![আলহামদুলিল্লাহ আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে।আপনাদের সবার প্রিয় দিনাজপুরের মাদ্রাজী লিচু ভালোভাবে পরিপক্কতা পেয়েছ...](https://img5.medioq.com/358/836/457611943588363.jpg)
21/05/2024
আলহামদুলিল্লাহ আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে।আপনাদের সবার প্রিয় দিনাজপুরের মাদ্রাজী লিচু ভালোভাবে পরিপক্কতা পেয়েছে। তাই আপনারা যারা যারা ইতিমধ্যে অগ্রীম বুকিং দিয়েছেন তাদেরকে ফুল এডভান্স পে করে কনফার্ম করতে বলা হচ্ছে এবং কনফার্ম এর ২দিনের মধ্যেই আপনার কাছে লিচু পৌঁছে যাবে।
★ আর আপনারা যারা লিচু ভালোভাবে পরিপক্ক হওয়ার অপেক্ষায় ছিলেন তারা খুব জলদি বুকিং কনফার্ম করে ফেলেন। যেই অর্ডার আগে আসবে তাকে আগে ডেলিভারি দেয়া হবে।
★ যেহেতু লিচু কাঁচামাল তাই প্রতিদিন লিচুর বাজার উঠানামা করে সেজন্য যেদিন অর্ডার করবেন সেদিনের বাজারদর জানিয়ে দেয়া হবে এবং যেদিন অর্ডার করবেন সেদিনের মূল্যেই লিচু দেশের যেকোনো প্রান্তে যেখানে কুরিয়ার সার্ভিস রয়েছে সেখানে ডেলিভারি দেয়া হবে।
কুরিয়ার চার্জ + ঝুঁড়ি প্যাকিং চার্জ আপনাকে বহন করতে হবে।
★ আপনার বিকাশ অথবা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।(উত্তোলন চার্জসহ দিতে হবে)