The Dreamer - SBN

  • Home
  • The Dreamer - SBN

The Dreamer - SBN If You Can Dream It, You Can Do It.

22/05/2025

বিশ্বাস হারাবেন না,
আল্লাহ চাইলে এক সেকেন্ডেই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে!🤞

22/05/2025

আশা ছাড়তে নেই!
ঝরা ফুল থেকেও নতুন গাছের জন্ম নেয়।🖤

১২ বছরের ক্যান্সার আক্রান্ত মেয়েটিকে ডাক্তার জিজ্ঞেস করলেন, “বড় হয়ে কী হতে চাও মা?” মেয়েটি হেসে বলল, “শুধু বড় হওয়া...
22/05/2025

১২ বছরের ক্যান্সার আক্রান্ত মেয়েটিকে ডাক্তার জিজ্ঞেস করলেন, “বড় হয়ে কী হতে চাও মা?” মেয়েটি হেসে বলল, “শুধু বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই…”

যার হাত নেই, সে ভাবে “যদি আমার দুটো হাত থাকতো!”
যার পা নেই, তার একটাই স্বপ্ন—“একদিন স্বাভাবিকভাবে হাঁটতে চাই।”
অন্ধের ইচ্ছা—“একটাবার পৃথিবীটাকে দেখতে চাই।”
বোবার আকাঙ্ক্ষা—“একটাবার কথা বলতে পারলেই হতো!”

আর আমরা… সব কিছু পেয়ে বলি, “ভালো লাগছে না, ডিপ্রেশন যাচ্ছে না!”

তুমি যে চোখে এই লেখাটা পড়ছো, অনেকে সে চোখের আলোই পায়নি।
তুমি খেতে পাচ্ছো, চলতে পারছো, কথা বলতে পারছো—এই সবই কারো স্বপ্ন!

শিক্ষা: জীবনে যা নেই, শুধু সেটাই দেখলে কখনো সুখী হতে পারবে না।
একবার ভাবো—তোমার যেটা আছে, অনেকের সেটা কল্পনারও বাইরে।
কৃতজ্ঞ হও, কারণ তুমি এখনো বেঁচে আছো।

এ ঘটনা থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন?

21/05/2025

আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে,
যেটা যতবার মনে হবে, ততোবারই মানুষ কাঁদবে...!🥹❤️‍❤️‍🩹

“সবাই সফলতা দেখে। চাকরি পাওয়ার আগে সেই লড়াইটা কেউ দেখে না...”নির্ঘুম রাত, বইয়ের স্তূপ, বারবার হতাশ হয়ে নিজেকে হারিয়ে ফেল...
20/05/2025

“সবাই সফলতা দেখে। চাকরি পাওয়ার আগে সেই লড়াইটা কেউ দেখে না...”

নির্ঘুম রাত, বইয়ের স্তূপ, বারবার হতাশ হয়ে নিজেকে হারিয়ে ফেলার মুহূর্তগুলো—এটাই একজন স্বপ্নবাজ তরুণ বা তরুণীর প্রতিদিনের গল্প।

চোখের নিচে কালি পড়ে, শরীরের চেয়ে মনটাই বেশি ক্লান্ত হয়ে পড়ে।
তবুও থেমে যায় না কেউ, কারণ—এই লড়াইটা নিজের জন্য, পরিবারের জন্য, ভবিষ্যতের জন্য।

চাকরি পাওয়ার পর সবাই শুধুই সাফল্য দেখে। কেউ দেখে না এই অজস্র ‘না-পাওয়ার’ কষ্ট, চোখের পানি, একাকীত্ব আর হতাশার রাতগুলো।
এমনকি খুব কাছের মানুষগুলোও কখনো বুঝে না এই যন্ত্রণা।

যারা এখনো চেষ্টা করে যাচ্ছেন, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যাচ্ছেন, আপনার এই স্ট্রাগল একদিন গল্প হবে, অনুপ্রেরণা হবে।

হাল ছাড়বেন না। আপনার সময় আসবেই।

20/05/2025
20/05/2025

শহরের কোলাহল থেকে দূরে, গ্রামই আমার প্রকৃত আশ্রয়।

পথটা যেখানে নিচ্ছেসেখানে যাবার ছিলো না ইচ্ছে! 😒💔
19/05/2025

পথটা যেখানে নিচ্ছে
সেখানে যাবার ছিলো না ইচ্ছে! 😒💔

ইনশাআল্লাহ 🖤
18/05/2025

ইনশাআল্লাহ 🖤

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when The Dreamer - SBN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share