Bipul Alite

Bipul Alite Sharing information will change the world @ connect to people!

28/12/2023

ক্রিসমাস বা বড়োদিন পশ্চিমা বিশ্বে বছরের সবচেয়ে বড় উৎসব আনন্দের দিন। ধর্মী ও সংস্কৃতির মিশ্রণে বড়দিনকে সামনে রেখ....

06/03/2022
09/01/2022

MDH, hospital partners, and the MD National Guard will operate the following new or expanded COVID-19 test sites on Mon, Jan 10. Testing is free. No appointments required. Visit covidTEST.maryland.gov to see a full list of sites in the state, including Annapolis and State Center.

16/02/2021

যুগে যুগে কালে কালে ভালোবাসার জয় হোক। বিশ্ব ভালোবাসা দিবস তথা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মুক্তি পেল আমাদের কাছে আসার গল্প। নিজেদের স্টুডিওতে তৈরি সাদামাটা এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের ভালোবাসা নিয়ে এক দশকের আরো নানা গল্প নিয়ে আসছি আগামী পর্বে। আপনাদের সহযোগিতায় আপনাদেরও ভালোবাসার বন্ধন - কাছে আসার রোমান্টিক এবং সুখ-দুঃখের নানা গল্প তুলে ধরতে চাই। ভালবাসার গল্পে পৃথিবী হয়ে উঠুক ভালোবাসাময়। আসুন হৃদয় খুলে ভালোবাসার কথা বলি। ভালোবাসায় রূপান্তরিত হোক এ অশান্তি- অস্থির পৃথিবী।

03/02/2021

আমার ভীষণ ইচ্ছে হয় চুরি করি তোমায় তোমাকে আমি চুরি করতে চাই! এমন যদি হতো তোমায় আমি লুকিয়ে রাখতাম সারাটি জীবন আম.....

03/02/2021
23/12/2020

অন্যান্য গির্জা জাতীয় সংবাদ প্রবাসী সংবাদ বিশ্ব সংবাদ সংবাদ হেডলাইন খ্রীষ্টফার রড্রিক্স -এর মহাপ্রয়াণে শোক....

30/09/2020
24/09/2020
15/07/2020
13/07/2020

সাগর এস কোড়াইয়া, ঢাকা : চট্টগ্রাম মেট্টোপলিটান আর্চডায়োসিসের ধর্মপাল ও বাংলাদেশ কাথলিক বিশপ সম্মলনীর সেক্রেটা.....

06/07/2020
04/07/2020

চলে গেলেন নটরডেম কলেজের প্রাক্তন প্রভাষক এরিক ফ্রান্সিস

।। বিডি খ্রিস্টান নিউজ।।
বিশিষ্ট সমাজসেবক, ঢাকা নটরডেম কলেজের প্রাক্তন প্রভাষক, এবং মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত ইছামতির সংগঠনের প্রেসিডেন্ট এরিক ফ্রান্সিস করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে। গত ৩, জুলাই, শুক্রবার বেলা ১টায় মেরিল্যান্ডের হলি ক্রস হাসপাতলে প্রায় দুই মাস মহামারী করোনার সাথে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর মিছিলে ঢলে পড়েন।

https://www.bdchristiannews.com/2020/07/04/%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%9f%e0%a6%b0%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/

মি: বিদ্যুৎ মজুমদার পারিবারিক সূত্র থেকে জানান, এরিক ফ্রান্সিস, মার্চ ৪, ১৯৫৪ খ্রিস্টাব্দে গোল্লা ধর্মপল্লীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ছোট গোল্লার চার্লস ও প্রিসিলা ফ্রান্সিসের পুত্র। এরিক ফ্রান্সিস স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। মি: মজুমদার বিডি খ্রিস্টান নিউজকে আরো জানান, এরিক ফ্রান্সিস নটরডেম কলেজে চেস ক্লাব প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। পরবর্তীতে এরিক ফ্রান্সিস ১৯৯৯ খ্রিস্টাব্দে জার্মানি থেকে আমেরিকা এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাঁর একটি স্বপ্ন ছিল এ প্রবাস ভূমে নতুন প্রজন্মকে নিয়ে খেলাধুলা ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ সংঘটিত সমাজ গড়ে তোলা। এবং আঞ্চলিকতার ভেদাভেদ ভুলে বাংলাদেশ থেকে আসা খ্রিস্টীয় ভাই-বোনদের মধ্যে সুসম্পর্ক এবং বন্ধুত্ব গড়ে তোলা। আর জাতীয় ইস্যুতে এক হয়ে কাজ করা।

ইছামতি সংগঠনের বোর্ড অব ডিরেক্টর শিল্পী মি : তাপস গমেজ বিডি খ্রিস্টান নিউজকে বলেন, এরিক ফ্রান্সিস ছিলেন সাদা মনের একজন মানুষ। তিনি অত্যন্ত নম্র -ভদ্র, হাসি-খুশি, প্রাণ খোলা মনের মানুষ ছিলেন। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের একনিষ্ঠ একজন ভক্ত। তাই তাঁর কথা চিন্তা কাজে দর্শনে সবসময় রবীন্দ্রনাথ উঠে আসত। তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে আমিত্ব বাদ দিয়ে আমরা হয়ে কাজ করতে হয়। সবকিছুতে ছিল তাঁর ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আমরা হারালাম নমস্য এক অভিভাবকে।

মি: জেমস রোজারিও, তাঁর ফেসবুক পেইজে লিখেন, এরিক ফ্রান্সিস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স করার পর নটরডেম কলেজে বেশ ক' বছর অধ্যাপনা করেন। তারপর জার্মানীতে চলে যান পিএইচডি করতে। পরে আমেরিকা
মেরিল্যান্ড-স্থায়ী হন। সত্তর-আশির দশকে এরিক ফ্রান্সিস ছিলেন নবাবগঞ্জ তথা কলাকোপা বান্দুরা এলাকায় একজন নামকরা ফুটবলার । সে সময় ছিল আঠারোগ্রামে ফুটবলের স্বর্ণযুগ । এরিক ফ্রান্সিস ঢাকা শহরে থেকেও গ্রামের নাটক-শিক্ষা-সাংস্কৃতিতে অগ্রণী ভূমিকা রেখেছিল। আপাদমস্তক একজন পরিছন্ন, স্পোর্টসম্যান, সংস্কৃতিমনা এবং সুদর্শন এরিক দা আমাদের আজন্ম প্রিয় এক মানুষ।

কানাডা থাকে শিল্পী শেখর গমেজ তাঁর ব্যক্তিগত ফেসবুক পেইজে লিখেন,এরিক ফ্রান্সিস, একসময়ের তুখোড় ফুটবলার। পরবর্তী সময়ে একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। নটরডেম কলেজে তাঁকে বায়োলজির শিক্ষক হিসেবে পেয়েছি আমাদের দ্বিতীয় বর্ষে। অদৃশ্য আততায়ী করোনা এই প্রাণবন্ত মানুষটির প্রাণ কেড়ে নিলো। মানতে পারছি না, মানা যায় না এই বিয়োগ। আর কত মৃত্যু দেখবো আমরা! বিনম্র শ্রদ্ধা স্যারের প্রতি।

তাঁর মৃত্যুতে সমাজের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি পূরণ হওয়ার নয়। ধারণা করা হচ্ছে তিনিই প্রথম মেট্রো ওয়াশিংটন থেকে প্রবাসী বাঙালি খ্রিস্টান সমাজের মধ্য থেকে করোনা বৈশ্বিক মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাঁর অকাল মৃত্যুতে মেরিল্যান্ড অঙ্গরাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। এরিক ফ্রান্সিস-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেট্রো ওয়াশিংটন অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের স্থানীয় নেতৃবৃন্দ। বিডি খ্রিস্টান নিউজ পরিবারের পক্ষ থেকে
ঢাকা নটরডেম কলেজের প্রাক্তন প্রভাষক এরিক ফ্রান্সিস-এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার চিরশান্তি হোক।

22/06/2020

কবর দিও আমারে কবর দিও নির্দ্বিধায় আমার আর ভয় নেই আমি এখন নির্ভয়ে চলে যেতে পারি না ফেরার দেশে প্রিয় জনের তালিকা...

সাধু আন্তনীর নিকট নভেনা প্রার্থনা
13/06/2020

সাধু আন্তনীর নিকট নভেনা প্রার্থনা

সাধু আন্তনীর নিকট নভেনা প্রার্থনা হে পবিত্রতার গন্ধরাজ খ্রিস্টীয় ভক্তির অলংকার সাধু আন্তনী, আমরা তোমাকে প্রণা.....

12/06/2020
প্রভুর প্রার্থনাহে আমাদের স্বর্গস্থ পিতঃতোমার নাম পূজিত হোক।তোমার রাজ্য  প্রতিষ্ঠিত হউক,তোমার ইচ্ছা যেমন স্বর্গে,তেমনি ম...
07/06/2020

প্রভুর প্রার্থনা
হে আমাদের স্বর্গস্থ পিতঃ
তোমার নাম পূজিত হোক।
তোমার রাজ্য প্রতিষ্ঠিত হউক,
তোমার ইচ্ছা যেমন স্বর্গে,
তেমনি মর্তেও পূর্ণ হউক।
-আমাদের দৈনিক অন্ন অদ্য আমাদিগকে দাও
এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি,
তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা কর,
আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না,
কিন্তু অনর্থ হইতে রক্ষা কর।
-আমেন।

প্রভুর প্রার্থনা হে আমাদের স্বর্গস্থ পিতঃ তোমার নাম পূজিত হোক। তোমার রাজ্য প্রতিষ্ঠিত হউক, তোমার ইচ্ছা যেমন স্বর...

07/06/2020
02/06/2020

বিজ্ঞানীরা বলছেন,কত মানুষের মধ্যে ‘উপসর্গ-বিহীন’ সংক্রমণ ঘটেছে, এবং এই ‘নীরব বিস্তারকারীরাই‌' ভাইরাস ছড়াচ্ছেন ....

01/06/2020

Rongdhonu Valo Lage (রংধনু ভাল লাগে) Cover By: Jania Gonsalves Original Singer Nish*ta Barua Music: Rangs Desi Karaoke Video: Bipul Alite Gonsalves

28/05/2020
নমস্য ব্রাদার বিজয়শারীরিক প্রস্থানেক্ষত-বিক্ষত হয় হৃদয় কর্মের কল্যাণেভালোবাসা করেছো জয় কীর্তির জীবনে আলোকিত ব্রাদার বিজয়...
23/05/2020

নমস্য ব্রাদার বিজয়

শারীরিক প্রস্থানে
ক্ষত-বিক্ষত হয় হৃদয়
কর্মের কল্যাণে
ভালোবাসা করেছো জয়
কীর্তির জীবনে
আলোকিত ব্রাদার বিজয়।

বিডি খ্রিস্টান নিউজ: ডক্টর ব্রাদার হ্যারোল্ড বিজয় রড্রিকস্, সিএসসি আর নেই। তিনি ২৩মে, ২০২০ খ্রিস্টাব্দে সকাল ১১:১....

15/05/2020

'যে পরিবার একসাথে প্রার্থনা করে তারা একত্রে বাস করে'
- ফাদার প্যাট্রিক পেইটন
আজ বিশ্ব পরিবার দিবস । আসুন এ পৃথিবীর মহামারীর ক্রান্তিকালে ধর্মীয় বিশ্বাস,পারিপারিক মূল্যবোধ, প্রার্থনা আর ভালোবাসা নিয়ে আপন পরিবারকে সুরক্ষা করি। কালে কালে, যুগে যুগে অটুট থাকুক পারিবারিক বন্ধন।

Address

MD

Alerts

Be the first to know and let us send you an email when Bipul Alite posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bipul Alite:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share