Dinajpur Hub

Dinajpur Hub Dear sir/mam,
Welcome to our page. We are providing best Rice and Organic Fruits from Dinajpur.

আলহামদুলিল্লাহ আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে।আপনাদের সবার প্রিয় দিনাজপুরের মাদ্রাজী লিচু ভালোভাবে পরিপক্কতা পেয়েছ...
21/05/2024

আলহামদুলিল্লাহ আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে।আপনাদের সবার প্রিয় দিনাজপুরের মাদ্রাজী লিচু ভালোভাবে পরিপক্কতা পেয়েছে। তাই আপনারা যারা যারা ইতিমধ্যে অগ্রীম বুকিং দিয়েছেন তাদেরকে ফুল এডভান্স পে করে কনফার্ম করতে বলা হচ্ছে এবং কনফার্ম এর ২দিনের মধ্যেই আপনার কাছে লিচু পৌঁছে যাবে।

★ আর আপনারা যারা লিচু ভালোভাবে পরিপক্ক হওয়ার অপেক্ষায় ছিলেন তারা খুব জলদি বুকিং কনফার্ম করে ফেলেন। যেই অর্ডার আগে আসবে তাকে আগে ডেলিভারি দেয়া হবে।

★ যেহেতু লিচু কাঁচামাল তাই প্রতিদিন লিচুর বাজার উঠানামা করে সেজন্য যেদিন অর্ডার করবেন সেদিনের বাজারদর জানিয়ে দেয়া হবে এবং যেদিন অর্ডার করবেন সেদিনের মূল্যেই লিচু দেশের যেকোনো প্রান্তে যেখানে কুরিয়ার সার্ভিস রয়েছে সেখানে ডেলিভারি দেয়া হবে।

কুরিয়ার চার্জ + ঝুঁড়ি প্যাকিং চার্জ আপনাকে বহন করতে হবে।

★ আপনার বিকাশ অথবা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।(উত্তোলন চার্জসহ দিতে হবে)

আর মাত্র কয়েক দিনের মধ্যে বাজারে চলে আসবে দিনাজপুরের লিচু
20/05/2024

আর মাত্র কয়েক দিনের মধ্যে বাজারে চলে আসবে দিনাজপুরের লিচু

দিনাজপুরের লিচু ❤️
18/05/2024

দিনাজপুরের লিচু ❤️

আমাদের বাগানের লিচু 🥰💝🩷
18/05/2024

আমাদের বাগানের লিচু 🥰💝🩷

দিনাজপুরের চিনিগুড়া চালঃ সুগন্ধি ধান/চাল উৎপাদনে দিনাজপুর জেলা অপ্রতিদ্বন্দ্বী। দিনাজপুর জেলার চিনিগুঁড়া জাতের ধান থেকে ...
05/05/2024

দিনাজপুরের চিনিগুড়া চালঃ
সুগন্ধি ধান/চাল উৎপাদনে দিনাজপুর জেলা অপ্রতিদ্বন্দ্বী।
দিনাজপুর জেলার চিনিগুঁড়া জাতের ধান থেকে সুগন্ধি চাল পাওয়া যায়। অগ্রহায়ণ বা নভেম্বর মাসে এর ধান কাটা হয়ে থাকে। প্রক্রিয়াজাতের পর ডিসেম্বর মাসের শুরুতে চিনিগুঁড়া চাল বাজারে আসে। নতুন অবস্থায় এই চালে বেশ সুগন্ধ থাকে। তবে যত পুরোনো হতে থাকে, এর ঘ্রাণের মাত্রা কমতে থাকে। তবে অতুলনীয় সাধে ভরপুর। তাই আপনাদের জন্য নিয়ে এলাম সুগন্ধি চাল ঘর এর চিনি গুড়াঁ পোলাও ত্রর চাল।
সারা দেশের মানুষের কাছে সুগন্ধি চিনিগুঁড়া চাল।
সারা দেশের মানুষের কাছে দিনাজপুরের আসল চিনিগুড়া পৌঁছে দেয়ার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। এতটুকু কথা দিতে পারি, আপনি সুলোভ মূল্যে দিনাজপুরের এক নম্বর চিনিগুড়া চাল টাই পাবেন। বাকিটা খেয়েই নাহয় রিভিউ দিবেন 🙂
🌾মূল্য জানার জন্য আমাদের ইনবক্স করুন

Address

Chirirbandar
Dinajpur
5240

Alerts

Be the first to know and let us send you an email when Dinajpur Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share