‘'মন সুন্দর যার, সে রাখে দেশ পরিষ্কার'’... চিরকুট নিয়ে এলো গানে গানে প্রতিজ্ঞার কথা। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টায় আপনিও যোগ দিন।
#PorichchonnoBangladesh #পরিচ্ছন্ন_বাংলাদেশ
কারী আমির উদ্দীনের অসাধারণ গান ...
#SylhetSixers #LaagleBaariBoundaari
#BPL2017
"দয়াল মুর্শিদ যাঁর সখা
তাঁর পারের ভাবনা..."
তানভীর তারেকের সুরে অসাধারণ গান ♥♥
মেসি, নেইমার, রোনাল্ডো এর মারাত্মক কিছু ফাউল এর ভিডিও _
Messi, Neymer and Ronaldo Injury
মাঠে ঢুকে পরা মাশরাফির সেই ভক্ত এখন জেলে __
Spectator ran onto field during Ban vs Afg 3rd ODI
রিভিউয়ে বাটলারের উইকেট নেওয়ার পর যা হয়েছিল ||
আল্লাহ সর্বশক্তিমান দেখুন এক মুহর্তে
সবকিছু পানির মধ্যে চলে যায়।
অস্তির ইন্টারভিউ-হাসতে হাসতে শেষ [মোসারফ ও হাসান মাসুদ ]
অস্তির ইন্টারভিউ-হাসতে হাসতে শেষ
[মোসারফ ও হাসান মাসুদ ]
গাজির কান্দি গ্রামে ভয়ঙ্কর সাপ।
মেরে ফেলেছে একই পরিবারের সবাইকে।
বৃষ্টিতে বিমান লেন্ড করার দৃশ্য .
দেখুন মোসারফ করিম বন্ধ রূমে কি করে ,
দেখুন আর প্রান খুলে হাসুন ।
দেখেনিন ২০১৬ সালের সেরা হাসির ভিডিও !
অমিতাভ রেজা চৌধুরী'র সিনেমা আয়নাবাজি শুভমুক্তি ৩০ সেপ্টেম্বর। বাংলা সিনেমার সাথেই থাকুন।
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ'র জন্মদিন। সালমান শাহ স্মৃতি পরিষদ আগামী ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এফডিসি চত্বর ও জসিম ফ্লোরে দেশের সকল তারকা, পরিচালক, প্রযোজক, সাংবাদিক এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে দিনব্যাপী ‘সালমান শাহ উৎসব ২০১৬’ আয়োজনের উদ্যোগ নিয়েছে।
এ প্রসঙ্গে সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এস এম শফি বলেন, ‘বেঁচে থাকলে আমাদের সুপারহিরো সালমান শাহ এবারে ৪৫ বছরে পা রাখতেন। আমরাও তার অভিজ্ঞতার আলোয় আলোকিত হতাম। অনেক কিছুই পেতো ঢাকাই ছবির ইন্ডাস্ট্রি। কিন্তু নিয়তির করুণ বিধান, বড় অকালে তাকে হারাতে হয়েছে। সালমান হারানোর বেদনা ২০ বছর পার করেও পোড়ায় ভক্তদের, আমাদের চলচ্চিত্রের মানুষদের। সবাইকে সঙ্গে নিয়ে প্রিয় নায়ককে স্মরণ করতেই সালমান শাহ উৎসবের আয়োজন করা হয়েছে। সবাইকে আমন্ত্রণ।’
সালমান শাহ ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর নানার বাড়ি সিলেটের দাড়িয়া পাড়ায় জন্মগ্রহণ করেন। তার অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশু শিল্পী হিসেবে। কিশোর বয়সে তিনি ছিলেন কন্ঠশিল্পী। সোহানুর রহমান সোহান পরিচালিত 'কেয়ামত থেকে কেয়ামত' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে আগমন। প্রথম ছবিতেই তিনি নায়িকা মৌসুমীকে নিয়ে বাজিমাত করে দিলেন। তার অভিনয়, ব্যক্তিত্ব, স্টাইল, সুদর্শন চেহারায় হয়ে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করে নেন ।
স্বল্পদিনের ক্যারিয়ারে সালমান শাহ ২৭টি ছবিতে অভিনয় করেছিলেন। তার প্রায় প্রতিটি সিনেমাই ব্যবসা সফল ছিল। তার অভিনীত সিনেমাগুলো হচ্ছে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘দেন মোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আঞ্জুমান’, ‘মহা মিলন’, ‘আশা ভালোবাসা’, ‘বিচার হবে’, ‘এইঘর এই সংসার’, ‘প্রিয়জন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়সী’, ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভিতর আগুন’ ইত্যাদি।
এসব সিনেমায় তার নায়িকা ছিলেন মৌসুমী, শাবনুর, লিমা, শাবনাজ, বৃষ্টি, শাহনাজ, শ্যামা প্রমুখ। কেয়ামত থেকে কেয়ামত ছবিতে সালমানের সঙ্গে মৌসুমীর অভিনয় এবং এই জুটি পরিচিত হলেও শাবনুরের সঙ্গে তার জুটিবদ্ধ সিনেমার সংখ্যা বেশি।
এছাড়াও প্রয়াত এই নায়ক আটটি টিভি নাটকে অভিনয় করেন। এগুলো হলো-আকাশ ছোঁয়া, দেয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, পাথর সময়, ইতিকথা, নয়ন, স্বপ্নের পৃথিবী (টেলিফিল্ম)।
জন্মদি
এ কি হল একটু দেখেন মজা পাবেন।
দেখলে হাঁসতে হাসতে মারা জেতে পারেন ।
মিসস করবেন না _
3 idiots - CGPA প্যারা নিয়ে বাংলা ডাব্লিং
ভিডিও না দেখলে মিস ।