কর্ম ছোট হলেও মনটা রফিকুল ইসলাম এর মত করে দাও সকল মুসলিমের,আল্লাহ এই মহত কাজের বদলতে জীবনের সকল ভুল ভান্তি মাফ করুন এবং ব্যবসাতে বরকত দান করুন আমিন।
তাহলে নাবিকদের কত প্রশিক্ষণ নিতে হয় একটু চিন্তা করলে বুঝতে সমস্যা হবে না সম্পন্ন বুকটাই কলিজা।।
ভুলে ঊর্ধ্বে মানুষ না আল্লাহ হুজুরের ভুল ত্রুটি মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন।
ভ্রমণে সত্যিই অন্যরকম তৃপ্তি, তা যদি হয় সাগর ভ্রমণ।
কর্ণফুলী ক্রুজলাইন এর দুটি জাহাজ
ইনানী নেভি জেটি কক্সবাজার থেকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে চলাচল করছে।
## এম ভি'বার আউলিয়া সকাল ১০:০০ ঘটিকায়
## এম ভি কর্ণফুলী এক্সপ্রেস সকাল ০৯:০০ ঘটিকায়
ইনানী জেটি থেকে সেন্টমার্টিন এর উদ্দেশ্যে ছেড়ে যাবে।
সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করা ,জীবনের হয়তো সর্বশ্রেষ্ঠ সেই পাওয়া।
সমুদ্র যেমন কখনোই তার নিজের জল পান করে না; গাছ যেমন কখনোই তার নিজের ফল খায় না ঠিক সেইভাবেই জীবনে অন্যদের জন্যেও বাঁচতে শেখা উচিত প্রত্যেক মানুষের। সমুদ্রের ঢেউ যেমন যাওয়া আসা করে , তেমনি কখনও কখনও পরিবর্তনের ঢেউয়ের মধ্যে আমরা আমাদের আসল দিশা কে খুঁজে পাই।
ঘরের ভিতর বসে বসে নিরর্থক অপেক্ষা না করে বাইরে বেরিয়ে আসুন,দুচোখ ভরে এ বিশ্বকে দেখুন, @জানুন, জীবনটাকে উপভোগ করুন।উজ্জ্বল সূর্যরশ্মি স্পর্শ করুক আপনার শরীর ও মন,সাগরের বিশালতার মাঝে নিমজ্জিত হন।
কর্ণফুলী এক্সপ্রেসের ভ্রমণ করুন গাঙচিল এর সাথে