Unfinished love story

Unfinished love story I Miss You �
What was wrong with me,
Why did you do this to me? Please answer me..?

13/02/2024

তুমি চাইলেই আমার হতে পারতে, তোমার চেষ্টায় কমতি ছিল আমি কোনদিন তোমাকে মাফ করবো না। কিয়ামতের ময়দানে তোমার দাবি ছাড়বো না 😭😥

28/01/2024

একটা মানুষকে ভু'লে যাওয়ার চেষ্টা করছেন!আবার মনে মনে সে মানুষটার ফি'রে আসার চেষ্টাও করছেন! কি বিচ্ছিরি অনুভূতি!🙂

28/01/2024

আমি সত্যিই ভিষণ লোভী, এত কিছু থাকতে শুধু তোমার অভাবে অভাবী..!🙂💔

28/12/2023

জানেন আমি তার পায়ে ধরছি তারে এত করে বলছি যে অনেক ভালবাসি চলে আসো আমার কাছে সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো তোমার পায়ের নিচে পড়ে থাকবো চলে আসো আমার কাছে হাউ মাউ করে কান্না করে তারে কথাগুলো বলছি আমি একটা ছেলে মানুষ হইয়া তারপর আমি ব্যর্থ সে আমার ভালোবাসা বুঝলো না সে আসলো না কোনদিন ক্ষমা করতে পারবো না তারে কিয়ামতের মাঠে আমি তারে দারা করাইমু😭😭😭

10/12/2023

একটা মানুষের জীবনে ভালোবাসার থেকে কঠিন জিনিস হলো মায়া, কারণ ৩০ বছরের সম্পর্ক মানুষ নষ্ট করে দিতে পারে যদি তাদের ভালোবাসা না থাকে..!
আবার সেই মানুষটাই আবার ৩০ দিনের সম্পর্ককে আকড়ে নিতে পারে যদি তার মধ্যে
একটু মায়া জড়িয়ে যায়..!
ভালোবাসাটা একটা সময় পর মরে যেতেই পারে
কিন্তু মায়া সেটা কখনো মরে না,
আজীবন মনের মধ্য গেঁথে থাকে..

10/12/2023

আমি তো তাঁকে ভুলতে চাই...

হয়তো মায়া কাটিয়ে উঠতে পারলে, অনেক সুখী হতাম।। কিন্তু মায়া কাটিয়ে উঠতে পারলাম কোই..?

হয়তো স্মৃতি হত্যা করতে পারলে, নিজের লক্ষের দিকে এগিয়ে যেতে পারতাম।।

কিন্তু স্মৃতি হত্যা করতে পারলাম কোই..?

আসলেই যাকে ভুলে থাকার হাজার চেষ্টা করি সেই বার বার মনে পরে।।

হয়তো এটাই পিছুটান, নয়তো মায়া।। মানুষটা তো ছেড়ে চলে যায়, তবে কেনো স্মৃতি ফেলে যায়..? কেনো মায়া কাটিয়ে দিয়ে যায় না..?

গোছালো জীবনটাকে কেনো এলোমেলো করে যায়। তবে কি ভালোবাসার বিনিময়ে কষ্ট ছাড়া, কিছুই পাওয়া যায় না।।

ভুল করে ভালোবাসা হলেও, ভুল করে কেনো ভুলে থাকা হয় না। আমি তো তাঁকে ভুলতে চাই। তবে কেনো সে বার বার মনে পরে তাঁকে ঘিরে হাজার অনুভূতি সৃষ্টি হয়।। সবশেষে ভালোবাসা সুন্দর, যদি মানুষটি সঠিক হয়।।

10/12/2023

সে মায়ায় বেধেছিল কিন্তু মায়ায় পড়েনি,
সে ভালোবাসতে বাধ্য করেছিল,
অতঃপর ও আমায় ভালোবাসেনি!

10/12/2023

অবশেষে সেই মানুষটাও একদিন বদলে যায়...!!

যে কি না বলেছিলো বিশ্বাস করো আমি সবার মতো না...!!

10/12/2023

অবশেষে মা ও বলতে বাধ্য হলো,
যার জন্য আমার সঙ্গে এতো ঝগড়া করতিস, আজ সে কোথায় গেলো😭

10/12/2023

পরের জন্মে তুমি আমার হয়ে আসিও,
আমিও ছেড়ে গিয়ে বুঝিয়ে দিবো,
প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা কতটা কষ্টের 😞

10/12/2023

আপনার মায়া কাটা'তে আমার জীবন
এলোমেলো হবে—

তবুও আপনি থেকে যাবেন আমার মগজে!💔

10/12/2023

সাবধানে থাকবে-মায়াবতী
আপনি আমার,
খুব সখের একজন নারী।

10/12/2023

বিশ্বাস করো যখন তোমার কথা মনে পরে, তখন কিছুই ভালো লাগে না! মন চায় শুধু কান্না করি জানো নীদ্রহীন রাত গুলা আমাকে অনেক কষ্ট দেয়! জানো তোমার ছবি গুলা বার বার দেখি আর ভাবি একি সেই তুমি, যাকে আমি ভালোবাসি!

10/12/2023

শত বার ভালোবাসি বলছি,,,, অনেক বুঝাইছি,, আমি ব্যর্থ তার বুকে একটুও ভালোবাসা জন্ম দিতে পারিনি.!

10/12/2023

আমি কখনো নিজেকে মৃত দেখি নি।
এমনকি স্বপ্নের ভেতরে,
আমার অবচেতন মন, আঁচ করতে পারে,
আমার মৃত্যু হলে,
স্বপ্নকে দীর্ঘায়িত করার কেউ থাকবে না।
আমার জেগে উঠার মধ্য দিয়ে,
স্বপ্নের মৃত্যু ঘটে;
কিন্তু বেঁচে থাকে, স্বপ্নের মানুষটি।

06/12/2023

আমারে না ঠকাইলেও পারতা! আমি তো তোমার কোন ক্ষতি করি নাই। শুধু তোমারে ভালোবেসে একটু খানি ভালো থাকতে চাইছিলাম। এইটুকুই তো! এই জন্য আমারে এতো বড় শাস্তি দিলা?

Address

Chittagong Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unfinished love story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies