language and vocabulary. So, the first step for GRE preparation is to start learning vocabulary and reading articles.
Next, Start with Manhattan quantitative guide 1-6(2nd/4th ed.) for basic strategy and concepts along with Magoosh video lessons for verbal.
Articles: Go through all the articles shared by Chris Lele and read at least 1 article everyday from either longreads.com or aldaily.com
N.B. Follow active reading strategy while going through the articles.
Vocabulary: 1. Learn vocabs while solving TCs and SEs from GRE Big Book and ETS materials
N.B. Don’t ignore the vocabularies of wrong answer choices.
2. Verbal advantage vocabulary book.
3. Magoosh vocabulary book by Chris Lele.
Materials:
1. Manhattan GRE (1-6)(2nd/4thed.)(all the drills, problem sets and exercises)
2. Magoosh video lessons only for concepts and strategies (verbal only)
3. ETS Official revised GRE ( all parts with answer explanations)
4. ETS Official revised GRE quantitative reasoning volume-1 (all Qs with answer explanations)
5. ETS Official GRE verbal reasoning volume-1 (all Qs with answer explanations)
6. GRE Big Book (only for RC, TC, CR and DI)
7. Official GMAT (Problem Solving, Reading comprehensions and Critical reasoning)
8. Official GMAT quantitative review (Problem solving)
9. Offcial GMAT verbal review ( critical reasoning and reading comprehensions)
10. Official LSAT ( only for reading comprehension and critical reasoning)(Test no: 60-80)
12. GMAT (700-800) level problem solving questions for quant part only.
13. CAT quant by Arun Sharma (difficulty level 3 only)
14. Magoosh hard and very hard ones for both verbal and quant (optional)
15. Manhattan 5lb for Quant (optional)
***Mocks: PP1, PP2, PP Plus(1-3) and Manhattan GRE 6 mocks.
Strategy:
Verbal Strategy:
1. Watch all the video lessons of Magoosh.
2. Learn vocabs and develop your logical reasoning skill while solving TC from Big Book.
3. Start solving critical reasoning from Big Book, Official GMAT, Official GMAT verbal review and official LSAT .
4. Start solving medium and long passages from Official GMAT, Offcial GMAT verbal review, Big Book and LSAT, and finally go through all the ETS materials twice with answer explanations.
5. You can solve hard and very hard TC and SE from Magoosh (optional)
Quant Strategy:
Once you are done with Manhattan (1-6) and all the ETS materials, u should start problem-solving part Official GMAT, Official GMAT Quant review, gmat club (700-800) level problem-solving Qs and CAT Quant( Only difficulty level 3) by Arun Sharma.
· You can solve quant probs from both Magoosh and Manhattan 5lb( optional)
Best wishes!

Collected post from: https://www.facebook.com/arafattikram
GRE group link: https://www.facebook.com/groups/243793353226144
GRE page link: https://www.facebook.com/GRE-Club-330-111226990464971

Longreads features the best storytelling on the web from hundreds of publishers. Story picks include longform journalism, short stories, in-depth interviews, and even historical documents.

 .. .. জার্মানিতে আসার পর ফার্স্ট শুনা হল এটা IT hub বাট Economics এর জন্যে তেমন সুবিধা না। তো আমার মত যারা একদম Fresh b...
04/09/2021

.. ..
জার্মানিতে আসার পর ফার্স্ট শুনা হল এটা IT hub বাট Economics এর জন্যে তেমন সুবিধা না। তো আমার মত যারা একদম Fresh blood মানে Bachelor শেষ করেই এই দেশে পাড়ি যমান তাদের জন্যে টেনশানের বিষয় হয়ে যায় ব্যাপার টা।কিভাবে কি করবে।
এই ব্যাপারে আমার guide বলেন আর মেন্টর বলেন ছিলো Shakhawat Hossen আর সামস্ আরেফীন। তাদের গুরুত্বপুর্ণ পরামর্শ আমার অনেক কাজে দেয়।
যাই হোক এখানে কিছু Information Share করছি আশা করি আপনারা যারা ইকোনমিক্স,বিজনেস ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট আর বিশেষ করে আমার মত ব্যাচেলার শেষ করেই জার্মানিতে দৌড় দেন তাদের কাজে লাগবে।
1. language :
ল্যাংগুয়েজ টা অনেক কাজে লাগে। বাট ল্যাংগুয়েজ ছাড়া কাজ হবেনা তা কিন্তু না। তবে শিখা টাই বেটার at least B2 পর্যন্ত। খুব ই কাজে দেয় ব্যাপারটা।যেটা আমার দিচ্ছে।

2.soft skill:
Excel: আমার আগের কোম্পানির টিম লিড একটা কথা বলেছিল। if you want to stay and do job here you need very deep excel knowledge. আমার ফার্স্ট ইন্টার্নশিপ এর আগে Excel knowledge ছিলো যোগ বিয়োগ গুন ভাগ। but excel means logical knowledge and Macro knowledge. আর Excel Vba সম্পর্কে ধারনা থাকলে তো আরো ভাল। controlling, logistics related জবে excel এর ভাল দক্ষতা চায়

SQL: আমার ছোট অভিজ্ঞতায় দেখা সবচেয়ে বেশী business analysis related job এ sql এর এক্সপেরিয়েন্স চায়। Udemy তে mysql এর একটা কোর্স আছে business analysis with sql. এটা করে রাখতে পারেন। কাজে দিবে।

Power Bi and Tabeleu : Data visualization এর জোশ প্লাটফর্ম। basic ধারনা নিয়ে রাখেন ভালোই কাজে লাগবে।

Python and R : হাল্কার উপরে ঝাপসা ধারনা রাখেন। কোম্পানিতে ঢুকলে ওরা বাকিটা বাড়ি ঝাড়ি দিয়ে শিখায়ে নিবে।

SAP : জার্মান সব কোম্পানিতেই SAP দিয়ে কাজ করায়। Technische Hochschule Cottbus এর under এ SAP এর বিভিন্ন কোর্স করায়। ৪৫০-৫০০ ইউরো যায়। করে রাখতে পারেন। https://www.erp4students.de এটা ওদের ওয়েবসাইট।

আর যারা রিসার্চ ফিল্ড এ যেতে চান তাদের জন্যে DATA analysis with R এবং Stata এর উপরে বিভিন্ন কোর্স আছে।

এসব কোর্স এর জন্যে আমি Udemy এর কথা বলব। ওরা প্র‍্যাকটিকাল কাজ দেয় অনেক যা কাজে দেয়।

যাই হোক আমার এখন পর্যন্ত দেখা এসব কোর্স আর ল্যাংুয়েজ থাকলে ইকোনমিক্স বিবিএ এর ইন্টার্নশীপ, ওয়ার্কিং স্টুডেন্ট জব পাওয়া খুব ইজি হয়।

পার্ট টাইম জব + পড়াশুনার পাশাপাশি একটা দুইটা কোর্স করে রাখেন সার্টিফিকেট করে রাখেন ভালো ই কাজে দেয়।

আর এপ্লাই। প্রচুর এপ্লাই করতে হয়।

আমি আমার ফার্স্ট ইন্টার্নশিপ এর জন্যে ৫০০+ এপ্লাই করছি। জাস্ট সিভি পাঠাবেন ধুমধাম

আমি নিজেও স্টিল ইন্টার্নশীপ করছি...Still long way to go...

যাই হোক ছোট অভিজ্ঞতায় অনেক কথা বল্লাম।
কাজে লাগবে আশা করি।

Schones Wochenende

Tanvir Hossain
Intern
Accenture

Was ist erp4students? Stimmen aus der Wirtschaft Kursangebot im Wintersemester 2021/22 Das Kursangebot

21/07/2021

আইইএলটিএস রিলেটেড প্রয়োজনীয় পিডিএফ।

আশা করি সবার কাজে লাগবে। শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন----✌️✌️

১) Rachel Mitchell writing -
https://drive.google.com/folderview?id=1K_tqt-mEolO3OQDHBfFzKfoJK2lyxw3G

২) IELTS writing Masterclass by Marc Roche-

https://drive.google.com/file/d/1rCEHMwf92suNKyeVO2RBRpg1SxYssB5u/view?usp=drivesdk

৩) আইডিয়া জেনারেশনে সমস্যার জন্য-

https://drive.google.com/file/d/1otRF5lpVIIh61Ga0tsxT5915tH4rnVwM/view?usp=drivesdk

রাইটিং মাস্টারক্লাস ভিডিও-

https://youtu.be/6UKVKcLHVLA

৪) আইইএলটিএস সবগুলো মডিউলের প্রয়োজনীয় পিডিএফ পাবেন এই ড্রাইভে-
https://drive.google.com/folderview?id=1KKYyiUrvB_Bpwf_PFp9_Vlt69BICAAdd

৫) রাইটিং নিয়ে কিছু প্রয়োজনীয় পিডিএফ -

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fdrive.google.com%2Ffolderview%3Fid%3D1BbrxYLsumBA1agEvZK0cnloTZZLeC5Wz&h=AT2U_uTvxJFl1eh4zrX4gntwn4ars-v7nUX4CQyyJWgk3DWGLLeOSs-22JO9AVCqbxcnQOECEzC9_ItF6u0EBZZ2RFrL8IkFhZl-XtRYI73m5hJffkGmCyMK6WwI2h6RjMPpNUScxQ

৬) Liz ম্যামের পেইড ভিডিও-

https://drive.google.com/drive/mobile/folders/1as00bm61YNpr-BYcviSldBUev4oaXKLe?usp=drive_open&sort=11&direction=d

৭) Simons স্যারের পেইড লেইসন-

https://drive.google.com/drive/u/0/mobile/folders/0B_jNA6aHN_YSMEVISFNYWFliSWs?usp=sharing&fbclid=IwAR3mf8M1pHYqjgXsFrIoi9wJ0FKj7q88wd11wVSWwLlOIzDMY1o85atmlXI

৮) ক্যামব্রিজ ৫-১৪ পর্যন্ত প্রত্যেকটা রিডিং এর এক্সপ্লেইনেশন-

https://drive.google.com/file/d/1pcdV1e25Ox8zEdcGihdcjPze0oZpbGPu/view?usp=drivesd

01/04/2021

There are a lot of free courses Platform in this lockdown period but still, we are so much confused about which course is good for you to enhance the skills that help to secure our Read more…

02/12/2020

IT learning geeks

Graphic Design----
Creative IT Institute
xvect intern
Learn with Shohag
Deo Studio
Dewapples
Tistio
Asm Arif
HM Khalid
Dnezel
Maxpoint Hridoy
Hass Hasib
Shikhbe Shobai
UY LAB
BITM
GFX mentor
Mohamed Achraf
Zimri Mayfield
Piximperfect
Yes I'm a Designer
The Future
Phlearn
TutVid
Satori Graphics
Marcelo Schultz
Web Design & Development----
Jhankar Mahbub
Creative IT Institute
Learn with Hasin Hayder
Stack Learner
CodersTrust Bangladesh
Minhazul Asif
w3school
freecodecamp
Digital Marketing----
NShamim
Khalid Farhan
Gram Organic
Neil Patel
Architectural Drafting-----
Asadujjaman Sujan
Motion Graphics----
Ben Marriott
Motion Design School
UI/UX----
Pixency Academy
Instructory

12/06/2020

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Free Thinker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share