Robiul Karim Munna

  • Home
  • Robiul Karim Munna

Robiul Karim Munna The future depends on what you do today and don’t be afraid to give up the good to go for the great.

07/10/2024

ভারতীয় মুভির সম্পর্কে একটা ছোট ধারণা লিখতেছি-

ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশে ভারতীয় সকল মুভির প্রচার বন্ধ করে দেয়া উচিত। কারণ ভারতীয় মুভিগুলা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ নেয়ার জন্য Jingoism Xenophobia প্রমোট করে। যেটা অন্যান্য দেশের ক্ষেত্রে খুবই ক্ষতিকর‌ প্রভাব বিস্তার করে। এই সকল মুভিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং সশস্ত্র বাহিনীকে সর্বশক্তিমান দেখানো হয় এবং পার্শ্ববর্তী দেশের বা তারা যে দেশে যে অভিযান পরিচালনা করে ওই দেশের গোয়েন্দা সংস্থা ও সশস্ত্র বাহিনীকে সক্ষমতার তুলনায় ছোট করে দেখানো হয় ফলে এইখানে মানুষের মস্তিষ্কে একটা চিত্র তৈরি হয়। যেমন ইন্ডিয়ানদের মনে হয় তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি এবং অন্যান্য সবাই খুবই দুর্বল। ঠিক তেমনি যেই দেশের গোয়েন্দা সংস্থা এবং সশস্ত্র বাহিনীকে ছোট করে প্রদর্শন করা হয়েছে ওই দেশের মানুষরা নিজেদের সক্ষমতা নিয়ে চিন্তিত হয়ে থাকে। অনেক মুভিতে এটা দেখানো হয়েছে "র" এজেন্টরা অন্য দেশে যে শত্রুকে তুলে নিয়ে চলে আসছে। এই বিষয়টা আসলে এতটা সহজ না। এইখানে ডিপ্লোমেসির একটি বিষয়তো আছেই সাথে অনেকগুলো ইন্টারন্যাশনাল আইন কানুন আছে । এক দেশে এরকম অভিযান পরিচালনা করা পুরোপুরি অসম্ভব ওই দেশের সাহায্য ছাড়া। এটাকে Aggressive Patriotism বলে। আর এই মুভিগুলোতে এমনভাবে অন্যদেশের গোয়েন্দা সংস্থাকে দুর্বল দেখানো হয় যেটা এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করে ঐ দেশের মানুষের উপর। এটা হলো Bellicose Rhetoric অর্থাৎ কনফ্লিক্ট তৈরি করা। আর "র" রিলেটেড মুভিগুলোতে তারা এমনভাবে আন্তর্জাতিক সহযোগিতাকে অবজ্ঞা করে মনে হয় তারাই সব কিছু কন্ট্রোল করে। তারা এই মুভিগুলোর মাধ্যমে অলরেডি বেশ কয়েকটা কালচারকে ধ্বংস করে দিয়েছে । এখন ওই সকল কালচারের চর্চা ভারতে বন্ধ করে দিয়েছে মানুষ, কারণ ঐ যে মুভিতে এগুলোকে উগ্রবাদ দেখানো হইছে। তাছাড়া পার্শ্ববর্তী দেশগুলোকে মানসিকভাবে একটা চাপে রাখা যাতে ভারতের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার পূর্বে অন্তত দুবার চিন্তা করতে হয়। এগুলা আসলে এক ধরনের সহিংসতা ও বর্বরতার প্রচার বলে প্রচার বলে আমি মনে করি। ভারতীয় সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে খুব গ্লোরিফাই করে অপ্রতিরোধ্য হিসেবে চিত্রিত করলেই তারা শক্তিশালী হয়ে যায় না ঠিক তেমনই অন্য দেশের সামরিক সুরক্ষা শক্তিকে দূর্বল হিসাবে প্রদর্শন করলেই তারা দূর্বল হয়ে যায় না। তাই এইসব উদ্ভট মুভির প্রচারণা বাংলাদেশে বন্ধ করে দেয়া উচিত।

পুরো বিষয়টাকে আরেকটু শর্ট করে বললে এই মুভিগুলো Gaslighting, projection and manipulation এর মাধ্যমে psychological warfare প্রচার করে যা বাংলাদেশসহ ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর জন্য খুবই ক্ষতিকর। এইগুলা বাংলাদেশের জাতীয়তাবাদের বিরোধী। আমরা কারো সাথে যুদ্ধ চাইনা ঠিক তেমনি আমরা আমাদেরকে কেউ ছোট করে দেখুক সেটাও চাই না। যে সকল মুভিতে আমাদেরকে অত্যন্ত দুর্বল করে প্রচার করা হয় সেই সকল মুভির প্রচারণা আমার দেশে হোক সেটাও চাই না।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Robiul Karim Munna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Robiul Karim Munna:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share