Ifsita Mehjabin USA

  • Home
  • Ifsita Mehjabin USA

Ifsita Mehjabin USA This page is created for Trave, cooking & lifestyle videos...

17/11/2024
17/10/2024

"১ টাকায় ৫ টা চকোলেট" পাওয়া থেকে "৫ টাকায় ১ টা চকোলেট" পাওয়ার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!

বন্ধুদের "নিচে আয়" থেকে "অনলাইন আয়" বলার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!🙂

"মা আর পাঁচ মিনিট ঘুমাতে দাও" বলা থেকে নিজ হাতে "অ্যালার্ম বন্ধ" করার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!🙂🌸

"খেলনা ভেঙে যাওয়ার কষ্টে কেঁদে বুক ভাসিয়ে" দেওয়া থেকে "মন ভেঙে চুরমার" হওয়ার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!💔🙂

"চল আগে দেখা করি তারপর প্ল্যান করি" বলা থেকে "আগে প্ল্যান করি তারপর দেখা করি" বলার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!

"আমি বড় হতে চাই" বলতে বলতে "আমি শৈশবে ফিরে যেতে চাওয়ার" সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!

আমরা অনেক বড় হয়ে গেছি, বড় হচ্ছি বুঝার আগেই অনেক বড় হয়ে গেলাম!🙂

ছবিটা স্বপ্নের দেশ আমেরিকার | এদেশে যারা একটু ছোট কাজ করেন , যেমন খাবারের দোকান , গ্রোসারী সহ এ জাতীয় কাজ | তারা সাধারনত...
03/10/2024

ছবিটা স্বপ্নের দেশ আমেরিকার | এদেশে যারা একটু ছোট কাজ করেন , যেমন খাবারের দোকান , গ্রোসারী সহ এ জাতীয় কাজ | তারা সাধারনত গাড়িতেই যাওয়া আসার সময় এক দুই ঘন্টা ঘুমিয়ে নেন | অনেকে দুইটা কাজ করেন একই সাথে , একটা শেষ করে শুরু করেন আরেকটা | এদেশে যতক্ষণ আপনার হার্ট চলবে , আপনাকে দেখা যাবে | হার্ট বন্ধ , আপনি নেই | খুব কাছের লোকজন ছাড়া কেও জানবেও না , খবরও নেবে না | যদি আপনার বৈধ কাগজপত্র থাকে , তাহলে বেশ কিছু সরকারী সুযোগ সুবিধা পাবেন | যদি না থাকে , তাহলে আপনার সব জায়গায় সমস্যা , অবহেলা , বেতন কম | যদিও এটা নিউজ এ আসে না | বাংলাদেশের টিভি ও নিউজ চ্যানেল গুলো উন্নত দেশগুলোর সুন্দর নারী , সুন্দর বাড়ী যেভাবে দেখায় , বাস্তবতাটা আসলে এমন না | তবে যাদের জন্ম উন্নত দেশে বা অনেক শিক্ষিত , ব্যাবসায়ী , উনাদের কথা ভিন্ন | দেশের যারা প্রবাসীদের কাছে iPhone চান | উনারা কি কাজ করে ? কিভাবে কাজ করে ? কতঘন্টা কাজ করে ? কত ডিগ্রী তাপমাত্রায় কাজ করে ? এটা যদি জানতেন | জীবনে উনাদের কাছে এটা চাইতে পারতেন না |

21/09/2024

মানুষের যাত্রা কোনদিনই শেষ হয় না। চলতেই থাকে, চলতেই থাকে। মৃত্যুর পর ও চলতে থাকে। সে এক ভিন্ন যাত্রা।

—হুমায়ূন আহমেদ

20/09/2024

পরেরবার কোনো ফুলের দোকানে দোলনচাঁপা চোখে পরলে নিজেই নিজেকে কিনে উপহার দিয়েন। অন্য কেউ উপহার দিবে এই অপেক্ষায় থাকার জন্য জীবন খুব ছোট। যেখানে কেউ কখনো জিজ্ঞেসই করে না তোমার প্রিয় ফুল কি সেখানে ভরা বর্ষা মাথায় নিয়ে কে খুঁজবে আপনার জন্য দোলনচাঁপা? আমার পক্ষে সম্ভব হলে প্রতিটা মেয়ে কে এই বর্ষায় আমি দোলনচাঁপা ফুল উপহার দিতাম।

(c)

20/09/2024

বড় বোকামিগুলো বুদ্ধিমান মানুষরাই করে।

~ আঙুল কাটা জগলু

20/09/2024

বাঙ্গালীকে বেশি প্রশংসা করতে নেই। প্রশংসা করলেই বাঙালি এক লাফে আকাশে উঠে যায়। আকাশে উঠে গেলেও ক্ষতি ছিল না। সমস্যা হলো আকাশ থেকে থুথু ফেলা শুরু করে।

—হুমায়ূন আহমেদ (কুটু মিয়া)

20/09/2024

রাত্রি কখনো সূর্যকে পায় না ৷

অবশ্য তাতে কোনো ক্ষতি নেই,
কেননা তার আছে অনন্ত নক্ষেত্রবীথি ৷

✍ হুমায়ূন আহমেদ || (দিনের শেষে) 📖

20/09/2024

কম বুঝতে পারার মধ্যে শান্তি আছে। পাগলদের দিকে তাকিয়ে দেখো, তারা কিছুই বুঝে না বলে মহা শান্তিতে আছে।

—হুমায়ূন আহমেদ

20/09/2024

"কোনো জিনিস বুকের মধ্যে পুষতে নাই।
মনটারে করতে হবে পানির মতো।
হাজার দাগ দিলেও দাগ পড়বে না, পানির উপর দাগ পড়ে না।"

নক্ষত্রের রাত
হুমায়ূন আহমেদ

যদি বেঁচে থাকি, একটা বয়সের পর সমস্ত কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবো। নিজের বাড়ির নীচ তলায় ছবির মত ছোট্ট একটা কফি...
19/09/2024

যদি বেঁচে থাকি, একটা বয়সের পর সমস্ত কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবো।
নিজের বাড়ির নীচ তলায় ছবির মত ছোট্ট একটা কফি শপ খুলবো ।নাম দেবো Caffeine Da Rivariya.
by (Ifsita)

চেয়ার থাকবে খুব সীমিত।
কফি শপের এক পাশে থাকবে সারা জীবন ধরে গোছানো সমস্ত বইয়ের স্তূপ।

শুধুমাত্র মধ্য বয়স্ক নারী থেকে একদম বয়োজ্যেষ্ঠ নারী পর্যন্ত আসতে পারবে এই কফির শপে।
একটা বয়সের পরে গিয়ে নারীদের কথা বলার লোকের অভাব হয়ে যায়।
ওই বয়সে গিয়ে বান্ধবী বলতে আর কিছুই থাকে না।

সন্তানেরা যার যার মত জীবনের সেটেল হয়ে যায়। আর পুরুষদের চায়ের দোকানে গল্পের লোকের অভাব হয় না ।

কিন্তু এসব বয়স্ক নারীদের সবচেয়ে বেশি যে অভাব হয় সেটা হচ্ছে কথা বলার মানুষের অভাব। সেজন্যই খুলব এরকম একটা কফি শপ ।
মাঝে মাঝে আমার বয়স্ক বান্ধবীরা উঁকি দেবে আমার কফিশপে ।
কফি হবে শুধুমাত্র কথা বলার এক বাহানা।

15/09/2024

আমার কথাবার্তা শুনে মনে হবে মোটিভেশনাল স্পিকার কিন্তু নিজেই ডিপ্রেশনের রোগী!😆

নিজেকে আজকাল গোপন রাখতে সাচ্ছন্দ্যবোধ করি। মানুষ থেকে দূরে থাকি। অতিরিক্ত কারোর সাথে মিশতে ইচ্ছে করে না, জানতে ইচ্ছে করে...
15/09/2024

নিজেকে আজকাল গোপন রাখতে সাচ্ছন্দ্যবোধ করি। মানুষ থেকে দূরে থাকি। অতিরিক্ত কারোর সাথে মিশতে ইচ্ছে করে না, জানতে ইচ্ছে করে না, নিজেকে জানাতেও ইচ্ছে করে না। অনেকেই ভাবতে পারে এটা আমার ভাব, আসলে তা নয়। এটা আমার নিজেকে নিরাপদ রাখার কৌশল।

প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাউকে জেনে গেলে মুগ্ধতা উড়ে যায়। গুরুত্ব কমে বাড়তে শুরু করে দূরত্ব আর অবহেলা। অবহেলাটা আমার একদম সহ্য হয় না।

বিনয় মজুমদার বলেছিল, "মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়"।

Address

New York
New York

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ifsita Mehjabin USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share