Hashtag Odri

Hashtag Odri Believe yourself!
(1)

ওরা আমায় এভাবে কেনো মা'র'ল মা??.........মা আমি তো যেমন ডিউটিতে  যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে ...
20/08/2024

ওরা আমায় এভাবে কেনো মা'র'ল মা??.........
মা আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শে'ষ দিন!! আমি তো আমার জুনিয়র দের সাথে একসাথে কতো গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম, জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা,ওটাই আজ খেয়েছিলাম, তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া , এটাই শেষ গল্প ..... ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল, একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম, তখনও যদি বুঝতাম মা, সারাজীবনের মতো বিশ্রামে চলে যাবো, তখন ভোররাত আমি ওয়ার্ডে একা তখন, ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদর টা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু,,, সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে..... ছিঃ!!! মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেক বার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম " বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও!!" কিন্তু কেউ আমার চিৎকার, আমার আ'র্তনা'দ শুনতে পায়নি জানোতো মা, আর ওরা আরও পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো..... খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা!!! আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো, আমি এটাও বললাম যে " আমাকে ছেড়ে দাও,দয়া করে, ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলব না, আমাকে যেতে দাও..." কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিলো না, দিলো না তোমার কোলে শেষ বারের মতো মাথা রাখতে দিতে, দিলো না শেষবার তোমার হাসি ভরা মুখ টা দেখার সুযোগ , দিলো না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড়ো ডাক্তার হওয়ার কাহানী কে সত্য করতে !!! আমার গ'লা টি'পে ধরে নিজেদের সর্ব শক্তি দিয়ে আমার গলা চে'পে ধরে জানো মা, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু হয়তো আজ ভগবান ও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গ'লার হাড় ভে'ঙে যায়...ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিব'স্র ভাবে..... সকালে সবাই আসে ,কিন্তু একি!! আআআ মি কারোর সাথে কথা কেনো বলতে পারছিনা? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেনো পারছোনা মা, আমার ডাক?? ওওও মা, মা গো এইতো দেখো দেখোনা মা, ও মা এইতো আমি, তুমি কাঁদছো কেনো?? কি হয়েছে তোমার?? ও মা!!! দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁ'দছে, লা'শটার মুখ দেখতে পেয়ে আআআমি শিউরে উঠি.... এ কিহ!!! এটা যে আমারই নিথর দেহ!!! আমি কি তবে মা'রা গেছি?? আমিও কাঁদতে শুরু করলাম, সবাই আমার এই মৃ'ত্যু তে শো'কাহত.... সারা দুনিয়া আমার মৃ'ত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে!!! কিন্তু আমি আমার নি'থর দে'হের দিকে তাকিয়ে রইলাম!! আমার শেষটা তো আরো ভালো হতে পারত বলো মা?? দেখো না মা ওরা আমার মুখের, দেহের কী বিচ্ছিরি অবস্থা করেছে দেখো মা!! আমার চিৎকার করতে ইচ্ছে করছে!!! কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পারছে না, আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি,কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পারছে না!! কেউ না........
অসাধারণ লেখা আমি চাই এগুলো ভাইরাল হোক। সমাজকে জাগ্রত করুন। সমাজ বিকৃত করবেন না 🙏🙏
সংগৃহীত
We want Justice
আর কত মৌমিতার জীবন গেলে এসব নর*পিশাচদের শাস্তি হবে পৃথিবীতে????

অতিরিক্ত বিশ্বাস,অতিরিক্ত আশা,অতিরিক্ত ভালোবাসা,অতিরিক্ত স্বপ্ন,কোনটাই ভালো না!! আসলে অতিরিক্ত শব্দটাই "অতিরিক্ত" খারাপ!...
21/06/2024

অতিরিক্ত বিশ্বাস,

অতিরিক্ত আশা,

অতিরিক্ত ভালোবাসা,

অতিরিক্ত স্বপ্ন,কোনটাই ভালো না!! আসলে অতিরিক্ত শব্দটাই "অতিরিক্ত" খারাপ!!😓💔😓

16/06/2024

Happy Father’s Day to all amazing fathers out there.

পিক কিবা কুঞ্জে কুঞ্জেপিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহূ কুহূ কুহূ গায়কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়ফুলে ফুলে ঢ'লে ঢ'লে ব...
13/06/2024

পিক কিবা কুঞ্জে কুঞ্জে
পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহূ কুহূ কুহূ গায়
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়
ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায়
ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায়
তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়।

"চলো আমরা বাচ্চাটা মেরে ফেলি! তা না হলে এই বাচ্চা বড় হলে আমাদের একদিন মেরে ফেলবে!"ভেবেছিলাম লিমা কথাটা মজা করে বলেছে। কি...
29/05/2024

"চলো আমরা বাচ্চাটা মেরে ফেলি! তা না হলে এই বাচ্চা বড় হলে আমাদের একদিন মেরে ফেলবে!"
ভেবেছিলাম লিমা কথাটা মজা করে বলেছে। কিন্তু বাচ্চার দিকে যখন সে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইলো তখন আমি নিজেও কিছুটা ভয় পেয়ে গেলাম!
আমার স্ত্রী লিমা প্রথমবার মা হয়েছে। আর মা হবার পর থেকেই তার মাঝে অদ্ভুত সব আচরণ লক্ষ্য করছি! সে সারারাত ঘুমায় না।
সদ্যজাত সন্তানের প্রতি তার বিন্দু পরিমাণ মায়া কাজ করে না। কিভাবে নিজের সন্তানকে মেরে ফেলবে কিংবা ক্ষতি করবে এটা নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকে!
মাঝরাতে কিছু একটার শব্দে আমার ঘুম ভেঙে গেলো। খেয়াল করে দেখি লিমা বাচ্চাকে নিয়ে দরজা খুলে বাইরে বের হচ্ছে!
যখন জিজ্ঞেস করলাম- কোথায় যাচ্ছো তুমি? সে কিছু না বলে বাচ্চাকে নিয়ে দৌঁড়ে চলে গেলো। আমিও তার পেছন পেছন ছুটলাম।
পুকুর পাড়ে এসে দেখি সে বাচ্চাকে পুকুরে ফেলে দিতে চাইছে! আমি জোর করে তার কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে বললাম– কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন?
লিমা কিছু না বলে আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য জোরাজুরি করতে লাগলো। আমি আর সহ্য করতে না পেরে তার গালে থাপ্পড় মেরে বললাম- আরে ও তোমার নিজের বাচ্চা। এই মাসুম বাচ্চাকে মারার এতো শখ কেন তোমার?
লিমা তখন জ্বিব বের করে কেমন জানি অস্বাভাবিক আচরণ করতে লাগলো। আমার চিৎকার-চেঁচামেচিতে মা- বাবাও ছুটে আসলো।
মা লিমার অবস্থা থেকে ভয় পেয়ে বললো- তোর বউয়ের গায়ে খারাপ বাতাস লেগেছে, ভূতে ভর করেছে তোর বউয়ের উপর।
কতোবার বলেছি খোলা চুলে বাড়ির পিছনে না যেতে। কিন্তু তোর বউ তো আমার কোন কথাই শুনে না। ভূত তাড়ানোর জন্য এখনই বাড়িতে কবিরাজ আনতে হবে।
যদিও আমি এসব ফকির-কবিরাজ বিশ্বাস করি না। কিন্তু এই মুহুর্তে লিমার অবস্থা দেখে আমার বিশ্বাস না করেও উপায় নেই।
কবিরাজ এসে লিমাকে দেখে বললো- এই মেয়েকে তো দেখছি আবড়া পিশাচে ধরেছে। এজন্যই তো কথা বলতে পারছে না!
সমস্যা নেই, আমি হাতের তুড়িতেই এই পিশাচকে তাড়ানোর ব্যবস্থা করছি। শুধু আমাকে একটা শক্ত দেখে লাঠি দেন।
কবিরাজকে লাঠি দিলে সে মনে মনে কিছু একটা বলে আমার স্ত্রীকে লাঠি দিয়ে জোরে আঘাত করলো। আমি রেগে গিয়ে কবিরাজকে বললাম- আপনি আমার স্ত্রীকে মারছেন কেন?
কবিরাজ মুচকি হেসে বললো- বাবাজি, যে জিনিস বুঝো না সে জিনিস নিয়ে কোন কথা বলো না। আঘাত তো তোমার বউ পাচ্ছে না। তোমার বউয়ের উপর যে পিশাচ ভর করেছে আঘাত সব ওই পিশাচটাই পাবে!
কবিরাজের কথা শুনে বাবা রেগে আমাকে বললো- বউয়ের প্রতি তোর এতো পিরিত দেখাতে হবে না। তোর যদি সহ্য না হয়, তুই সামনে থেকে চলে যা। কবিরাজকে উনার মতো কাজ করতে দে।
আমি আর কাউকে কিছু বলতে পারছিলাম না, কারণ এই মুহুর্তে কেউ আমার কথা শুনবে না। কবিরাজকে দেখলাম এলোপাতাড়ি আমার বউয়ের গায়ে আঘাত করছে।
বুঝতে পারছিলাম লিমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু ওর মুখ দিয়ে কোন কথা বের হচ্ছিলো না। কবিরাজ একটা সময় কপালের ঘাম মুছতে মুছতে বললো- এটা তো দেখছি খুব তেন্দর পিশাচ। কিছুতেই গা থেকে নামছে না। ওরে এখন আমি জনমের শিক্ষা দিবো!
কবিরাজ তখন একটা মাটির পাত্রে ধূপ আর শুকনা মচির পুঁড়ে সেই ধোঁয়াটা জোর করে আমার স্ত্রীর নাকে মুখে দিচ্ছে। স্ত্রীর উপর এমন অত্যাচার আর সহ্য করতে পারছিলাম না।
বাড়ির সামনে এসে আমার বাচ্চার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম- বাবরে আগে যদি জানতাম তোকে জন্ম দিলে তোর মায়ের এমন অবস্থা হবে, তাহলে তোকে কখনোই এই পৃথিবীর আলো-বাতাস দেখাতাম না!
পরদিন সকালে খেয়াল করি আমার স্ত্রীর হাত-পা দড়ি দিয়ে বাঁধা। সারা হাতে ওর মারের দাগগুলো কালো হয়ে আছে।
আমি নিজের কান্নাটা কোন রকমে চেপে রেখে ওর এলো-মেলো চুলে হাত বুলাতে বুলাতে বললাম– তুমি একবার বলো তোমার কিছু হয় নি, বিশ্বাস করো কেউ তোমার গায়ে টোকা দেওয়ারও সাহস পাবে না।
লিমা তখন অন্য দিকে তাকিয়ে হাসছিলো আর বলছিলো- দেখো, এখানে কতোগুলো হাতি!
অথচ এখানে হাতির কোন অস্তিত্বই নেই! লিমা হাসছিলো আর ওর হাসি দেখে আমি আর কান্না চেপে রাখতে পারি নি।
শহরে সবচেয়ে বড় সাইক্রিয়াটিস্টের কাছে গিয়ে যখন আমার স্ত্রীর সমস্যাটা পুরোটা বললাম, তখন উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন- আপনার স্ত্রীর POSTPARTUM PSYCHOSIS-এ আক্রান্ত (পোস্টপারটাম সাইকোসিস) হয়েছে।
এটা খুব বিরল ভয়াবহ মানসিক রোগ৷ সন্তান প্রসবের পর কিছু মায়ের এ রোগ দেখা দেয়৷ সদ্য সন্তান প্রসব করা মা তখন এমন কিছু জিনিস বিশ্বাস করে যার বাস্তবে কোন অস্তিত্ব নেই।
প্রথমবার সন্তান প্রসবের পর প্রতিটা মহিলারই কিছুটা অস্বস্তি, দুর্বলতা, মানসিক চিন্তা কম-বেশি থাকে, যা অল্প সময়ে সেরে যায়৷ তবে Postpartum Psychosis ভয়াবহ জিনিস!
রোগটির সঠিক কারণ এখনও অজানা৷ তবে চিকিৎসাবিদদের মতে- সন্তান প্রসবের পর মাতৃদেহে বড় পরিবর্তন হয়, তখন কোনো আকস্মিক হরোমনীয় পরিবর্তনের কারণে এমন হতে পারে৷
চোখের কোণে জমে থাকা জলটা মুছে ডাক্তারকে বললাম– এই রোগের চিকিৎসা কি নেই?
ডাক্তার মুচকি হেসে বললেন- অবশ্যই আছে। আমরা আমদের যথাযথ চেষ্টা করবো।
২ মাস পর…
আজ আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ। যে সন্তানকে আমার স্ত্রী মেরে ফেলতে চেয়েছিলো, সেই সন্তান একটু কান্না করলেই আমার স্ত্রী অস্থির হয়ে পড়ে। সারাক্ষণ বাচ্চাকেই নিয়ে পড়ে থাকে। পরম মমতায় বড় করছে আমাদের সন্তানকে…
সদ্য সন্তান জন্ম দেওয়া কোন মা যদি এমন অস্বাভাবিক আচরণ করে, তবে তাকে কোন ভন্ড কবিরাজ বা ফকির না দেখিয়ে ভালো কোন সাইক্রিয়াটিস্টের পরামর্শ নিন। কুসংস্কার বিশ্বাস করে স্ত্রী উপর অমানবিক অত্যাচার করবেন না—

⭕postpartum psychosis

Jhanvi❤️
29/05/2024

Jhanvi❤️

এদের গুলা স্বামী😍আমাদের গুলা আ-সামী😵‍💫
29/05/2024

এদের গুলা স্বামী😍আমাদের গুলা আ-সামী😵‍💫

Yummy 😋
24/05/2024

Yummy 😋

“A mother's love is endless, her sacrifices are countless, and her strength is boundless.”Happy Mother's Day to the most...
12/05/2024

“A mother's love is endless, her sacrifices are countless, and her strength is boundless.”
Happy Mother's Day to the most amazing women in my life maa and my elder sisters, also all beautiful mothers in this wonderful earth.
“To the world you’re a mother but to your family you are the world.”
Enjoy every moment of motherhood ❤️

বেশি গরম পড়লে অবশ্যই এটা ট্রাই করবেন😐বরফ ভর্তা
28/04/2024

বেশি গরম পড়লে অবশ্যই এটা ট্রাই করবেন😐
বরফ ভর্তা

Life is like a game of chess. To win you have to make a move. Knowing which move to make comes with insight and knowledg...
23/04/2024

Life is like a game of chess. To win you have to make a move. Knowing which move to make comes with insight and knowledge, and by learning the lessons that are accumulated along the way. We become each and every piece within the game called life.-Allan Rufus

Flowers 🌺
21/04/2024

Flowers 🌺

শুভ নববর্ষ🙏বড়দের প্রণাম 🙏এবং ছোটদের ভালোবাসা❤️
16/04/2024

শুভ নববর্ষ🙏
বড়দের প্রণাম 🙏এবং ছোটদের ভালোবাসা❤️

শুভ্র তুষার❤️
20/03/2024

শুভ্র তুষার❤️

Good afternoon ❤️
11/03/2024

Good afternoon ❤️

শুধুমাত্র একদিন নারী দিবস পালন করলে হবে না,নারী জাতিকে সম্মানিত করা হোক প্রতি মূহূর্তে।পৃথিবীর সকল নারীদের শতকোটি প্রণাম...
08/03/2024

শুধুমাত্র একদিন নারী দিবস পালন করলে হবে না,নারী জাতিকে সম্মানিত করা হোক প্রতি মূহূর্তে।পৃথিবীর সকল নারীদের শতকোটি প্রণাম তাদের শত ত্যাগ,ভালোবাসার জন্য।অন্যের পরিচয়ে না বেঁচে নিজের পরিচয় গড়ে তুলুন,নিজের যত্ন করুন।

🎉 Facebook recognized me as a top rising creator this week!Thank you all❤️
05/03/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!
Thank you all❤️

Address


Alerts

Be the first to know and let us send you an email when Hashtag Odri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hashtag Odri:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share