করোনা ভ্যাকসিন নিতে বৃহস্পতিবার রাত থেকেই ময়নাগুড়ি হাসপাতালে লম্বা লাইন। কেউ মশারি টাঙ্গিয়ে কেউবা মশা মারার ধুপ জ্বালিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছেন। বৃদ্ধ থেকে শুরু করে মহিলারাও ভ্যাকসিন নিতে বুধবার রাত থেকেই হাজির লাইনে।
সোমবার ময়নাগুড়ি শহীদগর স্কুল পড়ায় গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগে। নিমেষের মধ্যে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। আগুনের তীব্রতা দেখে লোকজন ছোটাছুটি শুরু করে। এদিন জীবন সাহার বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। জানা যায় তার মা পার্বতী সাহা যখন রান্নাঘরে রান্না করছিলেন সেই সময় গ্যাসের সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে আসে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। গ্যাসের সিলিন্ডার বাইরে আনার পরও গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস বের হতে থাকে। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায়। খবর দেয়া হয় দমকল কেন্দ্রে। ময়নাগুড়ি দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে
শুক্রবার ময়নাগুড়ি হাটে ব্যবসায়ীদের সতর্ক করে ময়নাগুড়ি থানার পুলিশ।
#দুঃসাহসিক_চুরি_তদন্তে_পুলিশ
বুধবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো ময়নাগুড়ি শিংগীমারী এলাকায়কৃষি ফার্ম এর গুদাম থেকে প্রায় লক্ষাধিক টাকার কৃষিজাত দ্রব্য চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ময়নাগুড়ি থানায় ওই ফার্ম এর পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বুধবার রাতের বৃষ্টিতে এই চুরির ঘটনা ঘটেছে বলে ফার্মের সদস্যদের অনুমান। সরষা তেল ,জৈব সার ,ধানের বীজ চুরির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে তিন কুন্টাল ধানের বীজ , 30 কেজি সরষের তেল, কুড়ি হাজার টাকার জৈব সার চুরি হয়েছে।
এদিন সকালে শিংগীমারী এলাকার লোকজন ওই ফার্মের টিনের বেড়া ভাঙ্গা দেখতে পেয়ে ফার্মের লোকজনদের খবর দেন। তারাই দৌড়ে এসে দেখেন ঘরের ভেতর থেকে নানা সামগ্রী চুরি হয়ে গেছে। এরপর তারা ময়নাগুড়ি থানায় এসে অভিযোগ জানান।