RK Rakib Tech

  • Home
  • RK Rakib Tech

RK Rakib Tech wellcome to our Youtube channel official page
Youtube: RK Rakib Tech

30/08/2022
Mastercard Solutionবর্তমান সময়ে কে না চাই ভিসা/মাস্টারকার্ড ! তাও আবার সেইটা যদি হয় নিজের নামেই! অবশ্য কার্ড টা পাবেন ...
23/06/2022

Mastercard Solution

বর্তমান সময়ে কে না চাই ভিসা/মাস্টারকার্ড ! তাও আবার সেইটা যদি হয় নিজের নামেই! অবশ্য কার্ড টা পাবেন Virtually..

ব্যবহার: যেকোন ওয়েবসাইট এ পেমেন্ট (মাস্টারকার্ড গ্রহণযোগ্য)
ফেসবুক বুস্ট ও ইউটিউব বুস্ট করা গেলে তো কথায় নাই! (ছয়মাস ব্যবহার করছি কার্ড জনিত বা একাউন্ট কোন সমস্যা পাইনি+নিশ্চিতে কয়েকশ ডলার লেনদেন করেছি)
ডলার লোড সিস্টেম ও যদি হয় নিজের মাধ্যমেই! তাহলে ব্যাপার টা জমে ক্ষীর!😁

এছাড়াও আরো আরো সুযোগ সুবিধা তো থাকছেই।ভবিষ্যতে বিকাশ এড হওয়ার সম্ভাবনাও আছে!

ফ্রী তে এত সময় এত সুনাম করছি যার তিনি হচ্ছেন Pyypl...
মাত্র ৫মিনিটেই করে নিতে পারবেন আপনার নিজের নামে একটি ভার্চুয়াল মাস্টারকার্ড।

একাউন্ট করার সিস্টেম: Playstore থেকে Pyypl এপ ডাউনলোড করুন>নির্দেশনা অনুযায়ী একাউন্ট করুন আর ফ্রিতে নিয়ে নিন Virtual Mastercard. ❤❤

বিঃদ্রঃ ছবিতে নিজের Payoneer Mastercard।

26/05/2022

How to Get Auto Followers On Facebook

10/04/2022
17/02/2022

How To make Subscription Animation | Make Subscription Animation Like Rouf FF

24/01/2022
BPL লাইভ মোবাইলে
22/01/2022

BPL লাইভ মোবাইলে

বিপিএল লাইভ ২০২২ | BPL Live 2022একমাত্র ১০০% কার্যকর উপায় দেখিয়েছি এই ভিডিও তে।কিভাবে ২০২২ এর সব গুলো ম্যাচ লাইভ দেখবেন .....

Make Your Channel Subscription Animation
15/01/2022

Make Your Channel Subscription Animation

How To Make Subscription Animation | Make Youtube Channel Name Subscription Animation By Kinemaster ...

SSC Exam Results 2021 দেখুন মোবাইলে
30/12/2021

SSC Exam Results 2021 দেখুন মোবাইলে

SSC Exam Results 2021 | মোবাইল দিয়ে এক মিনিটেই রেজাল্ট দেখুন | Rk Rakib Tech

🥸🥸
24/12/2021

🥸🥸

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা
15/12/2021

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা

এক পর্যায়ে রাস্তা হারিয়ে ফেলছিলাম
09/11/2021

এক পর্যায়ে রাস্তা হারিয়ে ফেলছিলাম

29/09/2021

বৈধ টাকা দিয়ে যদি কেউ অবৈধ পণ্য ক্রয় করে। সেই দোষ টা কার?
বিটকয়েন(ক্রিপ্টোকারেন্সী) বিষয়ে কথা বলছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

মধুমতির রুপ
25/09/2021

মধুমতির রুপ

💞Happy Birthday To My Channel Rk Rakib Tech💞
13/09/2021

💞Happy Birthday To My Channel Rk Rakib Tech💞

Back Chat Heads In Messenger Android 11মেসেঞ্জার থেকে চ্যাট হেড হারিয়ে গেছিলো Android 11 ভার্সন থেকে! সেটা আবার ফিরে এস...
08/09/2021

Back Chat Heads In Messenger

Android 11

মেসেঞ্জার থেকে চ্যাট হেড হারিয়ে গেছিলো Android 11 ভার্সন থেকে! সেটা আবার ফিরে এসেছে।।
মেসেঞ্জার আপডেট অথবা uninstall করে আবার নতুন করে ইন্সটল করলে চলে আসবে এটা।।অপশন অন করে দিন আর উপভোগ করেন পুরোনো অভিজ্ঞতা।

RK Rakib Tech

প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। 💞
01/09/2021

প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। 💞

How to Increase Unlimited Followers on Facebook Instagram twitter
16/08/2021

How to Increase Unlimited Followers on Facebook Instagram twitter

How to Increase Unlimited Followers on Facebook Instagram twitter😱 Socialfollows। Rk Rakib Tech🌍In today's video I have shown how to increase unlimited fol...

04/08/2021

How to get Facebook Followers। How to get Instagram Follower😱Facebook/Instagram Unlimited Followers😱In today's video we have shown you how you can easily d...

"ঈদ মোবারক"
20/07/2021

"ঈদ মোবারক"

কোপা আমেরিকা ফুটবল খেলা দেখুন সরাসরি মোবাইলে।
13/06/2021

কোপা আমেরিকা ফুটবল খেলা দেখুন সরাসরি মোবাইলে।

How to watch Copa America 2021 Live stream in Mobile || কোপা আমেরিকা দেখুন মোবাইলে। RK Rakib Tech

১ বছর পরে ইউটিউবের জন্য ভিডিও রেকর্ড করলাম😇 ভয়েস অবস্থা খারাপ😭স্ক্রিপ্টসহ সকল কিছুই কেমন যেন হয়ে গেছে।
02/06/2021

১ বছর পরে ইউটিউবের জন্য ভিডিও রেকর্ড করলাম😇 ভয়েস অবস্থা খারাপ😭স্ক্রিপ্টসহ সকল কিছুই কেমন যেন হয়ে গেছে।

লাইভ টিভি দেখুন মোবাইলে। watch live all tv channel free on Android mobile.

ফ্রি ফায়ার ও পাবজি নিয়ে যা বললেন টেলিযোগাযোগমন্ত্রী💥💥ইন্টারনেটের জগতে কিছুই বন্ধ করা যায় না জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন...
30/05/2021

ফ্রি ফায়ার ও পাবজি নিয়ে যা বললেন টেলিযোগাযোগমন্ত্রী
💥💥
ইন্টারনেটের জগতে কিছুই বন্ধ করা যায় না জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধের শত শত দাবি যদি ওঠে, আবার তা চালু রাখারও দাবি ওঠে। আমি কোন দাবিটা শুনব? আমি আজকে বন্ধ করে দেব, কিন্তু ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) বন্ধ করবে কে? আমরা ফেসবুক বন্ধ করেছিলাম, কিন্তু ভিপিএন দিয়ে ফেসবুক চলেছে।’
শনিবার (২৯ মে) দুপুরে ফ্রি ফায়ার ও পাবজি গেম বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি জাগো নিউজকে এসব কথা বলেন।

অনেক ছেলেমেয়ে পাবজি ও ফ্রি ফায়ারে আসক্ত হয়ে পড়েছে। তাদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিলে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। এই গেম কীভাবে বন্ধ করা যায়— এমন প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, ‘নিয়ন্ত্রণ করতে পারেন না কেন? অদক্ষতা আপনাদের। প্যারেন্টাল কন্ট্রোল আছে সেটা ইউজ করেন।’

তিনি আরও বলেন, ‘ইন্টারনেটের জগতে কিছুই বন্ধ করা যায় না। মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা—এটা কোনো সমাধান না। কতটুকু গেম খেলা উচিত, কতটুকু আড্ডা দেয়া উচিত, কতটুকু বাইরে যাওয়া উচিত, কতটুকু ঘরে থাকা উচিত; আপনি যদি আপনার সন্তানকে এটুকু কনভেন্স (বোঝানো) করতে না পারেন, ইটস ইউর ফেইলার (এটা অভিভাবকদের ব্যর্থতা)।’

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় না বন্ধ করাটা সমাধান। আমি এই জায়গাটায় এখন পর্যন্ত একমত হতে পারি না। আমাদের এখানকার গার্জিয়ানরা (অভিভাবকরা) সেই পরিমাণ যোগ্যতাসম্পন্ন নয়, এ কারণে ছেলেমেয়ে নষ্ট হয়।’

অভিভাবকদের কাছে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘ছেলেমেয়েরা আর কোনো কারণে নষ্ট হয় না? তারা যখন সিগারেট খায় তখন নষ্ট হয় না? যখন মাদক নেয় তখন নষ্ট হয় না? ওগুলো নিয়ন্ত্রণ করেন না কেন? এটার পেছনে কেন লেগে গেছেন এবং গেমের কারণে কী জন্য ইন্টারনেটের সুবিধা থেকে ছেলেমেয়েদের বঞ্চিত করবেন? আপনাদের সমস্ত জেনারেশন খোঁজেন। কোন জেনারেশন গেম খেলে নাই? আমাদের তো ভিডিও গেমসের দোকান ছিল। আইডিবি ভবনের কম্পিউটার দোকান থেকে সিডি পাইকারি বিক্রি হয়েছে। এখন প্রশ্ন তুলবেন, গেমে নেশা হয়ে যাচ্ছে। যেকোনো কিছুতেই নেশাগ্রস্ত হয়ে যেতে পারে। সন্তান ফেসবুকের কোন সাইটে যেতে পারবে না পারবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা যায়। কতক্ষণ থাকতে পারবে সেটা নিয়ন্ত্রণ করা যায়। সেগুলো না করে মাথা কাটার পথ ধরেছেন কেন?’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ফাইল ছবি

তিনি বলেন, ‘উল্টাপাল্টা চিন্তা করার চাইতে লেট দেম গ্রো (ছেলেমেয়েদের বড় হতে দিন)। আমাদের মাননীয় তথ্যপ্রযুক্তি উপদেষ্টা (সজীব ওয়াজেদ জয়) বন্ধ করাকে কখনোই সমাধান মনে করেন না। এর আগে একবার ফেসবুক বন্ধ করা হয়েছিল, তিনি নির্দেশ দিয়েছিলেন এটা না করার জন্য।’
মোস্তাফা জব্বার বলেন, ‘কিছু খারাপ থাকলে আমরা চেষ্টা করব যাতে সেটাকে কন্ট্রোল করা যায়। কিন্তু বন্ধ করে দিয়ে কিছু করা যায়, এটা আমি মনে করি না। এখানে আমি মনে করি, সবচেয়ে বড় ভূমিকা অভিভাবকদের। তারা যদি তাদের দায়িত্ব পালন করেন তাহলে এগুলো কোনো সমস্যা না।

তিনি বলেন, ‘ছেলেমেয়ে নষ্ট হয়ে যাচ্ছে—এরকম একটা কথা বলা হচ্ছে। কিন্তু ছেলেমেয় এত সহজে নষ্ট হয় না। নিজের সন্তানের ওপর আস্থা রাখেন। আপনার সন্তান যখন গেম ছেড়ে দেয়ার তখন ছেড়ে দেবে।’

গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধ করতে যাচ্ছে মন্ত্রণালয় ও বিটিআরসি। এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন ধরে সংসদীয় কমিটির কোনো মিটিং হয় না। আর সংসদীয় কমিটি কোনো সুপারিশ করলে আমাকে ডেকে নিয়ে তো সুপারিশ করবে। আমাদেরকে বলবে। আমাদের আলোচ্যসূচির মধ্যে এগুলো ছিল না। সুতরাং এসব বলে কোনো লাভ নেই।’

প্রসঙ্গত, গত ২৬ মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ ফ্রি ফায়ার ও পাবজি গেম দুটি নিয়ন্ত্রনের দাবি জানিয়েছিলেন। তিনি বলেন, সরকার যখন সহজলভ্য দ্রুতগতির ইন্টারনেট প্রাপ্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, ঠিক তখন আগামী তরুণ প্রজন্ম প্রযুক্তির অপব্যবহার করে বিপথগামী হয়েছে, যা সবাইকে ভাবিয়ে তুলেছে। এজন্য গেম দুটি নিয়ন্ত্রণ চায় সংগঠনটি।

বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে ফ্রি ফায়ার পাবজি গেম!(ব্যক্তিগত মতামত: গেমের কারনে সবাই বিপথে চলে যাচ্ছে।।তাই সবাইকে আমন্ত্রণ জা...
29/05/2021

বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে ফ্রি ফায়ার পাবজি গেম!

(ব্যক্তিগত মতামত: গেমের কারনে সবাই বিপথে চলে যাচ্ছে।।
তাই সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।।সিগারেট গাঁজা,ইভটিজিং আর টিকটক করার জন্য😇)
বিস্তারিত 👇
ফ্রি ফায়ার ও পাবজির মতো জনপ্রিয় দুই গেম বন্ধ হচ্ছে বাংলাদেশে। এর আগে পাবজি সাময়িকভাবে বন্ধ করা হলেও পরে আবার চালু করা হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে এরইমধ্যে বিষয়টি নিয়ে সুপারিশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সুপারিশ করা হয়েছে । বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতেও আলোচনা হয়। সেখানে ওই দুই গেমের আসক্তি নিয়ে উদ্বেগ জানানো হয়। সম্প্রতি ফ্রি ফায়ার ও পাবজি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুটি গেম কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি করেছে।

হঠাৎ করে বন্ধ করতে গেলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। তাই ধীরে সুস্থে বিকল্প পদ্ধতিতে গেম দুটি বন্ধের উদ্যোগ নেয়া হবে। যারা এ ধরনের গেমে আসক্ত তারা ভিপিএনসহ নানা বিকল্প উপায়ে গেমটি খেলতে পারবেন। আমরা সেসবও বন্ধে পদক্ষেপ নেয়ার চেষ্টা করবো। গেরিনা ফ্রি ফায়ার (ফ্রি ফায়ার ব্যাটলগ্রাউন্ডস বা ফ্রি ফায়ার নামেও পরিচিত) একটি ব্যাটল রয়্যাল গেম। ২০১৯ সালে এটি বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা মোবাইল গেম হয়ে উঠেছে। জনপ্রিয়তার কারণে, গেমটি ২০১৯ সালে গুগল প্লে স্টোর দ্বারা ‘সেরা জনপ্রিয় ভোট গেম’ এর জন্য পুরস্কার পেয়েছিল। ২০২০ সালের মে পর্যন্ত ফ্রি ফায়ার বিশ্বব্যাপী দৈনিক ৮০ মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারীদের সঙ্গে একটি রেকর্ড তৈরি করে।

গেরিনা বর্তমানে ফ্রি ফায়ারের উন্নত সংস্করণে কাজ করছেন যা ফ্রি ফায়ার ম্যাক্স নামে পরিচিত। গেমটি অন্য খেলোয়াড়কে হত্যা করার জন্য অস্ত্র এবং সরঞ্জামের সন্ধানে একটি দ্বীপে প্যারাসুট থেকে পড়ে আসা ৫০ জন ও তার অধিক খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করে। অন্যদিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুক দিয়ে মসজিদে মুসলমানদের হত্যা এবং সেই দৃশ্য ফেসবুক লাইভের বিষয়টি অনেকেই পাবজির সঙ্গে তুলনা করেন। সম্প্রতি নেপালে পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। একই কারণে ভারতের গুজরাটেও এ গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এমনকি গেমটি খেলার জন্য কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। অনলাইন গেম ‘প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ডস’ (পাবজি)। সমাজে এর নেতিবাচক প্রভাব ও শিক্ষার্থী- কিশোর-কিশোরীদের সহিংস করে তুলছে এমন আশঙ্কা থেকেই গেমটি বন্ধ করা উচিত বলে জানান সংশ্লিষ্টরা। পাবজি গেমটির মোবাইল ভার্সনে একসঙ্গে অনেকজন মিলে অবতরণ হন এক যুদ্ধক্ষেত্রে। যতক্ষণ না পর্যন্ত একজন সিঙ্গেল সেনা বেঁচে থাকছেন যুদ্ধে ততক্ষণ খেলে যেতে হয়। ২০১৮ সালে অ্যাঙ্গরি বার্ড, টেম্পল রান, ক্যান্ডি ক্রাশের মতো গেমগুলোকে পেছনে ফেলে সবচেয়ে জনপ্রিয় অনলাইন গেমের তালিকায় শীর্ষে জায়গা করে নেয় পাবজি।

এ প্রসঙ্গে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে দেশে জনপ্রিয় তরুণ প্রজন্মের মাঝে ফ্রি ফায়ার ও পাবজি। দক্ষিণ কোরিয়ার গেম ডেভেলপার প্রতিষ্ঠান ব্লু হোয়েল এর অনলাইন ভিডিও ২০১৭ সালে চালু হয়। এরপর থেকে এই গেমটি দ্রুত বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। অন্যদিকে চায়না প্রতিষ্ঠান ২০১৯ সালে তৈরি করা যুদ্ধ গেম ফ্রি ফায়ার একইভাবে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এই গেম দুটির ব্যবহারের ফলে দিনে দিনে এর অপব্যবহার এর মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এর ফলে তরুণ প্রজন্ম যাকে কিশোর গ্যাং বলা হয়।

এরা চরমভাবে বিপথগামী হয়ে উঠেছে। তিনি বলেন, বিশেষ করে করোনা মহামারির ফলে স্কুল, কলেজ, ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ফলে অন্যদিকে অনলাইনভিত্তিক ক্লাস হওয়ার ফলে অভিভাবকরা তার সন্তানদের হাতে সহসাই ল্যাপটপ, মোবাইল ডিভাইস তুলে দিতে বাধ্য হচ্ছে। এ সুযোগের বেশির ভাগ অপব্যবহার ঘটছে। এমনকি তরুণ প্রজন্ম এই গেম দুটির প্রতি আসক্ত হয়ে পড়ছে। মহিউদ্দিন আহমেদ বলেন, তাই এই গেম দুটি নিয়ন্ত্রণে সরকারকে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। তিনি বলেন, গত ২১শে মে চাঁদপুরে মামুন (১৪) নামে এক তরুণ মোবাইলের ডাটা কেনার টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে। আমরা যখন আগামীর তরুণ প্রজন্মকে সহজলভ্য দ্রুতগতির ইন্টারনেট প্রাপ্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি ঠিক তখন আগামী তরুণ প্রজন্ম প্রযুক্তির অপব্যবহার করে বিপথগামী হয়েছে। যা আমাদেরকে ভাবিয়ে তুলেছে।

টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং নিয়ন্ত্রক কমিশনকে দ্রুত এবং দ্রুততার সহিত এই গেমগুলোর অপব্যবহার বন্ধ এবং ভালো দিক তুলে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা গড়তে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের গেম খেলার ফলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে। অনলাইনে গেম খেলার পাশাপাশি ভার্চ্যুয়ালে অর্থ লেনদেন হচ্ছে এমএমএস প্রতিষ্ঠানের মাধ্যমে। আর এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি ও পরিবার

সূত্রঃমানবজমিন

19/05/2021

এইবার মারামারি করছেন তো খবর আছে!

বস ম্যাশ🥰

Collected.

মোবাইলে প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে টাইপ করুনঃ গ্রামীনফোনঃ *১২১*১১০১ #বাংলালিংকঃ *১২১*৮*৬ #রবি ও এয়ারটেলঃ *৭ # জনস্বা...
28/04/2021

মোবাইলে প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে টাইপ করুনঃ

গ্রামীনফোনঃ *১২১*১১০১ #

বাংলালিংকঃ *১২১*৮*৬ #

রবি ও এয়ারটেলঃ
*৭ #

জনস্বার্থে - বিটিআরসি

Address


Alerts

Be the first to know and let us send you an email when RK Rakib Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share