Rîdhi Islam

Rîdhi Islam Assalamualaikum
I'm Ridhi Islam
Please follow my page
(1)

12/07/2024
11/07/2024

51.3K likes, 1203 comments. “ # # koray dao # # #মুক্তিযোদ্ধা সন্তানরাও চায় না কোটা থাকুক,,, সকল কোটা বাদ দেওয়া উচিত # # #”

01/05/2024

শ্বাশুড়ি আর মায়ের মাঝে এটাই তফাৎ 👇
একটা নবজাতকের মা এর আত্মকাহিনি :-

শ্বাশুড়ি- শিশির তেনা গুলা তাড়াতাড়ি ধুয়ে দাও, শুকায় যাক।
মা- তুই রাখ অগুলা আমি ধুইতেছি।

শ্বাশুড়ি- বৌ ওরে গোসল করাও বেলা চলে গেলো।
মা- গোসল করিয়ে তেল দিয়ে দিছি কোন জামাটা পরাবি।

শ্বাশুড়ি -বৌ ওরে কখন খাওয়াবা খিদা লাগছে না ওর/
মা- এই দেখ পুরা ফিটার খালি খাওয়া শেষ।

শ্বাশুড়ি- খাওয়াতে নিলে কান্না করবো কে আমি বুঝিও না।
মা- দে তোর কাছে খাবো না আমি খাওয়াই।

শ্বাশুড়ি- বৌ পটি করছে আসো তাড়াতাড়ি।
মা-( আম্মু কি করো) - বাবু পটি করছিলো ধোয়াই দিলাম।

শ্বাশুড়ি -বাবু পানি খাবো গো।
মা- বাবুরে পানি খাওয়াইলাম।

শ্বাশুড়ি- পটির পেন টা এখনো ধোও নাই ওইখানে ফালাই রাখছো কেন? সন্ধ্যায় ধুবা?
মা- এতো সকালেই এগুলা নিয়ে বের হইছোছ ক্যান
রাখ আমি ধুবো।

শ্বাশুড়ি- কান্না করতেছে ধরো নেও।
মা- দে আমার কাছে কান্না করতাছে।

শ্বাশুড়ি - বাবুর কাপড় গুলা উঠাও গো, ঠান্ডা হয়ে গেলো।
মা- সেল্ফে দেখ বাবুর জামা উঠায়ে গরম গরম ভাজ করে রাখছি।

শ্বাশুড়ি- আল্লাহ রে শিশি করে একদম ভিজাইলো।
মা- আমার নানু ভাই ই তো শি করবো। করো নানু

শ্বাশুড়ি - গোসলের পানি এতো ঠান্ডা কেন?
মা- গোসলের পানি রেডি বাবুরে নিয়া আয়।

শাশুড়ি - এম্নে খাওয়াও কেন? এম্নে গোসল করাও কেন? এম্নে তেল দেও কেন? এম্নে মুছাও কেন? এম্নে জামা পরাও কেন? এমন করলা কেন?
মা- খাওয়াইলাম। গোসল করাইলাম। তেল দিয়ে দিলাম। মুছাই দিলাম। জামা পরা দিছি। সব কিছু এমন করে করবি। এখন শিখ পরের টা আমি না থকলে নিজে নিজে করিস। 🙂

মা এটা একটা শব্দ না এটা একটা ভালোবাসা, এটা একটা আশ্রয়, এটা একটা ভরসার জায়গা, এটা সকল সুখের আধার।

আর এই মায়ের ঋন কখনো শোধ করা যায় না।©️

Mother’s love is peace. It need not be acquired, it need not be deserved.

mother's day,mothers,what is your mother's job,mothers day,mother's love,touching day,mother's day interview,mothers love,job,inspire others,mothers chores,happy mothers day,world's toughest job remake,mother,mother son,father,the,im the jerk,am i the jerk,i am the jerk,locs journey,jordan peterson,r/amithea**hole,r/idoworkherelady,storybooth animated,tyler,thing,baker, ,r/idontworkherelady,dishes

Eid Mubarak 🌙🌙 guys
11/04/2024

Eid Mubarak 🌙🌙 guys

23/03/2024

🪄বরিশালের ছড়া🪄🪄

- রুপাতলীর চিড়ামুড়ি,
গৌরনদীর দই।
ঝালকাঠির লোক বলে,
পটুয়াখালী কই?
"বাকেরগঞ্জ এর কাঁচামরিচ,
মেহেন্দিগঞ্জ এর আলু।
মুলাদীর মেয়েরা,
খুব বেশি চালু।
"সদরের চটপটি,
স্বরুপকাঠী'র পেয়ারা।
বরগুনার মেয়েদের,
সুন্দর হয় চেহারা।
"পটুয়াখালীর ননদী,
আমতলীর ভাবী।
পিরোজপুরের ভালোবাসা,
জিয়ানগর পাবি।
"ভান্ডারিয়ার চাচা আর,
মঠবাড়িয়ার চাচী।
বরিশালে গিয়ে শুধু,
করে নাচানাচি।

19/03/2024

এক বুড়া বাপ তার ছেলেকে জেলে চিঠি লিখলঃ'🥹🫰

বাবা:বেটা, আমার অনেক বয়স হয়েছে। এত বড় ক্ষেত খনন করে আলু চাষ করা আমার পক্ষে সম্ভব না। তুই থাকলে একটু সাহায্য করতে পারতি...!🫤🫤

ছেলে জেল থেকে বাবাকে চিঠিতে জবাব দিলঃ🙂🙂

ছেলে :তুমি ঐ ক্ষেত খনন কর না কারণ, ক্ষেতে আমি আমার,সব অস্ত্র লুকিয়ে রেখেছি।🥹🥹

েরদিন কতগুলো,পুলিশ গিয়ে পুরো ক্ষেত খনন করে দেখল, কিন্তু অস্ত্র পেলো না...!☹️☹️

ছেলে আবার তার বাবাকে চিঠি লিখল:😫

ছেলে:বাবা আমি জেলে থেকে তোমার জন্য এতটুকু সাহায্যই করতে পারলাম। 🫠🫠

এখন শুধু আলুর বীজ লাগিয়ে দিও....!🥹🫡

নিয়মিত গল্প পেতে আইডিটা ফলো দিয়ে রাখুন👉 গঁল্পেরঁ রাঁজ্যঁ

#চলবে #অনুগল্প #কাহিনী

14/03/2024

ছেলে : হিজাবটা একটু খুলবে? তোমায় দেখতাম।
মেয়ে:-হ্যাঁ,খুলছি।
ছেলে :-শাড়ি পরেছো?
মেয়ে:-হ্যাঁ।
ছেলে :-কি রঙের?
মেয়ে:-দেখবে?
ছেলে :-হ্যাঁ, দেখবো।
মেয়ে:-আচ্ছা।একটু অপেক্ষা করো।ওপাশের লোকটা যাক।
ছেলে :-তোমায় তো আজ বেশ লাগছে।
মেয়ে:-তাই...
ছেলে :-হ্যাঁ। লজ্জ্বা পেলে?
মেয়ে:-হুমমম,একটু।বোরকাটা খুলি তাহলে।
ছেলে :-হ্যাঁ খোলো।
মেয়ে:-চোখ বন্ধ করো।
ছেলে :-আচ্ছা...!!
মেয়ে:-হুমম,এবার খোলো।
ছেলে :-বাহ্!! দারুন লাগছে তোমায়।
মেয়ে:-হিহি
ছেলে :-সেই শাড়িটা?
মেয়ে:-হ্যাঁ...!! শাড়িটা বের করার সময় তোমার পাঞ্জাবীটা দেখে তোমার কথা মনে পড়ছিলো।
ছেলে :-কেঁদেছো?
মেয়ে:-হুমমম..
ছেলে :-কেনো?
মেয়ে:-তুমি স্বার্থপরের মতো আমাকে ছেড়ে চলে এসেছো।একা একা খুব কষ্ট হয় আমার।আমি যখন চা বানাতে যাই,ভুলে ভুলে তোমার মগেও বানিয়ে ফেলি।গভীর রাতে ঘুমের ভিতর তোমার বালিশের উপর হাত পড়লেই আমার ঘুম ভেঙে যায়।তোমাকে দেখতে না পেলেই আমার কান্না আসে।
ছেলে :-খুব কষ্ট পেয়েছো তাই না?
মেয়ে:-অনেক।
ছেলে :-সরি..
মেয়ে:-হুহ,সরি বলতে হবে না।
ছেলে :-আচ্ছা শোনো,
মেয়ে:-হুম বলো.
ছেলে :-তুমি আমার হয়ে সবাইকে কিছু কথা বলে দিতে পারবে?
মেয়ে:-কি কথা?
ছেলে :-ওদের সবাইকে বলবে ওরা যেনো একটু সাবধানে চলাচল করে।সড়ক দুর্ঘটনা যেনো আর কারো প্রিয়জন ছিনিয়ে নিতে না পারে।
মেয়ে:-আচ্ছা..... (অশ্রুশিক্ত চোখে)
ছেলে :-উফ..!! এখন কেঁদো না তো।তোমার চোখের কাঁজল নষ্ট হয়ে যাচ্ছে।পায়ে আলতা দিয়েছো?আচ্ছা আমার জন্য বসন্তের ফুল আনোনি?
মেয়ে:-হ্যাঁ এনেছি।
ছেলে :-কই দাও..

তারপর

মেয়েটি -ফুলগুলো কবরের উপর রেখে,ব্যাগ থেকে কোরআন শরীফটা বের করে পড়তে শুরু করলো মেয়েটা।কথা ছিলো এই বসন্তে শাড়ি-পাঞ্জাবী পরে দুজনে বের হবে।কিন্তু সড়ক দূর্ঘটনা তাদের স্বপ্নের মাঝে এপার ওপারের দুরত্ব তৈরী করে দিয়েছে!
#সমাপ্ত 😢💔

রিপোস্ট
~(সত্যি গল্প খুব কষ্টের ছিলো) 😢

সবাই সড়কে চলাচলের সময় দেখে পাড় হবেন । যাতে সড়ক দুর্ঘটনায় আর কারো প্রিয়জনকে হারাতে না হয়।

14/03/2024

---ভাইয়া তোর ফোনে একটা মেয়ে ফোন
করছিলো!
- তুই আমার ফোন ধরছিলি ক্যান?
- টাকার জন্য!
- মানে?
- মানে, এখন তুই আমাকে ৫শ টাকা দিবি!
নাহলে আব্বুর কাছে সব বলে দিব!
আমি রাগে বললাম, "যাহ্ যাহ্... যা বলার বলে
দে.."
--- আব্বুওও......!
- এইইই দাঁড়া বোন।
- তাহলে টাকা দাও....!
- তিন'শ দিই?
- ভাইয়া...!
- কি?
- তুমি এতো কিপটা কেন? নিজের বোনকেই
তো দিচ্ছো, তাই না?
- ওরে আমার আদরিরে। :D
বৃষ্টিকে টাকা দিয়ে বাসা থেকে বের হচ্ছি!
এমন সময় শারমিন ফোন দিয়ে বলে উঠলো, -
"সাদ্দাম তোমার বোন এমন কেন?"
আমি অবাক হয়ে বললাম, - কেমন?
--- "সরকার গরিবের ব্যবসাতেও ট্যাক্স বসায়
আর তোমার বোন আমাদের প্রেমে!"
আমি পুনরায় অবাক হলাম!!!
শারমিন বললো, - "বৃষ্টি বলেছে, প্রেম করতে
হলে প্রতিমাসে তাকে ২হাজার টাকা করে
ভ্যাট দিতে হবে!"
-
-
আমার বোন 'বৃষ্টি' অত্যান্ত ভালো একটি
মেয়ে। তাকে আমি কোনোদিন কোনো
ছেলের সাথে কথা বলতে দেখেনি। তার
লেখাপড়া, টিউশন ফি সব আমরাই দিই। কিন্তু ও
অতিরিক্ত এতো টাকা দিয়ে কি করে...!
প্রতিমাসে ও আমার থেকেই প্রায় ৩/৪হাজার
টাকা চেয়ে নেয়।
ভাবনার পরিশেষে সিদ্ধান্ত নিলাম,
আগামীকাল বৃষ্টি কলেজের ক্লাস শেষে
টাকা নিয়ে কোথায় যায় সেটা আমি লক্ষ
করবো অর্থাৎ লুকিয়ে লুকিয়ে তাকে ফলো
করবো।
দুপুর ১টা ৩০মিনিট। আমি এক ফ্রেন্ডের মোটর
বাইক নিয়ে বৃষ্টির কলেজ গেটের সামনে চলে
গেলাম। দেখি আমার বোন একটা অটুতে উঠে
কোথায় জানি যাচ্ছে। পিছন পিছন আমিও
গেলাম।
কিছুক্ষন যাওয়ার পর দেখলাম, বৃষ্টি অটু থেকে
নেমে একটা স্কুলগেটের ভিতরে ডুকলো।
১০মিনিট পর সেই স্কুলগেট থেকে বের হয়ে
৮বৎসর বয়সী ২টা পিচ্চি বৃষ্টিকে বিদায়
জানাচ্ছে। তারা দুইজনেই আমার বোনটিকে
জড়িয়ে ধরেছিলো।
বৃষ্টি চলে যাওয়ার পর আমি তড়িঘড়ি করে
পিচ্চি দুটির সামনে গেলাম। গিয়ে জিজ্ঞেস
করলাম, - "এইমাত্র যে মেয়েটি তোমাদের
কাছ থেকে বিদায় নিয়েছে, সে তোমাদের
কি হয়?"
মেয়েটি বললো, - বোন!
আরেকজনকে জিজ্ঞেস করলাম, - "তাকে
কিভাবে চিনো?"
ছেলেটি বলতে লাগলো, - "আমাদের মা মরে
যাওয়ার পর আমরা কিছু খেতে পাইতাম না। দুই
ভাইবোন মিলে স্টেশনে, বাজারে মানুষের
কাছ থেকে ভিক্ষা করে খাইতাম। একদিন
বৃষ্টি আপুর কাছে খাবার চাওয়ার পর উনি
আমাদের সম্পর্কে সব জানলেন এবং এই স্কুলে
(হাতে দেখিয়ে) ভর্তি করিয়ে দিলেন! এখন
আমরা এই স্কুলের হোস্টেলেই থাকি আর
পড়াশোনা করি। বৃষ্টি আপু প্রতিমাসে এসে
আমাদের আদর করে,

21/02/2024

#খিচুড়ী

18/02/2024

Everyone Rîdhi Islam
GMA Public Affairs

13/02/2024

Azimpur government girls school and college ar culture program

06/02/2024

Bangladesh Rover Scout one day camping

20/01/2024

Chachu r weeding program vidio

17/01/2024

Chachu r holdi night

14/01/2024

My first cooking vdo

17/12/2023

Azimpur government girls College ar victory day celebration
And My first performance in College

15/11/2023

অবশেষে ওদের ও বিচ্ছেদ হয়ে গেল😭😭

09/11/2023

School performance

Beloved one day understand 😔
23/10/2023

Beloved one day understand 😔

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rîdhi Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rîdhi Islam:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share