Mugdho & Mumu 's Diary

  • Home
  • Mugdho & Mumu 's Diary

Mugdho & Mumu 's Diary Childhood is a short season but it makes the best of the memories. Stay tune. https://youtube.com/channel/UCgP7ltjEAgKiEET2IpChcZQ

So, as their mother, it's a my small endeavor to capture the memories of Mugdho and Mumu's childhood.

18/07/2024

কোন কাপড় দিয়ে জোরে bleeding area বেঁধে দিলে bleeding stop হয়ে যাবে। অনেক বাচ্চা বেঁচে যাবে।
Fluid replacement is necessary by water, saline or juice.
(From a doctor mother)

Dr. Asif Nazrul

♥️♥️♥️♥️
14/07/2024

♥️♥️♥️♥️

04/07/2024
🎉 Facebook recognised me as a top rising creator this week!
01/07/2024

🎉 Facebook recognised me as a top rising creator this week!

30/06/2024

শুভ সকাল। সকলের দিন ভালো কাটুক।

29/06/2024

Good night

20/06/2024

প্রদর্শনের দুনিয়ায় আপনি নিজেকে আড়ালে রাখতে পেরেছেন ব্যাপারটাই তো আশ্চর্যের! যারা নিজেকে প্রদর্শন করেছে তাদের ক্ষতি হয়েছে অপূরনীয়!

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my peers.
18/06/2024

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my peers.

10/06/2024

Pumpkin

08/06/2024

‘আল্লাহ জালিমকে অবকাশ দেন, তারপর যখন পাকড়াও করেন তখন আর কোনো ছাড় দেন না’ (মুসলিম)।

আল্লাহ আমাদের অবকাশ দিচ্ছেন বলে আমরা যা ইচ্ছা তা করে যাব তা মোটেও ঠিক নয়। আমাদের উচিত সময় থাকতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।

26/05/2024

একটা সুখী জীবন সফল জীবনের চেয়ে উন্নততর।কেননা সাফল্য মাপে অন্যরা আর আমাদের সুখের পরিমাপ করে আমাদের আত্মা,চেতনা,আর হৃদয়।।

24/05/2024

মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায়, তখনই আল্লাহর শাস্তি নাজিল হয়। পাপিষ্ঠ ফেরাউনকে আল্লাহ তাআলা তখনই ধরেছেন, যখন সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন : ‘হে মুসা! তুমি ফেরাউনের কাছে যাও, সে অত্যন্ত উদ্ধত হয়ে গেছে।

’ (সুরা ত্বাহা : ২৪)

17/05/2024

মুখ থেকে ক্ষমা করতে সময় লাগেনা।
কিন্তু অন্তর থেকে ক্ষমা করতে বয়স পেরিয়ে যায়।

11/05/2024

আল্লাহর সিদ্ধান্ত নিয়ে কখনো তাড়াহুড়ো করবেন না।
তিনি সঠিক সময়ে আপনাকে উত্তম জিনিসটাই দিবেন।
ইন-শা-আল্লাহ।🤲

💙💙💙
11/05/2024

💙💙💙

08/05/2024

রাসুলুল্লাহ ﷺ বলেন-

‘তোমরা লক্ষ্য অর্জনের পথে গোপনীয়তা রক্ষা করো, কেননা প্রত্যেক নিয়ামতপ্রাপ্তেরই হিংসুক রয়েছে’। -তাবরানি

30/04/2024

সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা...

20/04/2024

অতিরিক্ত গরম থেকে বাঁচার আমল।

“যখন গরম বেশি পড়বে, তখন বেশি নামাজ আদায় কর। কারণ অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিশ্বাস”। (মিশকাত-৫৯১)

আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য রাসুল (সা.) আমাদের বিভিন্ন দোয়া শিখিয়েছেন। নিচে এমনই গুরুত্বপূর্ণ একটি দোয়া দেওয়া হলো।

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাওয়ালি নি’মাতিকা ওয়া তাহবিলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি’য়ি সাখাতিকা।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে।

সবাই বেশি বেশি পড়ি ও শেয়ার দিয়ে অন্যদের পড়তে বলি।

20/04/2024

তীব্র দাবদাহে স্কুল ৭দিনের ছুটি।বাবা মায়েরা এ সুযোগে সন্তান নিয়ে আবার কোথাও ঘুরতে চলে যাবেন না।নিরাপদে থাকুন।

07/04/2024

প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন, আল্লাহর নেয়ামতের তথ্য পাবেন।

১. সুবহানাল্লাহ
জান্নাতে একটি ফল গাছ রোপন করে নিলেন। আলহামদুলিল্লাহ

২. আলহামদুলিল্লাহ
মিযানের পাল্লাটা একটু ভারি করে নিলেন। আলহামদুলিল্লাহ

৩. আল্লাহু আকবার
আল্লাহর নামে আর একটি তাকবির পেশ করলেন সুবহানআল্লাহ।

৪. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
যার নেক সাত আসমান ও সাত জমিন হইতেও উত্তম। সুবহানআল্লাহ

৫. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
জান্নাতের একটি রত্ন কুড়িয়ে ফেলেন আলহামদুলিল্লাহ

৬. আলিফ লাম মিম
পেয়ে গেলেন ৩০ নেকি। আলহামদুলিল্লাহ

৭. সুবহান্নাল্লাহি ওয়াবিহামদিহি, সুবহান্নাহিল আজিম
এবার জান্নাতে একটি খেজুর গাছ রোপন করে নিলেন। আলহামদুলিল্লাহ

৮. আস্তাগফিরুল্লাহ
আর একবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন
আল্লাহু আকবার

৯. সুবহান্নাল্লাহি ওয়াবিহামদিহি
আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটি সমান সওয়াব অর্জন করে নিলেন সুবহানআল্লাহ

১০. নেকির বস্তাটা নিয়ে যান?

আল্লাহুম্মাগ ফিরলী ওয়ালিল মু’মিনিনা ওয়াল মু’মিনাতি, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি

লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাশারীকালাহু আহাদান ছামাদান লাম ইয়ালিদ ওয়ালাম য়ূলাদ অলাম ইয়া কুল্লাহু কুফু ওয়ান আহাদ।

জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু

জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলুহু

আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ

আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল

মজার বিষয় হলো.. আপনি যদি পুরোটা পড়ে থাকেন তাহলে এতোক্ষণে আপনার আমলনামায় অনেক সওয়া ব লেখা হয়ে গেছে ইনশাআল্লাহ..খুশি হয়ে ত একবার বলতে পারেন আলহামদুলিল্লাহ।

06/04/2024

হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, রহম করুন, সুস্থতা দান করুন, হেদায়েত দান করুন, রিজিক দান করুন, মর্যাদা বৃদ্ধি করুন—আমীন।

01/04/2024

আমার তো মনে হয় প্রত্যেকেই আমরা জীবনে এমন কোনো না কোনো ভুল করেছি যা যদি কখনো প্রকাশ পেয়ে যায় লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারবো না ।
প্রায়ই ভাবি ইশ !!!
যদি সেই ভুল গুলো জীবন থেকে একেবারে "শিফট ডিলিট" করে দিতে পারতাম!কতই না ভালো হত!

এই ইশ এর জবাবেই সম্ভবত আল্লাহর রাসূল দুআটি শিখিয়ে ছিলেন —

"আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফুয়া
ফা ফু আন্নি!"

ক্ষমা দুই ধরনের —

-মাগফিরাহ مغفرة আর
-আ'ফু عفو

তবে দুটোর মধ্যে আছে বিস্তর ফারাক —

মাগফিরাহ তে আল্লাহ আমাদের ভুলটি ক্ষমা করবেন ঠিকই ,তবে তা স্টিল আমাদের আমল নামায় লিখা থাকবে অর্থাৎ পিসির রিসাইকেল বিনে পরে থাকার মত ।ফেরেস্তারাও সেটা জানবে ,হাশরের ময়দানে
সেগুলোর কোনো কন্সিকুয়েন্স হয়তো থাকবে না
তবে পসিবিলিটি থাকবে যে ,তিনি আমাদেরকে সেই ভুল গুলো সম্পর্কে জিজ্ঞাসা করবেন ।

(( তবে আ'ফুর বিষয়টা পুরোপুরি অন্য লেভেলর
আ'ফু শুধু ক্ষমাই না ভুল গুলো তিনি আমল নামা থেকে এমন ভাবে মুছে দিবেন যেন তা কখনো ছিলই না । এমনিকি ফেরেশতাদের মেমোরি থেকেও মুছে দেয়া হবে ।))
এ যেন এক কমপ্লিট !!!
"শিফট ডিলিট"!!!

অর্থাৎ রিসাইকেল বিন থেকেও গায়েব!
তাইতো মা আয়েশা যখন জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রাসূল!

- কদর পেয়ে গেলে আমি কি চাইবো?
- উত্তরে তিনি মাগফিরাহ শিখাননি,শিখিছিলেন আ'ফুন!

রমজানের শেষ দশক শুরু নিজেকে মনে করিয়ে দেয়ার জন্যই তাই লিখা।

-"হে আল্লাহ!
আপনি শুধু ক্ষমাই করতে পারেন না ,তা শিফট ডিলিটও করতে পারেন ।আসলে আপনি তো তা শিফট ডিলিট করতেই ভালোবাসেন ।তাই আবদার
হে আল্লাহ!
আমার ভুল গুলো প্লিজ প্লিজ প্লিজ একটু শিফট ডিলিট করে দিন ।তা চিরতরে গায়েব করে দিন এবং
আমায় ক্ষমা করে দিন!!!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mugdho & Mumu 's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share