Ifsita Mehjabin USA

  • Home
  • Ifsita Mehjabin USA

Ifsita Mehjabin USA This page is created for Trave, cooking & lifestyle videos...

বর্তমানে মানুষের মধ্যে আন্তরিকতার এত অভাব কেন??মাঝে মাঝে কিছু মানুষের জন্য কিছু করতে মন চাইলে ও শেষ পর্যন্ত করে উঠা হয় ন...
09/01/2024

বর্তমানে মানুষের মধ্যে আন্তরিকতার এত অভাব কেন??মাঝে মাঝে কিছু মানুষের জন্য কিছু করতে মন চাইলে ও শেষ পর্যন্ত করে উঠা হয় না, শুধু মাত্র তাদের ব্যবহার আর তাদের মধ্যে আন্তরিকতার অভাবের কারণে......

মাঝে মাঝে একটা জিনিস চিন্তা করি, কিছু মানুষ কিভাবে এতটা স্বার্থপর হয়?? কিছু মানুষের মনে এত হিংসা কেন??
আমেরিকাতে যারা থাকে বা যারা আসে তারা হঠাৎ করেই এমন বদলে যায় কেন??প্রবাস মানুষকে এতটা স্বার্থপর আর হিংসুক করে দেয় কেন??

মানুষকে oilling/ buttering করে চলার মানুষ আমি নই, আমার দ্বারা এগুলো just হয়না...
তবে অন্যকে অকারণে হিংসা বা অন্যের ব্যাপারে নাক গলানো মানুষ ও আমি না....

তবে ভদ্রতা, সভ্যতা আর আন্তরিকতা আমার পারিবারিক শিক্ষা.....

তার সাথে সাথে অভিজ্ঞতা ও একটা শিক্ষা দিয়েছে, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করাই উচিত....

তুমি আমার সাথে যেমন, আমি ও তোমার সাথে তেমন....

Nobody apologized for how they treated me, they just blame me for how I reacted......
04/01/2024

Nobody apologized for how they treated me, they just blame me for how I reacted......

Manipulation is when they blame you for your reaction to their toxic behavior but never discuss their disrespect that tr...
02/01/2024

Manipulation is when they blame you for your reaction to their toxic behavior but never discuss their disrespect that triggered you.....

Happy New Year 2024❤️
02/01/2024

Happy New Year 2024❤️

২ দিন আগে কোনো এক ভিডিও তে দেখছিলাম রাত ১২টার পর কোনো সিদ্ধান্ত না নিতে,কারণ মানুষ নাকি তখন ইমোশনাল থাকে অনেক.....আর আমি...
23/12/2023

২ দিন আগে কোনো এক ভিডিও তে দেখছিলাম রাত ১২টার পর কোনো সিদ্ধান্ত না নিতে,কারণ মানুষ নাকি তখন ইমোশনাল থাকে অনেক.....

আর আমি সব অনলাইন শপিং ১২টার পরই করি...
তখন আসলেই আমার আবেগ কাজ করে , বিবেক কাজ করে না অর্ডার করার সময়.......

Amr 7 yeras old 1ta cousin ke ektu age call diyechilam... se phone recieve kore amake bolteche "Hey, what's up dude""???...
29/11/2023

Amr 7 yeras old 1ta cousin ke ektu age call diyechilam... se phone recieve kore amake bolteche "Hey, what's up dude""???

Polapain eto fazil hoiche.... generation ta kon dhike je jacche!!😃😃

সবাই বলে আমার রাগ নাকি বেশি.. রাগ হলে আমি বেশি চিৎকার করি.....আমি ও জানি সেটা... তবে এইটা কেন কেউ বলে না যে আমি সুন্দর ভ...
21/11/2023

সবাই বলে আমার রাগ নাকি বেশি.. রাগ হলে আমি বেশি চিৎকার করি.....আমি ও জানি সেটা...
তবে এইটা কেন কেউ বলে না যে আমি সুন্দর ভাবে একটা কথা দশ বার বললে ও তারা শুনে না,তবে এক চিৎকারেই সব ঠান্ডা...... 😃

Fact: Loud voice😃

Mid Night a খিদা লাগার কারণটা আমি আজ ও বুজলাম না..😃
20/11/2023

Mid Night a খিদা লাগার কারণটা আমি আজ ও বুজলাম না..😃

19/11/2023

A Colorfull Day!!❤️রঙ্গিন একটা দিন!!

একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে আল্লাহ আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়ে ছিলাম"তুমি তুফান দিয়ে উড়িয়া দিলে কে...
15/11/2023

একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে আল্লাহ আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়ে ছিলাম"
তুমি তুফান দিয়ে উড়িয়া দিলে কেন?

তখন আল্লাহ, উত্তরে বলল তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকে ছিল তোমাকে খাওয়ার জন্য,তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম।

আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেয় এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয়,আমাদের ভবিষ্যৎ অন্ধকার না হয়।তিনি রব জানেন কোন জিনিস আমাদের জন্য মঙ্গলময়,এবং কোন জিনিস আমাদের জন্য অকল্যানকর।

একমাত্র আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহ💚

কিছু মানুষের লাইফ হেল করার জন্য যেমন ১টা মানুষই যথেষ্ট, তেমনি আমার লাইফ hell করার জন্য আমার wishdom teeth গুলোই যথেষ্ট ব...
15/11/2023

কিছু মানুষের লাইফ হেল করার জন্য যেমন ১টা মানুষই যথেষ্ট, তেমনি আমার লাইফ hell করার জন্য আমার wishdom teeth গুলোই যথেষ্ট বলে আমার মনে হতো....

এটা ভেবেই পর পর ৩টা ফেলা হয়ে গিয়েছে... এখন যেই ১টা আছে ওটাই আমার life টা শেষ করে দিচ্ছে....

2022-2023 আমার লাইফ এর সব থেকে কষ্টের ২টা বছর ছিল....
এই ২ বছরে এমন কোনো মাস ছিল না যে আমি মেডিসিন বা ডাক্তার ছাড়া ছিলাম.....

এখন আর একটা দাঁত নিয়ে সবসময় অস্সস্তিতে থাকি...
কি যে এক যন্ত্রণা, মন চাইলে ও মন মতো কিছু খাওয়া যায় না.. একটু এদিক-সেদিক হলেই ব্যথা শুরু হয়....

কালকে রাতে একটু চিকেন তেহারি করেছিলাম.. চিকেন খাওয়াতে দেখি সকাল থেকে আবার শুরু হয়ে গেছে দাঁতের ব্যথা.....

এখনকার দিনের বেশিরভাগ আত্মীয় স্বজনরা আগের দিনের মতো আন্তরিক হয় না। তারা মনের হিংসা আর অলিখিত একটা প্রতিযোগিতায় নেমে পড়ে...
15/11/2023

এখনকার দিনের বেশিরভাগ আত্মীয় স্বজনরা আগের দিনের মতো আন্তরিক হয় না।
তারা মনের হিংসা আর অলিখিত একটা প্রতিযোগিতায় নেমে পড়ে কে কাকে ছাড়িয়ে যাবে !

কোনো একজনের ফেইসবুক ওয়াল থেকে নেওয়া লাইন গুলো, তবে কথা গুলোর মধ্যে সত্যতা আছে.....

কিন্তু আমার ক্ষেত্রে যে যেমন আমি তার সাথে তেমন....
তুমি আমার প্রতি আন্তরিক, আমি ও তোমার প্রতি আন্তরিক, আর তুমি আন্তরিক না হলে আমি ও তোমাকে কিক আউট করতে সময় নেইনা.....

এইটা অহংকার বা বড়াই করে বলছিনা, আমি আসলে কারো কাছে নিজেকে ছোট করতে শিখিনি....

যেই মানুষ গুলোর মাঝে আমি comfortable না সেই মানুষ গুলোকে আমি একটু এড়িয়ে চলার চেষ্টা করি.....

Don't get me wrong😃

সন্ধ্যা বেলায় কফি খাওয়ার মাশুল গুনছি, সময় এখন এগারোটার বেশি,কিন্তু আমার চোখের ধারে-কাছে ঘুম নাই.....
12/11/2023

সন্ধ্যা বেলায় কফি খাওয়ার মাশুল গুনছি, সময় এখন এগারোটার বেশি,কিন্তু আমার চোখের ধারে-কাছে ঘুম নাই.....

আমাদের একটা ছোটোবেলা ছিলো, ছোট্ট ১টা গ্রাম ছিল, সেখানে বিশাল বড় একটা বাড়ি ছিল, বাড়িতে অল্প কিছু মানুষ ছিলো...আমাদের ছোটব...
11/11/2023

আমাদের একটা ছোটোবেলা ছিলো,
ছোট্ট ১টা গ্রাম ছিল,
সেখানে বিশাল বড় একটা বাড়ি ছিল, বাড়িতে অল্প কিছু মানুষ ছিলো...
আমাদের ছোটবেলায় ছিলনা কোনো ফোন বা কম্পিউটার....
ছিলো অন্ধকারে ভরা একটা সন্ধ্যা আর সাথে হাল্কা হাল্কা বাতাস হাস্নাহেনার গন্ধ....

মৃদু বাতাসে ও ভেসে আসতো হাসনাহেনার সুগন্ধ.....
আমাদের সেই ছোটবেলায় ছিলো সকালের শিশির ভেজা ঘাস, হালকা উঁকি দেয়া মিষ্টি রোদের ঘ্রান....

ছিলো হাত পাখার হালকা বাতাস সাথে নানুর মুখে শুনা কত শত গল্প....

আমাদের ছোটবেলাটা সত্যি যে খুব সুন্দর ছিল. ...

মানুষ বদলায়, কারণে অকারণে বদলায়,সকালে-বিকেলে বদলায়....একটা সময় যেই কাজটা করতে বেশি ভাল লাগতো এখন হয়তো সেটাই বিরক্তের কার...
11/11/2023

মানুষ বদলায়, কারণে অকারণে বদলায়,সকালে-বিকেলে বদলায়....
একটা সময় যেই কাজটা করতে বেশি ভাল লাগতো এখন হয়তো সেটাই বিরক্তের কারণ....
এক সময়ের প্রিয় খাবারটা দেখলে হয়তো এখন আর সেভাবে খাওয়ার ইচ্ছেটা জাগেনা...
একটা সময় যেই মানুষটার সাথে গল্প করতে ভীষণ ভালো লাগতো এখন হয়তো তার সাথে কথা বলতে ভালো লাগেনা...
আমরা মানুষরা না খুব অদ্ভুত.... আমরা প্রতিদিন, প্রতিটা মিনিট কিংবা প্রতিটি মুহূর্তে বদলে যাই...কেন বা কিভাবে বদলাই তা আমরা নিজেরা ও হয়তো বুঝতে পারিনা.... তবে বদলে যাই, সাথে আশ-পাশটাকেও বদলে দেই...

সময় অনেক কিছু বদলে দেয়, যেমন- চিন্তা-দ্বারা, আবেগ-অনুভূতি,অভ্যেস আরো অনেক কিছু.....

বদলে যাওয়ায় হয়তো মানুষের সহজাত স্বভাব....

গত কাল আমি আমার একটা co-worker এর সাথে কথা বলছিলাম...কথা বলতে বলতে অনেক বিষয় নিয়েই কথা হচ্ছিলো..মেয়েটার বয়স মাত্র 20 বছর...
10/11/2023

গত কাল আমি আমার একটা co-worker এর সাথে কথা বলছিলাম...কথা বলতে বলতে অনেক বিষয় নিয়েই কথা হচ্ছিলো..মেয়েটার বয়স মাত্র 20 বছর..স্প্যানিশ এবং ব্ল্যাক মিক্সড মনে হয়, আমি sure জানিনা... যাই হোক কথা বলছিলাম বিভিন্ন টপিক নিয়ে... এক পর্যায়ে গিয়ে মনে হলো এদেশের মানুষ গুলো অনেক বেশি mature....আমাদের দেশের একটা মেয়ের যেই জিনিস গুলো বুজতে ২৪-২৫ বছর লেগে যায় সেখানে এরা ১৭-১৮ বছরেই অনেক বেশি mature.... কিন্তু আমাদের বাংলাদেশের ছেলে-মেয়ে গুলো যেগুলো দেখা যায় ৮-১০ বছর বয়স থেকে আমেরিকাতে থাকছে এখন তাদের বয়স 20-30 বছর হয়ে যাবার পর ও তাদের কথা বার্তা বা আচার-আচরণ অনেক বেশি immature...
তাদের মা-বাবার থেকে একটাই কথা শুনা যায় যে আমার বাচ্চাটা ছোট থেকে আমেরিকায়তো তাই কিছু বুজে না...

আসলে যার হয়না ৯ বছরে তার হয়না ৯০ বছরে.....
এটাই সত্যি কথা.....

এই বয়সে এসে একটা জিনিস খুব ভালোভাবে realize করতে পারছি, আগে যেমন সবার সাথে মন খুলে কথা বলা যেত, কেউ কিছু মনে করতো না, হা...
09/11/2023

এই বয়সে এসে একটা জিনিস খুব ভালোভাবে realize করতে পারছি, আগে যেমন সবার সাথে মন খুলে কথা বলা যেত, কেউ কিছু মনে করতো না, হাসির বিষয়টা হেসে উড়িয়ে দিত আর সিরিয়াস বিষয়টাকে সিরিয়াসলি নিত...

কিন্তু এখন কিছু মানুষের সাথে কথা বলতে গেলে ও অনেক ভেবে কথা বলতে হয়, কে জানে কোন কথাকে কিভাবে নিজের মতো বানিয়ে কি ভেবে বসে থাকে.....

এই মানুষ গুলোর সাথে আর যাই হোক মন খুলে মেশা যায় না.....

একটা মানুষের সাথে সামান্য কথা বলতে হলে ও যদি ১০ বার ভাবতে হয় সেসব মানুষ আর যাই হোক কারো আপন হতে পারেনা....

মতামতের অমিল থাকার পরেও, ভাবনা চিন্তার ভেদাভেদ থাকার পরেও, আমি যার সাথে সেইসব বিষয়ে সুস্থ ভাবে আলোচনা করতে পারি, তর্ক কর...
27/10/2023

মতামতের অমিল থাকার পরেও, ভাবনা চিন্তার ভেদাভেদ থাকার পরেও, আমি যার সাথে সেইসব বিষয়ে সুস্থ ভাবে আলোচনা করতে পারি, তর্ক করতে পারি, নিজের যুক্তিকে, পছন্দকে বিনা সংকোচে সাজিয়ে তুলতে পারি; সে আমার বড় আরামের জায়গা।

আমি বলছি এক কথা, সে বুঝছে আর এক কথা;
আমার উদ্দেশ্য এক, সে ভাবলো আর এক;
আমি যেতে চাইলাম উত্তরে, সে আমাকে ছেড়ে এলো দক্ষিণে; এহেন কথোপকথন, এহেন মানুষ, এহেন সঙ্গ, আমার কাছে বড় অস্বস্তির।

জীবন বড় সহজ হয়ে যায় যদি আমার পাশে কে বসবে, সে বিষয়ে আমরা একটু চুজি হয়ে যাই। সেটা ভালোবাসার ক্ষেত্রে হোক, বন্ধুত্বের ক্ষেত্রে হোক বা ক্লোজ সার্কেল। দু'টো মানুষের মধ্যে সব মিলে যাবে, এমনটা হয় না। ঠোকাঠুকি হবেই। আমি যদি পাহাড় ভালোবাসি, তুমিও সমুদ্র ভালোবাসতেই পারো। কোনও ছুটিতে আমি তোমার সাথে সমুদ্র স্নানে যাবো, কোনও ছুটিতে তুমি আমার সাথে কুয়াশা মেখে নিও...

Copy post

ছোটবেলায় ল্যাপটপের এর জন্য কত কান্নাকাটি করসি।এখন বাসায় ল্যাপটপ কম্পিউটার পরে আছে, ঘুরেও তাকাই না।প্রত্যেকটা শখের একটা...
25/10/2023

ছোটবেলায় ল্যাপটপের এর জন্য কত কান্নাকাটি করসি।এখন বাসায় ল্যাপটপ কম্পিউটার পরে আছে, ঘুরেও তাকাই না।প্রত্যেকটা শখের একটা বয়স আছে বস! মানুষ বলে না? বড় হয়ে নিজের টাকায় করিস! তখন টাকা থাকলেও শখ আর থাকবে না।

I wanna go again n again❤️
14/10/2023

I wanna go again n again❤️

13/10/2023

LAKE GEORGE❤️

13/10/2023

Goto kal bikele giyechilam eye doctorer kache amar new eye glass pickup korte.... amra okhane powchanor kichukkhon por e...
06/10/2023

Goto kal bikele giyechilam eye doctorer kache amar new eye glass pickup korte.... amra okhane powchanor kichukkhon por ekjon mohila tar 2ta choto choto baccha niye aslen... amra total 5 jon wait korchilam waitting room a.... ami, amr husband, oi mohila aar unar 2ta baccha....

Amra 2jon jothariti waitting room a dukar por theke phone a mukh guje bose achi, tarpor amader sathe jukto holen sei mohila o... tini dukei baccha 2tar hate 2ta magazine diye nije bag theke phone ta ber kore phone er moddhe dube gelen.... bacchara edhike lafa-lafi, hata-hati korche... mohila phone eii busy...

Suddenly amr 1ta kotha mone porlo, 1ta room a 5 jon manush... 3 jon phone a dube ache ar baccha gulo lafa lafi korche.....

Sobai kintu eseche eye doctorer kache... but jeii jinista amader eyes kharap korche sei jinis ta kintu kew ek muhurter jonno o soriye rakhche na....

Even ei muhurte ami nije o sei mukher samne phone ta niyei likha gulo likhchi....

Bortoman somoye dariye mone hocche sob kichu badh diye eye doctor howa ta beshi jorury chilo....

Taka r taka😃😃

98% manush er ekhon eye problem.....

Jibone ki korlam vai??? Doctoder eee shudhu taka diye gelam😃😃

Ayaaner Schoole 1st day...❤️❤️8th Sept 2023My cousin
26/09/2023

Ayaaner Schoole 1st day...❤️❤️

8th Sept 2023

My cousin

একটা সময় ছিল যখন শুক্রবার দুপুরের পর BTV তে কোরআন পাঠ, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ শুনলে বুকের ভেতরটা মোচড় দিতো। এই বুঝি শেষ ...
24/09/2023

একটা সময় ছিল যখন শুক্রবার দুপুরের পর BTV তে কোরআন পাঠ, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ শুনলে বুকের ভেতরটা মোচড় দিতো। এই বুঝি শেষ হলো, হার্টবিট বেড়ে যেতো।

অতঃপর হাসিমুখে উপস্থিত হতেন সুন্দরি উপস্থাপিকা।
আমন্ত্রণ জানাচ্ছি পূর্নদৈঘ্য বাংলা ছায়াছবি দেখার জন্য, আমাদের আজকের ছায়াছবি......... শ্রেষ্টাংশে.......!

বুক ধকধক করতো, উত্তেজনায় প্রায়ই ছবির নাম ভালোভাবে শুনতে পেতাম না!

শুক্রবার আসলেই সে কী ব্যস্ততা। চারপাশের সবাই ৩.০০ টার আগে কাজ শেষ করতেন। কারণ ৩.০০ টায় ছবি। আর ৮:৩০ বেজে উঠার আগেই পুরো গ্রামের সবার খাওয়া শেষ।
উত্তেজনা, ভয় আর আনন্দের মিশ্রণে আলিফ লায়লার অপেক্ষা। বিজ্ঞাপন হচ্ছে তো হচ্ছে, আলিফ লায়লা শুরু হবার খবর নাই। ধৈর্য্য ধরতে ধরতে প্রায় ক্লান্ত হওয়ার পর শোনা যেতো সেই প্রিয় মিউজিক। শুরু হতে হতেই আবার বিজ্ঞাপন। just কাহিনীতে মনযোগ দিতে দিতেই আগামী পর্বে দেখবেন এত অল্প সময়। তবু আনন্দের শেষ নেই!

এখনও সব আছে কিন্তু আর বুকে কাঁপন তুলে না। সেই উপস্থাপিকা ও আছেন, হয়তো আজ তার লিপিস্টিক আরো কড়া হয়েছে। তিনি এখনও আমন্ত্রণ জানান, কিন্তু সেই আমন্ত্রণ কাউকে মনযোগী করে না। ছবি দেখার জন্য এখন কেউ শুক্রবারের অপেক্ষা করে না। এখনকার পিচ্চিরা হয়তো আলিফ লায়লার নামও জানেনা। একসাথে ৩০/৪০ জন মিলে টিভি দেখার কল্পনা ও করা যায় না।

শুক্রবার আসে, চলে যায়, সপ্তাহ ঘুরে আবার শুক্রবার আসে, কিন্তু শৈশব আমার হারিয়ে গেছে সব বদলে গেছে!

#মোঃ_বাহার_উদ্দিন
২২ সেপ্টেম্বর ২০২৩ ইং
আলমপুর, সিলেট।

29/08/2023

বাংলাদেশের কিশোরীরা শব্দ করে হাসে। একটু বয়স হলেই হাসির শব্দ গিলে ফেলে হাসার চেষ্টা করে। চেষ্টাতে সাফল্য আসে। একসময় হাসির শব্দ পুরোপুরি গিলে ফেলতে শিখে যায়। হারিয়ে ফেলে চমৎকার একটি জিনিস।

—হুমায়ূন আহমেদ
(হিমু এবং একটি রাশিয়ান পরী)

Though we travel the world over to find the beautiful, we must carry it with us or we find it not. ~ Ralph Waldo Emerson
28/08/2023

Though we travel the world over to find the beautiful, we must carry it with us or we find it not.

~ Ralph Waldo Emerson

07/08/2023

When i"m at work: কাজ করতে করতে আর ভালো লাগেনা.. মন চায় কয়দিন বাসায় থেকে রেস্ট নেই....

When i'm at home, taking rest(also me: জীবনটা কি এভাবে শুয়ে বসে কেটে যাবে?? এভাবে আর কত দিন?? কিছু তো ১টা করতে হবে.....

I thought, i think, i'm still thinking what i actually want??????😃😃😃😃😃😃

03/08/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Address

New York
New York

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ifsita Mehjabin USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share