Different Type Of Delicious Food
delicious, food, fattybazar, food, eat, sweet, green, vegetable, beef, rice, soup,ponir, pizza, porn, suger, latus, tomato, rost, hen, friderice, noodles, pasta, corn,
#spiceasmr
#food
#tasty
#yummy
#delicious
#spicyfood
#massiveeating
#notalking
#mukbang
#eatingvideo
#riceandcurry
#hungry
#eating
#asmrmukbang
#bigbites
#wholechickencurry
#eatingfood
চমৎকার কবুতরের বাজার দাম দর ও ভাল কিছু জাত
চমৎকার কবুতরের বাজার দাম দর ও ভাল কিছু জাত
তিন শ্রেনি লোকের খাবার পরিবেশন দেখে ভালো লাগলো।
তিন শ্রেনি লোকের খাবার পরিবেশন দেখে ভালো লাগলো।
ফাস্ট ফুডের চিকেন শর্মা অনেক জনপ্রিয় একটি খাবার chicken shawarma make
ফাস্ট ফুডের চিকেন শর্মা অনেক জনপ্রিয় একটি খাবার chicken shawarma make
টক ঝাল মিষ্টি আঁচার পছন্দের খাদ্যতালিকায় একেবারে প্রথম দিকে থাকে ।
বেশির ভাগ মানুষেরই পছন্দের খাদ্যতালিকায় একেবারে প্রথম দিকে থাকে আঁচার অথবা ফুচকা। আর সেটা যদি হয় নিউ মার্কেট আর আঁচার তাহলে তো আর কথাই নাই। যারা নিউ মার্কেট যান কেনাকাটা করতে চাঁদনী চকের সামনে আঁচার খান নি এমন লোক কম পাওয়া যায়। বেশির ভাগ মেয়েরা তো না কিনলেই নয়।
বিপুল পরিমানে রসুন আসছে সদরঘাট শ্যাম বাজারে।
বিপুল পরিমানে রসুন আসছে সদরঘাট শ্যাম বাজারে। কম দামে এখান থেকে রসুন নিতে পারেন।
ভালবাসি সিঙ্গারা । আহঃ এটা দেখার পর !!
ভালবাসি সিঙ্গারা । আহঃ এটা দেখার পর !!
সকলের মুখে মুখে ঘুরছে তা হল তন্দুরি চা অথবা মটকা চা।
সকলের মুখে মুখে ঘুরছে তা হল তন্দুরি চা অথবা মটকা চা।
রাজধানীতে এখন নুতন চায়ের কথা শুনে ও দেখে আসছিলাম। তন্দুরি চায়ের এ আইডিয়া ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
তন্দুরি চা তৈরি করতে হলে ফাঁকা মাটির ভাঁড় গরম তন্দুরের মধ্যে দিয়ে গরম করে, অর্ধেক তৈরি চা ওই ভাঁড়ের মধ্যে ঢেলে দিলেই তৈরি হয়ে যায় তন্দুরি চা।
#fattybazar #viral #tea #tandur #tanduricha #ChaeWala #videoviral #post #friday
শাহী জিলাপি جلیبی जलेबी মজার মিষ্টি খাবার
বাংলাদেশে সহ পাকিস্তান, নেপাল, ভারত এই শাহী জিলাপি জনপ্রিয়। বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের এমন কোনো এলাকা নেই যেখানে জিলাপি পাওয়া যায় না।
অনেকে মচমচে জিলাপি খেতে পছন্দ করেন। সব সময় এই জিলাপি টা সবাই অনেক পছন্দ করে থাকেন।
শিয়ার মতোই, জিলাপির হরেক নাম রয়েছে। যেমন: জালেবি, জিলবি, জিলিপি, জিলেপি, জেলাপি, জেলাপির পাক, ইমরতি, জাহাঙ্গিরা ইত্যাদি।
#জিলাবি #জেলাপি #জিলিপি #jilapi jilibi #fattybazar #streetshop #shop #जलेबी #جلیبی
প্রতিদিন যে পরিমান আলু পিয়াজ বাজারে আসছে সে হারে দাম অনেক কম
আলু পিয়াজ বাজারে আসছে এবং বিক্রি হয় অনেক কম দামে। এখান থেকে পাইকার এবং খুচরা বিক্রেতা কম দামে আলু পিয়াজ কিনে লাভবান হবে।
"শীতের সকালে টাটকা শাকসবজি দাম সবচেয়ে কম"
"শীতের সকালে টাটকা শাকসবজি দাম সবচেয়ে কম"
মজাদার টিকা পরোটা Tikka Paratha
ঢাকাইয়া টিক্কা পরোটা। চিকেন টিক্কা পরাঠা রোল।