Amir Hamza Rony

  • Home
  • Amir Hamza Rony

Amir Hamza Rony সবাই ফলো দিয়ে সাথে থাকবেন, প্লিজ ♥♥♥

জীবন কারো জন্য থেমে থাকেনা প্রিয়♥♥।
19/12/2024

জীবন কারো জন্য থেমে থাকেনা প্রিয়♥♥।

15/12/2024

কেমন আছেন সবাই?

কি মাছ এটা কে বলতে পারবেন??
19/04/2024

কি মাছ এটা কে বলতে পারবেন??

14/04/2024

সবাইকে নব বর্ষের শুভেচ্ছা

কাওরানবাজারে মাছের দোকানগুলোতে গিয়ে মনটাই খারাপ হয়ে গেলো। এই বাজারের সিস্টেম হলো এখানে মাছ কেনার পর একেবারে কাটিয়ে আনি আ...
25/03/2024

কাওরানবাজারে মাছের দোকানগুলোতে গিয়ে মনটাই খারাপ হয়ে গেলো। এই বাজারের সিস্টেম হলো এখানে মাছ কেনার পর একেবারে কাটিয়ে আনি আমরা। মাছ যেখানে কাটে এমন এক জায়গায় দেখি এসব বিক্রি হচ্ছে। এগুলো হলো বড় মাছ কাটার পর তার নাড়িভুঁড়ি, পাখনা, লেজ, কাঁটাসহ সব উচ্ছিষ্ট জিনিসপত্র। এসব স্রেফ ফেলে দেওয়ার জিনিস। মাস কয়েক আগেও এসব ফেলেই দিতো এরা। এইসব জিনিসেরও নাকি চাহিদা বেড়েছে এখন মানুষের ভেতর। তাই বড় মাছ কাটার পর, এভাবে জমিয়ে রেখে বিক্রি করে ওরা। দাম কেমন সেটা জিজ্ঞেস করতেই বললো মাছ বুঝে ১০০-১৫০-১৮০ টাকা কেজিতে নাকি বিক্রি হয় এই জিনিস! ভাবতে পারেন এই জিনিসেরও এত দাম!

জিজ্ঞেস করলাম—কারা কিনে? জবাব দিলো— কী ভাবছেন এসব শুধু গরীবরাই খায় নাকি? আপনাদের মত প্যান্টশার্ট পরা লোকজনও নেয় এসব এখন। এই বছরের শুরু থেকেই এসব কাঁটা-নাড়িভুড়ি কেনা শুরু করেছিলো মানুষ। ভেবেছিলাম এই রোজার মাসে হয়ত কমে গেছে। আজকে বাজারে গিয়ে দেখলাম আমার অনুমান ভুল।

মাংস তো বহু আগেই সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে গেছে, পোল্ট্রি মুরগি আর এভারেজ ক্যাটাগরির মাছই ছিলো মানুষ খাবারের তালিকায়। অতি সাধারণ সেই মাছও মানুষের পাত থেকে উঠে যাচ্ছে এখন। মাছের দামও এতোই বেড়েছে যে সাধারণ মানুষ এখন এসব কিনে খাইতে বাধ্য হচ্ছে।

জাস্ট চিন্তা করেন একবার। রোজার মাসে শান্তিমতো একবেলা মাছ-ভাত খেয়ে যে রোজা রাখবে, সেই উপায়ও নাই। রোজার মাসেও মানুষজনকে মাছের নাড়িভুড়ি, কাঁটা, উচ্ছিষ্ট কিনে খেতে হচ্ছে, এরচেয়ে অসহায়ত্বের কথা আর কী হতে পারে?

যেই মানুষগুলো উচ্চমূল্যের এই বাজারে একটা সাধারণ মাছ কিনতে পারছেনা, মাছের কাঁটা, নাড়িভুড়ি, উচ্ছিষ্ট কিনে বাড়ি নিয়ে গিয়ে পরিবারের সাথে মাছ খাওয়ার অভিনয় করতেছে এই রোজার মাসেও, তাদের কানের কাছে যখন আপনারা সারাক্ষণ ‘উন্নয়ন, উন্নয়ন' জপ্ করতে থাকেন, লজ্জা করে না তখন? এটাই কি তবে আপনাদের ওই সাধের স্মার্ট বাংলাদেশ?

05/10/2023

দেখুন সিরাজগঞ্জ স্টেডিয়াম রোডের অবস্থা।

২০২৩ সালের সর্বোচ্চ ননস্টপ বৃষ্টি আজকে হচ্ছে।

05/09/2023
02/09/2023

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট আমের হাটের দৃশ্য দেখুন।






প্লিজ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দিন।

আল্লাহ মুখ দিয়ে উচ্চারিত হলেই কেমন যেন এক আনন্দ অনূভব হয়।
29/08/2023

আল্লাহ মুখ দিয়ে উচ্চারিত হলেই কেমন যেন এক আনন্দ অনূভব হয়।

গতকাল মাছ খাইতে মন চেয়েছিল তাই সিরাজগঞ্জ থেকে যাত্রাবাড়ী মাছের আরৎ থেকে রাত ৩ টায় দুই কেজি মাছ কিনে এনে বাড়িতে খাইলাম।সে...
26/08/2023

গতকাল মাছ খাইতে মন চেয়েছিল তাই সিরাজগঞ্জ থেকে যাত্রাবাড়ী মাছের আরৎ থেকে রাত ৩ টায় দুই কেজি মাছ কিনে এনে বাড়িতে খাইলাম।

সেই স্বাদ মাছ -

আপনারা কি ভাবছেন আমি, ঘুমাচ্ছি একদম না, খাবারের ঘ্রাণ নিচ্ছি।
24/08/2023

আপনারা কি ভাবছেন আমি, ঘুমাচ্ছি একদম না, খাবারের ঘ্রাণ নিচ্ছি।

আমার সবচেয়ে প্রিয় খাবারগুলিআপনাদের কেমন লাগে খাবারগুলো খেতে??রিভিউ দিক নাকি একটা??
10/08/2023

আমার সবচেয়ে প্রিয় খাবারগুলি

আপনাদের কেমন লাগে খাবারগুলো খেতে??

রিভিউ দিক নাকি একটা??

Please Subscribe my YouTube channelকমেন্টে লিংক দেওয়া আছে। প্লিজ সবাই সহযোগিতা করুন।
07/08/2023

Please Subscribe my YouTube channel

কমেন্টে লিংক দেওয়া আছে। প্লিজ সবাই সহযোগিতা করুন।

27/07/2023

নিজের কাজ নিজেই করি তাতে দোষের কিছু নেই।।

কারো জীবনে কখনো পরিপূর্ণ পূর্ণতা পাবে না, কোন না কোন দিক দিয়ে অপূর্ণ থাকবেই।
26/07/2023

কারো জীবনে কখনো পরিপূর্ণ পূর্ণতা পাবে না, কোন না কোন দিক দিয়ে অপূর্ণ থাকবেই।

এটা সাধারণ কোন পা নয়, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করে যাওয়া পা।ভালো থাকুক পৃথিবীর সকল বাবা!❤️
24/07/2023

এটা সাধারণ কোন পা নয়, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করে যাওয়া পা।
ভালো থাকুক পৃথিবীর সকল বাবা!❤️

নিজের হাতে রান্না করা সাদা ভাত!!!সাথে গরুর গোস্ত।
22/07/2023

নিজের হাতে রান্না করা সাদা ভাত!!!

সাথে গরুর গোস্ত।

ভিডিও আসতে একটু লেট হচ্ছে, হবে।এমন সময় থাকবে না,,
18/07/2023

ভিডিও আসতে একটু লেট হচ্ছে, হবে।
এমন সময় থাকবে না,,

Address

Stadium Road

Telephone

+880176591660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amir Hamza Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share