21/10/2023
সরকারের বিতরণ করার টাকা, বয়স্ক ভাতা , বিধবা ভাতা,র টাকা মোবাইল ব্যাংকিং মাধ্যমে নগদ একাউন্টে টাকা জমা হয়েছে গতকাল ,যে সকল দাদা দাদী ও মা বোনেরা এই টাকা পান এখনি নগদ একাউন্টে ব্যালেন্স চেক করুন, টাকা এসে থাকলে আপনার নিকটবর্তী এজেন্ট এর কাছে টাকা উত্তোলন করুন।
বিশেষ দ্রষ্টব্য, নগদ অফিস থেকে কখনো আপনার নাম্বারে কল করবে না ও সমাজসেবা অফিস থেকেও কখনো আপনাকে ফোন করবে না, কেউ যদি আপনাকে বলে সমাজসেবা অফিস থেকে, ফোন করেছি আপনাকে, তবুও আপনি তাদের কথাই কোন কোড শেয়ার করবেন না, ও কোন পিন নাম্বার তাদেরকে বলবেন না। সে যদি বলে আপনার নগদ একাউন্ট নাম্বার টি বন্ধ হয়ে যাবে, আপনার বয়স ভাতার, বিধবা ভাতার টাকা ও প্রতিবন্ধী ভাতার টাকা,আর পাবেন না তবুও ওই ওটিপি কোডটি তাকে দিবেন না, সে যদি বলে আপনাকে পিন নাম্বারটি বলতে হবে না, আপনি শুধু, আপনার পিন নাম্বারের সঙ্গে, আমাদের একটি কোড আছে সেই কোডটি, যোগ বা বিয়োগ করে তারপরের যোগফল এর বিয়োগফলের সংখ্যাটি বলুন, তবুও কেউ বলবেন না, এইসব যদি বলেন তাহলে আপনাদের ফোনের নগদ একাউন্টের টাকাটি তাদের একাউন্টে চলে যাবে।