12/01/2022
রেট্রো টাউন এর নতুন সংযোজন, Movie Reviews!!
আমাদের প্রথম movie review এর জন্য আমরা বাছাই করেছি "Umberto D"
Umberto D, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান।।
কবি কাজী নজরুল ইসলাম এর কবিতার এই বিখ্যাত লাইন হয়তো ইতালিয়ান চলচ্চিত্র পরিচালক ভিত্তেরিও ডে সিকার ফিল্মোগ্রাফির প্রাণ। ভিত্তেরিও ডে সিকার সাথে কখনো কবি কাজী নজরুল ইসলাম এর দেখা-সাক্ষাৎ হয়েছিলো কিনা সেটা বলতে পারবো না, তবে, সেই ১৯৪৮ সালের "Bicycle Thieves" থেকে শুরু করে, ভিত্তেরিও ডে সিকা একের পর এক সিনেমা বানিয়ে চলেছেন মানবজীবনের সবচেয়ে নির্মম পরিস্থিতি - দরিদ্রতাকে অত্যন্ত কাব্যিক ও শৈল্পিকভাবে উপস্থাপন করে, ঠিক যেভাবে কবি কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় করে গিয়েছেন।
না, এখানে Bicycle Thieves নিয়ে কথা বলতে আসিনি। Bicycle Theives এর থেকেও যেই ছবিটি আমার মনে বেশী দাগ কেটেছে, সেটা হচ্ছে ভিত্তেরিও ডে সিকার ১৯৫২ সালে বানানো মাস্টারপিস "Umberto D" সিনেমাটি।
এটাকে সিনেমা বললে হয়তো কিছুটা ভুল হবে, কারণ এটা যতটুকু না সিনেমা, তার থেকেও অনেক বেশী হচ্ছে জীবনদর্শন।
"জীবনের কাঁটাতারে অন্তমিলের অপূর্ণতা...", আর্টসেলের এই গানের লাইনের মতই মিস্টার উমবার্তোর জীবন অন্তমিলের অপূর্ণতায় একইসাথে হাহাকারময় এবং জমকালো। এই হাহাকারে আছে এক অনাবিল নীরবতা, নিবিড় শূন্যতা, পরিপাটি নিস্তব্ধতা, যা প্রতিটা মুহূর্তে মুহূর্তে বৃদ্ধ উমবার্তোর জীবনের গভীরে ঢুকে তাকে জীবনকে চিনতে সাহায্য করে।
পরিবারহীন উমবার্তো একইসাথে একা এবং স্বয়ংসম্পূর্ণ। তার সর্বক্ষণের সঙ্গী ফ্লিক নামের এক অবলা প্রাণী। কুকুরটা যে পৃথিবীর বেশীরভাগ মানুষের চেয়েও লক্ষগুণ বেশী "মানবিক" সেটা সিনেমার প্রতিটা ফ্রেমে ফ্রেমে উদ্দীপিত হতে থাকে। এখানেই আরেকবার প্রমাণ পেয়ে যায় কেন আমরা মানুষেরা পৃথিবীর সবচেয়ে "অমানবিক" প্রাণী। মনুষ্যত্বের ধারালো প্রাচীর আমাদের মানুষদেরকেই একজনের থেকে আরেকজনকে সরিয়ে দেয় ক্রমে। যখনই আমাদের বয়স তার শক্তি হারায়, অন্যদের কাছে গ্রহণযোগ্যতা ও প্রয়োজন কমে যায়, তখনই আমরা অন্য মানুষদের প্রকৃত রুপ দেখতে পাই, যেমনটি মিস্টার উমবার্তো তার বৃদ্ধ জীবনের পরতে পরতে সীমাহীন স্রোতের মত টের পেয়েছেন।
সিনেমা থেকে আমরা শিক্ষা হিসেবে কী পাব, সেটা বলতে চাই না। শুধু এইটুকুই বলতে চাই যে, সিনেমাটি আপনি দেখতে বসলে উমবার্তো সাহেবের একাকীত্বের জগতে আপনি ঢুকে যাবেন, এক অনন্য জীবনদর্শন আর জীবনযুদ্ধের চিত্র আপনি পর্যবেক্ষণ করবেন, যা আপনার চিন্তাশক্তি ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে চিরাচরিত ভাবে এক ধাপ উপরে তুলে দিবে আশা করি।
মানবজীবন এক চকচকে একাকীত্বের নাম। আর এই একাকীত্বের সঙ্গ হিসেবে যখন দরিদ্রতা এসে যোগ দেয়, তখন তা একাকীত্ব থেকে অসহায়ত্বে রুপ নেয়। এই অগ্নিপরীক্ষার প্রান্তরেই এক হার না মানা যোদ্ধা হচ্ছে মিস্টার উমবার্তো। সৃষ্টিকর্তা এই উমবার্তোদেরকে ভালো রাখুক, জীবনযুদ্ধে জয়ী না হতে পারলেও যেন অন্তত শেষটা শান্তির হয়, এই কামনাই করি।