মোরেলগঞ্জ Voice of Morrelgonj

  • Home
  • মোরেলগঞ্জ Voice of Morrelgonj

মোরেলগঞ্জ Voice of Morrelgonj বাগেরহাট জেলার বৃহত্তম এবং সমগ্র বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা।

মোরেলগঞ্জ: বাগেরহাট জেলার একটি উপজেলা মোরেলগঞ্জ। মূল শহরে ৯ টি ওয়ার্ড ও ১২ টি মহল্লা রয়েছে। আয়তন ১৫.৩৬ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ২২১৩৬ জন, পুরুষ ৫১.৭৬% এবং নারী ৪৮.২৪%। প্রতি বর্গ কিলোমিটারে ১৪৪১ জন বসবাস করে। (মূল শহর)
এর অবস্হান 22.4500°N অক্ষাংশ 89.8583°E দ্রাঘিমাংশ । মোট উপজেলার আয়তন ৪৬০.৯ বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা ৩২১১৫৩ জন। পুরুষ ৫০.৪৮%, মহিলা ৪৯.৫২% । মুসলিম শতকরা ৮৬.৫৯ ভাগ, হিন্দু ১৩.২৮

ভাগ, অন্যান্য ০.১৩ভাগ। মসজিদ রয়েছে ৬১৬ টি এবং মন্দির ৬৫ টি ।

উত্তরে বাগেরহাট সদর ও কচুয়া; দক্ষিনে শরনখোলা এবং মঠবাড়িয়া ; পূর্বে
পিরোজপুর ও ভান্ডারিয়া আর পশ্চিমে রামপাল ও মংলা দ্বারা পরিবেষ্টিত। প্রধান নদীসমূহ যথাক্রমে পানগুছি; বলেশ্বর; ঘষিয়াখালী ও ভোলা উল্লেখযোগ্য।
মোড়েলগঞ্জে শতকরা ৩৫.৪৯ ভাগ মানুষ কৃষি কাজে নির্ভরশীল। তাছাড়া ৩.৬৫% জেলে; ২০.৭৩ ভাগ কৃষি শ্রমিক; ৬.৮৫% দিনমজুর; ব্যাবসা ১১.৮৫%; পরিবহন ১.৪%; অন্যান্য কাজে ২০.০৩ ভাগ লোক জড়িত। (উইকিপিডিয়া)
ইতিহাসঃ মোরেলগঞ্জ স্থাপিত হয় ১৯০৯ সালে। উপজেলার মর্যাদা লাভ করে ১৯৮৫ সালে। ১ টি পৌরসভা; ১৬টি ইউনিয়ন পরিষদ; ১৮৪ টি গ্রাম এবং ১২১ টি মৌজা নিয়ে এই উপজেলা গঠিত।
বাগেরহাটতো বটেই, খুলনা বিভাগের সর্ববৃহৎ উপজেলা মোরেলগঞ্জ।এছাড়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা এটি। ইউনিয়নসমূহ যথাক্রমে-
১নং তেলিগাতী
২নং পঞ্চকরণ
৩নং পুটিখালী
৪নং দৈবজ্ঞহাটী
৫নং রামচন্দ্রপুর
৬নং চিংড়াখালী
৭নং হোগলাপাশা
৮নং বনগ্রাম
৯নং বলইবুনিয়া
১০নং হোগলাবুনিয়া
১১নং বহরবুনিয়া
১২নং জিউধরা
১৩নং নিশানবাড়ীয়া
১৪নং বারইখালী
১৫নং মোরেলগঞ্জ
১৬নং খাউলিয়া।
ইংরেজ মোরেল পরিবারের নামে নামকরণ হয় এ উপজেলার। ইংরেজ শাসনের সুত্রপাতের পর ১৭৮১ সালে ইংরেজ সরকার কর্তিক এখানে প্রথম শাসন কেন্দ্র স্থাপিত হয় এবং ম্যাজিষ্টেট ও কালেক্টর হন বিদেশি সিভিলিয়ন মি: টিলম্যান হেঙ্কেল। এরপর যশোর জেলা প্রতিষ্ঠিত হয়। বাগেরহাট তখন মহকুমাও হয়নি। বৃহত্তর খুলনা জেলা তখন ছিল যশোর জেলার অন্তর্গত। আর এর বড় অংশ জুড়ে ছিল সুন্দরবন। সে সময় হেঙ্কেল সাহেব প্রথম সুন্দরবন আবাদের প্রচেষ্টা চালান। কিন্তু জমিদারদের সাথে বিবাদের জেরে তা আর বেশিদূর অগ্রসর হতে পারেনি। ১৮২৮ সালে সুন্দরবনের সীমানা নির্ধারনের জন্য Regulation III of 1828 আইন পাস হয়। এ আইনের আওতায় ১৮৩০ সালে সুন্দরবন জরিপ করা হয়। সে সময় মি:ডামপায়ার সুন্দরবন এলাকা জরিপ করে একে কয়েকটি লটে (Lot) বিভক্ত করেন এবং পরে তা বন্দোবস্ত দেওয়া হয়। ১৮৪৯ সালে মোরেল পরিবারের মিসেস মোরেল পানগুচি ও বলেশ্বর নদীর মোহনায় সুন্দরবন বন্দোবস্ত (ইজারা) নিয়ে বন আবাদ করে বসতি গড়ে নীল চাষ শুরু করেন। তারপর সেখানে তারা বহু শ্রমিক নিয়োগ করে আবাদকৃত জমির পরিমান বাড়াতে থাকে। মোড়েল ভ্রাতাদের মধ্যে সবচেয়ে বৈষয়িক ও কর্মী ছিলেন রবার্ট মোরেল। তার উপর দায়িত্ব ছিল সমস্ত জমিদারদের দেখাশুনা ও পরিচালনা কারা।
তিনি সুন্দরবন আবাদের জন্য বরিশাল থেকে প্রচুর শ্রমিক আনেন। জানা যায়, এসব আবাদির শ্রমিকের অনেকেই সেখানে স্থায়ীভাবে থেকে যায়। এছাড়া পরবর্তিতে দূর-দুরান্ত থেকেও প্রজারা এখানে আসতে থাকে। এতে মোরেল সাহেবদের আয় ক্রমস বাড়তে থাকে। তারা বসবাস ও নিজেদের শাসন পরিচালনার জন্য তখন বিরাট পাকা ভবন নির্মান করেন। এই ভবনটির অস্তিত্ব এখনও আছে যাকে স্থানীয়ভাবে কুঠীবাড়ি বলা হয়। তারা সেখানে বিরাট নারকেল সুপারির বাগন করেন এবং বাজার বসান। ক্রমে মোরেলদের নামানুসারে এ বাজারে নাম হয়ে যায় মোরেলগঞ্জ। পরে ইংরেজ সরকার কর্তিক এ বাজারকে বন্দর হিসাবে ঘোষনা করা হয়। সে সময় বিভিন্ন পন্য নিয়ে বিদেশি জাহাজ এসে ভিড়ত মোরেলগঞ্জ বন্দরে। পরে চর পড়ে যাওয়ায় ধিরে ধিরে এ বন্দর বন্ধ হয়ে যায়। নীল, নীলকর নিয়ে এই মোরেল পরিবারের সাথে মিশে আছে অনেক রক্তক্ষয়ী কাহিনী। কৃষক বিদ্রোহের এক রক্তাক্ত অধ্যায়, যার নায়ক ছিলেন কৃষক রহিমুল্লাহ (১৮৬১ সাল)। মোরেল পরিবারের সাথে প্রবল যুদ্ধে বীরত্বের সাথে নিহত হন বীর রহিমুল্লাহ। পরে অবশ্য এই রহিমুল্লাহ হত্যার জের ধরে মোরেলগঞ্জ থেকে মোরেল পরিবারের শাসন গোটাতে হয়েছিল ১৮৭৮ সালে। কিন্তু শুধু কালের স্বাক্ষী হয়ে এখনও রয়ে গেছে ‘কুঠিবাড়ি’ নামে পরিচিত তাদের নীলকুঠি।
বর্তমান মোরেলগঞ্জ পৌরসভার অন্তর্গত এই কুঠিবাড়ি বা নীলকুঠির ধ্বংসাবশেষ
দেখতে চাইলে আপনি ঘুরে আসতে পারেন বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে।

সূত্রঃ
Bagerhat Info
Support Context:
যশোর খুলনার ইতিহাস- সতীশ চন্দ্র মিত্র
বাগেরহাটের ইতিহাস- ড. শেখ গউস মিয়া

03/06/2025

ঈদের সপ্তাহে, অর্থাৎ জুনের ৭ থেকে ১৩ তারিখ পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে বৃষ্টির পরিমাণ খুবই কম থাকবে বলে ধারণা করা যাচ্ছে। এ সময়ে পুরো দেশে প্রধানত শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে। মৃদু তাপপ্রবাহ দেশের ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, যা আবহাওয়াকে আরও উষ্ণ করে তুলবে। বিশেষ করে ঈদের দিন দেশের সর্বত্র ঝলমলে রৌদ্দুর থাকবে বলে আশা করা যায়।

সতর্ক বার্তা:আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে মোরেলগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আবহাওয়ার অবস্থা কিছুটা উদ্বেগজনক হতে পারে।আ...
21/05/2025

সতর্ক বার্তা:
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে মোরেলগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আবহাওয়ার অবস্থা কিছুটা উদ্বেগজনক হতে পারে।

আগামী ২৭ থেকে ৩১ মে পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে এবং ১ থেকে ১০ জুন পর্যন্ত মৌসুমী বায়ুর কারণে একটানা ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর প্রভাবে ৫ থেকে ১৫ জুন এর মধ্যে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগাম বন্যার আশঙ্কা করা হচ্ছে। মোরেলগঞ্জ উপকূলীয় এলাকা, অতিরিক্ত বৃষ্টিপাত এবং নদীর পানি বৃদ্ধি আমাদের এলাকাকেও প্রভাবিত করতে পারে।

সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।
কোরবানির পশু রাখার স্থান, চলাচলের রাস্তা ও কোরবানির প্রস্তুতি যথাসম্ভব আগেই সম্পন্ন করুন। প্রয়োজনে বিকল্প ব্যবস্থা রাখুন।

30/03/2025

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ৬ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত কালবৈশাখীর প্রভাব বিস্তার করবে, যার মধ্যে মোরেলগঞ্জে ১২ ও ১৩ এপ্রিল বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। এ সময়ে নিরাপদ আশ্রয়ে থাকা, গবাদি পশু ও সম্পদ রক্ষা, বৈদ্যুতিক সংযোগ সতর্কতার সঙ্গে ব্যবহার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। সচেতনতা ও প্রস্তুতি ঝড়ের ক্ষতি কমাতে সহায়তা করবে।

26/03/2025

আজ (২৬ মার্চ ২০২৫) বাংলাদেশের আকাশে মেঘ নেই, ফলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৫ এপ্রিলের আগেও বৃষ্টির সম্ভাবনা কম, তাই এবারের ঈদুল ফিতর (সম্ভাব্য ৩০ বা ৩১ মার্চ) শুষ্ক ও গরম আবহাওয়ায় উদযাপিত হতে পারে।

দুপুরে দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৩৩°C-এর বেশি রেকর্ড হয়েছে, সীতাকুণ্ড ও রাঙ্গামাটিতে ৩৫°C ছুঁয়েছে। বিকেলে কয়েকটি জেলায় তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামীকাল (২৭ মার্চ) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে, যা ঈদের সময়ও অব্যাহত থাকতে পারে।

24/03/2025

🔥 তাপ-প্রবাহ পূর্বাভাস: গরমের সতর্কবার্তা! 🔥

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে আসছে তীব্র গরম! আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ২৬শে মার্চ থেকে ৭ই এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে।

এই সময়ে তীব্র গরমে অসুস্থতা এড়াতে নিচের সতর্কতা মেনে চলুন:

✅ প্রচুর পরিমাণে পানি পান করুন
✅ সরাসরি রোদ এড়িয়ে চলুন
✅ হালকা ও ঢিলেঢালা পোশাক পরুন
✅ শিশু ও বৃদ্ধদের বিশেষ যত্ন নিন
✅ জরুরি প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন

আগামী ২০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের স...
15/02/2025

আগামী ২০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৬৪টি জেলার ওপরেই বৃষ্টির প্রভাব পড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।

যা করণীয়:
✅ বাসা ও কর্মস্থল সুরক্ষিত রাখুন – দরজা-জানালা ভালোভাবে বন্ধ করে রাখুন।
✅ বজ্রপাত থেকে নিরাপদ থাকুন – খোলা জায়গায় থাকলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যান।
✅ নিম্নাঞ্চলে জলাবদ্ধতার প্রস্তুতি নিন – পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখুন।
✅ যাত্রা সতর্কতার সাথে করুন – অতিরিক্ত বৃষ্টি ও কাদার কারণে রাস্তাঘাট পিচ্ছিল হতে পারে।
✅ প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলুন – বিশেষ করে শিশু ও বয়স্কদের বাড়ির ভেতরে রাখুন।

সতর্ক থাকুন, নিরাপদ থাকুন! আবহাওয়ার আরও আপডেটের জন্য নিয়মিত খবর দেখুন।

আজ শুক্রবার সন্ধ্যার পর থেকে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার পরিমাণ বাড়বে এবং শনিবারও ...
03/01/2025

আজ শুক্রবার সন্ধ্যার পর থেকে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার পরিমাণ বাড়বে এবং শনিবারও এসব অঞ্চলে ঘন থেকে খুবই ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকার প্রবল আশঙ্কা রয়েছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় এবং ঢাকা বিভাগের দক্ষিণ ও পূর্ব জেলাগুলোতে শনিবার সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। মহাসড়কগুলোর মধ্যে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল, ও ঢাকা-চট্টগ্রাম সড়কে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিশেষ সতর্কতা প্রয়োজন। নৌপথে বিশেষত পদ্মা ও মেঘনা নদীতে দৃষ্টিসীমা ১০০-৩০০ মিটারে নেমে আসতে পারে, যা নৌযান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এ ধরনের ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। এ সময়ে মহাসড়ক ও নৌপথে অত্যন্ত প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

আগামী ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর চেন্নাই ও পুদুচেরিতে সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাই উপকূলে ভারী বৃষ...
26/11/2024

আগামী ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর চেন্নাই ও পুদুচেরিতে সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাই উপকূলে ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

ঘূর্ণিঝড়টি বাংলাদেশে সরাসরি প্রভাব না ফেললেও এর দূরবর্তী প্রভাবে ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ও বাগেরহাট জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২৬ নভেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে, যা পরিস্থিতি অনুযায়ী ৩ নম্বর পর্যন্ত বাড়ানো হতে পারে।

পাকা ধান দ্রুত ঘরে তোলার পরামর্শ

ঘূর্ণিঝড়ের প্রভাবে সম্ভাব্য বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার ক্ষতি এড়াতে কৃষকদের দ্রুত পাকা ধান ঘরে তোলার জন্য নিম্নলিখিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে:

1. পাকা ধান কাটার সময়: যেসব জমির ধান ৮০-৯০% পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে নিন। বিশেষত নিচু জমির ধান দ্রুত কাটুন, কারণ ভারী বৃষ্টিতে এসব জমি প্লাবিত হতে পারে।

2. কাটা ধান শুকানো: কাটা ধান মাঠে ফেলে না রেখে দ্রুত শুকানোর ব্যবস্থা করুন। প্রয়োজনে বাড়ির উঠানে পলিথিন বা ত্রিপল বিছিয়ে ধান শুকান।

3. সংগ্রহ ও সংরক্ষণ: শুকানোর পর ধান গুদামে বা অন্য কোনো নিরাপদ স্থানে সংরক্ষণ করুন, যাতে বৃষ্টি বা ভেজা বাতাসে ক্ষতি না হয়।

এভাবে ধান কাটার কাজ দ্রুত শেষ করলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি থেকে ফসল রক্ষা করা সম্ভব হবে।

24/11/2024

বাগেরহাট অঞ্চলের জন্য সম্ভাব্য ভারী বৃষ্টির সতর্কতা:
সম্ভাব্য সময়সীমা: ২৭ নভেম্বর সন্ধ্যার পর থেকে ২+ ডিসেম্বর পর্যন্ত।

বৃষ্টি পরিস্থিতি: বাগেরহাটসহ খুলনা উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কৃষি সতর্কতা: ফসলের বীজতলা ও মাঠ ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ২৭ নভেম্বর দুপুরের আগেই প্রয়োজনীয় রোদের কাজ শেষ করার চেষ্টা করুন।

বজ্রপাত: বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

22/11/2024

২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এই সপ্তাহে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, যা ২৬ বা ২৭ নভেম্বর ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলঙ্কার উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ২৮ ও ২৯ নভেম্বর হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের জেলাগুলোতে এ ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আগামী বছর এপ্রিলের আগে উত্তর বঙ্গোপসাগরে, বিশেষত বাংলাদেশের উপকূলে আর কোনো ঘূর্ণিঝড়ের আঘাত হানার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।

নভেম্বর মাসে দেশের কোনো বিভাগের উপর দিয়ে শৈত্যপ্রবাহ অতিক্রমের সম্ভাবনাও নেই।

নভেম্বর মাসের শেষ সপ্তাহে (২৪ থেকে ২৮ তারিখের মধ্যে) বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আমেরিকার আ...
15/11/2024

নভেম্বর মাসের শেষ সপ্তাহে (২৪ থেকে ২৮ তারিখের মধ্যে) বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল অনুযায়ী, যদি এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়, তবে এটি 'ফেনগাল' নামে পরিচিত হবে, যা নামটি সৌদি আরব কর্তৃক দেওয়া। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি দুর্বল প্রকৃতির হবে বলে আশা করা হচ্ছে।

২৩/২৪ নভেম্বরের দিকে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ লঘুচাপটি শক্তি বৃদ্ধি পেয়ে severe cyclonic storm এ পরিণত হতে পারে এবং ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কায় আঘাত হানতে পারে ২৬/২৭ তারিখে। উল্লেখ্য, Severe Cyclonic Storm হিসেবে এটি গড়ে প্রতি ঘণ্টায় ৮৯-১১৭ কিমি গতিতে প্রবাহিত হবে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আজকের (১৪ নভেম্বর) পূর্বাভাস অনুযায়ী সম্ভাব্য ঘূর্ণিঝড়টির সরাসরি আঘাতের সম্ভাবনা বাংলাদেশের উপকূলে নেই। তবে ২৭, ২৮ ও ২৯ তারিখে বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামী ৭ থেকে ১০ দিন বাংলাদেশে প্রচণ্ড গরম ও শুষ্ক বাতাস আসার সম্ভাবনা রয়েছে। পাকিস্তান, ভারত ও নেপালের উপর বর্তমানে যে ...
26/10/2024

আগামী ৭ থেকে ১০ দিন বাংলাদেশে প্রচণ্ড গরম ও শুষ্ক বাতাস আসার সম্ভাবনা রয়েছে। পাকিস্তান, ভারত ও নেপালের উপর বর্তমানে যে প্রচণ্ড গরম বাতাস দেখা যাচ্ছে, তা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশকে প্রভাবিত করবে। এই বাতাসের ফলে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং শুষ্কতা বেড়ে যেতে পারে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when মোরেলগঞ্জ Voice of Morrelgonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share