Banglar awaz - বাংলা নিউজ

  • Home
  • Banglar awaz - বাংলা নিউজ

Banglar awaz - বাংলা নিউজ news

07/07/2024

বাংলার আওয়াজ এখন ময়নাগুড়ি খবর।
আপনারা লিংকে গিয়ে follow বোতামে ক্লিক করুন। আর পান সবার আগে ময়নাগুড়ির গুরুত্বপূর্ণ খবর।

শুক্রবার ময়নাগুড়ির দোমোহনি হাটের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন।
24/03/2023

শুক্রবার ময়নাগুড়ির দোমোহনি হাটের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন।

24/03/2023
21/05/2021

করোনা ভ্যাকসিন নিতে বৃহস্পতিবার রাত থেকেই ময়নাগুড়ি হাসপাতালে লম্বা লাইন। কেউ মশারি টাঙ্গিয়ে কেউবা মশা মারার ধুপ জ্বালিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছেন। বৃদ্ধ থেকে শুরু করে মহিলারাও ভ্যাকসিন নিতে বুধবার রাত থেকেই হাজির লাইনে।

10/05/2021

সোমবার ময়নাগুড়ি শহীদগর স্কুল পড়ায় গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগে। নিমেষের মধ্যে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। আগুনের তীব্রতা দেখে লোকজন ছোটাছুটি শুরু করে। এদিন জীবন সাহার বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। জানা যায় তার মা পার্বতী সাহা যখন রান্নাঘরে রান্না করছিলেন সেই সময় গ্যাসের সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে আসে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। গ্যাসের সিলিন্ডার বাইরে আনার পরও গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস বের হতে থাকে। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায়। খবর দেয়া হয় দমকল কেন্দ্রে। ময়নাগুড়ি দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে

07/05/2021

শুক্রবার ময়নাগুড়ি হাটে ব্যবসায়ীদের সতর্ক করে ময়নাগুড়ি থানার পুলিশ।

06/05/2021

#দুঃসাহসিক_চুরি_তদন্তে_পুলিশ
বুধবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো ময়নাগুড়ি শিংগীমারী এলাকায়কৃষি ফার্ম এর গুদাম থেকে প্রায় লক্ষাধিক টাকার কৃষিজাত দ্রব্য চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ময়নাগুড়ি থানায় ওই ফার্ম এর পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বুধবার রাতের বৃষ্টিতে এই চুরির ঘটনা ঘটেছে বলে ফার্মের সদস্যদের অনুমান। সরষা তেল ,জৈব সার ,ধানের বীজ চুরির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে তিন কুন্টাল ধানের বীজ , 30 কেজি সরষের তেল, কুড়ি হাজার টাকার জৈব সার চুরি হয়েছে।
এদিন সকালে শিংগীমারী এলাকার লোকজন ওই ফার্মের টিনের বেড়া ভাঙ্গা দেখতে পেয়ে ফার্মের লোকজনদের খবর দেন। তারাই দৌড়ে এসে দেখেন ঘরের ভেতর থেকে নানা সামগ্রী চুরি হয়ে গেছে। এরপর তারা ময়নাগুড়ি থানায় এসে অভিযোগ জানান।

30/04/2021

বাজারে মাস্ক না পরে আশায় শাস্তি স্বরূপ গলায় পড়তে হলো পটল ও টমেটোর মালা। আর এই মালা পরিয়ে দিলেন পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ মিতু চক্রবর্তী।
শুক্রবার ময়নাগুড়ি নতুন বাজারের হাট বার ছিল। আর এদিন বাজারে যারা মাস্ক পড়ে আসেননি তাদের লজ্জা দিতেই এই অভিনব পদ্ধতি বলে জানিয়েছেন মিতু বাবু।
বেশ কিছুদিন ধরে ময়নাগুড়িতে করণা রোধে মাস্ক পড়ার জন্য গ্রাম পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। এরপরও কিন্তু হুস ফিরছে না লোকজনদের মধ্যে। এদিন বাজারে বেশ কয়েকজনকে দেখা গেল মাস্ক না পড়েই বাজারে ঘোরাঘুরি করতে। এদের অবশ্য দাবি পকেটেই মাস্ক আছে পরে পড়ে নেব। অনেকেই এবার বলেন মাস্ক পড়েছিলাম গরমের জন্য এখনি খুলে রাখলাম। তবে কোন অজুহাতই খাঠোলো না এদিন। তাদের গলায় পড়তেই হলো টমেটো, পটলের মালা।
এদিকে লজ্জায় অনেককে ঐদিন দৌড়ে পালিয়ে যায় এই মালা হাতে দেখতে পেয়ে। তবে এইরূপ অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন মিতু বাবু।

বৃহস্পতিবার ময়নাগুড়িতে ব্যবসায়ীদের ডাকা ব্যবসা বন্ধে নতুন বাজার ও পুরাতন বাজারে ব্যাপক সাড়া পড়েছে। করোণা রোধে জনসাধ...
29/04/2021

বৃহস্পতিবার ময়নাগুড়িতে ব্যবসায়ীদের ডাকা ব্যবসা বন্ধে নতুন বাজার ও পুরাতন বাজারে ব্যাপক সাড়া পড়েছে। করোণা রোধে জনসাধারণকে সচেতন করতে একদিনের ব্যবসা বন্ধের সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক সুমিত সাহা। পরবর্তীতে কি সিদ্ধান্তে আসা হবে তা প্রশাসনের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সুমিত বাবু।
যদিও এদিন বাজারে বেশ কিছু চায়ের দোকান খোলা ছিল। দুপুরের দিকে চায়ের দোকানগুলো বন্ধ হয়েছে। লটারির দোকান ও খোলা ছিল এদিন।

মাস্ক না পড়ায় 24 জন গ্রেফতার ময়নাগুড়িতে। মঙ্গলবার থেকে ধরপাকড় শুরু করলো ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশের প্রশংসায় ম...
27/04/2021

মাস্ক না পড়ায় 24 জন গ্রেফতার ময়নাগুড়িতে। মঙ্গলবার থেকে ধরপাকড় শুরু করলো ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশের প্রশংসায় ময়নাগুড়ি বাঁশি। তাদের এই অভিযান লাগাতার চলবে বলে জানা গেছে।
মাস্ক না পড়াতে করাকরি শুরু করলো ময়নাগুড়ি থানার পুলিশ। মঙ্গলবার ময়নাগুড়ি সদর এলাকা জুড়ে মাস্ক বিহীন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানে নামল ময়নাগুড়ির ভিডিও শুভ্র নন্দী, আইসি ভূষণ ছেত্রী।
দীর্ঘদিন ধরে ময়নাগুড়িতে পুলিশ প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ করণা রোধে মাস্ক পড়ার জন্য বিভিন্নভাবে সচেতন করে চলেছে। তবে এর পরেও মানুষ জনের মধ্যে যে হুঁশ ফেরেনি তার প্রমাণ মিলল মঙ্গলবার। এদিন ময়নাগুড়ি সদরে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং আইসি বিভিন্ন বাজারের অলিগলিতে অভিযানে নামে। এদিন সকাল থেকে দফায় দফায় ময়নাগুড়ি সদর এলাকায় টহল দেয় ময়নাগুড়ি থানার পুলিশ। এই অভিযানে মোট 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন দেখা মিলল ওষুধের দোকানের এক কর্মচারী মাস্ক না পড়ে ব্যবসা করছে। তাকেও এদিন গ্রেপ্তার করে পুলিশ। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।

মাস্ক না পড়লে এবার ময়দানে নামবে ময়নাগুড়ি থানার পুলিশ। সোমবার ময়নাগুড়ি বিডিও অফিসে এক প্রশাশনিক সভার আয়োজন করা হয়...
26/04/2021

মাস্ক না পড়লে এবার ময়দানে নামবে ময়নাগুড়ি থানার পুলিশ। সোমবার ময়নাগুড়ি বিডিও অফিসে এক প্রশাশনিক সভার আয়োজন করা হয়। এ দিনের এই সভায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, ডিএসপি ক্রাইম বিক্রমজীত লামা,আইসি ময়নাগুড়ি ভূষণ ছেত্রী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, সহ-সভাপতি ঝুলন সান্যাল সহ বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা।
উল্লেখ্য ময়নাগুড়ি শহর জুড়ে একের পর এক করোনা সচেতনতামূলক প্রচার করে চলেছে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ ময়নাগুড়ি পুলিশ প্রশাসন। এরপরেও হুস ফিরছে না ময়নাগুড়ি বাসীদের মধ্যে। বেশিরভাগ লোকজনকে দেখা যাচ্ছে মাস্ক না পরে বাজারে ঘোরাঘুরি করতে। তবে এবার মাস্ক হীন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর হতে চলেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

পাচারের আগে উদ্ধার কাঠ। সোমবার মোরাঘাট রেঞ্জ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধুপগুড়ি ব্লক এর খুকলুং বন বস্তি এলাকা থেকে বেশ...
26/04/2021

পাচারের আগে উদ্ধার কাঠ। সোমবার মোরাঘাট রেঞ্জ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধুপগুড়ি ব্লক এর খুকলুং বন বস্তি এলাকা থেকে বেশ কিছু গাছের লগ উদ্ধার করে। তবে যারা এই কাজে অভিযুক্ত রয়েছে তাদের গ্রেপ্তার করতে পারেনি বনদপ্তর।
রেঞ্জার রাজ কুমার পাল বলেন, তাদের এই অভিযান লাগাতার চলবে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন অভিযান চালানো হয়। উদ্ধার হয়েছে ৪০ সেফটি কাঠ।

26/04/2021

ময়নাগুড়িতে দুর্ঘটনাগ্রস্থ জেনেরেটার গাড়িতে দীর্ঘক্ষন ধরে আটক থাকল চালক, পুলিশ গিয়ে করল উদ্ধার। সোমবার ভোরে ময়নাগুড়ির ইন্দিরামোড় এলাকা থেকে একটি বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরছিলে, সেসময় ধূপগুড়ির দিক থেকে যাচ্ছিল একটি ট্রাক। সে সময় আর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ট্রাকটি জেনারেটর গাড়িকে ধাক্কা মারে। এতে জেনারেটরের গাড়ির মারাত্মক ক্ষতি হয়। দীর্ঘক্ষণ ধরে আটকে থাকে জেনারেটর গাড়ির চালক। তবে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ঘাতক ট্রাকটি। এরপর খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ গিয়ে আটকে থাকা চালককে উদ্ধার করে। তারপর ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যায় কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

রবিবার করোনা সচেতনতা প্রচারে নামলেন ময়নাগুড়ি সাংবাদিকরা। এদিন সাংবাদিকেরা এবং ময়নাগুড়ি থানার ট্রাফিক পুলিস ও হাইওয়ে...
25/04/2021

রবিবার করোনা সচেতনতা প্রচারে নামলেন ময়নাগুড়ি সাংবাদিকরা। এদিন সাংবাদিকেরা এবং ময়নাগুড়ি থানার ট্রাফিক পুলিস ও হাইওয়ে ট্রাফিক পুলিসের উদ্যোগে পথচলতি মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এদিন ময়নাগুড়ি নতুন বাজার ,পুরাতন বাজার এলাকার বিভিন্ন পথচলতি মানুষজন সহ ব্যবসায়ীদের মধ্যে করোনা সচেতনতা মূলক প্রচার চালান তারা। সেই সাথে সকলের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
সাংবাদিক রঞ্জন সাহা বলেন, করোনা পরিস্থিতি আমাদের অবশ্যই মাস্ক পড়তে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। বিনা কারণে বাড়ি থেকে বের না হওয়াই ভালো। বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। এছাড়াও মাস্ক পরে সকলের কেনাবেচা করা জরুরি।

25/04/2021

রবিবার করোনা সচেতনতা প্রচারে নামলেন ময়নাগুড়ি সাংবাদিকরা। এদিন সাংবাদিকেরা এবং ময়নাগুড়ি থানার ট্রাফিক পুলিস ও হাইওয়ে ট্রাফিক পুলিসের উদ্যোগে পথচলতি মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এদিন ময়নাগুড়ি নতুন বাজার ,পুরাতন বাজার এলাকার বিভিন্ন পথচলতি মানুষজন সহ ব্যবসায়ীদের মধ্যে করোনা সচেতনতা মূলক প্রচার চালান তারা। সেই সাথে সকলের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
সাংবাদিক রঞ্জন সাহা বলেন, করোনা পরিস্থিতি আমাদের অবশ্যই মাস্ক পড়তে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। বিনা কারণে বাড়ি থেকে বের না হওয়াই ভালো। বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। এছাড়াও মাস্ক পরে সকলের কেনাবেচা করা জরুরি।

ময়নাগুড়ি ব্লকের দোমহনি গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্লক স্বাস্থ্য দফতরের উদ্যোগে সেফ হোম খোলা হবে।শনিবার ময়নাগুড়ি থানায়...
24/04/2021

ময়নাগুড়ি ব্লকের দোমহনি গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্লক স্বাস্থ্য দফতরের উদ্যোগে সেফ হোম খোলা হবে।
শনিবার ময়নাগুড়ি থানায় এক বৈঠকের আয়োজন করা হয়। প্রশাসনিক ওই বৈঠকে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর লাকি দেওয়ান, জলপাইগুড়ি জেলার ডিএসপি ক্রাইম বিক্রমজিত লামা সহ অন্যান্যরা।
শুভ্র নন্দী বলেন, পলিটেকনিক কলেজে 120 শয্যা বিশিষ্ট সেফ হোম খোলা হবে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Banglar awaz - বাংলা নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share