Songbad Bangladesh

  • Home
  • Songbad Bangladesh

Songbad Bangladesh Official page for Songbad Bangladesh, Bangladesh's news publisher by reach - 24/7, bilingual; content opened to public on 06 June 2017
(112)

Since inception Songbad Bangladesh began conquering the hearts of the conscious and fastidious readers with its courageous and accurate news delivery. The paper has also gained appreciation for its unique presentation. The unprecedented popularity of News Insider, particularly in terms of circulation and readership, are not only new records, but also milestones in the history of the news media ind

ustry of Bangladesh. The online portal of Songbad Bangladesh, Songbadbangladesh.com, is the world's “Number 1” Bengali website. Songbad Bangladesh has already set the highest standard of journalism in Bangladesh with impartial and authentic news presentation. Instead of taking traditional role it always keeps reinventing itself to stay a step ahead than others. The source of Songbad Bangladesh's inspiration is its readers; they are its final arbiters, its ultimate owner.Songbad Bangladesh has embraced it as its duty to satisfy readers' thirsts for information and entertainment through in-depth news as well as with the portfolio of attractive and diversified supplements each and every day. Besides,Songbad Bangladesh's multidimensional effort in serving the community through numbers of philanthropic activities is being acknowledged and applauded highly at home and abroad. DISCLAIMER
Any user who posts any comment on this page that is in violation of Section 57 of the ICT ACT, 2006 or any other provisions of laws applicable in respect of electronic communication shall be liable to prosecution in accordance with law and shall be subject to punishment of not less than 7 years imprisonment.

ভূমি বিষয়ক নিম্নের তথ্যাবলী প্রত্যেকেরই জানা উচিত! “পর্চা”, “দাগ”, “খতিয়ান”, “মৌজা”, “জমা খারিজ”, “নামজারি”, “তফসিল” ই...
22/07/2023

ভূমি বিষয়ক নিম্নের তথ্যাবলী প্রত্যেকেরই জানা উচিত! “পর্চা”, “দাগ”, “খতিয়ান”, “মৌজা”, “জমা খারিজ”, “নামজারি”, “তফসিল” ইত্যাদি বিষয়ের ডেফিনেশন এবং জেনে নিন ভূমি বিষয়ক জরুরী সব তথ্য।

১!“নামজারী” বা মিউটেশন কাকে বলে?
ক্রয়সূত্রে/উত্তরাধিকার সূত্রে অথবা যেকোন সূত্রে জমির নতুন মালিক হলে নতুন মালিকের নাম সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারী বলা হয়।

২!“জমা খারিজ”কাকে বলে?
যৌথ জমা বিভক্ত করে আলাদা করে নতুন খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে। অন্য কথায় মূল খতিয়ান থেকে কিছু জমির অংশ নিয়ে নতুন জোত বা খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে।

৩!“খতিয়ান” কাকে বলে?
ভূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে “খতিয়ান” বলে।
খতিয়ান প্রস্তত করা হয় মৌজা ভিত্তিক। আমাদের দেশে CS, RS, SA এবং সিটি জরিপ সম্পন্ন হয়েছে। এসব জরিপকালে ভূমি মালিকের তথ্য প্রস্তত করা হয়েছে তাকে “খতিয়ান” বলে। যেমন CS খতিয়ান, RS খতিয়ান…
ভূমি জরিপ: CS, RS, PS, BS কি?

৪!ভূমি বা Land কাকে বলে?
“ভূমি কাকে বলে?”- এর আইনী সংজ্ঞা রয়েছে। The State Acquisition and Tenancy Act, 1950- এর ২(১৬)- ধারা মতে, “ভূমি (land) বলতে আবাদি, অনাবাদি অথবা বছরের যেকোন সময় পানিতে ভরা থাকে এবং ভূমি হতে প্রাপ্ত সুফল, ঘরবাড়ি বা দালান কোঠা বা মাটির সঙ্গে সংযুক্ত অন্যান্য দ্রব্য অথবা স্হায়ীভাবে সংযুক্ত দ্রব্য এর অন্তর্ভুক্ত বুঝাবে।”

৫! ভূমি জরিপ/রেকর্ড কাকে বলে? ভূমি জরিপ হচ্ছে ভূমির মালিকানা সম্বলিত ইতিহাসের সরেজমিন ইতিবৃত্ত।
আইনী সংজ্ঞা হচ্ছে, The Survey Act, 1875 এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী সরকারের জরিপ বিভাগ সরেজমিন জরিপ করে ভূমির মালিকানার যে বিবরণ
এবং নকশা তৈরী করে তাই রেকর্ড বা জরিপ। অর্থাৎ রেকর্ড বা জরিপ হচ্ছে মালিকানার বিরবণ এবং নকশার সমন্বয়। একটি ভূমির মালিক কে এবং তার সীমানা কতটুকু এটা ভূমি জরিপের মাধ্যমে নকশা/ম্যাপ নির্ণয় করা হয়। এই নকশা এবং ম্যাপ অনুসারে মালিকানা সম্পর্কিত তখ্য যেমন ভূমিটি কোন মৌজায় অবস্থিত, এর খতিয়ান নাম্বার, ভূমির দাগ নাম্বার, মালিক ও দখলদারের বিবরণ ইত্যাদি প্রকাশিত হয় যাকে খতিয়ান বলে। রেকর্ড বা জরিপ
প্রচলিতভাবে খতিয়ান বা স্বত্ত্বলিপি বা Record of Rights (RoR) নামেও পরিচিত। রেকর্ড বা জরিপের ভিত্তিতে ভূমি মালিকানা সম্বলিত বিবরণ খতিয়ান হিসেবে পরিচিত। যেমন CS খতিয়ান, RS খতিয়ান, ইত্যাদি। আমাদের দেশে পরিচালিত ভূমি জরিপ বা রেকর্ড গুলো হচ্ছে;
1. CS -Cadastral Survey
2. SA- State Acquisition Survey (1956)
3. RS -Revitionel Survey
4. PS – Pakistan Survey
5. BS- Bangladesh Survey (1990)

ক) সি.এস. জরিপ/রেকর্ড (Cadastral Survey)
“সিএস” হলো Cadastral Survey (CS) এর সংক্ষিপ্ত রূপ। একে ভারত উপমহাদেশের প্রথম জরিপ বলা হয় যা ১৮৮৯ সাল হতে ১৯৪০ সালের মধ্যে পরিচালিত হয়। এই জরিপে বঙ্গীয় প্রজাতন্ত্র আইনের দশম অধ্যায়ের বিধান মতে দেশের সমস্ত জমির বিস্তারিত নকশা প্রস্তুত করার এবং প্রত্যেক মালিকের জন্য দাগ নম্বর উল্লেখপুর্বক খতিয়ান প্রস্তুত করার বিধান করা হয়। প্রথম জরিপ হলেও এই জরিপ প্রায় নির্ভূল হিসেবে গ্রহণযোগ্য। মামলার বা ভূমির জটিলতা নিরসনের ক্ষেত্রে এই জরিপকে বেস হিসেবে অনেক সময় গণ্য করা হয়।
খ) এস.এ. জরিপ (State Acquisition Survey)
১৯৫০ সালে জমিদারী অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর সরকার ১৯৫৬ সালে সমগ্র পূর্ববঙ্গ প্রদেশে জমিদারী অধিগ্রহনের সিদ্ধান্ত নেয় এরং রায়েতের সাথে সরকারের সরাসরি সম্পর্ক স্থাপনের লক্ষ্যে জমিদারদের প্রদেয় ক্ষতিপুরণ নির্ধারন এবং রায়তের খাজনা নির্ধারনের জন্য এই জরিপ ছিল।
জরুরী তাগিদে জমিদারগন হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই জরিপ বা খাতিয়ান প্রণয়ন কার্যক্রম পরিচালিত হয়েছিল।
গ) আর.এস. জরিপ ( Revisional Survey)
সি. এস. জরিপ সম্পন্ন হওয়ার সুদীর্ঘ ৫০ বছর পর এই জরিপ পরিচালিত হয়। জমি, মলিক এবং দখলদার ইত্যাদি হালনাগাদ করার নিমিত্তে এ জরিপ সম্পন্ন করা হয়। পূর্বেও ভুল ত্রুটি সংশোধনক্রমে আ. এস জরিপ এতই শুদ্ধ হয় যে এখনো জমিজমা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে আর, এস জরিপের উপর নির্ভর করা হয়। এর খতিয়ান ও ম্যাপের উপর মানুষ এখনো অবিচল আস্থা পোষন করে।
ঘ) সিটি জরিপ (City Survey)
সিটি জরিপ এর আর এক নাম ঢাকা মহানগর জরিপ। আর.এস. জরিপ এর পর বাংলাদেশ সরকার কর্তিক অনুমতি ক্রমে এ জরিপ ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে সম্পন্ন করা হয়। এ যবত কালে সর্বশেষ ও আধুনিক জরিপ এটি। এ জরিপের পরচা কম্পিউটার প্রিন্ট এ পকাশিত হয়।

৬!“পর্চা” কাকে বলে?
ভূমি জরিপকালে চূড়ান্ত খতিয়ান প্রস্তত করার পূর্বে ভূমি মালিকদের নিকট খসড়া খতিয়ানের যে অনুলিপি ভুমি মালিকদের প্রদান করা করা হ তাকে “মাঠ পর্চা” বলে। এই মাঠ পর্চা রেভিনিউ/রাজস্ব অফিসার কর্তৃক তসদিব বা সত্যায়ন হওয়ার পর যদি কারো কোন আপত্তি থাকে তাহলে তা শোনানির পর খতিয়ান চুড়ান্তভাবে প্রকাশ করা হয়। আর চুড়ান্ত খতিয়ানের অনুলিপিকে “পর্চা” বলে।

৭!“মৌজা” কাকে বলে?
যখন CS জরিপ করা হয় তখন থানা ভিত্তিক এক বা একাধিক গ্রাম, ইউনিয়ন, পাড়া, মহল্লা অালাদা করে বিভিন্ন এককে ভাগ করে ক্রমিক নাম্বার দিয়ে চিহ্তি করা হয়েছে। আর বিভক্তকৃত এই প্রত্যেকটি একককে মৌজা বলে।
৮!“তফসিল” কাকে বলে?
জমির পরিচয় বহন করে এমন বিস্তারিত বিবরণকে “তফসিল” বলে। তফসিলে, মৌজার নাম, নাম্বার, খতিয়ার নাম্বার, দাগ নাম্বার, জমির চৌহদ্দি, জমির পরিমাণ সহ ইত্যাদি তথ্য সন্নিবেশ থাকে।

৯!“দাগ” নাম্বার কাকে বলে? যখন জরিপ ম্যাপ প্রস্তুত করা হয় তখন মৌজা নক্সায় ভূমির সীমানা চিহ্নিত বা সনাক্ত করার লক্ষ্যে প্রত্যেকটি ভূমি খন্ডকে আলাদা আলাদ নাম্বার দেয়া হয়। আর এই নাম্বারকে দাগ নাম্বার বলে। একেক দাগ নাম্বারে বিভিন্ন পরিমাণ ভূমি থাকতে পারে। মূলত, দাগ নাম্বার অনুসারে একটি মৌজার অধীনে ভূমি মালিকের সীমানা খূটিঁ বা আইল দিয়ে সরেজমিন প্রর্দশন করা হয়।

১০!“ছুটা দাগ” কাকে বলে?
ভূমি জরিপকালে প্রাথমিক অবস্থায় নকশা প্রস্তুত অথবা সংশোধনের সময় নকশার প্রতিটি ভূমি এককে যে নাম্বার দেওয়া হয় সে সময় যদি কোন নাম্বার ভুলে বাদ পড়ে তাকে ছুটা দাগ বলে। আবার প্রাথমিক পর্যায়ে যদি দুটি দাগ একত্রিত করে নকশা পুন: সংশোধন করা হয় তখন যে দাগ নাম্বার বাদ যায় তাকেও ছুটা দাগ বলে।

১১!“খানাপুরি” কাকে বলে? জরিপের সময় মৌজা নক্সা প্রস্তুত করার পর খতিয়ান প্রস্তুতকালে খতিয়ান ফর্মের প্রত্যেকটি কলাম জরিপ কর্মচারী কর্তৃক পূরন করার প্রক্রিয়াকে খানাপুরি বলে।

১২!“আমিন” কাকে বলে?
ভূমি জরিপের মাধ্যমে নক্সা ও খতিয়ান প্রস্তত ও ভূমি জরিপ কাজে নিযুক্ত কর্মচারীকে আমিন বলে।

১৩!“কিস্তোয়ার” কাকে বলে?
ভূমি জরিপ কালে চতুর্ভুজ ও মোরব্বা প্রস্তত করার পর সিকমি লাইনে চেইন চালিয়ে সঠিকভাবে খন্ড খন্ড ভুমির বাস্তব ভৌগলিক চিত্র অঙ্কনের মাধ্যমে নকশা প্রস্তুতের পদ্ধতিকে কিস্তোয়ার বলে।

১৪!“খাজনা” ককে বলে?
সরকার বার্ষিক ভিত্তিতে যে প্রজার নিকট থেকে ভূমি ব্যবহারের জন্য যে কর আদায় করে তাকে খাজনা বলে।

১৫!“দাখিলা” কাকে বলে?
ভূমি কর/খাজনা আদায় করে যে নির্দিষ্ট ফর্মে ( ফর্ম নং১০৭৭) ভূমি কর/খাজনা আদায়ের প্রমান পত্র বা রশিদ দেওয়া হয় তাকে দাখিলা বলা হয়।

১৬!"DCR কাকে বলে?
ভূমি কর ব্যতিত আন্যান্য সরকারি পাওনা আদায় করার পর যে নির্ধারিত ফর্মে (ফর্ম নং ২২২) রশিদ দেওয়া হয় তাকে DCR বলে।

১৭!“কবুলিয়ত” কাকে বলে?
সরকার কর্তৃক কৃষককে জমি বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব প্রজা কর্তৃক গ্রহণ করে খাজনা প্রদানের যে অঙ্গিকার পত্র দেওয়া হয় তাকে কবুলিয়ত বলে।

১৮!“নাল জমি” কাকে বলে?
২/৩ ফসলি সমতল ভূমিকে নাল জমি বলা হয়।

১৯!“খাস জমি” কাকে বলে?
সরকারের ভূমি মন্ত্রনালয়ের আওতাধিন যে জমি সরকারের পক্ষে কালেক্টর বা ডিসি তত্ত্বাবধান করেন এমন জমিকে খাস জমি বলে।

২০!“চান্দিনা ভিটি” কাকে বলে?
হাট বাজারের স্থায়ী বা অস্থায়ী অকৃষি জমির যে অংশ প্রজার প্রতি বরাদ্ধদ দেওয়া হয় তাকে চান্দিনা ভিটি বলে।

২১!“ওয়াকফ” কাকে বলে?
ইসলামি বিধান অনুযায়ী কোন ভূমি তার মালিক কর্তৃক ধর্মীয় ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের ব্যয় ভার বহন করার উদ্দেশ্যে কোন দান করাকে ওয়াকফ বলে।

২২!“মোতওয়াল্লী” কাকে বলে?
যিনি ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করেন তাকে মোতওয়াল্লী বলে। ওয়াকফ প্রশাসকের অনুমতি ব্যতিত মোতওয়াল্লী ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করতে পারে না।

২৩!“দেবোত্তর” সম্পত্তি কাকে বলে?
হিন্দুধর্ম মতে, ধর্মীয় কাজের জন্য উৎসর্গকৃত ভূমিকে দেবোত্তর সম্পত্তি বলে।

২৪!“ফরায়েজ” কাকে বলে?
ইসলামি বিধান মোতাবেক মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করার নিয়ম ও প্রক্রিয়াকে ফরায়েজ বলে।

২৫!“ওয়ারিশ” কাকে বলে?
ওয়ারিশ অর্থ উত্তরাধিকারী । ধর্মীয় বিধানের অনুয়ায়ী কোন ব্যক্তি উইল না করে মৃত্যু বরন করলে তার স্ত্রী, সন্তান বা নিকট আত্মীয়দের মধ্যে যারা তার রেখে যাওয়া সম্পত্তিতে মালিক হওয়ার যোগ্যতাসম্পন্ন এমন ব্যক্তি বা ব্যক্তিগণকে ওয়ারিশ বলে।
২৬! “সিকস্তি” কাকে বলে?
নদী ভাঙ্গনের ফলে যে জমি নদী গর্ভে বিলিন হয়ে যায় তাকে সিকস্তি বলে। সিকস্তি জমি যদি ৩০ বছরের মধ্যে স্বস্থানে পয়ন্তি হয় তাহলে সিকস্তি হওয়ার প্রাক্কালে যিনি ভূমি মালিক ছিলেন তিনি বা তাহার উত্তরাধিকারগন উক্ত জমির মালিকানা শর্ত সাপেক্ষ্যে প্রাপ্য হবেন।

২৭!“পয়ন্তি” কাকে বলে?
নদী গর্ভ থেকে পলি মাটির চর পড়ে জমির সৃষ্টি হওয়াকে পয়ন্তি বলে।

২৮!“দলিল” কাকে বলে?
যে কোন লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য তাকে দলিল বলা হয়। তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন সাধারন ভাবে তাকে দলিল বলে।

ভূমির পরিমাপঃ

ডেসিমেল বা শতাংশ বা শতকঃ
***************************
১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গফুট
১ শতাংশ =১০০০ বর্গ লিঙ্ক
১ শতাংশ = ৪৮.৪০ বর্গগজ
৫ শতাংশ = ৩ কাঠা = ২১৭৮ বর্গফুট
১০ শতাংশ = ৬ কাঠা = ৪৩৫৬ বর্গফুট
১০০ শতাংশ = ১ একর =৪৩৫৬০বর্গফুট

কাঠা পরিমাপঃ
****************
১ কাঠা = ৭২০ বর্গফুট/৭২১.৪৬ বর্গফুট
১ কাঠা = ৮০ বর্গগজ/৮০.১৬ বর্গগজ
১ কাঠা = ১.৬৫ শতাংশ
২০ কাঠা = ১ বিঘা
৬০.৫ কাঠা =১ একর

একরের পরিমাপঃ
******************
১ একর = ১০০ শতক
১ একর = ৪৩,৫৬০ বর্গফুট
১ একর = ১,০০,০০০ বর্গ লিঙ্ক
১ একর = ৪,৮৪০ বর্গগজ
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ১০ বর্গ চেইন = ১,০০,০০০ বর্গ লিঙ্ক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ শতক = ০.৫ গন্ডা বা ৪৩৫.৬০ বর্গফুট

বিঘা পরিমাপঃ
*************
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট /১৪৫২০বর্গফুট
১ বিঘা = ৩৩,০০০ বর্গলিঙ্ক
১ বিঘা = ৩৩ শতাংশ
১ বিঘা = ১৬০০ বর্গগজ/১৬১৩ বর্গগজ
১ বিঘা = ২০ কাঠা
৩ বিঘা ৮ ছটাক = ১.০০ একর

লিঙ্ক পরিমাপঃ
****************
১লিঙ্ক = ৭.৯ ইঞ্চি /৭.৯২ ইঞ্চি
১লিঙ্ক =০.৬৬ ফুট
১০০ লিঙ্ক = ৬৬ ফুট
১০০ লিঙ্ক = ১ গান্টার শিকল
১০০০ বর্গ লিঙ্ক = ১ শতক
১,০০,০০০ বর্গ লিঙ্ক = ১ একর

কানি একর শতকে ভূমির পরিমাপঃ
*******************************
১ কানি = ২০ গন্ডা
১ গন্ডা = ২ শতক
১ শতক =২ কড়া
১ কড়া = ৩ কন্ট ১ কন্ট = ২০ তিল

ফুট এর হিসাবঃ
*****************
১ কানি = ১৭২৮০ বগফুট
১ গন্ডা = ৮৬৪ বফু
১ শতক= ৪৩৫.৬০ বফু
১ কড়া = ২১৭.৮ বফু
১ কন্ট = ৭২ বফু
১ তিল= ৩.৬ বফু

বর্গগজ/বর্গফুট অনুযায়ী শতাংশ ও একরের পরিমাণঃ
*********************************
৪৮৪০ বর্গগজ = ১ একর
৪৩৫৬০ বর্গফুট= ১ একর
১৬১৩ বর্গগজ= ১ বিঘা
১৪৫২০বর্গফুট = ১ বিঘা
৪৮.৪০ বর্গগজ = ০১ শতাংশ
৪৩৫.৬০ বর্গফুট= ০১ শতাংশ
৮০.১৬ বর্গগজ= ১ কাঠা
৭২১.৪৬ বর্গফুট = ১ কাঠা
৫.০১ বর্গগজ = ১ ছটাক
৪৫.০৯ বর্গফুট= ১ কাঠা
২০ বর্গহাত = ১ ছটাকা
১৮ ইঞ্চি ফুট= ১ হাত
🥀🥀
শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

#জমিদারি #জমি_পরিমান #জমি_মাপা #জমি_ক্রয়

আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু, দগ্ধ আরেক বোন
04/04/2023

আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু, দগ্ধ আরেক বোন

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজে'লার সখিপুরে আ'গুনে পুড়ে দু’ভাই বোনের মৃ'ত্যু হয়েছে। দ'গ্ধ অবস্থায় আরেক বোনকে ভর্তি করা হয়....

‘আল্লাহর ওয়াস্তে ভিডিও না করে পানির ব্যবস্থা করেন’
04/04/2023

‘আল্লাহর ওয়াস্তে ভিডিও না করে পানির ব্যবস্থা করেন’

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অ'গ্নিকা'ণ্ডের ঘটনা ঘটেছে। আ'গুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। এ....

লেহেঙ্গা পরে ভাইরাল অক্ষয়ের নাচ (ভিডিও)
28/03/2023

লেহেঙ্গা পরে ভাইরাল অক্ষয়ের নাচ (ভিডিও)

বলিউডের জনপ্রিয় অ'ভিনেতা অক্ষয় কুমা'র। বিগত বছরগুলোতে তার সিনেমা বক্স অফিস বাজিমাত করলেও গত বছর তার চিত্র ছিল সম্....

অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
28/03/2023

অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জনপ্রিয় অ'ভিনেত্রী ও গায়িকা সুচিস্মিতা গুরু মা'রা গেছেন। সম্প্রতি তিনি তার চাচার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সো....

মাত্র ৬৭ টাকা নিয়ে ঢাকায় এসেছিলেন, এখন ৮৫০০ কোটি টাকার নোমান গ্রুপের মালিক
28/03/2023

মাত্র ৬৭ টাকা নিয়ে ঢাকায় এসেছিলেন, এখন ৮৫০০ কোটি টাকার নোমান গ্রুপের মালিক

পারিবারিক আর্থিক অনটন দেখা দিলে চট্টগ্রাম থেকে ঢাকায় এসিছে'লেন মোহাম্ম'দ নুরুল ইস'লাম। বিক্রয়কর্মী হিসেবে রাজধা....

ধান ব্যবসায়ীর হাত ধরে পালালেন দুই সন্তানের জননী
28/03/2023

ধান ব্যবসায়ীর হাত ধরে পালালেন দুই সন্তানের জননী

রাজশাহীর তানোর উপজে'লার কলমা ইউনিয়নে ধান ব্যবসায়ীর হাত ধরে দুই সন্তানের এক জননী পালিয়ে যাওয়ার অ'ভিযোগ উঠেছে। শুক.....

ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণার করতেন জেসমিন: র‍্যাব
28/03/2023

ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণার করতেন জেসমিন: র‍্যাব

র‌্যা'­বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, নওগাঁয় সুলতানা জেসমিনের মৃ'ত্যুর ঘটনা ...

কথায় আছে ছোট মরিচের ঝাল বেশী। ব্যাঙের চেয়ে বড় সপকে গিলে খেতে দেখে হতবাক নেটিজনরা। তুমুল ভাইরাল ভিডিও
28/03/2023

কথায় আছে ছোট মরিচের ঝাল বেশী। ব্যাঙের চেয়ে বড় সপকে গিলে খেতে দেখে হতবাক নেটিজনরা। তুমুল ভাইরাল ভিডিও

ব্যাঙ উভচর (অ্যাম্ফিবিয়ান) শ্রেণীর অ্যানিউরা (লেজহীন, অ্যান=নাই, ইউরো=লেজ) বর্গের মেরুদ'ণ্ডী প্রা'ণী। এদের লাফ ও বর...

৩ কিলোমিটার পায়ে হেঁটে টিউশনি করা মেয়েটাই আজ ম্যাজিস্ট্রেট
28/03/2023

৩ কিলোমিটার পায়ে হেঁটে টিউশনি করা মেয়েটাই আজ ম্যাজিস্ট্রেট

ক্লাস এইট পর্যন্ত কোনো শিক্ষকের কাছে প্রাইভেট পড়েননি শিল্পী মোদক। মা-ই ছিলেন তার শিক্ষক। হবিগঞ্জের রামকৃষ্ণ বাল....

বাসার লিডার ভাষণ দিয়ে সবাইকে বসিয়ে রাখে: বুবলী
28/03/2023

বাসার লিডার ভাষণ দিয়ে সবাইকে বসিয়ে রাখে: বুবলী

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্টার কিড শেহ'জাদ খান বীর। বাবা শাকিব খান ও মা শবনম বুবলীর তারকাখ্যাতির সুবাদে ছোট্.....

জ্যান্ত বিষধর সাপের সাথে মানুষের অসাধারন এক ভালোবাসা, ভাইরাল ভিডিও!
28/03/2023

জ্যান্ত বিষধর সাপের সাথে মানুষের অসাধারন এক ভালোবাসা, ভাইরাল ভিডিও!

সাপ হাত-পা বিহীন দীর্ঘ শরীরের, মাংসাশী, ধূর্ত এক প্রকার সরীসৃপ। এদের চোখের পাতা এবং বহিকর্ণ না থাকায়, সাপ পা-বিহীন ...

অবশেষে ওমরাহ করতে সৌদির পথে সেই পান বিক্রেতা
28/03/2023

অবশেষে ওমরাহ করতে সৌদির পথে সেই পান বিক্রেতা

হ'জের টাকা জোগাড় করতে তিন মাস ধরে পটুয়াখালী কুয়াকা'টা সমুদ্র সৈকতে পান বিক্রি করা সেই ই'মান আলী অবশেষে ওম'রাহ হ'জ...

ইন্টারপোলের ওয়েবসাইটে নেই আরাভ খানের নাম
22/03/2023

ইন্টারপোলের ওয়েবসাইটে নেই আরাভ খানের নাম

ইন্টারপোলের ওয়েবসাইটে দুবাইয়ের আ'লোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বি'রুদ্ধে ‘রে‌ড নোটিশ’ জারির কোনো তথ্য পাওয়া ....

পড়াশোনার পাশাপাশি মুরগিতে ৬০ হাজার টাকা আয় আপনের
22/03/2023

পড়াশোনার পাশাপাশি মুরগিতে ৬০ হাজার টাকা আয় আপনের

সাজ্জাদুল ইস'লাম আপনের (২০) জন্ম ও বেড়ে ওঠা বগুড়ার গাবতলীতে। বাবা মো আব্দুল কাইয়ুম তরফদার একজন স্টেশনারি ব্যবসায়ী ...

ধার করে সাকিবের সম্মানী দিয়েছেন আরাভ খান!
22/03/2023

ধার করে সাকিবের সম্মানী দিয়েছেন আরাভ খান!

দুবাইয়ে আরাভ খানের স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। জানা গেছে, বিশ্.....

একসাথে ছেলের জন্মদিন পালন করলেন শাকিব-বুবলী
22/03/2023

একসাথে ছেলের জন্মদিন পালন করলেন শাকিব-বুবলী

ঢালিউড সুপারস্টার শাকিব খান দুই সন্তানের বাবা। বড় ছে'লের নাম আব্রাহাম খান জয় এবং ছোট ছে'লের নাম শেহ'জাদ খান বীর। সন....

নানান ঢংয়ে মেতে উঠেছে টিয়া পাখিটি! এ যেন মীনা কার্টুনের মিঠু! তুমুল ভাইরাল তাদের ভিডিও
22/03/2023

নানান ঢংয়ে মেতে উঠেছে টিয়া পাখিটি! এ যেন মীনা কার্টুনের মিঠু! তুমুল ভাইরাল তাদের ভিডিও

মানুষের বলা কথা হুবহু অনুকরন করতে পারার জন্য সারা পৃথিবীতে পরিচিত দুটি পাখি, যার নাম ময়না এবং তোতা। পাখি যারা ভালো...

ডাক্তার-ইঞ্জিনিয়ার-পাইলট হতে চেয়েছি, শেষ হয়েছে ক্রিকেটে: সাকিব
22/03/2023

ডাক্তার-ইঞ্জিনিয়ার-পাইলট হতে চেয়েছি, শেষ হয়েছে ক্রিকেটে: সাকিব

সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ চলছে। তবে এরই মধ্যে ঢাকায় উড়ে এসেছেন টাইগারদের টেস্ট ও টি-টো....

মাহফিলে বয়ানরত অবস্থায় ইমামের মৃত্যু
22/03/2023

মাহফিলে বয়ানরত অবস্থায় ইমামের মৃত্যু

মৌলভীবাজার জে'লার কুলাউড়ার ব্রাহ্মণবাজারে একটি ওয়াজ মাহফিলে মু'সল্লিদের উদ্দেশ্যে বয়ানরত অবস্থায় মঞ্চেই ম....

বাড়ির ছাদে বিনা টাকাই অল্প সময়ে বস্তার মধ্যে পাতাকপি চাষ করে ভালো ফলন পাওয়ার সহজ টিপস। রইল যাবতীয় টিপস
21/03/2023

বাড়ির ছাদে বিনা টাকাই অল্প সময়ে বস্তার মধ্যে পাতাকপি চাষ করে ভালো ফলন পাওয়ার সহজ টিপস। রইল যাবতীয় টিপস

বাঁ'ধা কপি রবি মৌসুমের একটি প্রধান সবজি ফসল,। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই বাঁ'ধাকপি চাষ হয়ে থাকে। এদেশে বাঁ'ধাকপির...

গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন মাহমুদউল্লাহ
21/03/2023

গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন মাহমুদউল্লাহ

বাংলাদেশ ক্রিকে'টের অন্যতম খেলোয়ার মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের অনেক ম্যাচ জয়ের নায়ক হলে....

যে কারণে বডিগার্ড নিয়ে সাতক্ষীরায় জায়েদ খান!
21/03/2023

যে কারণে বডিগার্ড নিয়ে সাতক্ষীরায় জায়েদ খান!

ঢাকাই চলচ্চিত্রের আ'লোচিত নাম জায়েদ খান। বিভিন্ন কারণে বছরজুড়ে খবরের শিরোনাম হন তিনি। এবার জায়েদ খান বডিগার্ড নি...

তখন অনেক কেঁদেছিলাম : বুবলী
21/03/2023

তখন অনেক কেঁদেছিলাম : বুবলী

ঢাকাই সিনেমা'র বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এই অ...

উন্নত প্রজাতির এক গরু পালন করে রাতারাতি ভাগ্য বদলে গেল যুবকের। গরুটির দাম এখন কোটি টাকা। তুমুূল ভাইরাল ভিডিও
21/03/2023

উন্নত প্রজাতির এক গরু পালন করে রাতারাতি ভাগ্য বদলে গেল যুবকের। গরুটির দাম এখন কোটি টাকা। তুমুূল ভাইরাল ভিডিও

খামা'রে ষাঁড় গরুকে নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা কি কি রয়েছে সেগুলো খামা'রিদের ভালো'ভাবে জানতে হবে। লাভ...

ছেলে বীরের জন্মদিনে যা বললেন বুবলী
21/03/2023

ছেলে বীরের জন্মদিনে যা বললেন বুবলী

জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর ছে'লে শেহ'জাদ খান বীরের জন্ম'দিন আজ (২১ মা'র্চ)। তিন পেরিয়ে চার বছরে পা রাখলেন তার ছ.....

জীবনে কোটি টাকার মালিক হতে চাইলে এই চার ব্যবসার কোন বিকল্প নেই
21/03/2023

জীবনে কোটি টাকার মালিক হতে চাইলে এই চার ব্যবসার কোন বিকল্প নেই

বিলিয়নেয়ার বা শতকোটি ডলারের মালিক হওয়া মোটেই সহ'জ কাজ নয়। কারো কারো কাছে এটি ধ’রা দেয় অল্প বয়সেই। অনেকে আবার সারাজ...

আল্লাহর রহমতে ভালো আছি, ভিক্ষা না করে গামছা বেচি
21/03/2023

আল্লাহর রহমতে ভালো আছি, ভিক্ষা না করে গামছা বেচি

জীবিকার তাগিদে এখনো তাঁতকলে তৈরি করেন গামছা। বয়সের ভা'রে ভালো করে হাঁটতেও পারেন না। কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গা...

কৃষকের গোয়াল ঘড়ে বাসা বেধেছে কালে গো,করা সা,প, সবাই ভয়ে একাকার আনা হল সা,পুড়ে ধরল দুটি সা,প ভাইরাল ভিডিও।
21/03/2023

কৃষকের গোয়াল ঘড়ে বাসা বেধেছে কালে গো,করা সা,প, সবাই ভয়ে একাকার আনা হল সা,পুড়ে ধরল দুটি সা,প ভাইরাল ভিডিও।

সেই প্রাচীনকাল থেকেই মানুষ বসবাস করার জন্য ঘরবাড়ি বানিয়ে থাকে। আশ্রয় ও নিরাপদে থাকার জন্য মানুষের একান্ত প্র....

সাকিব আল হাসানকে অনুষ্ঠানে আমি আনিনি: আরাভ খান
21/03/2023

সাকিব আল হাসানকে অনুষ্ঠানে আমি আনিনি: আরাভ খান

পু'লিশ কর্মক'র্তা মামুন খু'নের মা'মলায় আ'সামি আরাভ খানের ডাকে জুয়েলারি দোকান উদ্বোধন করতে ১৪ মা'র্চ দুবাই যান সাকিব ...

Address

NC

Alerts

Be the first to know and let us send you an email when Songbad Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share