𝐌𝐞𝐞𝐭 𝐰𝐢𝐭𝐡 𝐌𝐎𝐔 𝐄𝐩𝐢𝐬𝐨𝐝𝐞 𝟐𝟓
𝐌𝐞𝐞𝐭 𝐰𝐢𝐭𝐡 𝐌𝐎𝐔 𝐄𝐩𝐢𝐬𝐨𝐝𝐞 𝟐𝟓
Guest: আয়শা খান, অভিনেত্রী ও মডেল || Aisha Khan, Model and Actress
Bangladesh time 10:00 pm
New York time 11:00 am
যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার আগে যা জানতেই হবে - রাব্বী নূরে
দিনে দিনে আমাদের একটা এক্সপেক্টেশন তৈরি হয়েছে সেটা হলো বাড়ি কেনার সময় বাড়ি কেনার সময় যে কমিশনটা আছে ওটা সেলার এর কাছ থেকে আসবে। এখন একটা সিস্টেম এমন হয়েছে যে যখন বায়ার একটা জায়গা কিনবেন তিনি এটা এজেন্টের সাথে নেগোসিয়েশনে যাবেন, যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় যে আমি ৫ পার্সেন্ট এর জন্য কাজ করি, আমি ১০ পার্সেন্ট এর জন্য কাজ করি। আর বর্তমানে বাড়ি কেনার সময় একজন বাইরের সাথে এজেন্টের হল যে একটা এগ্রিমেন্ট সাইন করতে হয় যেখানে সব ধরনের যত রিকুয়ারমেন্ট বলেন বা যত নিয়ম-কানুন বলেন সব লেখাই থাকে। আর বাড়ি দেখার আগে একজন বায়ারের উচিত এজেন্টের সাথে হলো যে এগ্রিমেন্ট সাইন করে নেওয়া। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি ওটাতে সাইন করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সে আপনার এজেন্ট না। তাই আমার মনে হয় আপনি যখন কষ্টের টাকা দিয়ে কোন স্টেট কিনতে যাবেন জেনে শুনে রেজ
লড়াই, যুদ্ধ, সীমান্ত সংঘাত যত বাড়বে রাষ্ট্রগুলোর সামরিক খাতে খরচও তত বাড়াতে হবে—এটাই স্বাভাবিক।
তবে এমন কিছু দেশ রয়েছে, যারা সরাসরি যুদ্ধে জড়িত না থেকেও সামরিক খাতে বিপুল পরিমাণে খরচ করে থাকে।
সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা দেশগুলোর একটি তালিকা করেছে গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই)। এই প্রতিষ্ঠান সামরিক ব্যয়, অস্ত্র বাণিজ্য বিষয়ে তথ্য সংগ্রহ করে।
Meet with Mou – তে অভিনেত্রী ও মডেল আয়শা খান (Aisha Khan), ৯ নভেম্বর, ২০২৪, শনিবার
Meet with Mou অনুষ্ঠানে এবারের অতিথি অভিনেত্রী ও মডেল আয়শা খান (Aisha Khan) । দেখতে চোখ রাখুন ৯ নভেম্বর, ২০২৪, শনিবার বাংলাদেশ সময় রাত ১০টা এবং নিউ ইর্য়ক সময় সকাল ১১টায় শুধুমাত্র Channel Washington Bangla ’র Facebook এবং YouTube পেইজ-এ।
কমলাপুর এক্সপ্রেসের কনসার্ট আয়োজন
গত ২রা নভেম্বর ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়া শহরের ন্যানি জে. লি মেমোরিয়াল রিক্রিয়েশন সেন্টারে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়ে গেলো। অনুষ্ঠানটি আয়োজন করে কমলাপুর এক্সপ্রেস নামের একটি গানের দল। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিএমভি মানে ডি.সি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ার এলাকার অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল কমলাপুর এক্সপ্রেস তাদের অনন্য মিউজিক ফিউশনে এবং প্রানবন্ত পার্ফরমেন্স এর জন্য বিশেষভাবে পরিচিত। এই কনসার্ট এও এর ব্যতিক্রম হয়নি। কমলাপুর এক্সপ্রেস তাদের জনপ্রিয় সংগীত এবং মঞ্চে নিজস্ব উপস্থাপনা দিয়ে কনসার্টে আগত দশর্কদের মুগ্ধ করে রাখে। অনুষ্ঠানে ব্যান্ডটি তাদের মৌলিক কিছু গান এবং এর পাশাপাশি কিছু জনপ্রিয় গান পরিবেশন করে। যা কনসার্টে আগত দশর্কেরা প্রানভরে উপভোগ করেন। কনসার্টটি ডিমভি এলাকার সঙ্গীতপ্রেমীদের এক মিলনমেলায় পরিণত হয়।
|| Channel Washington Bangla
#CWB #KamalapurExpres
নিউইয়র্কের ব্যালটে বাংলা ভাষা
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিভিন্ন ভাষাভাষী মানুষ বাস করেন। সেখানে প্রায় এক লাখেরও বেশি বাংলাভাষী মানুষ বাস করেন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্ক সিটির ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি চারটি ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে। তার একটি হচ্ছে বাংলা। নিউইয়র্ক সিটিতে ব্যালটে বাংলা ভাষার ব্যবহারে আইনি বাধ্যবাধকতাও রয়েছে। কর্তৃপক্ষ বলেছে, ব্যালটে অন্যান্য ভাষা স্থান দেওয়ার মধ্য দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের দিকে আরও একধাপ এগিয়ে গেল যুক্তরাষ্ট্র।
|| Channel Washington Bangla
#CWB #news #NewsUpdate #usa #Election2024 #USAElection2024 #candidates #DonaldTrump #KamalaHarris #Trump #Kamala #republican #democratic #presidentialelection2024 #Vote #ballotpaper #Banglaballot #NewYork #NewYorkVote
আটলান্টায় প্রথমবারের মতো বাংলাদেশি খাবার উৎসব
আমেরিকার জর্জিয়ার আটলান্টায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি খাবার উৎসব। এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএ) আটলান্টা, জর্জিয়া। দিনব্যাপী এই আয়োজনে নানা পদের খাবারের পাশাপাশি ছিল পোশাক প্রদর্শনী, মেহেদি ও সঙ্গীতসহ নানা পর্ব।
|| Channel Washington Bangla
#CWB #Events #celebration #festive #CulturalDiversity #Bangladeshifood #Bangladeshifood_festival #Atlanta #Georgia
মার্কিন নির্বাচনে যিনিই জয়ী হোক, দুর্বল হবে গণতন্ত্র
যুক্তরাষ্ট্রের ভোটাররা আগামী ৫ নভেম্বর তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোট দেবেন। ২০২০ সালে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন জো বাইডেন। তিনি এবারও নির্বাচনে প্রার্থী ছিলেন। কিন্তু গত জুলাইয়ে প্রচারণার শেষে এসে তিনি সরে দাঁড়ান ও কমলা হ্যারিসকে সমর্থন দেন।এখন বড় প্রশ্ন হলো—এবার যুক্তরাষ্ট্র তাদের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পাবে নাকি দ্বিতীয় মেয়াদে জয় পেয়ে ক্ষমতায় বসবে ডোনাল্ড ট্রাম্প। নিবন্ধিত ভোটারদের প্রায় ৯০ শতাংশ বিশ্বাস করেন যে, প্রতিটি রাজ্যে ভোট গণনার পর বিভিন্ন আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচনের ফল হেরে মেনে নেওয়া উচিত। এক্ষেত্রে মাত্র এক-তৃতীয়াংশ ভোটার মনে করেন যে, ফল স্বীকার করে নেবেন ট্রাম্প।
|| Channel Washington Bangla
#CWB #TrumpVsKamala #USElections2024 #USElections2024 #DemocracyConcerns #KamalaHarris #DonaldTrump #VoterAnxiety #ElectionIntegrity #Political
যুক্তরাষ্ট্রের আগাম ভোটে এবার নতুন নজির
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট চলছে। আগাম ভোটে এবার নতুন নজির গড়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ৫ কোটি ৩০ লাখের বেশি আমেরিকান আগাম ভোট দিয়েছেন। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন ল্যাব জানিয়েছে, মোট আগাম ভোটারদের মধ্যে ২ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার ২৩৭ জন ভোটার ব্যক্তিগতভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। অন্যদিকে, ২ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৬২৭ জন ভোটার মেইলের মাধ্যমে তাদের ভোট দিয়েছেন। ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে। এর আগে রোববার থেকে ৪০টি প্রদেশে ব্যালট সংগ্রহ করে আগাম ভোটপর্ব শুরু হয়েছে। প্রথম দিনই প্রায় ১ কোটি ৪০ লাখ আমেরিকান ভোটার তাদের ভোট প্রদান করেন।
|| Channel Washington Bangla
#CWB #TrumpVsKamala #USElections2024 #EarlyVoting #RecordTurnout #VoteByMail #ElectionUpdates
কলকাতার ঐতিহ্য ট্রামের বিদায়
পশ্চিমবঙ্গের কলকাতায় দেড় শ বছর ধরে চলছে ট্রাম, কিন্তু কলকাতার সড়ক থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে ‘ঐতিহ্য’ হিসেবে পর্যটকদের জন্য মাত্র দুই কিলোমিটার পথে ট্রাম চালানো হবে। কলকাতায় ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথমবার ঘোড়ায় টানা ট্রাম চালানো হয়। পরে ১৯০২ সালে কলকাতায় প্রথমবার চালু করা হয় বৈদ্যুতিক ট্রাম। বেশ কয়েকটি পথে ট্রাম চলাচল করত। কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের ১৫০ বছর পূর্তি উৎসব হয় ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি।
|| Channel Washington Bangla
#CWB #news #NewsUpdate #Tram #Kolkata #heritage #KolkataTram #কলকাতা #ট্রাম #কলকাতার_ট্রাম
আদি শক্তি আরাধনা ২০২৪- বর্ণমালা এসোসিয়েশন অব জর্জিয়া
গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার আটলান্টার গ্লোবাল মলের ইমপ্যাক্ট কনফারেন্স হলে পালিত হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ‘শ্যামাপূজা ও দীপাবলি’ উৎসব। আদি শক্তি আরাধনা ২০২৪ নামের এই অনুষ্ঠানটি আয়োজন করে বর্ণমালা অ্যাসোসিয়েশন অব জর্জিয়া। এই অনুষ্ঠানের অন্যতম স্পন্সর ছিল রাজু ল আটলান্টা শাখা।
|| Channel Washington Bangla
#CWB #Events #DiwaliFallFestival #diwali #happydiwali #KaliPuja #KaliPuja2024 #festival #diwalicelebration #celebration #festive #CulturalDiversity #Atlanta #Georgia
𝐌𝐞𝐞𝐭 𝐰𝐢𝐭𝐡 𝐌𝐎𝐔 𝐄𝐩𝐢𝐬𝐨𝐝𝐞 𝟐𝟒
𝐌𝐞𝐞𝐭 𝐰𝐢𝐭𝐡 𝐌𝐎𝐔 𝐄𝐩𝐢𝐬𝐨𝐝𝐞 𝟐𝟒
Guest: নওশীন নেহরিন মৌ, অভিনেত্রী ও উপস্থাপিকা || Nawsheen Nahreen Mou, Actress and Presenter
November 02, 2024, Saturday
Bangladesh time 10:00 pm
New York time 12:00 pm