08/06/2023
দিন যাচ্ছে আর মানুষ হচ্ছে বিপদগামী,হচ্ছে সহিংস।বেড়েই চলছে মানুষে মানুষে হানাহানি।মানুষের অধিকার হচ্ছে ভূলুণ্ঠিত। ঠিক এমন মুহূর্তে কলমকে ব্যবহারের মাধ্যমে মানুষের অধিকার রক্ষা এবং শান্তির প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয় কালের দর্পণ।
"কালের দর্পণ "সাম্যতা এবং শান্তির প্রত্যয় একটি সাহিত্য গ্রুপ এবং অনলাইন পত্রিকা।অনলাইন গ্রুপের পাশাপাশি আপনি লিখতে পারেন পত্রিকায়ও।
তাই অনলাইন গ্রুপ এবং পত্রিকায় আপনার লেখা পোষ্ট এবং প্রকাশের ক্ষেত্রে কিছু সহজ নির্দেশনা:
১:কোন ব্যক্তি,গোষ্ঠি,ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন কোন লেখা পোষ্ট করবেন না।এবং এমন কোন লেখা পত্রিকায়ও প্রকাশ হবে না।
২:কোন ছবি এপ্রুভ হবে না তবে কবিতার সাথে সম্পর্কযুক্ত ছবি দেয়া যাবে।
৩:শেয়ার পোষ্ট বা বিজ্ঞাপন এপ্রুভ হবে না।
৪:স্পামপোষ্ট করা গ্রহনযোগ্য নয়।
৫:লেখনীতে লেখকের নাম এবং শিরোনাম উল্লেখ থাকতে হবে অন্যথায় লেখা পত্রিকায় প্রকাশ করা হবে না।তাই অনুরোধ লেখার শিরোনাম এবং লেখকের নাম উল্লেখ করবেন।
কালের দর্পণ একটি ব্যতিক্রমধর্মী সাহিত্য এবং গণজাগরণ মূলক অনলাইন পত্রিকা।পত্রিকাটি বাংলাদেশের গতানুগতিক পত্রিকার মত নয়।।কবি,লেখক,গুণীজনদের যথাযথ সম্মান দেয়া এবং মানুষের সচেতনতা বৃদ্ধিই পত্রিকার প্রধান উদ্দেশ্য।আর বসে না থেকে লিখুন আমাদের পত্রিকায়,সহায়তা করুন সুন্দর রাষ্ট্র গঠনে।
লেখা হোক অন্যায়ের প্রতিবাদের মাধ্যম,আপনার ভাবনা হোক সুন্দর রাষ্ট্র গঠনের হাতিয়ার।
মেইল করুনঃ [email protected]
লেখার বিষয়ঃ
০১)কবিতা
০২)ছড়া
০৩)রম্যরচনা
০৪)সাইন্স ফিকশন
০৫)সাহিত্য সমালোচনা
০৬)গল্প
০৭)গীতিকবিতা/গজল/স্বরচিত গান
০৮)বই বিজ্ঞাপন
০৯)চিঠি
১০)প্রবন্ধ
১১)সাক্ষাৎকার(প্রিয় ব্যক্তিত্ব)আলোকিত মানুষ
১২)ধারাবাহিক উপন্যাস
১৩)ভ্রমণ কাহিনী
১৪)জীবনী সাহিত্য
১৫)কলাম(রাষ্ট্র ও রাজণীতি)
রাষ্টের অভ্যন্তরে গঠিত অন্যায় অবিচার,সন্ত্রাস,মাদক,খুন,গুম,হত্যা,ধর্ষণ,বাল্যবিবাহ,নারী নির্যাতন,জংগীবাদ রাজণৈতিক অস্থিরতা থেকে মুক্তি বিষয়ক কলাম পাঠান।সবার জন্য উন্মুক্ত।প্রতিমাসের ১ তারিখ প্রকাশ হবে।
লেখা প্রকাশের ক্ষেত্রে কোন প্রকার শর্ত নেই।
বিশেষ দ্রষ্টব্য :কোনভাবেই ইনবক্সে লেখা গ্রহন করা হবে না।প্রতি সপ্তাহে সেরা লেখাগুলো অনলাইন পোর্টালে প্রকাশিত হবে।গ্রুপে অন্তর্ভূক্তি ব্যতীত
প্রয়োজনে:01729897048( সম্পাদক)
লিখুন কালের দর্পণ এ ছড়িয়ে দিন আপনার সৃষ্টি।
ধন্যবাদান্তে:কালের দর্পণ পরিচালনা পর্ষদ।
News Paper Link-
Varient Index Page