10/08/2024
সততা শিখতে চাইলে চলুন ছাত্রদের থেকেই শিখি!
রোদের মাঝে রাস্তায় ট্রাফিকিং এর দায়িত্বে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বিরিয়ানি আর পানির বোতল দিতে গিয়ে শুনলাম “ভাইয়া আমি বিস্কিট আর পানি খেয়েছি একটু আগে, যারা খায়নি আপনি তাদের কে দিন”।।
সারা দেশ যেখানে ছাত্রদের কাজে মুগ্ধ, সেখানে কেউ কেউ খেয়াল করলাম ছাত্রদের এই ট্রাফিকিং নিয়ে বিরক্তি প্রকাশ করছেন ।আবার কোথাও কোথাও ছাত্রদের সাথে দুর্ব্যবহার করার মতো স্পর্ধা দেখিয়েছে।
দেখুন এই ছেলেমেয়েরা বয়সে অনেক ছোট হলেও ওরা আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচিউরিটির পরিচয় দিচ্ছে । যে কাজটা আমি আপনি সো কল্ড সুশীল রা করতে সাহস পাইনি ওরা সেটা করে দেখিয়েছে। যেভাবে ওরা রাস্তায় জীবন দিয়েছে ঠিক একই ভাবে এই রাস্তার ট্রাফিকিং এর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এমনকি পুরো দেশটাকে ওরা রঙিন করার চেষ্টা করে চলেছে।
ওরা যেটা করছে সেটা সম্পূর্ণ দেশ প্রেম এর জায়গা থেকে আর আমরা শুধু মুখে বলি কিন্তু কাজের বেলায় আটআনাতেও নাই।
মাঝে মাঝে আফসোস থেকে মনে হয় আমরা ১৬ বছর বোবার মত সহ্য করলাম আর এখন ১৬ দিনেই কেমন হাঁপিয়ে উঠছি!!