12/07/2023
❣ *"একাদশী বার্তা"* ❣
✺কামিকা একাদশী✺
✺কামিকা একাদশী✺
✺কামিকা একাদশী✺
≪━━━━━━◆❃◆━━━━━━≫
১৩ই জুলাই ২০২৩
২৭শে আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ
বৃহস্পতিবার কামিকা একাদশী
❏❖❏❖❏❖❏❖❏❖❏❖❏
*✤পারন✤*
°°°°°°°°°°°°°°°
পরের দিন শুক্রবার
বাংলাদেশ:সকাল ০৫ঃ২৫-০৯ঃ৪২মিঃ
পশ্চিমবঙ্গ: সকাল ০৫ঃ০৪-০৯ঃ৩০
দিল্লি: সকাল ০৫ঃ৩২-১০ঃ০৯মিঃ
সিঙ্গাপুর: সকাল ০৭ঃ০৪-১১ঃ০৮মি:
*পৃথিবীর সর্বত্র একইদিনে*
*কামিকা একাদশী মাহাত্ম্য*
⊰᯽⊱┈──◑❊◑┈──┈⊰᯽⊱
🍎🍊🍏 শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্তপুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে।
🍎🍊🍏 যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন--হে গোবিন্দ! হে বাসুদেব! শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী।
🍎🍊🍏 প্রত্যুত্তরে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন--হে রাজন! পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনযোগ দিয়ে তা শ্রবন করুন।
🍎🍊🍏 এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন--হে ভগবান! শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতা কে, এই ব্রতের বিধিই বা কি রকম এবং এই ব্রতের ফলে কি পুন্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে।
🍎🍊🍏 শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন--হে বৎস! জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবন কর।
🍎🍊🍏 শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী 'কামিকা' নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা গোদাবরী কাশী নৈমিষ্যারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুন লাভ করা যায়।
🍎🍊🍏 সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই।