Radio Rumel international

  • Home
  • Radio Rumel international

Radio Rumel international They are not idiots, actually they r very creative jst to make people laugh

08/04/2024

খুলনার রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজে থাকা ১৩ জনের মধ্যে দুজন নিখোঁজ রয়েছেন। গতকাল রবিবার রূপসা নদীতে এ ঘটনা ঘটে।নিখোঁজ দুজন হলেন জাহাজের বাবুর্চি পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কালাম শেখ ও গ্রিজার নড়াইলের সাফায়েত। এ প্রতিবেদন লেখার সময় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।টিএলএন-১ নামের এই কার্গো জাহাজটির মাস্টার মো. শহীদুল্লাহ বলেন, জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জনকে পাওয়া গেছে। দুজন নিখোঁজ। তিনি জানান, মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে জাহাজটি নওয়াপাড়ার উদ্দেশে যাচ্ছিল। ইলেকট্রো হাইড্রোলিক পাওয়ার অকার্যকর হয়ে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী মাথাভাঙ্গা খেয়াঘাটের মাঝি ইউসুফ জানান, বেলা সাড়ে ১১টার দিকে খেয়াঘাটে মানুষ পারাপার করছিলেন তিনি। এ সময় হঠাৎ একটি জাহাজ রূপসা রেলসেতুর ৭৩ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায়। শব্দ শুনতে পেয়ে তারা নৌকা নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং কয়েকজনকে উদ্ধার করেন। আরও কয়েকজন সাঁতরে তীরে ওঠেন।নদীর পাশে অবস্থিত ওহাব জুট মিলের সিনিয়র মিস্ত্রি জাহিদুল ইসলাম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে জাহাজের সামনের অংশ বেঁকে ফেটে যায়। পরে জাহাজটি আস্তে আস্তে ডুবে যায়। তবে ডুবতে প্রায় ৪৫ মিনিট সময় নেয়। ভরা জোয়ারে জাহাজটির ওপরে অন্তত ৩৫ থেকে ৪০ ফুট পানি রয়েছে। নদীর যে স্থানে জাহাজটি ডুবে আছে সেখানে বুদবুদ দেখা গেছে। পানিতে তেলও ভাসছে। খুলনা সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাঈদুর রহমান জানান, খবর পেয়ে নৌ-পুলিশ, নৌবাহিনী, জেলা পুলিশ ও কোস্ট গার্ডের পৃথক তিনটি ও ফায়ার সার্ভিস একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তারা নদীতে তল্লাশি চালিয়ে প্রায় দুই ঘণ্টা পর ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান শনাক্ত করেছে। নিখোঁজ ও জাহাজটি উদ্ধারের কাজ চলছিল বলেও জানান তিনি।

Address

AL

Telephone

+12512537071

Website

Alerts

Be the first to know and let us send you an email when Radio Rumel international posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radio Rumel international:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Want your business to be the top-listed Media Company?

Share