Moni's Odyssey

  • Home
  • Moni's Odyssey

Moni's Odyssey Hello Dear
Welcome to My Page. Join Moni and her crew on this immersive journey.

10/08/2024

সততা শিখতে চাইলে চলুন ছাত্রদের থেকেই শিখি!

রোদের মাঝে রাস্তায় ট্রাফিকিং এর দায়িত্বে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বিরিয়ানি আর পানির বোতল দিতে গিয়ে শুনলাম “ভাইয়া আমি বিস্কিট আর পানি খেয়েছি একটু আগে, যারা খায়নি আপনি তাদের কে দিন”।।

সারা দেশ যেখানে ছাত্রদের কাজে মুগ্ধ, সেখানে কেউ কেউ খেয়াল করলাম ছাত্রদের এই ট্রাফিকিং নিয়ে বিরক্তি প্রকাশ করছেন ।আবার কোথাও কোথাও ছাত্রদের সাথে দুর্ব্যবহার করার মতো স্পর্ধা দেখিয়েছে।

দেখুন এই ছেলেমেয়েরা বয়সে অনেক ছোট হলেও ওরা আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচিউরিটির পরিচয় দিচ্ছে । যে কাজটা আমি আপনি সো কল্ড সুশীল রা করতে সাহস পাইনি ওরা সেটা করে দেখিয়েছে। যেভাবে ওরা রাস্তায় জীবন দিয়েছে ঠিক একই ভাবে এই রাস্তার ট্রাফিকিং এর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এমনকি পুরো দেশটাকে ওরা রঙিন করার চেষ্টা করে চলেছে।

ওরা যেটা করছে সেটা সম্পূর্ণ দেশ প্রেম এর জায়গা থেকে আর আমরা শুধু মুখে বলি কিন্তু কাজের বেলায় আটআনাতেও নাই।

মাঝে মাঝে আফসোস থেকে মনে হয় আমরা ১৬ বছর বোবার মত সহ্য করলাম আর এখন ১৬ দিনেই কেমন হাঁপিয়ে উঠছি!!

10/08/2024

"বেগম রোকেয়া নারীদের মুক্ত করছে, আর রংপুর পুরো বাংলাদেশকে মুক্ত করছে"

- ড. মুহম্মদ ইউনূস

02/08/2024

সিলেটে ২ জন ভাই
শহীদ হয়েছে।

02/08/2024

যে দেশে শিক্ষককে রি'মা'ন্ডে রাখা হয় সে দেশে "শিক্ষাই জাতির মে'রুদ'ণ্ড" কিভাবে হয়?

16/07/2024

আজ থেকে রংপুর পার্কের মোড়ের নাম
‘শহীদ আবু সাঈদ চত্বর’

- সাধারণ শিক্ষার্থী

চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার 😭😭😭
16/07/2024

চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার 😭😭😭

16/07/2024

১৯৭১ সালে যুদ্ধের পর ২০২৪ সাল😭

বেশ্যা একটি গালি,দেখেন মিলে কি না??"অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত এরাই হলো ...
09/07/2024

বেশ্যা একটি গালি,
দেখেন মিলে কি না??

"অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত এরাই হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেশ্যা।"

কিন্তু বেশ্যা চরিত্রটা কি খুব খারাপ ?

✍️অর্থের বিনিময়ে যে নারী দেহ বেচে সে বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে চাকুরিতে নিয়োগ দেয় সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে আসামীকে জামিন দেয় সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে নমিনেশন বেচে সেও বেশ্যা।

😥তবে যার বেচার মত অবশিষ্ট আর কিছু থাকেনা
সেই নারী শুধু দেহ বেচে।
👉কার কাছে বেচে তার নাম কি???

কবি লিখেছেন:----------
😇বেশ্যা"😇

সাধুর নগরে বেশ্যা মরেছে
পাপের হয়েছে শেষ,
বেশ্যার লাশ হবে না দাফন
এইটা সাধুর দেশ।
জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোস?
দাফন কাফন হবে না এখন
সবে করে ফোস ফোস।
বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী,
দিনের বেলায় ভুরু কোচ কাও?
মরিলে দেওনা পানি!
সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা,
মুখোশ তোদের খুলবে অচিরে
আসবে তোদের বেলা।
রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে,
দিনের আলোতে চিন না তাহারে?
তাকাও নাকো লাজে!
চিনি চিনি ভাই সব সাধুরই হরেক রকম সাজ,
সুযোগ পেলেই দরবেশী ছেরে দেখাও উদ্দাম নাচ!
নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে?
ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে?
গরীবের বৌ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি,
সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি।
স্বামী যখন মরলো ভাবির দুধের শিশু কোলে,
ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে,
দিনের মত দিন চলে যায়, হয় না তাতে দোষ
মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ।
মোল্লা সাহেব নায়েবে রাসুল ফতোয়া ঝারিশা কয়,
পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়।
শুধাই আমি ওরে মোল্লা জানাযায় যত দোষ,
বেশ্যার দান নিয়াছো ঝোলিয়ে তুমি বেটা নির্দোষ?
বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী,
তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছো খোদার খাসি।
আল্লাহর ঘর মসজিদে ও আছে বেশ্যার দান -কলেমা পড়েছে সে ওতো তবে নামেতে মোসলমান!
বেশ্যা নারী ব্যবসায় নারী পুরুষরা পুরুষরা সব সৎ?
জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ!
আর কতকাল থাকবি অমন মুখোশ ধারীর দল,
আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল।
সত্যর আলো জলবে যখন চিনবে তোদের সবে,
লেবাশ

19/06/2024
"বিয়ের ২ বছর পরে মেয়ের বাড়িতে গেলাম ঘুরতে' গিয়ে দেখি মেয়ে আমার ভিষন ব‍্যস্ত।'এটা কাজে নয়তো ওটা কাজে লেগেই আছে।'জিঙ্গেস ক...
19/06/2024

"বিয়ের ২ বছর পরে মেয়ের বাড়িতে গেলাম ঘুরতে' গিয়ে দেখি মেয়ে আমার ভিষন ব‍্যস্ত।

'এটা কাজে নয়তো ওটা কাজে লেগেই আছে।

'জিঙ্গেস করলাম "কিরে মা তুই দেখি সব কাজ করিস। তোকে কেউ সাহায্য করেনা।

'আরে বাবা এইটুকু কাজে আবার কে সাহায্য করবে।

'ওহ।

'বাবা তুমি একটু অপেক্ষা করো "খাবার নিয়ে আসতেছি আমি।

'আরে পা*গলি খাবো একটু দেরি করে। কিন্তু তার আগে আমার কিছু কথা শোন।

'বলো বা।

'এই দেখ তোর পছন্দের নুপুর, লিপিস্টিক,হাতের চুরি,আলতা,মেকাপ বক্স এবং মেহেদি নিয়ে এসেছি।

'আরে এই গুলা আনতে গিয়েছো কেনো। এই সব পড়ার টাইম আছে বলো।

'তোর তো অনেক পছন্দের সব।

'হ‍্যাঁ কিন্তু সময় তো নেই বাবা। তুমি যখন নিয়ে আসছো রেখে দাও যেইদিন সময় পাবো অবশ্যই পরবো।

'আচ্ছা।

'বাবা তুমি বিশ্রাম করো আমার অনেক কাজ এখনো বাকি আছে। কিছু দরকার হলে বলিও।

'মেয়েটি যাওয়ার পরে বাবা ভাবতে থাকে "যেই মেয়েটা নিজের হাতে ভাই খাইতোনা, হাতের মেহেদী উঠার আগেই হাতে দিতো, পায়ের নুপুর খোলার কথা বললেই রেগে যেতো, নোখে নেলপলিশ কিনে না দিলে অভিমান করে থাকতো। আজ বিয়ের পরে স্বামীর ঘড়ে এসে সব ভুলে গিয়ে সারাক্ষন কাজ নিয়েই ব‍্যস্ত থাকে।
নিজের যত্ন ভুলে গিয়ে অন‍্যের যত্ন নিয়ে পড়ে থাকে।

'হয়তো এমনি মেয়েদের জীবন। বাবার বাড়িতে সে রাজরাণী কিন্তু স্বামীর বাড়িতে সে কাজের বু-য়া'? তাকে ছারা কোন কাজেই সম্পুর্ণ হয়না।

নারী তুমি মহান।

অনুগল্প: #সেই_বাবার_মেয়েটি
কাহিনী ও লেখনীতে: মি_হাসিব
#বাবার_মেয়ে
ীবন_পাঠ

প্রিয় সুনামগঞ্জ 🥰
01/05/2024

প্রিয় সুনামগঞ্জ 🥰

01/05/2024

আগে দুটি বিয়ে করেছেন। জানা গেছে, বাপ-মায়ের পছন্দে শাকিব খান আবার বিয়ে করবেন। পছন্দ ডাক্তার পাত্রী।

প্রিয় নায়কের এই সিদ্ধান্ত আমার বেশ পছন্দ হয়েছে। তবে, একজন ডাইহার্ড ফ্যান হিসেবে আমি ওনাকে একটা পরামর্শ দিতে চাই।

শুধু ডাক্তার পাত্রী না। ওনার উচিত হবে প্রত্যেকটা পেশা ধরে একটা করে বিয়ে করা।

তৃতীয় বিয়ে শেষে উনি দ্রুতই একটা ইঞ্জিনিয়ার পাত্রী বিয়ে করে ফেলতে পারেন। ধারাবাহিকভাবে আইনজীবী পাত্রী, টিচার পাত্রী, বিসিএস ক্যাডার পাত্রী, কর্পোরেট পাত্রী ধরে আগাতে হবে।

পেশাভিত্তিক বিবাহ অভিযান শেষে উনি মাঠে নামতে পারেন বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিবাহ অভিযানে। এই দফায় ঢাবির পাত্রী, জাবির পাত্রী, বুয়েটিয়ান পাত্রী, চবির পাত্রী ধরে সামনে এগিয়ে যেতে হবে।

এরপর উনি মনোযোগ দিতে পারেন জেলাভিত্তিল বিবাহ অভিযানে। রাজশাহী, খুলনা, নোয়াখালী, কুমিল্লা—দেশের প্রতিটা জেলায় একটা করে বউ থাকবে সুপার স্টার শাকিব খানের।

ইতোমধ্যে দুটি ধর্মের পাত্রী বিয়ে করেছেন শাকিব। এবার বাকি সবগুলো ধর্ম কাভার করে ফেলতে হবে। একজন বৌদ্ধ পাত্রী ও একজন ক্রিশ্চিয়ান পাত্রী বিয়ের পাশাপাশি একটা নাস্তিক পাত্রীকেও বিয়ে করতে পারেন।

এরপরই আমরা শাকিব খানকে নিয়ে আন্তর্জাতিক বাজারে চলে যাবো। অস্ট্রেলিয়া, আমেরিকা, নর্থ কোরিয়া থেকে হুনুলুলু, উগান্ডা—বিশ্বের প্রতিটি দেশের একটি করে পাত্রী বিয়ে করবেন তিনি।

এরপরের অভিযান মহাকাশে। মঙ্গল গ্রহের পাত্রী, বৃহস্পতিগ্রহের পাত্রী ধরে এগিয়ে মিল্কিওয়ে শেষ করতে হবে। এরপর সুপার স্টার পাত্র নিয়ে পাত্রীর খোঁজে আমরা এগিয়ে যাবো এন্ড্রোমিডা গ্যালাক্সির দিকে।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moni's Odyssey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share