EH news 24

EH news 24 আমাদের লক্ষ্য আপনাদের সেবা করা এবং সকল খবর আপনাদের দ্বারপ্রান্তে পৈাছে দেওয়া ।

নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নদীতে নৌকা ডুবে নিখোঁজ ব্যবসায়ীর ১৬ দিন পর মরদেহ উদ্ধারশেরপুরে নালিতাবাড়ীতে শ্বশুরবাড়...
24/06/2022

নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নদীতে নৌকা ডুবে নিখোঁজ ব্যবসায়ীর ১৬ দিন পর মরদেহ উদ্ধার
শেরপুরে নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নদীতে নৌকা ডুবে নিখোঁজ ইব্রাহিম মিয়া নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর একটার দিকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বাইরাখালী এলাকার মালিঝি নদী থেকে ভাসমান অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করা হয়। সে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা গ্রামের মো. ইয়াকুব আলী মুন্সীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ফুলপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার দুপুরে উপজেলার ভাটপাড়া মালিজী নদীর বাইরাখালি ব্রীজের নিচে একটি লাশ ভেসে আছে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় আব্বাস আলীর জমিতে বন্যার পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে উদ্ধার করা হয়। যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে মৃত ব্যক্তির পরনের কাপড়, চশমা, চাবিসহ অন্যান্য আলামত দেখে আত্মীয় স্বজনরা লাশ শনাক্ত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
নিহতের স্বজনরা জানান, গত ৯ জুন বৃহস্পতিবার সকাল দশটার দিকে ইব্রাহিম খলিল তার শশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নকলা এবং নালিতাবাড়ী থানার মধ্যবর্তী মালিঝি (ভোগাই) নদী পার হওয়ার সময় নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে নকলা এবং নালিতাবাড়ী, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস খোঁজাখুঁজি করেও লাশের কোন সন্ধান পায়নি।

নদীর অকাল প্লাবনে যদি ভাঙ্গন ধরে বাধের কিনারে ...........বন্যা হয়ে ভাসাবো তোকে,আগলে রেখে স্মৃতির মিনারে ।🥲 🥲 🥲 🥲 🥲 🥲 🥲 🥲...
17/06/2022

নদীর অকাল প্লাবনে যদি ভাঙ্গন ধরে বাধের কিনারে ...........
বন্যা হয়ে ভাসাবো তোকে,আগলে রেখে স্মৃতির মিনারে ।
🥲 🥲 🥲 🥲 🥲 🥲 🥲 🥲 🥲 🥲 🥲
নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর বিপদ সীমার উপর দিয়ে পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হচ্ছে। ১ নং পোড়াগাঁয়ে পশ্চিমাঞ্চলের এলাকা প্লাবিত। অনেক পুকুর ডুবে গেছে।আমন বিচতলা ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও প্রচুর পরিমানে নদীর ভাঙ্গন এর সৃষ্টি হচ্ছে । ধারনা করা হয় গত ১২ বছরে এই রকম পানির ঢল দেখেনি এখানকার স্থানিয়রা 🥲🥲🥲🥲

17/06/2022

সিলেটে বন্যার কারণে সারা দেশে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত।

চন্দ্রোকোনা রোড আমতলা বাজার ব্রিজবাইক একসিন্ডেট😢বর্ডার গার্ড এ চাকরি করতো ৫ দিন হলো ছুটিতে আসছে। মাথা মগজ ছিটকে ২০ ফুট দ...
16/06/2022

চন্দ্রোকোনা রোড আমতলা বাজার ব্রিজ
বাইক একসিন্ডেট😢
বর্ডার গার্ড এ চাকরি করতো ৫ দিন হলো ছুটিতে আসছে।
মাথা মগজ ছিটকে ২০ ফুট দূরে চলে গেছে!
বাইক চালক ভাইয়েরা বেশি স্পিডে নিজের জীবনটা হারাবেন না🙏🙏
এমন মরন যেনো আল্লাহ কাউকে দেয় আল্লাহ যেনো ভাইটাকে জান্নাত নসিব করেন।

নালিতাবাড়ী উপজেলার স্বনামধন্য সর্বাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান বেগম রৌশন আরা একাডেমির ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়...
14/06/2022

নালিতাবাড়ী উপজেলার স্বনামধন্য সর্বাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান বেগম রৌশন আরা একাডেমির ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকালে একাডেমি প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই একাডেমির সভাপতি জামিল আহমেদ বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক, পোড়াগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ও বেগম রৌশন আরা একাডেমির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আজাদ মিয়া। এতে শিক্ষার্থীদের ভবিষ্যত শিক্ষা জীবনের মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন, একাডেমির পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী, প্রিন্সিপাল এম. সুরুজ্জামান, সমাজসেবক এরশাদ আলম, পোড়াগাঁও কুষক লীগের সভাপতি আবু সাইদ দেওয়ান, লেকচার পাবলিকেসন্সের প্রতিনিধি আব্দুল মমিন, সমাজসেবক সুলতান আহমেদ, শিক্ষক আলহাজ আলী, আবু সাইদ, জুয়েল মিয়া, আন্দারুপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান, শিক্ষক প্রবীর চন্দ্র বর্মণ, সজীব রানা ও তাইজদ্দিন প্রমুখ। এসময় একাডেমির অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিবাবক, এলাকার গন্যমান্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ২০২২ সালের শিক্ষার্থীদের দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী মো. আব্দুল বাছেদ। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের ক্রেষ্ট ও মুল্যবান উপহার সামগ্রী তুলে দেওয়া হয়

[…]

আজ রাজ পথ ধ্বনি প্রতিধ্বনিত  হচ্ছে নবী প্রমিকের হুংকার  আর  ইসলামের দুশমনের  বিরুদ্ধে
10/06/2022

আজ রাজ পথ ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে নবী প্রমিকের হুংকার আর ইসলামের দুশমনের বিরুদ্ধে

নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নৌকা ডুবে ব্যবসায়ী নিখোঁজশেরপুরের নকলা-নালিতাবাড়ী দুই উপজেলার মধ্যবর্তী ভোগাই নদীতে ন...
09/06/2022

নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নৌকা ডুবে ব্যবসায়ী নিখোঁজ
শেরপুরের নকলা-নালিতাবাড়ী দুই উপজেলার মধ্যবর্তী ভোগাই নদীতে নৌকা পাড়ি দিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় ইব্রাহিম মিয়া (৫৯) নামে এক মনোহরী ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ইব্রাহিম বালুঘাটা বাজারের ব্যবসায়ী ও ওই গ্রামেরই বাসিন্দা।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল সাড়ে নয়টার দিকে ফকিরপাড়া এলাকায় দুই নদীর মোহনায় ভোগাই নদীতে মাঝিবিহীন রশিটানা নৌকা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ইব্রাহিম এর মা সকালে স্ট্রোক করে। ফলে ইব্রাহিম তার শ্বশুরালয়ে থাকা স্ত্রীকে আনতে সকালে স্থানীয় রিকশাচালক মুজিবর রহমান কালুকে নিয়ে ফকিরপাড়া ভোগাই নদীর পাড়ে যান। এসময় তিনি রিকশাওয়ালাকে দাড় করিয়ে রশিটানা নৌকায় চড়ে নদীর ওপারে থাকা শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। মাঝ নদীতে যাওয়া মাত্রই শ্বশুর বাড়ির দিক থেকে লাগানো রশি ছিঁড়ে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকা উল্টে যায়। এতে ইব্রাহিম নদীতে পড়ে গেলে চিৎকার করে তীরে উঠার চেষ্টা করে। চিৎকার শোনে আশপাশের কয়েকজন নৌকা নিয়ে এগিয়ে এলেও সামান্য ভাটিতে নকলা উপজেলার বেনীরগোপ এলাকায় পাহাড়ি ঢলে নদীতে সৃষ্ট প্রবল স্রোতের ঘুর্ণিপাকে পড়ে তলিয়ে যান তিনি। তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা চেষ্টা করেও তার সন্ধান পাননি।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে খোঁজাখুঁজি করে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত করে বিকেলে ফিরে আসে।
এদিকে খবর পেয়ে উরফা ইউপি চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টু, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

03/06/2022

শেরপুর এর নালিতাবাড়ি মা কে কুপিয়ে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয় ছেলে ..............

02/06/2022
02/06/2022

Argentina vs. Italy..............

রক্তদান করতে গিয়ে জীবন হারালেন😥😥হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, 😥কলিজা ফেটে কান্না আসতেছে। এর চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না...
01/06/2022

রক্তদান করতে গিয়ে জীবন হারালেন😥😥
হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, 😥
কলিজা ফেটে কান্না আসতেছে। এর চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না 😭
অন্যের জীবন বাচাতে, নিজেই লাশ হয়ে ফিরলেন ঘরে।
ছেলেটার নামঃ- মাইনুল খান।
দুমকী সরকারি জনতাকলেজের ১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
গেছিলো সেদিন স্বেচ্ছায় মুমূর্ষু রোগীকে রক্ত দিতে।
রক্ত দিয়ে ফেরার পথে বাইক এক্সিডেন্ট এ মারাত্মক আহত হয়ে আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি অবস্থায় ছেলেটা আজকে মারা গেলো...!😭
মহান আল্লাহ তায়ালা ওর পরিবারকে এই শোক সইবার সামর্থ্য দিন এবং ওকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাত নসিব করেন আমিন, 😭 মহান আল্লাহর কাছে সবাই দোয়া করবেন।
রক্তদান একটি মহৎ কাজ।
আর সেই মহৎকর্মের মাধ্যমেই তার জীবনের সমাপ্তি ঘটে😭
আমাদের কার ছবি কখন সবার টাইমলাইনে ইন্না নিল্লাহ ক্যাপশনে আপলোড হবে সেটা কেউই জানিনা😭
দয়া করে সবাই সাবধানে বাইকে চলাফেরা করবেন🙏🙏

নতুন শিক্ষাত্রম .......................
31/05/2022

নতুন শিক্ষাত্রম .......................

ঝিনাইগাতী কয়রোট,বাইক এক্সিডেন্টে,২জন নিহত,,একজন আহত ,
30/05/2022

ঝিনাইগাতী কয়রোট,বাইক এক্সিডেন্টে,২জন নিহত,,একজন আহত ,

বিদ্রোহী কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তরসৃজনশীল প্রশ্ন নম্বর ২
30/05/2022

বিদ্রোহী কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর
সৃজনশীল প্রশ্ন নম্বর ২

29/05/2022

আমাদের চারপাশের পরিবেশ দূষন রোধে আমাদের প্রতিটি চিপায় নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করা দরকার 🤣🤣🤣

26/05/2022

অবশেষে রুপ নগরের রাজ কন্যাকে পাওয়া গেল 😆😆

শোক সংবাদ,আমাদের সকলের সুপরিচিত ইত্যাদির, আয়োজক,ব্যবস্থাপক, উপস্থাপক, হানিফ সংকেত আজ সকালে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন...
25/05/2022

শোক সংবাদ,
আমাদের সকলের সুপরিচিত ইত্যাদির, আয়োজক,ব্যবস্থাপক, উপস্থাপক, হানিফ সংকেত আজ সকালে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

সিলেট বন্যা পরিস্থিতি বিবেচনায় এস.এস.সি  পরিক্ষা পিছানোর দাবি জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ড! শিক্ষার্থীরা জানায়, বই ভিজে ...
24/05/2022

সিলেট বন্যা পরিস্থিতি বিবেচনায় এস.এস.সি পরিক্ষা পিছানোর দাবি জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ড!
শিক্ষার্থীরা জানায়, বই ভিজে গেছে, কী করবে বুঝতে পারছে না তারা। বন্যাকবলিত এলাকার ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠান ১০ দিন ধরে বন্ধ। জুন মাসে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষা দেয়া নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে সরকারের কাছে পরীক্ষা পেছানোর আবেদন জানিয়েছে তারা।

আমাদের কে ফাঁকি দিয়ে চলে গেলেন Atif Ahmed Niloyoy আজকে চলে গেলেন পৃথিবীর মায়া রেখে
23/05/2022

আমাদের কে ফাঁকি দিয়ে চলে গেলেন Atif Ahmed Niloyoy আজকে চলে গেলেন পৃথিবীর মায়া রেখে

22/05/2022

আজ কোলের শিশু পারে না ,
একটু মায়ের কোলে থাকতে
পারে না মায়ের সাথে একসাথে আরামের বিসানায় ঘুমাতে ।
আজ কোথায় সে সিলেট এর ঘুমন্ত মানুষ গুলো আজ তো পারে না তারা ঠিক মতো ঘুমাতে । আজ তো পারে না তারা তাদের প্রয়োজনীয় খাবার গুলো অপচয় করতে । আজ তো পারে না তারা তাদের অসহায় মানুষ গুলোর প্রতি অবহেলা করতে । কেন পারে না তারা তাদের ইচ্ছা গুলোকে তাদের মতো কাজে লাগাতে ।
আসলে মানুষ এর যদি কোন ক্ষমতা থাকত তাহলে আজ সিলেট বাসিকে হয়ত এই রকম বিপদের মুখে থাকতে হতো না ।
তাই আমাদের এই দূর্যেোগ এর প্রতিছবি থেকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ চাইলে সবয়ই পারেন ।
আর একটি কথা মনে রাখা আমাদের উচিত
আল্লাহ তায়ালা ছার দেন,
কিন্তু ছেরে দেন না ।

একটি শোক সংবাদ.....সকলের সুপরিচিত মুখ, জনপ্রিয় কৌতুক অভিনেতা,,সবাইকে হাসি-আনন্দ বিনোদনের মাধ্যমে মাতিয়ে রাখার মানুষটি সব...
22/05/2022

একটি শোক সংবাদ.....
সকলের সুপরিচিত মুখ, জনপ্রিয় কৌতুক অভিনেতা,,সবাইকে হাসি-আনন্দ বিনোদনের মাধ্যমে মাতিয়ে রাখার মানুষটি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
আসান হাবিব (ভাদাইমা) কিছুক্ষন আগে সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যু বরণ করেছেন ।
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।
কয়েক মাস আগে উনার শরীরে ক্যান্সার ধরা পড়েন। তার পর থেকেই তিনি ক্যান্সার রোগের সাথে যুদ্ধ করেছিলেন। অবশেষে ক্যান্সার রোগের সাথে যুদ্ধ করে সবাইকে রেখে চলে গেলেন না ফেরার দেশে।
বাংলাদেশের এমন কোনো জায়গা নেই
যেখানে ভাদাইমার জনপ্রিয়তা নেই..

21/05/2022

সিলেটে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিলেট শহরসহ আশপাশের বিভিন্ন উপজেলাতে ক্রমাগত পানি বাড়ছে।

সোমবার (১৬ মে) বিকেল থেকে সুরমা নদীর পানি বাড়ায় আতঙ্কে নির্ঘুম মধ্যে রাত পার করেছেন সিলেট নগরীর অনেক মানুষ।

মঙ্গলবার (১৭ মে) সকাল থেকেই সিলেট নগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। নগরীর শেখঘাট, কলাপাড়া, মোল্লাপাড়া, লামাপাড়া, ঘাসিটুলা, কালীঘাট, ছড়ারপার, লালাদিঘীরপার, মাছিমপুর, উপশহরসহ বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। অনেক বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। বিশেষ করে অফিসগানগরের উপশহরের বাসিন্দা সাদেক আজাদ বলেন, আজ ভোরে আমার ঘরে পানি প্রবেশ করেছে। রাস্তা থেকে তিন ফুট ওপরে আমার বাসা। তারপরও শেষ রক্ষা হয়নি। ঘরের আসবাবপত্রসহ অনেক জিনিস এখন পানির নিচে রয়েছে।মী যাত্রী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা পানি পার হয়ে তাদের গন্তব্যস্থলে ছুটছেন।মাছিমপুর এলাকার বাসিন্দা সুনীল সিংহ জানান, সারারাত না ঘুমিয়ে কাটিয়েছি। এতো দ্রুত পানি বাড়বে কল্পনাও করিনি।

এদিকে, সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট নদীর পানি বেড়েছে। এসব জায়গায় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, হাওরের পানিও বাড়ছে সমানতালে।

সিলেটের আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে সিলেটের বিভিন্ন জায়গায় পানি বেড়েছে। তিন দিন আগেও যেখানে পানি নদীর পাড় থেকে কয়েকফুট নিচে ছিলো সেখানে গত ২৪ ঘণ্টায় কানায় কানায় পরিপূর্ণ হয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানান, সিলেটের নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। ভারতের মেঘালয় রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আর সেই পানি উজান বেয়ে বাংলাদেশে আসছে। যদি ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টি না কমে এই পানি কমার সম্ভাবনা নেই। টানা বর্ষণ আর ঢলের কারণে সিলেটের সুরমা, কুশিয়ারা, সারিসহ সবকটা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়তে পারে।

এখনো কৃষিকাজ করেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া নীলমণিসাঁওতাল মেয়ে নীলমণি কিসকু। পড়েন ইসলামী বিশ্ববিদ্যালয়ে, অর্থনীতি বিভাগে। ঈদের ...
10/05/2022

এখনো কৃষিকাজ করেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া নীলমণি
সাঁওতাল মেয়ে নীলমণি কিসকু। পড়েন ইসলামী বিশ্ববিদ্যালয়ে, অর্থনীতি বিভাগে। ঈদের ছুটিতে বাড়ি এসেছেন। এসেই ছোটবেলার মতো মা-বাবার সঙ্গে মাঠে নেমে পড়েছেন। শুধু নিজের জমিতেই নয়, এভাবে অন্যের জমিতেও কাজ করেন নীলমণি। যা আয় হয় তা নিয়ে পরিবারের পাশে দাঁড়ান। নীলমণির সঙ্গে দেখা করে এসেছেন আনোয়ার হোসেনসাঁওতাল মেয়েদের রক্তে মিশে আছে ধান বোনা, ধান কাটা, নিড়ানোসহ নানা কৃষিকাজ। পরিবারের অভাব-অনটন মেটাতে শিশুকালেই এসব কাজ শিখে নেন তাঁরা। নীলমণি কিসকুও রপ্ত করেছেন ছোটবেলায়। এখন বিশ্ববিদ্যালয়ে পড়লেও ছোটবেলার সেসব কাজ আজও ছাড়েননি। ধান বোনা ও কাটার মৌসুমের সময় বাড়িতে থাকলে পরের জমিতে এসব কাজ করে আয় করেন তিনি। পরিবারের অভাব–অনটনে, নিজের লেখাপড়া ও হাতখরচে লাগে তাঁর আয় করা টাকা।

সাঁওতাল মেয়ে নীলমণি কিসকু। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। ঈদের ছুটিতে বাড়ি এসেছেন। ৭ মে মা-বাবার সঙ্গে বোরো ধান কাটার সময় তাঁর সঙ্গে কথা হয়। নীলমণিদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জুগিডাইং গ্রামে।

নীলমণি কিসকুর পরিবারের ১৩ কাঠা জমি। সে জমিতে এবার ধান চাষ করেছিলেন নীলমণির বাবা তালা কিসকু। এখন ধান পেকেছে। মা-বাবার সঙ্গে জমির ধান কাটছিলেন নীলমণি। এই ধান দিয়ে তাঁদের সারা বছরের খোরাকি চলে না। অন্যের জমিতে খেতমজুরি করেই চলে তাঁদের সংসার।

নীলমণি বলছিলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ছি বলে মাঠের কাজ করব না, সাঁওতাল মেয়ের এসব অহমিকা মানায় না। জীবনের প্রয়োজনেই আমাদের এসব করতে হয়। কষ্ট করেই লেখাপড়া করতে হয়।’

উচ্চমূল্যের কৃষি উপকরণেএবার বোরো মৌসুমে একর প্রতি খরচ ৩০/৩৫ হাজার টাকা। এবারের ফলনও অর্ধেক একর প্রতি যেখানে কৃষকেরা ৭০/৮...
08/05/2022

উচ্চমূল্যের কৃষি উপকরণে
এবার বোরো মৌসুমে একর প্রতি খরচ ৩০/৩৫ হাজার টাকা। এবারের ফলনও অর্ধেক একর প্রতি যেখানে কৃষকেরা ৭০/৮০ মণ ধানের আশা করেছেন সেখানে ফলন হচ্ছে ৩৫/৪৫ মণ। কিছু কিছু জমিতে আরও কম। এমতাবস্থায় শ্রমিকদের সিন্ডিকেট! প্রতিদিন উনারা ১২/১৬ শ টাকা পর্যন্ত দৈনিক হাজিরা নিচ্ছেন। বাজারে ৬০০ টাকা মণ ধান। হিসেব মত উৎপাদিত ফসলের পুরোটাই দিয়ে দিতে হচ্ছে শ্রমিকদের। তাহলে
প্রতি কৃষকের একর প্রতি ২০/ ৩৫ টাকা পর্যন্ত লোকসানের সম্মুখীন হতে হবে।
একদিকে উচ্চমূল্যের কৃষি উপকরণ
উচ্চমূল্যের শ্রমিক
নিম্ন উৎপাদন
নিম্ন বাজার মূল্য
এগুলো দেখার কেউ নাই? এগুলো বলার কেউ নাই?
কৃষকের পক্ষে কেউ নাই? পরিকল্পনা, ব্যবস্থা নেওয়ার কেউ নাই?
এই দেশে যা কিছুর চাহিদা বাড়ে তা নিয়েই চলে সিন্ডিকেট! আমরা মাজলুম! যে যেভাবে সুযোগ পাই জুলুম করেই যাচ্ছি!
হোক সেটা শ্রমিক ক্রাইসিস, গাড়ি ক্রাইসিস, পণ্য ক্রাইসিস কিংবা অন্যকি

‘আমার বাবা বাড়ির আঙিনায় ফুলের বাগান লাগিয়েছে। আল্লাহ তুমি আমার বাবার কবরটাকে ফুলের বাগান করে দিয়ো।’ এভাবেই বিলাপ করছিলেন...
05/05/2022

‘আমার বাবা বাড়ির আঙিনায় ফুলের বাগান লাগিয়েছে। আল্লাহ তুমি আমার বাবার কবরটাকে ফুলের বাগান করে দিয়ো।’ এভাবেই বিলাপ করছিলেন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত কিশোর আবু বক্কর সিদ্দিকের বাবা আব্বাস আলী। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে মা লুৎফা বেগমের। ছেলে হারানোর শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি।

আবু বক্কর সিদ্দিকের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে তার দুই বন্ধু মাহবুবার রহমান ও সিয়াম ইসলাম। তাদের বাড়িতেও চলছে শোকের মাতম ও কান্নার রোল। আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি-খালপাড়া গ্রামে গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে। তিন কিশোরের করুণ মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পুরো গ্রামে।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া- শিবগঞ্জ সড়কের ছলির বাজার নামক স্থানে পিকআপ- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্যে দুই কল...
05/05/2022

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া- শিবগঞ্জ সড়কের ছলির বাজার নামক স্থানে পিকআপ- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্যে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে অপর কলেজ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১২ টার দিকে এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো চকরাধাকানাই গড়পাড়া গ্রামের প্রবাসী মজিবর রহমানের ছেলে আঃ হান্নান (১৬), আলা উদ্দিনের ছেলে নয়ন (১৬)। আহত বিদ্যানন্দ গ্রামের হেলালের ছেলে শাহিন(১৬) কে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতরা কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন।

BTRC পোস্টসুখবর! আসছে......আনলিমিটেড (মেয়াদবিহীন) ডাটা প্যাকেজ।আগামীকাল ২৮ এপ্রিল ২০২২ থেকে
28/04/2022

BTRC পোস্ট
সুখবর! আসছে......
আনলিমিটেড (মেয়াদবিহীন) ডাটা প্যাকেজ।
আগামীকাল ২৮ এপ্রিল ২০২২ থেকে

মাঠ থেকেই শেষ বিদায় নিলেন ক্রিকেটার মোশাররফ রুবেল। আল্লাহ পাক তাকে বেহেস্ত নসিব করুন।
19/04/2022

মাঠ থেকেই শেষ বিদায় নিলেন ক্রিকেটার মোশাররফ রুবেল।
আল্লাহ পাক তাকে বেহেস্ত নসিব করুন।

ব্রেকিং...হে আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুণ?🟥কক্সবাজার সরকারি কলেজের সামনে হাইওয়ে সড়কের পাশে ইলিয়াস মিয়া উচ্চ বিদ্য...
19/04/2022

ব্রেকিং...হে আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুণ?
🟥কক্সবাজার সরকারি কলেজের সামনে হাইওয়ে সড়কের পাশে ইলিয়াস মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন স্থানে আকস্মিকভাবে কয়েকটি স্থানের মাটি ফেটে চৌচির হয়ে প্রচন্ড রকমের ধোঁয়া ও আগুন বের হচ্ছে...!!!
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস....

শেরপুর  জেলার, শেরপুর সদর থানার, রামকৃষ্ণ গ্রামে এই লোকটাকে হত্যা করে ফেলে রেখেছে।কে বা কারা এই হত্যা করেছে কেউ বলতে পার...
13/04/2022

শেরপুর জেলার, শেরপুর সদর থানার, রামকৃষ্ণ গ্রামে এই লোকটাকে হত্যা করে ফেলে রেখেছে।
কে বা কারা এই হত্যা করেছে কেউ বলতে পারে না। লোকটা এই গ্রামেরও নয়।
শেরপুর খড়াপার থেকে শ্রীবর্দি রোডে, জেলখানা থেকে একটু সামনে, আখের বাজারের আগে, রোডের অপরপ্রান্তে এই ঘটনার খুজ পাওয়া যায়।

টিপকাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্যের গর্ভবতী স্ত্রীর বিষয়টি এড়িয়ে যাওয়া হলো কেন ?১. টিপকাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল তা...
05/04/2022

টিপকাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্যের গর্ভবতী স্ত্রীর বিষয়টি এড়িয়ে যাওয়া হলো কেন ?
১.
টিপকাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল তারেকের গর্ভবর্তী স্ত্রী বাইকের পেছনে বসে ছিলেন, সিসিটিভির ফুটেজে যা স্পষ্ট। কিন্তু সেই গর্ভবতী নারীর বিষয়টি কেন এড়িয়ে যাওয়া হলো ? অভিযোগকারী লতা সমাদ্দার থানায় যে অভিযোগ করেছেন, সেখানে কোথাও উল্লেখ করেননি, পুলিশ সদস্যের গর্ভবতী স্ত্রীর কথা। অথচ পুলিশ সদস্য ও লতা সমাদ্দারের বাকবিতণ্ডার সূচনাই হয় পুলিশ সদস্যের গর্ভবর্তী স্ত্রীর পায়ের সাথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে।
২.
লতা সমাদ্দার তার অভিযোগে মটর সাইকেলের নম্বর উল্লেখ করলেন , পুলিশ সদস্যের মুখে দাড়ির কথা উল্লেখ করলেন, বয়সের বিষয়টি উল্লেখ করলেন, চিকন না মোটা সেটাও উল্লেখ করলেন, কিন্তু পেছনে বসা গর্ভবতী নারীর কথা কেন উল্লেখ করলেন না ? এটা অবশ্যই একটা যৌক্তিক প্রশ্ন।
৩.
আমার ধারণা লতা সমাদ্দার ভেবেছিলেন, যদি পেছনে বসা গর্ভবর্তী নারীর কথা উল্লেখ করা হয়, তবে ইস্যুটা সেভাবে জমানো যাবে না, বরং গর্ভবর্তী নারীর দিকে সবার সেন্টিমেন্ট ঝুঁকে পড়বে।
তাই তিনি সেটা না করে মোড় ঘুড়িয়ে দিলেন টিপ বনাম দাড়ির দিকে।
অর্থাৎ একদিকে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক ইস্যু, যেখানে সংখ্যালঘু নির্যাতনের ঘ্রাণ আছে।
আরেকটা দিক হলো- নারীর পোষাকের প্রতি মৌলবাদীদের (দাড়িওয়ালাদের) সহিংসতা।
৪.
লতা সমাদ্দার যেহেতু মিডিয়া ও থিয়েটার স্টাডি বিভাগের শিক্ষিকা, সেহেতু তার সাথে অবশ্যই অনেক মঞ্চ বা পর্দা অভিনেতাদের সাথে যোগাযোগ আছে। তিনি সেই অভিনেতা-অভিনেত্রীর সিন্ডিকেট ব্যবহার তার ইস্যুটা ভাইরাল করেছেন। প্রথমে এক অভিনেত্রীকে দিয়ে সংসদে আলোচনা করিয়েছেন, অতঃপর অভিনেতা-অভিনেত্রী সবাইকে টিপ পরিয়ে নিজের পক্ষে আন্দোলনে নামিয়েছেন।
কথা হচ্ছে, তিনি সিন্ডিকেট শক্তি ব্যবহার করে এতগুলো মানুষকে আন্দোলনে নামালেন, কিন্তু নিজের মূল অভিযোগের ক্ষেত্রে পিউরিটি রক্ষা করলেন না, এটা কেমন অবস্থান হলো ?
৫.
আমি লক্ষ্য করেছি, বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমদের মনের ভেতর যতটুকু না সাম্প্রদায়িকতা আছে, তার থেকে ঢের লুকিয়ে আছে সংখ্যালঘু হিন্দুদের ভেতরে। হিন্দুরা তাদের সংখ্যালঘু ট্রাম্পকার্ড ব্যবহার করে কিভাবে মুসলমানদের সুযোগ বুঝে ল্যাং মারবে শুধু সেই তালে থাকে।
গ্রাম অঞ্চলে অনেক হিন্দু ধর্মাবলম্বীকে দেখেছি পুলিশের কাছে অভিযোগ দিয়েছে, প্রতিবেশী মুসলমানরা নাকি তাদের মন্দির ভেঙ্গেছে। এই কথা শুনে পুলিশ ঐ মুসলমানকে গ্রেফতার করে জেলে ভরেছে। কিন্তু পরে ঘটনা তদন্ত দেখা যায় ভিন্ন, দ্বন্দ্বটা আসলে জমি-জমা কেন্দ্রীক। হিন্দু নিজেই নিজের মন্দির ভেঙ্গে মুসলমানকে ফাঁসিয়ে জেলে ভরেছে জমির উপর কর্তৃত্ব নিতে। সাম্প্রদায়িক ইস্যু সাজিয়েছে শুধু মুসলমানকে ফাঁসাতে, অন্য কারণ নয়। ঠিক একইভাবে, লতা সমাদ্দার শহুরে শিক্ষিত শ্রেণী হতে পারেন, একজন কলেজ শিক্ষিকা হতে পারেন, কিন্তু মনের ভেতর লুকিয়ে থাকা সেই সাম্প্রদায়িক বিষবাষ্প তার যায়নি। এ ঘটনাই তার প্রমাণ।
কপি

03/04/2022

শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পাহারি এলাকার মানুষ প্রতিনিয়ত হিমসিম খাচ্ছে বন্য হাতির আক্রমনে । বন্য হাতি এখান কার মানুষের আবাদি জমি থেকে শুরু করে বাড়িঘর এর প্রচুর ক্ষতি করছে । বন্য হাতির আক্রমনে তাদের জীবনমান প্রায় দূরবিষ্যহ হয়ে পরেছে । তাই এই বিষয়টি পর্যালোচনা ও হাতির আক্রমন থেকে মুক্তীর জন্য বনবিভাগের সঠিক সীগ্ধান্তের প্রতিক্ষায় এখান কার জনগন ............

02/04/2022
31/03/2022

জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজ হওয়ার ৩দিন পর ঝিনাই নদী থেকে সদ্য বিদেশ ফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা এলাকায় ঝিনাই নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন বলে জানা গেছে।


এদিকে পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায় , নিহত প্রবাস ফেরত যুবক মিজানুর রহমান আব্দুল্লাহ সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামের কৃষক আমজাদ আলীর ছেলে। সে গত (২২ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে চর রৌহা বাজারের উদ্দেশ্যে বের হয়। কিন্তু ওই রাতে সে আর বাড়ী না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে।

অবশেষে ছেলে মিজানুরকে না পেয়ে গত বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারী) রাতে বাবা আমজাদ আলী বাদী হয়ে সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে শুক্রবার সকালে চররৌহা বাজারের নিকটবর্তী ঝিনাই নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে নিহতের বাবার আমজাদ আলী অভিযোগ করে বলেন, তার ছেলে মিজানুর রহমানকে কাজের উদেশ্যে সৌদি আরব পাঠানো হয়ে ছিল। সে বিদেশে থাকা অবস্থায় তাঁর কাছ থেকে টাকা ধার নেয় একই এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রীর কল্পনা বেগম। কথা ছিল মিজানুর বিদেশ থেকে আসলে তার টাকা ফেরত দিবে কল্পনা বেগম।

কিন্তু মিজানুর বিদেশ থেকে ফিরে আসার পর কল্পনার কাছে টাকা ফেরৎ চাইতে গেলে, সে টাকা ফেরত দিবে না বলে উল্টো আরও হুমকি দেয় মিজানুরকে। নিহতের বাবা আমজাদ আলী আরো অভিযোগ করে বলেন, এই ধার নেয়া টাকাকে কেন্দ্র করেই তার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এ হত্যা কান্ডের বিচার চাই। এদিকে লাশ উদ্ধারের পর থেকে কল্পনা বেগম পালাতক আছেন বলে জানান, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক।

৪০ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে ১ম হয়েছেন জান্নাতুল ফেরদৌস তিলা এবং  পুলিশ ক্যাডারে ১ম  হয়েছেন ফয়জুল করিম আদর। অভ...
31/03/2022

৪০ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে ১ম হয়েছেন জান্নাতুল ফেরদৌস তিলা এবং পুলিশ ক্যাডারে ১ম হয়েছেন ফয়জুল করিম আদর। অভিনন্দন সবাইকে।

27/03/2022

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের দু নাম্বার ঘাটে দাঁড়িয়ে থাকা ঢাকা-বরিশাল নৌ রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এম ভি এ্যাডভেঞ্চার (৯) এ আগুন লেগেছে। রবিবার (২৭ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি, পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সদরঘাট নৌ থানার এস আই শহিদুল হক জানায় লঞ্চটির তৃতীয় তলার একটি কেবিন থেকে আগুনের সুত্রপাত ঘটে। তবে কিভাবে আগুনের সুত্রপাত ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পরেনি নৌ পুলিশ। কি কারণে আগুন লেগেছে তা জানতে সময় লাগবে।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচারক গুলজার আলী জানায় আগুনের ঘটনার সময় লঞ্চে কোন যাত্রী ছিলোনা। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতা হতের খবর পাওয়া হয়নি।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when EH news 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EH news 24:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share