Zannatul Ferdous Zara

  • Home
  • Zannatul Ferdous Zara

Zannatul Ferdous Zara অন্য কেউ এসে আপনার জীবন রাঙিয়ে দেবে, বা সাঁজিয়ে গুছিয়ে দেবে - এই আশায় বসে থাকা বোকামী!
(1)

01/02/2024

কিছু মানুষ চলে যায়!
তখন খারাপ লাগে ঠিকই কিন্তু,

সময় গেলে মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে!

কারণ সেই মানুষ না গেলে আজ হয়তো জীবনটা এতো ভালো কাটাতে পারতাম না!

মানুষের মাঝে মানুষকে নিয়ে নেগেটিভিটি ছড়িয়ে দেওয়ার ফলে অনেক মানুষের প্রতি আমাদের ভুল ধারণা জন্মায়। আমাদের প্রিয় কাছের মান...
07/07/2023

মানুষের মাঝে মানুষকে নিয়ে নেগেটিভিটি ছড়িয়ে দেওয়ার ফলে অনেক মানুষের প্রতি আমাদের ভুল ধারণা জন্মায়। আমাদের প্রিয় কাছের মানুষগুলোকেও এই কারণে অনেক সময় আমরা ভুল ভেবে বসে থাকি, ভুলভাবে মূল্যায়ন করে যাই।

আমরা সবচেয়ে বিশ্বাস, ভরসা যাদের করি তাদের নিয়ে হুট করে ভুল ধারণা জন্মায় না আমাদের মনে।যারা নেগেটিভ মাইন্ডের মানুষ তারা আমাদের বিশ্বাসযোগ্য মানুষদের নিয়ে একদিনে না পারুক, অনেকদিনে হোক, কিন্তু একটা সময় গিয়ে ভুল ধারণার জন্ম দিয়েই যায় আমাদের মাঝে।

আমরাও বোকার মতো নিজের বিশ্বাস ভরসার জায়গা ভুলে যাই।আমরা প্রিয় মানুষদের ভুল বুঝে দূরে ঠেলে দেই। নিজের বোধবুদ্ধি বিসর্জন দিয়ে ভুল ভাবনার মানুষদের কথাই বিশ্বাস করি। নিজের বিশ্বাস ভরসা করা মানুষকে একটা সময় গিয়ে বিশ্বাস করেই ফেলি।

আমরা যতদিনে নিজের ভুল বুঝতে পারি ততদিনে মানুষটি বদলে যায়।সেটা আমাদের কারণেই। বিশ্বাস, ভরসা এই শব্দগুলোর তখন আর কোনো মূল্য থাকেনা। সম্পর্কে ক্ষত সৃষ্টি হয়। ভুল শোধরালেও ক্ষতটা ঠিক রয়েই যায় মনে।অনেকক্ষেত্রে সম্পর্ক গ্রহণযোগ্যতা হারায়।

লেখা - Zannatul Ferdous Zara

সত্যি কারের ভালোবাসা পেলে নাকি অতীতের যন্ত্রণাও ভুলা যায়,আমি এমন ভালোবাসা চাই। যে আমার অতীতের যন্ত্রণা মুছে দিবে,যে আমাক...
06/07/2023

সত্যি কারের ভালোবাসা পেলে নাকি অতীতের যন্ত্রণাও ভুলা যায়,
আমি এমন ভালোবাসা চাই।
যে আমার অতীতের যন্ত্রণা মুছে দিবে,
যে আমাকে সত্যির অর্থে ভালোবাসবে।

যার ভালোবাসা পেলে আমি ফেলে আসা স্মৃতি গুলো থেকে মুক্তি পাবো,
যে স্মৃতি গুলো রোজ আমাকে কাঁদায়।
আমি আবার ঘুরে দাড়াতে চাই,
আমি বুঝিয়ে দিতে চাই আমিও অতীত ভুলতে পারি।

নতুন একটা সকাল আমিও তৈরি করতে পারি,
অনেক কেঁদেছি জীবনে।
স্মৃতি গুলো নিয়ে রোজ কষ্টে ভুগেছি,
জীবন তো খেলনা নয় যে চাইলে ভেঙে দিবে।

আমার অতীত থেকে আমি শিক্ষা পেয়েছি,
কারো জন্য জীবনকে নষ্ট করে দেয়া বোকামি।
আবার আমি নতুন স্বপ্ন দেখবো,
অতীত ভুলে নতুন করে বাঁচবো।

Zannatul Ferdous Zara

পাহাড়ের মতো শক্ত হতে গিয়ে, ভেতরে ভেতরে 'নদীর মতো' ভে/ঙ্গে যাচ্ছি।
05/07/2023

পাহাড়ের মতো শক্ত হতে গিয়ে, ভেতরে ভেতরে 'নদীর মতো' ভে/ঙ্গে যাচ্ছি।

05/07/2023

আম্মা !
আমাকে এমন একটা জীবনসঙ্গী এনে দিও যে কালো চামড়ার কদর করতে জানে।

শ্যামলা চামড়ার বিনিময়ে যে পণ দাবি করবে না।
ঠিক এমন একটা মানুষ আম্মা..!

Zannatul Ferdous Zara

05/07/2023

আল্লাহ দিয়েও পরীক্ষা করেন আবার কেঁড়ে নিয়েও পরীক্ষা করেন! আল্লাহ যেটা দেন সেটা নেয়ামত, যা দেন না সেটা হিকমত! যা দিয়ে আবার নিয়েন নেন সেটা পরীক্ষা! ধৈর্যের পর যেটা দেন সেটা কুদরত!

সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ!♥️

পূর্ণজন্ম বলে তো কিছু নেই।তবে আমি তোমায় অ'ভিশাপ দিচ্ছি, তুমি এই জন্মেই এমন একজনকে ভালোবাসো পুরো পৃথিবী তোমায় ভালোবাসলেও ...
05/07/2023

পূর্ণজন্ম বলে তো কিছু নেই।
তবে আমি তোমায় অ'ভিশাপ দিচ্ছি,
তুমি এই জন্মেই এমন একজনকে ভালোবাসো
পুরো পৃথিবী তোমায় ভালোবাসলেও
তুমি যাকে ভালোবাসবে সে যেনো
তোমায় ভালো না বাসে।

তুমিও টের পাও কাউকে ভালোবেসে তাকে না পাওয়ার ক'ষ্ট এর গভীরতা কতখানি।

- Zannatul Ferdous Zara

গ্রামে না এলে এর স্বাদ পাওয়া মুসকিল 😋💜
02/07/2023

গ্রামে না এলে এর স্বাদ পাওয়া মুসকিল 😋💜

একদিন তুমি আর আমি।❤️🌸Chowdhury Imran
01/07/2023

একদিন তুমি আর আমি।❤️🌸

Chowdhury Imran

একই গাছে ভিন্ন রকম ফুল!
23/06/2023

একই গাছে ভিন্ন রকম ফুল!

ঘুরতে বেড়িয়েছি!
23/06/2023

ঘুরতে বেড়িয়েছি!

রাসুল (সাঃ) বলেছেনঃ ‘’তোমরা মোরগকে গালি দিও না। কারন সে মুসল্লিদেরকে সলাতের জন্য জাগিয়ে তোলে’’। আবু দাউদ [৫১০১] ছবি:সংগ্...
22/06/2023

রাসুল (সাঃ) বলেছেনঃ ‘’তোমরা মোরগকে গালি দিও না। কারন সে মুসল্লিদেরকে সলাতের জন্য জাগিয়ে তোলে’’। আবু দাউদ [৫১০১]

ছবি:সংগ্রহীত

হাতের উপর হাত রাখা খুব সহজ তবে সেই হাত সারাজীবন বয়ে বেড়ানো খুব সহজ নয়।প্রেমে পড়া খুব সহজ তবে তাকে ভালোবেসেআমৃ-ত্যু নিজের...
22/06/2023

হাতের উপর হাত রাখা খুব সহজ তবে সেই হাত সারাজীবন বয়ে বেড়ানো খুব সহজ নয়।

প্রেমে পড়া খুব সহজ তবে তাকে ভালোবেসে
আমৃ-ত্যু নিজের মতো করে আগলে রাখা বড্ড কঠিন।

চোখের দিকে তাকানো খুব সোজা।
তবে বছরের পর বছর নতুন করে ওই চোখের প্রেমে পড়া কিন্তু বেশ কঠিন।

'ভালোবাসি' এটা বলে দেওয়া খুব সহজ।
কিন্তু সত্যিই তাকে ভালোবাসতে পারাটা কিন্তু অত সহজ নয়।

শুধু ভালোবেসে আঁকড়ে ধরে রাখলেই হয় না। সেই মানুষটাকে পাশে নিয়ে সারাজীবন একসাথে পথ চলাটাও শিখতে হয়।

'কখনো ছেড়ে যাবো না বললেই হয় না'
কখনো কখনো ছেড়ে না গিয়ে থেকে গিয়ে এটা বুঝিয়ে দিতে হয়- সবাই ছেড়ে যায় না। কেউ কেউ যেকোনো পরিস্থিতিতে একটু নির্ভরতা হয়ে পাশে থেকে যায়।

'তোমায় পাগলের মতো ভালবাসি' তোমার জন্য জান কুরবান করে দিতে পারি' শুধু এটা বললেই ভালবাসার দায়িত্বটা শেষ হয়ে যায় না। বরং ভালোবাসার মানুষটিকে সারাজীবন পাশে রাখার জন্য নিজেকে তার যোগ্য হিসাবে গড়ে তুলতে হয়। এটাই ভালবাসা আর ভালবাসার মানুষটির প্রতি যোগ্য সম্মান।

আর সবশেষ এটাই বলব- শুধু ভালোবাসলেই হয় না। ভালবাসার মানুষটির জন্য লড়াইও করতে হয়। ভালবাসাটা তখনই পূর্ণতা পায়- যখন ভালবাসার মানুষটির জন্য লড়াই করার পর আপনি সেই লড়াইয়ে বিজয়ী হবেন। যখন সত্যিই সারাজীবনের জন্য আপনি আপনার ভালবাসার মানুষটিকে পাশে পাবেন তখন।

পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। পূর্ণ হোক ভালাবাসার মানুষটিকে নিয়ে দেখা প্রত্যেকটা স্বপ্ন। ভালোবাসার মানুষটিকে পাশে নিয়ে সম্পূর্ণ হয়ে উঠুক প্রতিটি ভালবাসার গল্প।❤️

লেখক - জান্নাতুল ফেরদৌস ঝারা

তোমার সাথে এখনও ঝুম বৃষ্টিতে ভিজা বাকি প্রিয়!
14/06/2023

তোমার সাথে এখনও ঝুম বৃষ্টিতে ভিজা বাকি প্রিয়!

Shout out to my newest followers! Excited to have you onboard!Shuvo Hassin, Md Rana Khan, Akaram Rovel, MD Riyazur
14/06/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

Shuvo Hassin, Md Rana Khan, Akaram Rovel, MD Riyazur

08/06/2023

তুমি হতে পারো ভীষণ আগুন
রাক্ষুসে দিন, ক্লান্ত পুকুর, অযুত দহন।

অথচ ক্লান্ত চাতক
ঠায় বসে রয়
যদি মেঘ হয়
চলে আসে চুপি
বৃষ্টি অথবা তোমার অতল চোখ।

Zannatul Ferdous Zara

08/06/2023

বিষয় ( সোশ্যাল মিডিয়া) পর্ব ১
ইংরেজী শব্দের বাংলা অর্থ ও ব্যাখা সহ শব্দার্থ।

Social Media (সোশ্যাল মিডিয়া): এটি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্ম এবং ওয়েবসাইট যেখানে মানুষরা তথ্য, আপডেট, পরামর্শ, মতামত, ছবি, ভিডিও ইত্যাদি আপলোড করে এবং এই সামগ্রীগুলো শেয়ার করে। এটি মানুষের মধ্যে আরও সংযোগ তৈরি করে এবং আন্তর্জাতিক মানুষের সাথে যুক্ত করে।

Centered (কেন্দ্রকৃত): এটি বোঝায় যে কোনো বিষয় বা কার্যকে মূল কেন্দ্রে রাখা হয়েছে এবং সমস্ত কাজকে সেই কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দেয়া হয়।

Individual (ব্যক্তি): এটি ব্যক্তিগত বা একজন মানুষকে বোধকরে।

Connection (সংযোগ): এটি মানুষের মধ্যে তাদের মধ্যস্থকারী সম্পর্ক বৃদ্ধি করে।

Medium (মাধ্যম): এটি একটি বিশেষ সাধন বা মাধ্যম বোধকরে যা সম্পর্কিত বিষয়ে কাজ করে।

Communication (যোগাযোগ): এটি মানুষের মধ্যে তথ্য বিনিময়ের প্রক্রিয়া বোধকরে, যা ভাষা, লেখা, শব্দ, ছবি, ভিডিও ইত্যাদির মাধ্যমে সংঘটিত হয়।

Presence (উপস্থিতি): এটি কোনো ব্যক্তির বা বস্তুর উপস্থিতি বোধকরে এবং সেই ব্যক্তি বা বস্তুর সাথে অনুপ্রাণিত হয়।

Presentation (উপস্থাপনা): এটি কোনো বিষয় বা আইডিয়ার উপস্থাপনা বা প্রদর্শন বোধকরে, যা প্র

Information (তথ্য): এটি তথ্য বোধকরে, যা উপাত্ত, বিশ্লেষণ, অবগতি ইত্যাদির মাধ্যমে প্রাপ্ত হয়।

Updates (আপডেট): এটি নতুন তথ্য বা তথ্যের সর্বশেষ সংস্করণ বোধকরে, যা সময়সীমা অনুযায়ী প্রতিষ্ঠান, ব্র্যান্ড, ব্যক্তি ইত্যাদি থেকে প্রাপ্ত হয়।

Advice (পরামর্শ): এটি কোনো বিষয়ে নির্দেশ, পরামর্শ বা মতামত বোধকরে, যা অভিজ্ঞতা, জ্ঞান বা ব্যক্তিগত পথনির্দেশ উপর ভিত্তি করে প্রদান করা হয়।

Opinion (মতামত): এটি কোনো বিষয়ে ব্যক্তিগত মন্যতা, ধারণা বা পক্ষপাত বোধকরে, যা ব্যক্তির ব্যাক্তিগত মতামত বা সমাজের অভিব্যক্তির ফলাফল হতে পারে।

Image (ছবি): এটি কোনো দৃশ্য বা চিত্র বোধকরে, যা প্রায়শই ভুলত্রুটি বা অভিমান সহ মাধ্যমে সংরক্ষিত হয

Content (সামগ্রী): এটি বিভিন্ন রকমের তথ্য, বিষয়বস্তু, আর্টিকেল, ভিডিও, পোস্ট ইত্যাদি বোধকরে, যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।

Engagement (সংযোগ): এটি বোধকরে যে সম্পর্কের মাধ্যমে ব্যক্তিরা পোস্টে মতামত করে, পোষ্টের সাথে লাইক করে, শেয়ার করে বা অন্য রকমে সংযোগ করে।

Influence (প্রভাব): এটি কোনো ব্যক্তির বা সম্প্রদায়ের উপর প্রভাব বোধকরে, যা তাদের মতামত, আদর্শ, ভাবনা বা ক্রিয়ার মাধ্যমে প্রকাশিত হয়।

Interaction (পরিপ্রেক্ষিত): এটি বোধকরে ব্যক্তিরা সামাজিক মাধ্যমে এক অপরের সাথে যোগাযোগ করে, মতামত করে, আলোচনা করে বা কার্যক্রমে অংশ নেয়।

Sharing (শেয়ার): এটি কোনো তথ্য, ছবি, ভিডিও, অভিযান ইত্যাদির পরিবর্তে অন্যদের সাথে ভাগ করার প্রক্রিয়া বোধকরে।

Networking (নেটওয়ার্ক): এটি বিভিন্ন ব্যক্তির মধ্যে সংযোগ স্থাপনের পদ্ধতি বা প্রক্রিয়া বোধকরে, যা সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে সাধারণত সম্পাদন হয়।

Viral (ভাইরাল): এটি বোধকরে যে কোনো বিষয় বা পোস্ট যা সর্বত্রে দ্রুততার সাথে প্রচারিত হয় এবং সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

Privacy (গোপনীয়তা): এটি ব্যক্তির ব্যক্তিগত তথ্য এবং তথ্য সৃষ্টির গোপনীয়তা বোধকরে, যা অনধিকারে প্রকাশ করা হতে পারে না।

Influence (প্রভাব): এটি কোনো ব্যক্তির বা সম্প্রদায়ের উপর প্রভাব বোধকরে, যা তাদের মতামত, আদর্শ, ভাবনা বা ক্রিয়ার মাধ্যমে প্রকাশিত হয়।

Trend (প্রবণতা): এটি নির্দিষ্ট সময়ের মধ্যে জনপ্রিয় বা প্রচলিত বিষয়, আচরণ, বা ধারণা বোধকরে, যা সমাজের মাধ্যম

Follower (অনুযায়ী): এটি কোনো ব্যক্তির পরিবার, পৃষ্ঠা, ব্লগ, ব্যবসায়িক প্রোফাইল ইত্যাদি অনুসরণকারী ব্যক্তি বোধকরে।

Hashtag (হ্যাশট্যাগ): এটি একটি ট্রেন্ডি শব্দ বা ছক বোধকরে, যা সামাজিক মাধ্যমে পোস্টের একটি অংশ হিসাবে ব্যবহৃত হয় এবং অন্যান্য পোস্টের সাথে সংযুক্ত হয়।

Notification (বিজ্ঞপ্তি): এটি ব্যবহারকারীকে যে কোনো নতুন তথ্য, মেসেজ, মন্তব্য ইত্যাদির বিষয়ে জানানোর জন্য একটি সংকেত বা সূচনা বোধকরে।

Filter (ফিল্টার): এটি কোনো সামগ্রীর উপর প্রযোজ্য নিয়ম বা নির্দেশিকা বোধকরে, যার মাধ্যমে সামগ্রী সংশোধন করা, সন্তুষ্টিকরণ করা বা প্রকাশিত করা হয়।

Comment (মন্তব্য): এটি কোনো পোস্টের সাথে সংযুক্ত করা মতামত বা পরামর্শ বোধকরে, যা ব্যক্তিরা সাধ

Post - পোস্ট: সামগ্রিকভাবে কোনো তথ্য বা প্রবন্ধ সাঝা করা হলে সেটিকে পোস্ট বলা হয়।

Like - পছন্দ/লাইক: কোনো পোস্ট বা পোস্টের অংশের সাথে যখন কেউ সম্মতি প্রকাশ করে তখন তা লাইক হিসাবে চিহ্নিত হয়।

Share - শেয়ার: কোনো পোস্ট বা তথ্য যখন কেউ নিজের সাথে অন্যদের সাঝা করে তখন সেটিকে শেয়ার বলা হয়।

Comment - মন্তব্য/মন্তব্য করা: কোনো পোস্ট বা বার্তা সামগ্রিকভাবে পাশাপাশি মন্তব্য করা।

Tag - ট্যাগ/ট্যাগ করা: কোনো ব্যক্তির নাম মন্তব্য বা পোস্টের সাথে সংযুক্ত করা, যাতে তিনি ঐ পোস্ট বা মন্তব্যের সম্পর্কে অবগত হতে পারেন।

Profile - প্রোফাইল: ব্যবহারকারীর সম্পর্কে তথ্য যেমন ছবি, বিবরণ ইত্যাদি যা সোশ্যাল মিডিয়া প্রফাইলে দেখা যায়।

Timeline - সময়রেখা: একটি ব্যবহারকারীর সকল পোস্ট বা কার্যকলাপ যেমন পোস্ট, লাইক, মন্তব্য ইত্যাদি যখন ও কিভাবে ঘটেছে সেগুলি প্রদর্শন করে।

Hashtag - হ্যাশট্যাগ: একটি শব্দ বা পদের আগে যুক্ত হ্যাশ ( #) চিহ্ন দিয়ে সামগ্রিকভাবে তার সাথে যুক্ত সামগ্রী সংগ্রহ করার একটি পদ্ধতি।

Trending - ট্রেন্ডিং: সামগ্রিকভাবে জনপ্রিয় বা চর্চিত কোনো বিষয় বা টপিক যা সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত এবং প্রচলিত হচ্ছে।

Notification - বিজ্ঞপ্তি: যখন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নতুন মেসেজ, লাইক, ফল

Followers - অনুসরণকারী/ফলোয়ার: একটি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা পৃষ্ঠার অনুসরণকারী ব্যক্তিগণ যারা ঐ ব্যবহারকারীর আপডেট পেতে অনুসরণ করেন।

Trend - প্রবৃদ্ধি/প্রচলন: সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় বা টপিক যা বর্তমানে প্রচলিত এবং জনপ্রিয় হচ্ছে তাকে বলা হয় ট্রেন্ড।

DM (Direct Message) - ব্যক্তিগত বার্তা/ডিরেক্ট মেসেজ: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো ব্যবহারকারীকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠানোর জন্য ব্যবহৃত হয়।

Emoji - ইমোজি: চিহ্নিত চিত্র বা প্রতীক যা ভাব, মনের অবস্থা বা সম্পর্কিত ইমোশন প্রকাশ করতে ব্যবহৃত হয় সোশ্যাল মিডিয়ায়।

Viral - ভাইরাল: একটি পোস্ট, ভিডিও, মেম, অথবা অন্য কোনো সামগ্রী যা অত্যন্ত দ্রুত এবং ব্যাপকভাবে সামগ্রিকভাবে ছড়িয়ে পরে।

Influencer - ইনফ্লুয়েন্সার: একজন ব্যক্তি যা সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠিত ফলোয়ার আছে এবং তারা তাদের অনুসরণকারীদের বোধগম্য অথবা প্রভাবিত করতে পারে।

Hashtag - হ্যাশট্যাগ: একটি শব্দ বা পদের আগে যুক্ত হ্যাশ ( #) চিহ্ন দিয়ে সামগ্রিকভাবে তার সাথে যুক্ত সামগ্রী সংগ্রহ করার একটি পদ্ধতি।

Algorithm - এলগরিদম: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো বিষয়ের প্রদর্শন বা দেখানোর জন্য ব্যবহৃত কম্পিউটার প্রোগ্রামের নির্দিষ্ট নিয়মাবলী।

Engagement - সংযোগ/অংশগ্রহণ: সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা পোস্ট, মন্তব্য, লাইক, শেয়ার ইত্যাদির মাধ্যমে কমিউনিটির সাথে সংযোগ এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করার প্রক্রিয়া।

Unfollow - অনুসরণ বাতিল করা: কোনো ব্যবহারকারীর অনুসরণ বাতিল করে ঐ ব্যবহারকারীর আপডেট পেতে বন্ধ হতে হয়।

Explore - অন্বেষণ: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নতুন এবং প্রচলিত সামগ্রীগুলি খুঁজে বের করার জন্য ব্যবহৃত বিশেষ অংশ।

Block - অবরোধ করা: কোনো ব্যবহারকারীকে সোশ্যাল মিডিয়ায় বিলম্ব করার জন্য তাকে ব্লক করা হয়, যাতে তারা আপনার পোস্ট, মন্তব্য, বা আপডেট দেখতে পারে না।

Story - গল্প/স্টোরি: একটি সংক্ষিপ্ত সময়সীমিত পোস্ট যা সোশ্যাল মিডিয়ায় কাহিনী বা ঘটনা দর্শানোর জন্য ব্যবহৃত হয়, যা 24 ঘন্টা বা সম্পূর্ণ সময়ের জন্য দেখানো হয়।

Livestream - লাইভ প্রসারণ: সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠিত সাথেসাথে ঘটার প্রতিবেশিত ঘটনাগুলি পরিস্থিতির সাথে প্রচারিত করার জন

Like - পছন্দ/লাইক: সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট বা মন্তব্যে পছন্দের প্রতীক দেওয়া হয়।

Comment - মন্তব্য/কমেন্ট: সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টে মন্তব্য করা যায়, এটি অভিযোগ, প্রশ্ন, মতামত ইত্যাদি হতে পারে।

Tag - ট্যাগ: কোনো ব্যক্তি বা পোস্টের সাথে সম্পর্কিত ব্যক্তির নাম অথবা ট্যাগ করে তাদের সম্পর্কিত সামগ্রী পরিস্থান করা হয়।

Follow - অনুসরণ করা: কোনো ব্যবহারকারীর পোস্ট, আপডেট, অথবা কার্যকলাপে সচরাচর আপডেট পেতে অনুসরণ করা হয়।

Caption - ক্যাপশন: একটি পোস্ট বা ছবির সাথে যুক্ত লিখিত বিবরণ, মন্তব্য বা ব্যাখ্যা।
Viral - ভাইরাল: সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট, ভিডিও

09/09/2022

প্রায়ই দেখি অভির(স্টুডেন্ট,ক্লাস-২) খাতার পৃষ্ঠা ছিঁ'ড়া কিংবা অর্ধেক।গতকাল তাকে জিজ্ঞেস করলাম,"কিরে তুই খাতার পৃষ্ঠা গুলো সবসময় এভাবে ছিঁ'ড়ে কি করছ? "সে মুচকি মুচকি হাসে।এমন সময় আমার আরেক স্টুডেন্ট বলল,"ম্যাডাম,আপনি ওরে যে ছবিগুলো ড্রয়িং করে দেন,সেগুলো অভি স্কুলে ১০ টাকা করে বিক্রি করে দেয়।রং ছাড়া ছবি ১০ টাকা আর রং করা ছবি ৩০ টাকা।"
আমি তো পুরাই হা হয়ে গেলাম শুনে!'🤧

09/09/2022

সাজেক গেছেন? সেন্টমার্টিন? নীলগিরি? নাফাখুম? বিছানাকান্দি? আচ্ছা ঠিক আছে কক্সবাজার গেছেন তো অন্তত?

সেখানেও না গিয়ে থাকলে Congratulations!
আপনাকে 'ঘরে' বসে থাকার 'অ‍্যাওয়ার্ড' দেওয়া উচিৎ!😌

পুরুষের প্রেম নারীকে কাঁদায়, আর নারীর প্রেম পুরুষকে উন্নত করে।🌸
09/09/2022

পুরুষের প্রেম নারীকে কাঁদায়, আর নারীর প্রেম পুরুষকে উন্নত করে।🌸

একজন পুরুষ কে জিজ্ঞেস করা হলো যে আপনার জীবনের সবথেকে গুরুত্তপূর্ণ মহিলা কে?- সে হালকা হেসে বললো, আমার স্ত্রী!- অপরজন একট...
09/09/2022

একজন পুরুষ কে জিজ্ঞেস করা হলো যে আপনার জীবনের সবথেকে গুরুত্তপূর্ণ মহিলা কে?

- সে হালকা হেসে বললো, আমার স্ত্রী!

- অপরজন একটু আশ্চর্য হয়ে বললেন, বাকিরা তো সবাই মা বলছে।

- এবার সেই পুরুষটি বললেন, হ্যাঁ অনেকেই বলতে পারে মা তবে আমার মতে সে তো আমার মা! সে আমাকে জন্ম দিয়েছেন,তিনি তো আমাকে ভালোবাসবেন! তার সাথে তো আমার রক্তের সম্পর্ক,তার পেট থেকেই আমার জন্ম! তবে আমার স্ত্রী, তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না! তাও সে আমাকে ভালোবেসে, আমার পাশে দাঁড়িয়েছে! আমার জীবনে সব সময় আমাকে শক্তি দিয়ে এগোতে সাহায্য করেছে! নিজের বিলাসবহুল জীবন ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে আমার সাথে সেই অভাবের জীবনেও আসতে রাজি হয়েছে সে শুধু আমার ভালোবাসার কথা ভেবে! তাই সেই আমার জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মহিলা! ❤️

Written by Zannatul Ferdous Zara

বাসায় একের পর এক ভালো ভালো সম্বন্ধ ফিরিয়ে দিয়ে আমি বেকার আপনার হাতে হাত রেখে বলেছিলাম। আপনি প্রতিষ্ঠিত হতে যদি আরও এক যু...
15/07/2022

বাসায় একের পর এক ভালো ভালো সম্বন্ধ ফিরিয়ে দিয়ে আমি বেকার আপনার হাতে হাত রেখে বলেছিলাম। আপনি প্রতিষ্ঠিত হতে যদি আরও এক যুগ সময় লাগে আমি অপেক্ষা করবো। তবুও অন্য কারো সাথে ঘর বাঁধবো না। অথচ আপনি প্রতিষ্ঠিত হওয়ার পর সংকোচ ছাড়াই বলে দিলেন। আমাকে আপনার বাসায় মেনে নিবে না। অতঃপর আমার স্থান হলো ব্লকলিস্টে।।

আপনাকে ভুলে থাকতে পারতাম না। যাকে সবটা দিয়ে ভালোবাসতাম তাকে কীভাবে ভুলে যাই বলুন..? তাইতো ফেইক আইডি দিয়ে আপনার খোঁজ রাখতাম। একদিন আপনার একটা পোস্ট দেখে আমার স্পন্দন যেন থেমে যায়। আপনি ব্যঙ্গ করে লিখলেন -- সম্পর্ক থাকা কালীন প্রাক্তনের প্রতিদিন বিয়ের জন্য লোক আসতো। আজ সাত বছর হয়ে গেলো এখনো প্রাক্তনের বিয়েই হলো না।

জানেন প্রিয়!
বিচ্ছেদে যতটা না ব্যথিত হয়েছি তার থেকেও বেশি আপনার এই কথায় আহত হয়েছি।

- সবাইকে না না বলতে বলতে কাউকে আর হ্যা বলা হয়ে উঠেনি। আপনার প্রস্থানে দেহের সাথে সাথে ভেতরের রঙটাও ফ্যাকাসে হয়ে গিয়েছে! তাইতো আর কারো নীড়ে বসা হয়নি। একলা একাই কাটিয়ে দিয়েছি বিষাদে ঘেরা সময়গুলো।💔

Written by Zannatul Ferdous Zara

13/07/2022

আমার প্রথম প্রেমিক বলেছিল, আমায় একদিন না দেখলে সে অন্ধ হয়ে যাবে।
আমাদের দেখা হয় না বছর কয়েক। না সে অন্ধ হয়নি বরং তার চোখ দিয়েই রোজ নতুন মেয়েটিকে ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে।

দ্বিতীয়বার যে আমার জীবনে এসেছিল সে বলেছিল, আমায় ছাড়া বাঁচবে না।
কোনোরকম লাইফ সাপোর্ট ছাড়াই পাঁচ বছরের বৈবাহিক জীবনে সে দিব্যি বেঁচে আছে।

যার হাত ধরে সংসারে পদার্পণ করলাম সে বলেছিল, আমি তার অর্ধাঙ্গিনী।
ডিভোর্সের দু'বছর পরেও সে বহাল তাবিয়্যাতে আছে।

সংসারের কাজকর্ম ও লেখাপড়ায় ভালো হওয়ার জন্য বাবা বলেছিল, তুই আমার ঘরের লক্ষ্মী।
আজ তার কাছেই আমি সংসারের বাড়তি বোঝা।

একটা সময় আমার আচরণে মা গর্ব করে বলেছিল, আমার মেয়ে অন্যায়ের সাথে আপোষ করতে শেখেনি।
আজ সেই মা-ই কথায় কথায় দোষারোপ করে, আমি কেন মানিয়ে নিলাম না।

নিজে সাধারণভাবে চলে যে ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়ালাম তখন সে বলেছিল, আমার অবদান সে কখনো অস্বীকার করতে পারবে না।
আজ সে আমার জন্য বন্ধুদের সামনে মুখ তুলে দাঁড়াতে পারে না।

ছেলের টিউশনের টাকা জোগাড় করতে না পারা কাকীমাকে বলেছিলাম কোনো টাকা লাগবে না, আমি পড়াবো; তখন কাকীমা হাতজোড় করে বলেছিল, তোমার মত ভালো মানুষ হয় না।
আজ সেই কাকীমাই পড়শিদের কানে কানে বলে বেড়ায়, ডিভোর্সি মেয়ে।

যেই বন্ধুটাকে পরীক্ষার আগে হ্যান্ডনোট দিতাম সে বলেছিল, চাকরি হলে সবার আগে আমায় জানাবে।
একের পর এক পদন্নোতি পেয়ে এখন সে মস্তবড় অফিসার, রাস্তাঘাটে আমায় চিনতেই পারে না।

আমার যে বান্ধবী বলেছিল আমি না উপস্থিতি থাকলে বিয়ের পিঁড়িতে বসবে না।
তার দ্বিতীয় সন্তান হবার খবরটাও শুনতে হয়েছে অন্যের মুখে।

আসলে মানুষ যখন কথা দেয় তখন সেই সময়ের কথা ভেবে কথা দেয়। আর এতে সেই সময়টা অনেক মধুর হয়তো হয়, কিন্তু জীবন সুন্দর হয় না। সময় বদলালে প্রতিশ্রুতিও বদলে যায়।
স্বার্থ অনুযায়ী আমরা সবাই সম্পর্ককে উল্টেপাল্টে সুবিধামত করে নিই। আসলে কারও জন্য কোনকিছু পড়ে থাকে না। মানুষ কোনো না কোনভাবে বাঁচতে শিখেই যায়, শিখে নিতে হয়।

-written by Zannatul Ferdous Zara

12/07/2022

অনুকরণ করার চেস্টা!

12/07/2022

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zannatul Ferdous Zara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share