Alokito Nangalkot - আলোকিত নাঙ্গলকোট

  • Home
  • Alokito Nangalkot - আলোকিত নাঙ্গলকোট

Alokito Nangalkot - আলোকিত নাঙ্গলকোট নাঙ্গলকোটের কথা বলে...

02/05/2023
11/12/2022

কোরআন তেলওয়াত, হাফেজ তানভীর

নাঙ্গলকোটের আট ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা। আগামী ২৯ ডিসেম্বর ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
07/11/2022

নাঙ্গলকোটের আট ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা। আগামী ২৯ ডিসেম্বর ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

25/10/2022
নাঙ্গলকোটে মেয়ের হাতে বাবা খুন! বিস্তারিত আসছে...
07/09/2022

নাঙ্গলকোটে মেয়ের হাতে বাবা খুন!
বিস্তারিত আসছে...

নাঙ্গলকোটের রাজনীতিতে উজ্জীবিত বিএনপি, প্রতিহত করতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।
28/08/2022

নাঙ্গলকোটের রাজনীতিতে উজ্জীবিত বিএনপি, প্রতিহত করতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।

13/08/2022
বি-বাড়িয়ার মধ্যে ঐতিহ্যবাহী একটি মেলা নবীনগর মনতলা ঘাটে অনুষ্ঠিত এই মেলা। প্রতিবছর ৮, ৯ ও ১০ মহরম হযরত তারিফ শাহ (র.) এর...
09/08/2022

বি-বাড়িয়ার মধ্যে ঐতিহ্যবাহী একটি মেলা নবীনগর মনতলা ঘাটে অনুষ্ঠিত এই মেলা। প্রতিবছর ৮, ৯ ও ১০ মহরম হযরত তারিফ শাহ (র.) এর বাৎসরিক ওরশ উপলক্ষে মাজারকে কেন্দ্র করে তিতাস নদীর পাড়ে মনতলা ঘাটে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা বাহারি রকমের পণ্য দিয়ে দোকান সাজায়। বিস্তারিত দেখুন ভিডিওতে...

বি-বাড়িয়ার মধ্যে ঐতিহ্যবাহী একটি মেলা নবীনগর মনতলা ঘাটে অনুষ্ঠিত এই মেলা। প্রতিবছর ৮, ৯ ও ১০ মহরম হযরত তারিফ শাহ (র....

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল।
07/08/2022

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল।

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে জামায়াত ও ছা...

02/08/2022

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় জন্ম নেওয়া যমজ শিশু পদ্মা ও সেতুর নাম এখন উম্মে হানি আয়েশা ও আরোহী আঁখি। স্থানীয়দে.....

25/06/2022
16/06/2022
16/06/2022
22/05/2022

নজরুলের জন্মজয়ন্তী উদযাপিত হবে কুমিল্লায়!

মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লা: জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী এবার কুমিল্লায় উদযাপিত হবে কুমিল্লায়। ‘বিদ্রোহীর শতবর্ষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপি জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানটি কুমিল্লায় উদযাপিত হবে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

জানা যায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় পর্যায়ে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী’ উদযাপন অনুষ্ঠান কবির স্মৃতি বিজড়িত কুমিল্লায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৮ এপ্রিল ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, জাতীয়ভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘বিদ্রোহীর শতবর্ষ’। করোনা মহামারীর কারণে গত বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান ডিজিটালি আয়োজন করা হয়েছিল। এবারের নজরুল জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) সকাল ১১টায় নজরুল স্মৃতি বিজড়িত কুমিল্লায় আয়োজন করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতি সচিব।

তিনদিনের অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে সর্বসম্মতিক্রমে অনুষ্ঠানের প্রথম দিনে অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, দ্বিতীয় দিনে অধ্যাপক মহীবুল আজিজ এবং তৃতীয় দিনে কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেনকে মনোনীত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ৩০ মিনিটের সাংস্কৃতিক পর্ব থাকবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী তা পরিবেশন করবে।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে কুমিল্লায় জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য রেখেছিলেন এবং বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল ইন্সটিটিউটের ট্রাস্ট্রি অধ্যাপক ড. রফিকুল ইসলামের উদ্যোগে কুমিল্লা নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের উদ্বোধন করেছিলেন। তৎকালীন জেলা প্রশাসক মনজুরুর রহমান এটি বাস্তবায়নে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছিলেন।

09/01/2022

প্রায় ৪৫ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরে কোনো বিমান ওঠা-নামা করেনি। যদিও এখনও এই আংশিক বিমানবন্দরটি চালু অবস্থায় রয়...

কেন্দ্রে প্রভাব বিস্তার করতে গিয়ে নাঙ্গলকোট পেড়িয়া ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদারকে আটক ...
05/01/2022

কেন্দ্রে প্রভাব বিস্তার করতে গিয়ে নাঙ্গলকোট পেড়িয়া ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদারকে আটক করেছে প্রশাসন।

30/12/2021

এসএসসি ফলাফল

কুমিল্লা বোর্ডে পাশের হার- ৯৬ দশমিক ২৭।
জিপিএ-৫ পেয়েছে -১৪ হাজার ৬ শ ২৬ জন।
পরীক্ষায় অংশ নেয় ২.১৯,৭০৪ জন শিক্ষার্থী।
পাশ করেছে ২ লাখ ১১হাজার ৫০৩ জন।

সাংবাদিক রতন দা'র জন্য শুভকামনা
26/12/2021

সাংবাদিক রতন দা'র জন্য শুভকামনা

নাঙ্গলকোটে ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু আলোকিত নাঙ্গলকোট ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. নিজাম উদ্দ...
26/12/2021

নাঙ্গলকোটে ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

আলোকিত নাঙ্গলকোট ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. নিজাম উদ্দিন (২৭) নামে এক ইউপি সদস্য (মেম্বার) প্রার্থীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হেসাখাল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মোরগ প্রতীকে ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী ছিলেন। রোববার ভোর সাড়ে ৫টায় নিজ বাড়িতে হৃদ রোগে আক্রান্ত হয়ে ওই প্রার্থীর মৃত্যু হয়।

ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী মৃত নিজাম উদ্দিন উপজেলার হিয়াজোড়া গ্রামের মৃত আবুল কাশেম হাবলিদারের ছেলে।

উল্লেেখ্য, আগামী ৫ জানুয়ারি ওই ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

02/12/2021

মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল (৫০) ...

নাঙ্গলকোটে গ্রেফতার কাউন্সিলর সোহেল হত্যার আসামী!কাউন্সিল সোহেল সহ জোড়া হত্যায়" কিলিং মিশনে ব্যবহৃত ০২টি আগ্নেয়াস্ত্র উ...
01/12/2021

নাঙ্গলকোটে গ্রেফতার কাউন্সিলর সোহেল হত্যার আসামী!

কাউন্সিল সোহেল সহ জোড়া হত্যায়" কিলিং মিশনে ব্যবহৃত ০২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার গান্দাচি সাকিন এলাকা থেকে শাখাওয়াত হোসেন জুয়েলকে তার নিজ বাড়ি থেকে এসব অস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায় জোড়া খুনের প্রধান আসামি শাহলম ২২ নভেম্বর হত্যাকান্ডের পর নাঙ্গলকোটে জেল পার্টনার জুয়েলের বাড়িতে এক রাত থেকে অস্ত্র ২টি রেখে চলে যায়।

24/11/2021

মোহাম্মদ আলাউদ্দিন: জানুয়ারিতে আবারো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টু...

সংরাইশ এলাকা থেকে অস্র ও গুলি উদ্ধার।  দুটি কালো পোষাক উদ্ধার।
23/11/2021

সংরাইশ এলাকা থেকে অস্র ও গুলি উদ্ধার। দুটি কালো পোষাক উদ্ধার।

কামরাঙ্গার বিষাক্ততা সম্পর্কে এতদিন শুধু শোনেছি। নেফ্রলজি ডিপার্টমেন্টে আসার পর নিজ চোখে এর ভয়াবহতা দেখলাম। কামরাঙ্গাতে ...
26/09/2021

কামরাঙ্গার বিষাক্ততা সম্পর্কে এতদিন শুধু শোনেছি। নেফ্রলজি ডিপার্টমেন্টে আসার পর নিজ চোখে এর ভয়াবহতা দেখলাম।
কামরাঙ্গাতে caramboxin নামক এক ধরণের বিষ থাকে। সাধারণত সুস্থ কিডনি তা দেহ থেকে বের করে দিতে পারে, কিন্তু chronic kidney disease এর রোগীর ক্ষেত্রে তা শরীরে জমা হয়ে রক্তের সাথে মস্তিষ্কে চলে যায়। এই বিষ মস্তিষ্কে যাওয়ার পর যা হতে পারে : ১) হেঁচকি ২) অবশতা ও দুর্বলতা ৩) বমি বমি ভাব ৪) মানসিক অস্থিরতা ৫) মেন্টাল কনফিউশন ৬) খিঁচুনি এবং সবশেষে ৭) মৃত্যু।

গতকাল যে রোগী আসলো এই সমস্যাগুলোর বেশিরভাগই তার মধ্যে ছিল। এখন শুধু ৭ নং টা বাকি, ICU তে মৃত্যুর সাথে লড়ছেন। নেফ্রলজির রেজিস্ট্রার Dr. Sadik Sadi ভাই কামরাঙ্গার কথা জিজ্ঞেস করার সাথে সাথেই রোগীর আত্মীয় উত্তর দিলেন, হ্যা উনি কিছুদিন আগেই কামরাঙ্গা খেয়েছেন।

এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, 'আমার তো কিডনির সমস্যা নাই, তাহলে আমি কি কামরাঙ্গা খেতে পারব?' উত্তর হল : প্রথমত, আপনি হয়তো জানেন না আপনার কিডনিতে কোন সমস্যা আছে কি না; দ্বিতীয়ত, প্রতিরোধই উত্তম পন্থা। জেনেশুনে কেন বিষ খাবেন?

পোস্টটা পড়ে থাকলে নিজে সাবধান হোন
আপনজনকেও এই বিষ থেকে রক্ষা করেন।

26/09/2021

#প্রেক্ষাপট_১:
উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,
- তুমি কোথায় চাকুরি করো?
- একটা কোম্পানিতে ।
- স্যালারি কতো?
- ১০০০০ টাকা।
- মোটে দশ হাজার? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা,তাতে হেসেখেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো।
যুবকের মেজাজ খাট্টা হয়ে গেলো। নিজের কাজের প্রতি ও বসের প্রতি
বেজায় রুষ্ট হয়ে উঠলো। পরদিন গিয়ে সরাসরি বসকে জুলুমের কথা জানালো। কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো।
এখন যুবকটি বেকার।
#প্রেক্ষাপট_২
- তোমার প্রথম সন্তান হলো বুঝি?
- জ্বি।
- তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু দেয় নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু?
- না। কেন দিবে? এ তো আমাদেরই সন্তান! উপহার বা টাকা দিতে হবে কেন?
- কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দু’চার পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনও মূল্য নেই? তুমি চাকরানি?
স্ত্রীর মনে ধরলো কথাটা।
সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠলো। সত্যিই তো! আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না! রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরলো।
স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো।
লেগে গেলো দু’জনে। কথা কাটাকাটি। ঝগড়া। ঝগড়া। পরে হাতাহাতি। শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো।
#প্রেক্ষাপট_৩
- এই বৃদ্ধ বয়েসে কষ্ট করছেন? ছেলে ঢাকায় থাকে,বড় চাকুরি করে শুনেছি। মস্ত বড় ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে থাকে। আপনাদের দু’জনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না!
- না না, ছেলে আমার খুবই ব্যস্ত। টাকা পাঠায় তো। ফোনে ও খোঁজ-খবর নেয় নিয়মিত।
- কী এমন ব্যস্ততা তার শুনি? নিজের জন্মদাতা-জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না?
- সারাদিন অফিস-বাসা করতে করতেই তো তার সবটা সময় চলে যায়!
- আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি-গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে।
আর আপনারা অজপাড়াগাঁয়ে ধুঁকছেন?
বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বললো।
স্ত্রীও বাধা দিল,
- আপনি ভুল শুনেছেন। সে আসলেই ব্যস্ত।
- নাহ,সেকি কি মিথ্যা বলতে পারেন?
আহা রে! কাকে বুকের রক্ত পানি করে বড় করলাম?এটা ভেবেই করে বসলেন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক!
# এবার_আসি_মূলকথায়
-কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।
-আমাদের সমাজে ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়।
-ছদ্মবেশী ডাইন/ডাইনীগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবেনা। কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে।
#গল্পের_হিতোপদেশঃ
---জীবনে ৩য় ব্যাক্তি কে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদিও কোন ভাবে ঢুকে যায় তাহলে যথা সম্ভব তার কথা কানে তুলবেন না। ৩য় ব্যাক্তি হতে সাবধান।

26/07/2021

কুমিল্লা বিভাগ আপডেট:

জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটির সভার চারটি এজেন্ডার মধ্যে বিভাগ প্রতিষ্ঠার এজেন্ডাও আছে। দুপুর ১টায় বিস্তারিত জানা যাবে।

সূত্র: আবুল কাশেম হৃদয়
সম্পাদক: দৈনিক কুমিল্লার কাগজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের  অধীন নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজের অনার্স শাখায় হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, সমাজকর্ম ও র...
26/07/2021

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজের অনার্স শাখায় হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, সমাজকর্ম ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভর্তির আবেদন শুরু আগামী ২৮/০৭/২০২১ এবং আবেদন শেষ হবে ১৪/০৮/২০২১।

ভর্তিচ্ছু সকলে অনলাইনের মাধ্যমে আবেদনে করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য- www.nu.ac.bd

প্রয়োজনে-
হিসাববিজ্ঞান- 01830809942
ব্যবস্থাপনা- 01839405083
রাষ্ট্রবিজ্ঞান- 01818936610
সমাজকর্ম- 01911607498

http://sonalidesh.com/371
16/07/2021

http://sonalidesh.com/371

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ...

 #নাঙ্গলকোট_প্রেসক্লাবের_কমিটি_গঠন
16/07/2021

#নাঙ্গলকোট_প্রেসক্লাবের_কমিটি_গঠন

Address


Alerts

Be the first to know and let us send you an email when Alokito Nangalkot - আলোকিত নাঙ্গলকোট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alokito Nangalkot - আলোকিত নাঙ্গলকোট:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share