একজন মানুষের জীবনে সফলতা তখনই সম্ভব,যখন সে অতীত ভুলে বর্তমান নিয়ে চলতে শিখবে!
কুত্তা যখন নিজেকে বাঘ মনে করতে থাকে,তখন ঠিকই একসময় এভাবেই চিপায় গিয়ে আটকে পড়ে 🤔🤔
এই ক্ষনস্থায়ী দুনিয়ায় প্রতিটি মানুষেরই বিপদ-আপদ আসবে আবার চলেও যাবে এটাই স্বাভাবিক,কিন্তু সেই সামান্য বিপদ-আপদে মানুষের করা ব্যবহার এবং সেই মানুষ গুলো কিন্তু রয়েই যায়!
কথা গুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব।আর এই বাস্তবতা যে যত তাড়াতাড়ি বুঝে উঠতে পারবে তার জীবনে সফলতা ততই দ্রুত আসবে ইনশাআল্লাহ্।
সেলুট জানাই সোলায়মান সুখেন ভাই কে,অসাধারণ বক্তব্য দেওয়ার জন্য ❣️❣️🥀🥀
দুঃসময় বা কঠিন সময় কখনোই দীর্ঘস্হায়ী হয় না,দীর্ঘস্হায়ী যা হয় সেটা হলো কঠিন মানুষ,যারা ঐ কঠিন সময়েও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে দুঃসময়কে সু-সময়ে পরিনত করতে ❣️❣️🥀🥀
ইতিহাস গুলো বার বার স্বরণ করে তা অন্তরে ধারন করে চলাটাই হবে জীবনে প্রকৃত স্বার্থকতা!
ইতিহাস আমাদেরকে বারবার শিখীয়ে গেছেন মানুষের জিবনে সবচেয়ে বড় যে শত্রু তাঁকে কখনো চেনা যায় না।সে থাকে সবচেয়ে কাছের বন্দুর মতো করে,যে কিনা একদিন আপনাকে ছোবল মারবেই মারবে!
চট্টগ্রামে ৫ বছর বয়সী শিশু আয়াতকে ৬ টুকরো করে কেটে হত্যা করা খুনি মানুষ রুপি সেই অমানুষ আবিরের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানাচ্ছি।
এই দুনিয়ায় জীবনে চলার পথে যাদেরকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব বা ভালবাসবেন,যাদের জন্য নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে জীবন উৎসর্গ করে দিবেন অবশেষে দেখবেন,সেই তারাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না বা কখনো কল্পনা করেননি,বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি!
তাই নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই নিজের লেখা,সুর ও নিজের কন্ঠে মনের অনুভূতি গুলো প্রকাশের চেষ্টা করলাম মাত্র!
লেট মি ফিনিষ্ট!
ঘোষিত অঘোষিত সর্বোচ্চ কর্মকর্তা!
নিয়মের নামে রমরমা অনিয়ম দেখার বুঝি কেউ নেই!
দুই দিনের দুনিয়ায় প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটাই বাস্তব।দেখুন মৃত্যু কতটা সহজ,যাকিনা যে কোন সময় আপনার অজান্তেই আসতে পারে।তাহলে কিসের এত অহংকার!
মৃত্যুর পরে কোনকিছুই কাজে আসবে না সুধু নেক আমল ও ভালো কর্ম ছাড়া।তাই দুনিয়ায় এমন কিছু করা উচিত যা সুধু জীবিত অবস্থায় নয় মৃত্যুর পরেও যেন কাজে লাগে।
তাই বলা হয,যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান।
সন্তান নামে কলঙ্ক!দুনিয়া ধ্বংসের খুবই নিকটে!
রংপুরের কাউনিয়ায় হারাগাছে নিজ মাকে হত্যা করে বাড়িতে পুঁতে রাখে ছেলে।গ্রামবাসীর মাধ্যমে পুলিশে হস্তান্তর!
রংপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব নুরেআলম মিনা,বিপিএম (বার),পিপিএম মহোদয়ের রংপুর মহানগরবাসীর প্রতি শুভেচ্ছা বার্তা।