Bishwanath reporters unity

  • Home
  • Bishwanath reporters unity

Bishwanath reporters unity A Brief introduction
The Bishwanath Reporters unity (BRU) in Sylhet. Established in 2022.

12/02/2025
19/04/2022

ঢাকায় খুচরা ব্যবসায়ী'র কাছে
সাধারণ ক্রেতারা জিম্মি!
---------//
ভাই শার্টটার দাম কত?
নেন ভাই। অনেক ভালো কাপড়।
দাম কেমন পড়বে?
একদম আনকমন মাল। কোথাও খুঁজে পাবেন না।
দামটা বলেন আগে।
এই নেন বোতাম ছাড়িয়ে দিলাম। গায়ে দিয়ে দেখেন।
দাম বলেন। তারপর পড়বো।
পড়েন। দেখেন, একদম ফিটিংস হবে।
সবই ঠিক আছে। দামটা বলেন না?
ভাই, দামাদামি করবো না। একটা দাম বলে দেবো যদি ভালো লাগে নিবেন না হয় রেখে যাবেন।
জী বলুন।
শুধু শার্টই নিবেন না আরও কিছু? এই ভাইরে প্যান্ট দেখা তো।
না ভাই, আপনি শুধু এই শার্টটার দামই বলেন।
শার্ট কী একটাই? না আরেকটা দিবো?
না, এটার দাম বলেন।
একদাম পড়বে ১৮০০ টাকা।
বলেন কী? এই শার্ট ১৮০০?
কেন ভাই? অসম্ভব কি হলো? বেশী বলছি?
না ভাই লাগবে না।
আরে ভাই শুনেন। কত দিবেন?
না ভাই, আমার এতোটাকা বাজেট নাই।
ওই মিয়া ফাজলামো করেন?
বাজেট নাই তো মার্কেটে আইছেন কিল্লেগা। আমরা কী মস্করার দোকান খুইলা বইছি?
ঠিক আছে থাকেন।
থাকেন কী? শার্টের দাম বলেন।
এতো টাকার শার্ট কেনা সম্ভব না।
সম্ভব না, তাহলে এতো সময় নষ্ট করলেন কেন?
আমি তো প্রথমেই বলেছি দাম কত? আপনিই তো প্যাচাইলেন।
আমার তো কাস্টমারের অভাব। আপনার লগে প্যাচাপেচি করুম।
স্যরি ভাই। আমার লাগবে না। আমি যাচ্ছি।
কিয়ের যাচ্ছি? দাম বলতে অইবো।
আসলে আমি একটু কমের মধ্যে নিতে চাচ্ছি।
কত কম? বলেন শুনি।
এই মনে করেন ৩০০-৩৫০ এর মধ্যে।
এই দামে কিনতে হলে রাস্তায় ভ্যান আছে না? ওই ভ্যান থেকে নিবেন। মার্কেটে ঢুকবেন না।
ঠিকাছে।
ওই মিয়া কই যান? এদিকে আয়েন। একটু বাড়ায়েবুড়ায়ে বলেন। শার্টটা নিয়ে যান।
বললাম তো আমার বাজেট কম।
আচ্ছা, ১৫০০ না একদম ১০০০ দেন। ওই প্যাকেট করে দে।
না ভাই, পারবো না।
পারবেন কত? হেইডা বলেন।
৩৫০ হলে নিবো।
এই শার্ট ৫০০ টাকায় কোনোদিন কিনতে দেখছেন?
দেখি নাই। রেখে দেন।
খাড়ান মিয়া। ৭০০ হলে পারবেন?
বললাম তো বাজেট নেই।
নেন লাভ করনের দরকার নাই ৫০০ টাকাই দিলাম। ৫০০ টাকার একটা শার্ট পইড়া দেখেন।
না ভাই, আমি যে দাম বললাম ওইটা হলে পারবো।
ওই মিয়া যান কেন? এদিক আয়েন। সেই এক দাম বইলা দাঁড়ায়ে আছেন। আরেকটু আগান।
আমি হাইয়েস্ট ৪০০ দিতে পারবো। এর বেশী না। ভালো থাকেন।
রাগ কইরেন না। এদিক আয়েন। দেন ৪০০ টাকাই দ্যান। ওই বাইরে প্যাকেট কইরা দে।

এভাবেই দিনের পর দিন কাস্টমারদের জিম্মি করে ব্যবসা করছে নিউমার্কেটের ব্যবসায়ীরা। সাধারণ মানুষ লজ্জা ভয়ে প্রতিবাদ করে না। যারা অন্যায় অনিয়ম মানতে পারে না তারা প্রতিবাদী হয়ে ওঠে। আর এই প্রতিবাদী শ্রেণীটির নাম 'ছাত্র'।

নিউমার্কেটে ব্যাবসায়ী-ঢাকা কলেজের ছাত্রদের সাথে সংঘর্ষে আমি ন্যায়ের পক্ষে। ছাত্রদের পক্ষে।

কালেক্টেড
ডা. আর্দ্রা মুমু

18/04/2022

বিশ্বনাথ প্রেসক্লাবের ইফতার
মাহফিল সম্পন্ন

সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদ।
প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় অনষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি টুনু তালুকদার (আনন্দ টিভি), সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), অর্থ সম্পাদক আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), নির্বাহী সদস্য আশিক আলী (যুগান্তর), রোহেল উদ্দিন (গণকন্ঠ), বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, উপজেলা দর্জি কল্যাণ সমিতির সভাপতি এম কাওছার আহমদ। এসময় দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, প্রচার সম্পাদক মশাহিদ আলী (শ্যামল সিলেট), নির্বাহী সদস্য বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ) প্রমূখ।

সাংবাদিক মোসাদ্দিক সাজুলের বাড়ীতেইফতার ও দোয়া মাহফিল সম্পন্ননিজস্ব প্রতিবেদকসিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও...
15/04/2022

সাংবাদিক মোসাদ্দিক সাজুলের বাড়ীতে
ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক বিশ্বনাথ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোসাদ্দিক হোসেন সাজুলের বাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ১৫ এপ্রিল (শুক্রবার) ১৩ রমজানে এ ইফতার পূর্বে এক বক্তব্যে মোসাদ্দিক সাজুল বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য অনেক। রমজান আমাদের মাঝে সংযম ও সহমর্মিতা বয়ে আনে। আমাদের রমজানের এই শিক্ষা গ্রহন করতে হবে। রমজানের যেই শিক্ষা আমরা যেন তা বাকি সময়ে কাজে লাগাতে পারি। তিনি আরও বলেন, আমি সবসময় মানবসেবায় আগ্রহী থেকে মানুষের সেবা করার চেষ্টা করি। সমাজের অসহায় মানুষের সাহায্য করতে পারলে নিজে আনন্দিত হই। ইফতার ও দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদ, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ আলী হেলালি, মাওলানা শফিকুর রহমান, হাফিজ মাওলানা জিন্নাত আলী, হাফিজ মাওলানা বাবুল আহমদ,প্রবাসী কমিউনিটি নেতা আলছতগিন খান, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, নির্বাহী সদস্য বদরুল ইসলাম মহসিন, আওয়ামী লীগ নেতা আকবর আলী প্রমুখসহ এছাড়াও স্থানীয় এলাকার প্রায় দুই শতাধিক বিভিন্ন শ্রেণীর পেশার মানুষেরা অংশ নেন। এ সময় ইফতার মাহফিল অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন, ভোকশাইল বাইতুল জান্নাত জামে মসজিদের সভাপতি হাফিজ মাওলানা বাবুল আহমদ।

15/04/2022
13/04/2022
13/04/2022
13/04/2022

2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bishwanath reporters unity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bishwanath reporters unity:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share