MD:Ejaz Ahanned

  • Home
  • MD:Ejaz Ahanned

MD:Ejaz Ahanned news & media

07/08/2023

একজন মানুষের জীবনে সফলতা তখনই সম্ভব,যখন সে অতীত ভুলে বর্তমান নিয়ে চলতে শিখবে!

29/07/2023

কুত্তা যখন নিজেকে বাঘ মনে করতে থাকে,তখন ঠিকই একসময় এভাবেই চিপায় গিয়ে আটকে পড়ে 🤔🤔

19/07/2023

এই ক্ষনস্থায়ী দুনিয়ায় প্রতিটি মানুষেরই বিপদ-আপদ আসবে আবার চলেও যাবে এটাই স্বাভাবিক,কিন্তু সেই সামান্য বিপদ-আপদে মানুষের করা ব্যবহার এবং সেই মানুষ গুলো কিন্তু রয়েই যায়!

18/07/2023

কথা গুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব।আর এই বাস্তবতা যে যত তাড়াতাড়ি বুঝে উঠতে পারবে তার জীবনে সফলতা ততই দ্রুত আসবে ইনশাআল্লাহ্।

চোরের মুখে যেমন নাকি ধর্মের গান মানায় না,ঠিক তেমনি ধান্দাবাজদের মুখে নীতিকথা মানায় না!
12/07/2023

চোরের মুখে যেমন নাকি ধর্মের গান মানায় না,ঠিক তেমনি ধান্দাবাজদের মুখে নীতিকথা মানায় না!

মুরুব্বিরা বলে যে,যদি তুমি সমস্যার সমুদ্রে ডুবেও যাও তবুও সৃষ্টিকর্তার উপর ভরসা ও বিশ্বাস রাখো,দেখবে অবশ্যই তিনি তোমার জ...
11/07/2023

মুরুব্বিরা বলে যে,যদি তুমি সমস্যার সমুদ্রে ডুবেও যাও তবুও সৃষ্টিকর্তার উপর ভরসা ও বিশ্বাস রাখো,দেখবে অবশ্যই তিনি তোমার জন্য উত্তম পথ ব্যাবস্থা করে দিবেন,আমিন।

বাংলা চলচ্চিত্রের নায়ক ফারুক আর নেই।বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ আসনের মাননীয় সং...
15/05/2023

বাংলা চলচ্চিত্রের নায়ক ফারুক আর নেই।

বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ আসনের মাননীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি আসমা পাঠান রূম্পা।

১৯৪৮ সালের ১৮ আগস্ট সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন চিত্রনায়ক ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’তে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে ফারুকের আত্মপ্রকাশ ঘটে।প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন মিষ্টি মেয়ে কবরী।এরপর ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালনায় ‘আবার তোরা মানুষ হ’ ও ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল এ দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি।

১৯৭৫ সালে তার অভিনীত 'সুজন সখী' ও 'লাঠিয়াল' সিনেমা দুটি ব্যাপক ব্যবসা সফল হয়।ঐ বছর 'লাঠিয়াল'র জন্য তিনি সেরা-পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।১৯৭৬ সালে 'সূর্যগ্রহণ' ও 'নয়নমণি' ১৯৭৮ সালে শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত আব্দুল্লাহ আল মামুনের 'সারেং বৌ' আমজাদ হোসেনের 'গোলাপী এখন ট্রেনে'সহ বেশকিছু সিনেমায় 'মিয়া ভাই'খ্যাত চিত্রনায়ক ফারুকের অভিনয় প্রশংসিত হয়।

12/02/2023

সেলুট জানাই সোলায়মান সুখেন ভাই কে,অসাধারণ বক্তব্য দেওয়ার জন্য ❣️❣️🥀🥀

দুঃসময় বা কঠিন সময় কখনোই দীর্ঘস্হায়ী হয় না,দীর্ঘস্হায়ী যা হয় সেটা হলো কঠিন মানুষ,যারা ঐ কঠিন সময়েও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে দুঃসময়কে সু-সময়ে পরিনত করতে ❣️❣️🥀🥀

12/01/2023

ইতিহাস গুলো বার বার স্বরণ করে তা অন্তরে ধারন করে চলাটাই হবে জীবনে প্রকৃত স্বার্থকতা!

ইতিহাস আমাদেরকে বারবার শিখীয়ে গেছেন মানুষের জিবনে সবচেয়ে বড় যে শত্রু তাঁকে কখনো চেনা যায় না।সে থাকে সবচেয়ে কাছের বন্দুর মতো করে,যে কিনা একদিন আপনাকে ছোবল মারবেই মারবে!

02/12/2022

চট্টগ্রামে ৫ বছর বয়সী শিশু আয়াতকে ৬ টুকরো করে কেটে হত্যা করা খুনি মানুষ রুপি সেই অমানুষ আবিরের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানাচ্ছি।

কখনো সব পেয়েও মানুষের দুঃখ মোছে না,আবার কখনো কিছু না পেয়েও সুখের আস্বাদ অনুভব সম্ভব!তবে এই পাওয়া না পাওয়ার গণ্ডি পের...
21/11/2022

কখনো সব পেয়েও মানুষের দুঃখ মোছে না,আবার কখনো কিছু না পেয়েও সুখের আস্বাদ অনুভব সম্ভব!তবে এই পাওয়া না পাওয়ার গণ্ডি পেরিয়ে এ কথাটি অনস্বীকার্য যে কোনো মানুষই ভাল কিছু থেকে বঞ্চিত হতে কোনোভাবে চায় না কারণ বঞ্চনার মধ্যে রয়েছে এমন এক বেদনা যা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়।তা সে ধনসম্পত্তি হোক বা নিজের অধিকার কিংবা হোক সেটা নিজের পরিবার সব ক্ষেত্রেই বঞ্চিত হওয়ার জ্বালা হৃদয় বিদারক।

যাদেরকেই চেয়েছি আমি গিয়েছে তারা দূরে সরে,না পাওয়ার বেদনায় আজ আমি অভ্যস্ত,তাইত কান্না ভরে আছে আমার পুরো অন্তরজুড়ে!

জীবনের প্রতিটি মূহুর্তে মানুষ না চাইলেও তাকে সামনের লাইন থেকে পিছনের লাইনে পড়ে যেতে হয়,যখন নিজের ও অন্যের কথা একসাথে ভাব...
21/11/2022

জীবনের প্রতিটি মূহুর্তে মানুষ না চাইলেও তাকে সামনের লাইন থেকে পিছনের লাইনে পড়ে যেতে হয়,যখন নিজের ও অন্যের কথা একসাথে ভাবতে গিয়ে ব্রেইন হ্যাঙ্ক হয়ে যায়!

মানুষের সবচেয়ে বড় দুঃখের ও মানুষিক যন্ত্রণার বিষয় তখনই হয় যখন,যাদের জন্য প্রতিনিয়ত সেক্রিফাইস করতে করতে নিজের অস্তিত্ব সংকটে পড়ে যায়,তবুও তাদের সঠিক উপলব্ধি বা নিজের ভাল বোঝার জ্ঞান হয় না বরং তাদের কাছেই নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়!

12/11/2022

এই দুনিয়ায় জীবনে চলার পথে যাদেরকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব বা ভালবাসবেন,যাদের জন্য নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে জীবন উৎসর্গ করে দিবেন অবশেষে দেখবেন,সেই তারাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না বা কখনো কল্পনা করেননি,বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি!

তাই নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই নিজের লেখা,সুর ও নিজের কন্ঠে মনের অনুভূতি গুলো প্রকাশের চেষ্টা করলাম মাত্র!

30/10/2022

লেট মি ফিনিষ্ট!
ঘোষিত অঘোষিত সর্বোচ্চ কর্মকর্তা!
নিয়মের নামে রমরমা অনিয়ম দেখার বুঝি কেউ নেই!

আমার মতে,অপরাধ না করেও যদি আপনি অপরাধী হয়ে যান,তখন চুপ থাকার চেয়ে ভালো কিছু আর হতে পারে না!কারন চিৎকার করে বা সর্বদাই ন...
01/09/2022

আমার মতে,অপরাধ না করেও যদি আপনি অপরাধী হয়ে যান,তখন চুপ থাকার চেয়ে ভালো কিছু আর হতে পারে না!কারন চিৎকার করে বা সর্বদাই নিজের সত্য প্রকাশ করে বর্তমান সমাজে মানুষের কাছে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না!তাই নীরবতাই শ্রেয়,কেননা নীরবতা পৃথিবীর সবচেয়ে বড়ো চিৎকার যেটা বোঝার মত ক্ষমতা সবার থাকেনা।

তাইত আমার প্রিয়রা মাঝে মাঝে বুঝিয়ে দেয়,তোমার কণ্ঠ তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে কিন্তু তোমার নীরবতা আর নীরবে করা সংগ্রাম তোমাকে তোমার আসল পরিচয় দেবে।তাই মনে রাখবে কোন কোন সময় নীরবতা সত্য ও নিজের সততার প্রমানের চেয়ে উত্তম!কেননা নীরবতাই হল একমাত্র প্রকৃত বন্ধু যে কখনই নিজেকে ভুল কিংবা উল্টো বুঝাবে না এবং উল্টো বোঝানোর চেষ্টাও করবে না!

রংপুরে মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশে মিথ্যা মামলার শিকার এজাজ,আদালতে মিথ্যা প্রমানিত!রংপুরে সংবাদ ও মানবাধিকা...
30/08/2022

রংপুরে মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশে মিথ্যা মামলার শিকার এজাজ,আদালতে মিথ্যা প্রমানিত!

রংপুরে সংবাদ ও মানবাধিকার কর্মী এজাজ আহমেদসহ তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে মামলা।আদালত তদন্ত রিপোর্ট ও বাদির গর হাজিরের কারণে মামলা খারিজ করে দিয়েছে।

মামলার কপি,তদন্ত কপি ও কোর্ট রিপোর্ট হতে জানা যায়,রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানাধীন জেএসসি রোড নুরপুরের বাসিন্দা মৃতঃ এড. আব্দুল হাকিমের ছেলে এনামুল হক মেট্রোপলিটন কোতয়ালী থানায় আন্তর্জাতিক মানবাধিকর সংস্থা (আশক) ফাউন্ডেশন’র রংপুর বিভাগীয় সভাপতি ও জাতীয় দৈনিক সন্ধ্যাবানী পত্রিকার রংপুর অফিস প্রধান এজাজ আহমেদ রমজানসহ তার বাবা হাসান আলী ও বড় ভাই মেরাজ মিয়ার নামে মামলা করেন।

মামলায় অভিযোগ করেন,মামলার আসামীগণ গত গত ১৭/১১/২০২০ ইং তারিখ রাতে স্থানীয় গর্ভবতী মহিলা মোছাঃ আতিকা বেগমসহ তার পরিবারের উপর মধ্যযুগীয় কায়দায় হামলা চালায় সেখান হতে এলাকাবাসী তাদের উদ্ধার করে।পরে বাদি এনামুল হক বাড়ির সামনে বের হলে আসামীগণ তার উপর হামলা চালায়,তিনি আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

বাদি মেডিকেলে ১৭/১১/২০২০ ইং হতে ২৫/১১/২০২০ ইং তারিখ পর্যন্ত ১৪ নং ওয়ার্ড সার্জারী বিভাগে চিকিৎসা নেয়। এই মর্মে মামলা করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসারত কাগজ-পত্র ডকুমেন্ট হিসেবে জমা করেন।বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মামলা গ্রহন করে পুলিশকে তদন্তের নির্দেশ প্রদান করেন।পরে তদন্ত করে জানা যায় মেডিকেলের কাগজ-পত্র সম্পুর্ণ মিথ্যা,ভুয়া ও পরিকল্পিত।

এ ব্যাপারে মামলার তদন্ত কারী কর্মকর্তা মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই তপন চন্দ্র রায় ব্যাপক তদন্ত সাপেক্ষে রিপোর্ট প্রদান করেন,সেখানে তিনি বাদিকে মিথ্যা ও মেডিকেল রিপোর্টকে মিথ্যা বলে আখ্যায়িত করেন (প্রমানসহ)।বাদি সে সময় রংপুর মেডিকেলে ভর্তিই হয়নি।

মামলার নথিসহ তদন্ত প্রতিবেদন পাঠ,পর্যালোচনা,বাদির গর হাজির ও তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়া সাপেক্ষে গত ২৮/৮/২০২২ ইং তারিখে আমলী আদালত কোতয়ালী মেট্রোপলিটন’র চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এফ এম আহসানু হক ফৌজদারী কার্যবিধির ২০৩ ধারা মতে নালিশী মামলাটি খারিজ করে দেন।

সংবাদ ও মানবাধিকার কর্মি এজাজ আহমেদ এ ব্যাপারে বলেন,সত্য কখনো চাপা থাকে,মহামান্য আদালত আমাদের ন্যায় বিচার করেছেন।তাই আমার পরিবার চির কৃতজ্ঞ থাকবো।কিন্তু আমাদের যা অন্যায় হয়েছে তার কি হবে? আমাদের মান সম্মান যে নষ্ট হলো তার কি হবে? আমি চাই পরবর্তীতে কোন মানুষ যেন আর মিথ্যা হয়রানীর স্বীকার না হয়।সরকারসহ প্রশাসনের এ ব্যাপারে কঠোর হওয়া প্রয়োজন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when MD:Ejaz Ahanned posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD:Ejaz Ahanned:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share