I'm more than what I look like
“Because I know I'm more than what I look like.”
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রকে হটিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তারে জোর তৎপরতা চালিয়ে আসছে চীন। এবার, ফিলিস্তিনের স্বাধীনতা প্রতিষ্ঠায় মধ্যস্থতা করবে চীন। সৌদি আরব-ইরানের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সফলতার কৃতিত্ব বেইজিংয়ের।
ইসরাইল-ফিলিস্তিন সংকটের সমাধান করে, ফিলিস্তিনকে স্বাধীন করতে পারলে আবারও প্রমাণ হবে, ফিলিস্তিনের সত্যিকার বন্ধু চীন।
ইরাকে মার্কিন আগ্রাসন, সাদ্দামকে হটিয়ে কী পেল ইরাকিরা?
কেমন আছে সাদ্দামহীন ইরাক?
২০০৩ সালের ২০ মার্চ যুক্তরাষ্ট্র ইরাকের ভূমিতে হামলা চালানোর ঘোষণা দেয়। যে হামলার মাধ্যমে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইনকে উৎখাত করা হয়। এছাড়া তেল সমৃদ্ধ দেশ ইরাকে বিশাল অস্ত্র মজুদ আছে বলে তা ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র হামলা চালায়। দুই দশক পরেও ইরাকে সহিংসতা, হত্যা থামেনি।
আমেরিকা ও তার জোটসঙ্গীরা ২৯ হাজার ১৬৬টি বোমা ও রকেট ইরাকে ফেলেছিল। ইরাকি পরিকাঠামোর বড় অংশ মাটিতে মিশে গেছিল। ব্রিটিশ এনজিও বেবিকাউন্টের হিসাব, সাত হাজারের বেশি বেসামরিক মানুষ মারা গেছিলেন। সবমিলিয়ে মৃতের সংখ্যা দুই লাখ থেকে ১০ লাখের মধ্যে।
#infomints #infomintsbangla #ইনফোমিন্টস #ইনফোমিন্টসবাংলা
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। তিনতলা ভবনটির চারপাশে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করছেন বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
হিরো আলম ভালো মানুষ না : ভিপি নূর!!
#vpnoor #dhakauniversity #heroalom #হিরো_আলম #ভিপিনুর #infomints #infomintsbangla #ইনফোমিন্টস
তেল নিয়ে তেলেসমাতি! রাশিয়ার ভরসায় আমেরিকার লাগাম টানছে সৌদি আরব!
তেল নিয়ে তেলেসমাতি! রাশিয়ার ভরসায় আমেরিকার লাগাম টানছে সৌদি আরব!
শীতল যুদ্ধ চলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হচ্ছে রাশিয়া, চীন, সৌদি, ভারত ও ব্রাজিল। জ্বালানি তেল উৎপাদন কমিয়ে আনার সিদ্ধান্তে সৌদি আরবের উপর নাখোশ যুক্তরাষ্ট্র। মার্কিন হুমকিকে পাত্তা দিতে রাজি নয় সৌদি। মার্কিন ক্ষমতার লাগাম টেনে ধরতে ব্রিকসে অন্তর্ভূক্ত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরব ব্রিকসে যোগ দিলে আন্তর্জাতিক রাজনীতিতে আসতে পারে একটি নাটকীয় পরিবর্তন।
#infomintsbangla #info_mints #ইনফোমিন্টস
লোক নিচ্ছে কানাডা, স্বপ্নের দেশে যাওয়ার সুযোগ! এতো অভিবাসী নেয়ার কারণ কি?
কানাডায় অভিবাসন প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন এসেছে। আগামী তিন বছরে নতুন করে ১৫ লাখ অভিবাসী নেওয়ার পরিকল্পনা করেছে কানাডা। সরকারীভাবেও রয়েছে কানাডা যাওয়ার সুযোগ। বড় শহরের বাইরের প্রদেশ অঞ্চলের ছোট আঞ্চলিক কর্মসূচি বাড়াতে দক্ষ ও আগ্রহী জনবল নিচ্ছে দেশটির সরকার।
আমেরিকার গোয়েন্দা বাহিনীতে কবুতর! ইসরাইলেরও আছে এমন এজেন্ট?
রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধ চলাকালীন ট্রেনিং দেয়া কবুতর , কাক ও ডলফিনকে গুপ্তচর হিসেবে ব্যবহার করতো মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। গোপন মিশনের জন্য প্রশিক্ষণ দেয়া হতো এসব প্রাণীদের। প্রকাশিত নথিপত্র থেকে জানা গেছে এসব তথ্য।
শীতে জমে গেছে বিশাল ঝর্ণা!!
ইরানি ড্রোনে আতঙ্কিত বিশ্ব, আমেরিকা কি ভয় পাচ্ছে?
আমেরিকা কি ভয় পাচ্ছে?
ইরানি ড্রোনে আতঙ্কিত বিশ্ব!
নেপালের দুঃসাহসী মধু শিকারী!
মাঝ আকাশে তুলকালাম কাণ্ড! দুই যাত্রীর হাতাহাতির ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমান যাত্রীদের মধ্যে শুরু হয় তুমুল বাক-বিতণ্ডা। কিছুক্ষণের মধ্যে সেটা রূপ নেয় হাতাহাতিতে। যাত্রীদের মধ্যে মারামারি ঠেকাতে রীতিমতো ঘাম ছুটে যায় এয়ার হোস্টেসদের। বিমানের এই অশান্তির ছবি লেন্সবন্দি করেন এক যাত্রী। সেই ভিডিও টুইটারে পোস্ট করতেই তা ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।
১০ মিনিটে উত্তরা থেকে আগারগাঁও! মেট্রোরেলের টিকিট কিভাবে কাটবেন?
দীর্ঘ অপেক্ষার পর চালু হলো দেশের প্রথম মেট্রোরেল। দক্ষিণ এশিয়ার তৃতীয় দেশ হিসাবে আধুনিক পরিবহন ব্যবস্থার প্রতীক এই মেট্রোরেলের স্বাদ পেলো বাংলাদেশ। ১৯৮৪ সালে কলকাতায় ভারতের প্রথম মেট্রোরেল সেবা চালু হয়। পাকিস্তানে মেট্রোরেল আসে ২০২০ সালে, লাহোরে। ১০ মিনিট ১০ সেকেন্ডে উত্তরা থেকে যাওয়া যাচ্ছে আগারগাঁও! কিভাবে কাটতে হয় মেট্রোরেলের টিকিট?
#MetroRail #metro #Dhaka #InfoMints
বিশ্বের খোঁজখবর, রাজনীতি, অর্থনীতি; সবকিছু নিয়ে
প্রতিনিয়ত আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটে। তৈরী হয় নানান অনুষঙ্গ। কখনো সেসব আমাদের আনন্দিত করে। কখনো আমরা ব্যথিত হই। কিন্তু, আমাদের জানার ইচ্ছা শেষ হয় না। গতানুগতিক সংবাদ ও সংবাদের বাইরে, আমরা আজ করছি জানার আনন্দ খুঁজতে।
#infomints #ইনফোমিন্টস