04/07/2021
---ππππ__গল্প __πππ
®®__আমার জীবন মানেই,__®®
®©_আমি একজন পুরুষ__®®
কোন সন্তানেই তার মা-বাবার ঋণ কোন দিন শোধ করতে পারে না,, আমি তার বাইরে না,, আমি কোন দিন তাদের ঋণ শোধ করতে পারবো না -তাদের ঋণ শোধ করার ক্ষমতা আল্লাহ্ আমায় দেয় নি। মহান সেই রাব্বুল আল-আমিনের কাছে সর্বদাই প্রার্থণা করি --আল্লাহ যেনো আমার, মা-বাবা কে সুস্থ রাখেণ। আমার প্রত্যেকটি সফলতার পিছনে তাদের অবদান আছে,, যা আমি ভুলে যেতে পারি না,, আর ভুলতেও পারবো না,, আমি অনুতপ্ত - কেউ কখনও জেনে বুঝে ভুল পথে পা, বারায় না" আমি ভুল কিছু করি নাই,,আমি যা করেছি তাদের জানাই করেছি,, এখন যেটা করেছি সেটাও জানাই করেছি,,তবুও যদি তাদের কাছে ভুল মনে হয়,, মাথা পেতে নিচ্ছি,শিকার করছি,,হ্যা আমি ভুল করেছি --তোমাদের যা শাস্থি দেয়ার দিও --হাসি মুখে মেনে নিবো,, তোমাদের জন্যেই তো আমি আজ এত বড়,,তোমাদের জন্যেই তো আমি আজ এই ধরনিতে এসেছি,,তোমাদের জন্যেই তো আমার জীবন আজও বেচে আছে,,যা আমি ভুলে যেতে পারবো না,, আমার ভুলের শাস্থি আমি মাথা পেথে নিবো
,,প্রিয়,
মা - বাবা, তোমরা যদি বল তোমাদের জন্য জীবনটা দিতে হবে,, আমি হাজার বার তা দিতে রাজি আছি,
তবে একটা কথা আমার ভুলের শাস্থি তাকে দিও না,, ওর কোন দোষ নেই, (আমার স্ত্রী)
এক দিকে তোমরা অন্য দিকে আমার স্ত্রী,,
পুরুষ মানেই তো জীবনের শত বাধা পেরি উঠা,,পুরুষ মানেই তো প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করা, পুরুষ মানেই তো হাজার কষ্ট বুকে চেপে,,চলার পথটা সহজ করে নেয়া, পুরুষ মানেই তো রোধ বৃষ্টি ঝরের মাঝে নিজেকে মানিয়ে নেয়া।। পুরুষ মানেই সব কিছুকে সহজে ভেবে মেনে নিতে পারা,, তেমনি আমি একজন পুরুষ,, আমাকেও সব কিছু মেনে নিতে হবে।।
প্রিয়,
মা- বাবা আমার কিছু বলার নাই,, কারন আমি একজন পুরুষ,, আমার জীবনে যত বাধাই আসুক আমাকে মেনে নিতেই হবে,, এক দিকে যেমন আমি তোমাদের ঋণ কোন দিন শোধ করতে পারবো না,, তোমাদের কে ভুলে যেতে পারবো না,, অন্য দিকে আমার স্ত্রী তাকেও আমি ভুলে যেতে পারি না,, পারি না কা পুরুষের মত মাঝ পথে তার হাতটা ছেরে যেতে, আর কোন দিন তা পারবো না।
আল্লাহ আমায় পরীক্ষার মধ্যে ফেলেছেন,, আর সেই আল্লাহওই আমায় সেই পরীক্ষায় পাশ করাবেন,, আমার কাছে শুধু অবশিষ্ঠ আছে ধৈর্য ধরে থাকা।
বিপদে কেউ পাশে থাক আর না থাক,, আল্লাহ্ সর্বদাই পাশে থাকেন,, কারন আল্লাহ্ তার বান্দাকে ঠিকই বিপদ থেকে উদ্দার করেন।
পৃথিবীতে আল্লাহ্"র হুকুম ছারা কোন কিছুই হয় না,,আমার স্ত্রী সেও আল্লাহ্"র হুকম মোতাবেক আমার কাছে আমানত হিসেবে এসেছে,, তাকেও রক্ষা করার দায়িত্ব আমার হাতে দিয়েছেন।
_ পরিশেষে আমি শুধু একটা কথাই বলব,, আমি না আমার, মা-বাবা কে ছারতে পারবো,ভুলতে পারবো,, না আমার স্ত্রীকে।
প্রি, মা-বাবা, তোমাদের যেমন আমার উপর হক আছে, অধিকার আছে,, ঠিক আমার স্ত্রীরও আমার উপর হক আছে অধিকার আছে,, হয়ত কম আর বেশি হতে পারে।
আমি কি করব? কোথায় যাবো?,, আমার কিছু করার নেই,, যত বাধাই আসুক, যত বিপদ আসুক, আমাকে তা মেনে নিতেই হবে, কেনো না, আমার জন্মতো একজন পুরুষ হিসেবে হয়েছে,, আমাকে যে সব কিছু মেনে নিতেই হবে।।
ভুল যেহেতু করেছি শাস্থি তো পেতেই হবে,,তাই হাজার শাস্থি আমি মাথা পেতে নিতে পুরু স্তুত। আমার কারো প্রতি কোন অভিযোগ নেই,, আমার অভিযোগের কোন যায়গা নেই,, তাই আমি আমার সব অভিযোগ তুলে রাখলাম।
-------------
বিদ্রহঃ কেউ খারাপ দৃষ্টিতে নিবেন না,, আবেগ হিসেবে গন্য করবেন না,, ভালো করে মন দিয়ে পড়বেন।