ইসলামীক আলোচনা

  • Home
  • ইসলামীক আলোচনা

ইসলামীক আলোচনা অবশ্যই তুমি পাবে যা তোমার
থেকে চলে গেছে,তার থেকে উওম।

(সুরা আনফাল :৭০)🖤🌺

05/12/2023

‎আয়াতুল কুরসী اللّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيم উচ্চারণ: আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যুমু লা তা খুজুহু সিনাত্যু ওয়ালা ...

03/12/2023

১. “সুবহানআল্লাহ”(سبحان الله⁦)/ (3বার)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)/ (3বার)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)/(3বার)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)/(3বার)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)/ (3বার)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)/(3বার)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)/ (3বার)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)/(3বার)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)/(3বার)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)/(3বার)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)/(3বার)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)/(3বার)

পড়া শেষে আলহামদুলিল্লাহ♥️

27/11/2023
24/11/2023

২মিনিট সময় নিয়ে পড়েন সওয়াব পাবেন কত সময় ত নস্ট করতেছেন

১. “সুবহানাল্লাহ”(سبحان الله⁦)/ (3বার)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)/ (3বার)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)/(3বার)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)/(3বার)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)/ (3বার)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)/(3বার)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)/ (3বার)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)/(3বার)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)/(3বার)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)/(3বার)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)/(3বার)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)/(3বার)

পড়া শেষে আলহামদুলিল্লাহ 🌺🌺

07/11/2023

☺️✍️

نواسخِ جملہ

نواسخ جمع ہے، اس کا مفرد ناسخ ہے، جو نسخ سے نکلا ہے۔ نسخ کا لغوی معنی زائل کرنا اور اثر مٹا دینا ہے، اصطلاح میں نواسخ جملہ سے مراد وہ افعال اور حروف ہیں، جو جملہ اسمیہ پر داخل ہو کر اس کے پہلے حکم کو ختم کر دیں ۔ کیونکہ مبتدا اور خبر دونوں مرفوع ہوتے ہیں اور بعض اوقات ان سے پہلے کچھ ایسے افعال اور حروف آتے ہیں ، جومبتدا کو رفع اور خبر کو نصب اور بعض مبتدا کو نصب اور خبر کو رفع اور بعض دونوں کو نصب دیتے ہیں انہیں نواسخ جملہ کہتے ہیں۔ اور یہ تعداد میں چھ ہیں:

ا۔ افعال ناقصہ ۲۔افعال مقار به ۳۔ ماولا مشبہتان بلیس ۴-حروف مشبہ بالفعل ۵۔لانفی جنس ۲۔ افعال قلوب

03/11/2023

ফিলিস্তিনের পক্ষে "আল্লাহু আকবার" শব্দে ভেসে যাক Facebook

মুমিনের ঈমানী শক্তি দেখে কেঁপে উঠুক জালিমের বুক।
লিল্লাহি তাকবীর

03/11/2023

জীবনসঙ্গী!🌸

وَ الَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا ﴿۷۴﴾

"রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ক্বুররতা আ'ইয়্যুন ওয়াজাআলনা লিল মুত্তাক্বীনা ইমামা"।

"ইয়া আল্লাহ আপনি আমাকে এমন স্বামী/স্ত্রী এবং সন্তান দান করুন যাদের দেখলেই চোখ জুড়িয়ে যায়।আর আপনি আমাকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন"
[সুরা ফুরকান আয়াত:৭৪] ✨

26/10/2023

'তোমরা কি মনে করেছো যে, আমি তোমাদের অনৰ্থক সৃষ্টি করেছি? তোমাদেরকে কখনো আমার কাছে ফিরে আসতে হবে না'। সূরা-মু'মিনুন (আয়াত:১১৫)

20/10/2023

ফিলি*স্তিন জিন্দা*বাদ❤️

20/10/2023

┏━━━━ ﷽━━━━┓

🖤𝐉𝐮𝐦𝐦𝐚 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🕋

┗━━━━ ﷽ ━━━━┛

❤️❤️❤️

┏━━━━ ﷽━━━━┓

💞📿জুম্মা মোবারক📿💞

┗━━━━ ﷽━━━━┛

🕋শুক্রবার মানে 🕋 🕋গুনাহ মাফের আরেকটা সুযোগ!🕋 🥰

༆“সপ্তাহের দিনগুলোর মধ্যে’࿐🖤

🥰༒-সর্বোত্তম দিন হলো’-🖤 🕌-‘জুম্মার-দিন’࿐🕌

🖤 𝐉𝐮𝐦𝐦𝐚𝐡 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 🥰🤲

19/10/2023

জান্নাতে অসংখ্য গুনাহগার বান্দা থাকবে, যারা নাকি গুনাহ করার পর-ই আবার তওবা করে নিয়েছে।

" আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি "

13/10/2023

গা শিউরে উঠার মতো একটা হাদীস-
রাসূল (সা:) বলেছেন, এমন একটা সময় আসবে মানুষ সকালে মু'মিন এবং বিকেলে কাফের হয়ে যাবে!😢(তিরমিজি-২১৯৫)

13/10/2023

,❤️❤️🌹🌹

13/10/2023

এই হাদীসটা আকাশ পরিমাণ স্বস্তি দেয়, আলহামদুলিল্লাহ🥰
দুআ কবুল হতে দেরি হলে অধৈর্য হবেন না ।
জেনে রাখুন,

"যাকে দোয়া করার তৌফিক দেওয়া হয়েছে, কবুল হওয়ার নেয়ামত থেকে তাকে বঞ্চিত করা হয় না ।"

[শূআবূল ঈমান হাদীস-৪৫২৮]

রাসুলুল্লাহ [ﷺ] বলেছেন.._"একজন মানুষ তার মহান রবের সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার সময়"...🤍    📖~[সহীহ মুসলিম ৯৭৯]🌼🍂
13/10/2023

রাসুলুল্লাহ [ﷺ] বলেছেন..

_"একজন মানুষ তার মহান রবের সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার সময়"...🤍

📖~[সহীহ মুসলিম ৯৭৯]🌼🍂

10/10/2023

রিপ্লে ~না দিলে~ কষ্ট ~পাব 🥀❤️
অনেক ~কষ্ট ~করে ~লেখছি 🥀❤️

🥀❤️🥀
🥀 ❤️❤️🥀
🥀❤️ ❤️🥀
🥀❤️ ❤️🥀
🥀❤️ ❤️🥀
🥀❤️ ❤️🥀
🥀❤️ ❤️🥀
🥀❤️ ❤️🥀

🥀❤️🥀
🥀❤️🥀
🥀❤️🥀
🥀❤️🥀
🥀❤️🥀
🥀❤️🥀🥀🥀🥀🥀
🥀❤️❤️❤️❤️❤️❤️
🥀🥀🥀🥀🥀🥀🥀

🥀❤️🥀
🥀❤️🥀
🥀❤️🥀
🥀❤️🥀
🥀❤️🥀
🥀❤️🥀🥀🥀🥀🥀
🥀❤️❤️❤️❤️❤️❤️
🥀🥀🥀🥀🥀🥀🥀

🥀 ❤️🥀
🥀❤️ ❤️🥀
🥀❤️ ❤️🥀
🥀❤️ ❤️🥀
🥀❤️ ❤️🥀
🥀❤️ ❤️🥀
🥀❤️ ❤️🥀
🥀❤️ ❤️🥀

🥀❤️🥀 🥀❤️🥀
🥀❤️🥀 🥀❤️🥀
🥀❤️🥀 🥀❤️🥀
🥀❤️🥀🥀🥀🥀❤️🥀
🥀❤️❤️❤️❤️❤️❤️🥀
🥀❤️🥀🥀🥀🥀❤️🥀
🥀❤️🥀 🥀❤️🥀
🥀❤️🥀 🥀❤️🥀
🥀❤️🥀 🥀❤️🥀

(Jannat)

06/10/2023

৬ ধরনের পুরুষ থেকে বিরত থাকুন ___🖤

১. যে পুরুষ দাড়ি রাখেনা, রাসূল (সাঃ) সুন্নাত মোতাবেক চলে না। 🖤

২. যে পুরুষ নারীদের মত কান ফোড়ায়, হাতে চুরি পড়ে। কারণ মহিলাদের সাজগোজ অনুসরণ করা পুরুষদের জন্য রাসূল (সাঃ) এর অভিশাপ।🖤
~আবু দাউদ : ৪০৯৭

৩. যে পুরুষ টাখনুর নিচে প্যান্ট পড়ে।
( কেয়ামতের দিন আল্লাহ ঐসকল পুরুষদের দিকে তাকাবেন না যারা টাখনুর নিচে প্যান্ট পড়ে, কিন্তু হাঁটুর উপরেও পুরুষের কাপড় পরা গুনাহ কেননা, পুরুষের রান ঢেকে রাখা পর্দার অন্তর্ভুক্ত) 🖤
~সহিহ মুসলিম : ৫৩৫০

৪. যে পুরুষ তার মা, বোনের পর্দা ( ভবিষ্যতে স্ত্রীর) সম্পর্কে অসচেতন। কেননা, কেয়ামতের দিন ঐ পুরুষ দাইয়্যুস এর অন্তর্ভুক্ত হবে।🖤
~ হাদিস সম্ভার : ১৭১৩

৫. যে পুরুষ অসৎ উপায়ে উপার্জন করে।
কারন রাসূল(সাঃ) বলেছেন _
"যে দেহের গোশত হারাম মালে গঠিত ঐ দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না"।🖤
~ মিশকাত :২৭৭২

৬. যে পুরুষ নেশা করে, সিগারেট খায়।
( রাসুল (সাঃ) বলেছেন নেশাকারী ব্যক্তিকে আল্লাহ জাহান্নামীদের শরীর থেকে গলে পড়া রক্তপুজ পান করাবেন)🖤
~মুসলিম : ২/১৬৭

মহান আল্লাহ তা'য়ালা আমাদের সহীহ ইলম দান করুক।(আমিন)🖤

02/10/2023

বিয়েতে আল্লাহর সাথে নাফরমানী এর তালিকাঃ

১. বলা হলো নিজে গিয়ে মেয়ে দেখতে, আমরা শুরু করলাম সবাই মিলে দেখতে!

২. বলা হলো মেয়ে দ্বীনদার কি না দেখতে, আর আমরা শুরু করলাম মেয়ে সুন্দর কি না দেখতে!

৩. বলা হলো ছেলের দ্বীনকে প্রাধান্য দিতে, আর আমরা শুরু করলাম ছেলের টাকা-পয়সাকে প্রাধান্য দিতে!

৪. বলা হলো নিজের পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করতে, আর আমরা শুরু করলাম অন্যের মন রাখতে !

৫. বলা হলো মেয়ের মতামত নিয়ে বিয়ে দিতে, আর আমরা শুরু করলাম নিজের ইচ্ছাতে বাধ্য হয়ে বিয়ে দিতে!

৬. বলা হলো কম খরচে বিয়ে করতে, আর আমরা শুরু করলাম আনুষ্ঠানিকতার নামে টাকা অপচয় করতে!

৭. বলা হলো মসজিদে বিয়ে করতে, আর আমরা শুরু করলাম সেন্টারে শুটিং করে বিয়ে করতে!

৮. বলা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করতে, আর আমরা শুরু করলাম নিজের স্বার্থের জন্য বিয়ে করতে!

৯. বলা হলো ছেলে পক্ষ ওয়ালীমা করে মানুষকে খাওয়াতে। আমরা শুরু করলাম মেয়ের বাবার উপর জুলুম করে খাইতে!

১০. বলা হলো স্ত্রীর মোহরানা পরিশোধ করতে, আর আমরা শুরু করলাম যৌতুক নিতে!

১১. বলা হলো দ্রুত বিয়ে করতে, আমরা শুরু করলাম পিছিয়ে বিয়ে দিতে!

১২. বলা হলো বিয়েকে সহজ করতে, আমরা শুরু করলাম কঠিন করতে!

১৩. বলা হলো নতুন বউকে দেখে দু'আ করতে, আমরা শুরু করলাম হাতে টাকা ধরিয়ে দিতে!

১৪. বলা হলো স্বামীকে সম্মান করতে, আর আমরা শুরু করলাম নিজের ইচ্ছাতে নিয়োজিত করতে!

১৫. বলা হলো স্ত্রীকে ভালোবাসতে, আমরা শুরু করলাম শালীর সাথে মিশতে!

১৬. বলা হলো স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলতে, আমরা শুরু করলাম দাসীর মতো আচরণ করতে!

১৭. বলা হলো দেবর থেকে দূরে থাকতে, আমরা শুরু করলাম দেবরের সাথে ফাজলামিতে মেতে উঠতে!

১৮. বলা হলো স্বামীর জন্য সাজতে, আমরা শুরু করলাম রাস্তার ছেলের কামনার বস্তু হতে!

১৯. বলা হলো স্ত্রীকে পর্দায় রাখতে, আমরা শুরু করলাম তাকে নিয়ে বাজারে বেড়াতে!

২০. বলা হল সামর্থ্যহীন দ্বীনদার পুরুষগণ ফেতনা হতে বাঁচতে কলমা (ইজাব-কবুল) করে রাখবে, আর আমরা শুরু করলাম engagement / Registry ( হিন্দুয়ানী প্রথা) করে রাখতে।

আরো এইরকম হাজার ঘটনা আছে যা আমরা সব সময় উল্টো টা করেই থাকি। আমাদের কারনেই বিয়ে দিন দিন কঠিন হয়ে গেছে, বিয়েতে বরকত কমে গেছে, সংসারে অশান্তি লেগেই থাকে। দিন দিন বাড়ছে তালাকের সংখ্যা। তার কারণ আমরা বিবাহে সুন্নাত থেকে সরে যাচ্ছি😔
আল্লাহ আমাদের হেদায়েত দান করুক।আমিন🤲

01/10/2023

❣"অতঃপর তওয়াফের জন্যে দ্রুত
গতিতে সেখান থেকে ফিরে আস, যেখান
থেকে সবাই ফিরে। আর আল্লাহর কাছেই মাগফেরাত কামনা কর। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী, করুনাময়।"🤲❣❣

❣📖সূরা আল-বাকারাহ্
আয়াতঃ-১৯৯📖❣

30/09/2023

কাঁদছো কেন ??
‌অনেক কারণ''
কি সে কারণ??
‌বলতে বারন''
কষ্ট হচ্ছে??
খানিকটা''
আফসোস লাগে??
অনেকটা''
ভালোবাসো??
অনেক বেশি''
একটু হাসো??
পাচ্ছেনা হাসি''
কে সে জন??
নয়তো মহাজন''
বলো কে তবে??
মহান রব''
এসেছো ফিরে??
ছেড়েছি সব ''

তবুও কান্না?? ...... করেছি ভুল''
না জেনে ?? ...... হয়েছি মশগুল''
করোনি তাওবা??.... অনেক বার!!
আবার ভুল??.... বারেবার''
ইচ্ছাকৃত ??......ফাদে পরে!!

আর কেঁদো না /অশ্রু ঝরে।
রব তো আছেই ?? ....জানি সবই''
নিরাশ নাকি ??...... মোটেই না''
ফিরে আসো রবের কাছে।

In Sha Allah🤲

30/09/2023

হাজারো টেনশনের মাঝে আল্লাহ ভরসা শব্দটি যেনো,
মরুভূমির মাঝে এক গ্লাস পানির সন্ধান পাওয়া,,☺️

আলহামদুলিল্লাহ,,❤️

28/09/2023

৫ প্রকার পুরুষ জান্নাতে প্রবেশ করবেন না।।।।

08/09/2023

বিতের নামাজের সঠিক নিয়ম।।।।।
💝

06/09/2023

💝💝💝 Allah thank you for I am Muslim. 💝

06/09/2023

Allah Sotti asen....💝

06/09/2023

মন ঠান্ডা করার মতে সুর।।।
Masha allah..💝

28/08/2023

পাহাড়ে শুটিং করতে গিয়ে যা হাল হলো শিল্পীর।।।বাকি টা ইতিহাস 😁

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামীক আলোচনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share