27/12/2024
৩৬ বছরের শান্তনা। স্বপ্ন ছিল স্বামী-সন্তান নিয়ে একটা সুখের সংসার হবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। স্বামীর অকাল মৃত্যুতে শান্তনার সব আশা ভরসা জেন এক নিমিষেই মাটির সাথে মিশে যায়। স্বামীর মৃত্যুর পর আর বিয়েও করেননি। দু কূলে তেমন কেউ নেইও। একটা মাদ্রাসায় চাকরি করে কোন রকম সংসার চালাতো কিন্তু ওই যে বললাম ভাগ্যের নির্মম পরিহাস এর কথা। ভাগ্য হয়তো চায়নি তার জীবনে সুখ আসুক। ধরা পরে ব্রেস্ট ক্যান্সার। ২ টা কেমো দেওয়া হয়েছে। এর পর আরো কেমো দিয়ে সার্জারী করাতে হবে। হয়তো ডাক্তারদের এটাই একটা শেষ চেষ্টা। তবে ওই যে বললাম একা মানুষ,পেটের দায়ে চাকরি করে। আসুন একটা অসহায় মানুষের পাশে দাঁড়াই।স্রষ্টা কয়জনকেই বা সূযোগ দেয় যাতে তারা স্রষ্টার সৃষ্টির পাশে দাঁড়াতে পারে।
সাহায্য পাঠাতে পারেন আপনিও
বিকাশ: 01616660327
নগদ: 01616660327