ভালো থাকাটা একটা আর্ট। ভালো থাকতে চাইলে সব বিষয় মাথায় নিতে নেই। বন্ধু কেন ওই কথাটা চেপে গেল, প্রেমিক কেন হঠাৎ বদলে গেল, আমার থেকে আমার পিসতুতো দিদির দামী ফোন কেন এত বিষয় নিয়ে নিজেকে খামোখাই যাতনা দেওয়া।
করতে ইচ্ছে করে কতকিছু; আর আমরা সময় নষ্ট করে ফেলি কত অপাত্রে!
অভিজ্ঞতা বাড়িয়ে যেতে হবে শুধু!। নিজেকে বহুদূর নিয়ে যেতে হবে❤️
লেখাটা পড়ে পাঠ করার ইচ্ছে সংবরণ করতে পারিনি। 🫂💙
লেখা: Saumik Sarkar
পাঠ: Nil Premika
Background Music: YouTube
"অযত্নে বাঁচা ফুল", এটা একটা গান চার বন্ধুর মিলে লেখা
সাধারণত প্রিয় কাউকে ফুল দেওয়ার বেশ একটা চল আছে,আর এই গানে বলা হয়েছে "অযত্নে বাঁচা ফুল উপহার হিসেবে আমি দেবো না তোমায়" আর এখানেই নতুনত্ব। ভালো লেগেছে পাঠ করার চেষ্টা করে ফেললাম।
কাউকে উপহার দেওয়ার কথা ভাবলে শুনতে পারেন,অনেক নতুন আইডিয়া পাবেন😂💙
পাঠ: Nil Premika 💙
#NilPremika #poetry #BengaliPoetry
" না পাওয়ার তালিকায় তলিয়ে গেছো",
লাইনগুলো লেখার পর ভাবি আচ্ছা কী লিখছি এসব,এতো বিষন্ন ভাব নিজের মধ্যে পুষে রেখেছি। হাসি মুখের ভিড়,ওদিকে পশ্চিমাকাশে ঠিকই মেঘের ঘনঘটা।
"চাওয়ার মধ্যে এতোটা জোর তুমি রাখলে না বলে";😄🌼
লেখা,পাঠ: Nil Premika এই মেয়েটা💙
ফুল ভালোবাসার নাম, ফুলের এতো ক্লিপ জমিয়ে রাখা ছিলো। খুশির ঈদ রাত পেরোলেই,এই ভিডিওটা পারফেক্ট মনে হলো এই বিষয়টার জন্য।আর পারলে আমরাই পারি এতো ভেদাভেদ রুখতে। 💙 #NilPremika #idmobarok #reels #shorts #thoughts
একটা দিন🤧🫶 #NilPremika #minivlog #bokbok #reels
"অভাগার শহরে কার্বন ডাই অক্সাইডেরই রাজত্ব" লেখা: শর্মিলা বর্মন 🌻 #NilPremika #kobita #bengalilines #reality
এই বসন্তে....🍂
নতুন করে প্রেম টা আবার নাই বা হলো....
নাই বা কোনো পুরুষ মানুষ হাতের ভাঁজে হাত মেশালো....🥀
নাই বা থাকলো..... ব্যস্ততা,নিজেকে অন্যের চোখে আরো নিখুঁত,আরো সুন্দর করে তোলা....
নাই বা হলো.... নির্দিষ্ট মানুষের সাথে রঙিন রঙিন খেলা....
এই বসন্তে.....🍂
ভীষণ যত্নে নিজেকে সাজাবো....
ইচ্ছে মতো আঁকিবুকি তে ভরাবো নিজেকে....
আটপৌরে শাড়ি
আগুন রঙা কৃষ্ণচূড়া
চুলের ভাঁজে আটকে যাবে
দুই বাহুতে জড়িয়ে নেবে
ইচ্ছে মতো কোমর ছোঁবে....
পরিমাণে অনেক টা রঙে নিজেকে রাঙাবো....
এইবার বসন্তে....🍂
নিজেকে সাজাবো....🥀
নিজের জন্য....
অনেক তো হলো ভাবনা গুলো অন্য অন্য....
এই বসন্তে....🍂
ভাবনাগুলো থাকবে শুধুই নিজের জন্য...
.🥀
(যদিও বসন্ত শেষ,তবু আমি সেজেছি ছেড়ে যাওয়া এই বসন্তে) 🫶
Nil Premika 🌻
"ঢেকে রাখে যেমন কুসুম", বাহ খুব সুন্দর একটা ব্যাখ্যা হলো তো।🫶❣️ #NilPremika #Minivlog
একটা চুরির ঘটনা শুনে নাও😂🫶🫠 #NilPremika #shortvlog #reels #bengali
সূর্যমুখীর প্রেম, হেমন্তের হাওয়া,
এসবেও কি বেঁচে ওঠা যায়না ?
আজ শেষ বয়সের বৃদ্ধ হাড়ে
প্রাণ প্রতিষ্ঠা করলাম,
তাই তোমায় প্রথম চিঠি লিখলাম,
হয়তোবা বলতেও পারো শেষ,
এই অল্প দিনের পুনর্জন্ম আমায়
প্রকাশিত হওয়া বোঝালো,
তাই একরকম সাহস করেই বলছি
এই বলিরেখা আর একশো এক অসুখের দিনে এসে,
তাকিয়ে দেখো ঘরহীন,অন্নহীন মানুষের
ফুটপাত জুড়ে মাটির প্রদীপে
দীপাবলি রচনা হয়।
শুধু আমরাই কি বলতে পারিনি, বা
এখনও বলতে পারবো না?
"নীড় ছোট ক্ষতি নেই,আকাশ তো বড় , হে মন বলাকা মোর অজানার আহ্বানে চঞ্চল পাখা মেলে ধরো"।
~ Rima Banerjee 🌻
এই সেই লেখা যার প্রতিটা শব্দ আপনাকে স্পর্শ করবে,💙
(চেষ্টা করেছি পাঠ করার ভুল ত্রুটি ক্ষমা করবেন) 🙏💙
Nil Premika
@followers
তারপর তারা বোকা বনে যায়, হ্যাঁ আমিও সেই বোকাদের দলে - জয় বিশ্বাস💙 #NilPremika #bengali #poetry #reels @followers
বসন্ত উৎসব দিনের দ্বিতীয় অংশ 🌻 #NilPremika #minivlog #reels #bengali
আমি আমার নারীজন্ম ভীষণভাবে উপভোগ করি।
আমার ভিতরে ফুল উপচানো একটা মাধবীলতার ঝাড় আছে।
নিজেকে পুড়িয়ে অন্যকে আলো দেখানো এক নীল রঙা মোমবাতি আছে।
সুগন্ধ বিলানো গোবিন্দভোগ চালের ভাতের হাঁড়ি আছে।
একজোড়া নুপুরের রুমঝুম আছে।
কী তীব্রভাবে আমি প্রেমে পড়ি।
পুরুষ ফিরিয়ে দিলে আমার দুপুর ভিজে যায় বিরহের জলে।
আমার পুরুষকে হারিয়ে ফেলে আমি মৃত্যুর কাছে চলে যাই।
তারপর সেই পুরুষেরই রেখে যাওয়া ভালোবাসায় আমি সেরে উঠি।আবার জীবনকে কুমকুম চন্দনে সাজাই।
এই নারীজন্ম আমি পবিত্র রাখি।
সেই পবিত্র জন্ম পাত্রে আমি প্রেমের নৈবেদ্য সাজাই।
আহা....
বিষাদে মোড়া, হাসি জড়ানো,কি অপূর্ব এই নারীজন্ম ,,,,
(লেখাটা পড়ে পাঠ করার আকুলতা সামলাতে পারিনি,ভুল ত্রুটি ক্ষমা করবেন) 🤎🫂🌻
পাপিয়া রাই চক্রবর্তী Cafe Kobita
@followers
বসন্ত উৎসব দিনের প্রথম অংশ 🫶🌼🫂💙😞 #NilPremika #shorts #minivlog #monerkotha
বসন্তের প্রতি রবিঠাকুরের এই কথা,আমরা সচরাচর গান হিসেবেই শুনে এসছি
"রং যেনো মোর মর্মে লাগে
আমার সকল কর্মে লাগে
সন্ধ্যাদীপের আগায় লাগে
গভীর রাতের জাগায় লাগে" 🌻
হোলির শুভেচ্ছা ও শ্রদ্ধা🙏🫶
যতোটা দূরত্ব কে লোকে বলবে,"আকাশ এমন" - আহা🫂🌼🫶 লেখা সংগৃহিত,(DM from credit) 🌼 #NilPremika #Bengalipoetry #poetry #bengali #shorts
এইবার যারা উচ্চমাধ্যমিক দিলো,😊🫶❣️
#reels #NilPremika #Poetry
বলো কেমন আছো,কেমন যাচ্ছে দিনকাল? 🫶🫠 11.03.24 #NilPremika #minivlogs #shorts #reels
আজকাল আমার ভীষণ ভুল হয়,🌼
"কি যেনো চেয়েছিলাম"- তারাপদ রায় 🙏🌻
#NilPremika #BengaliPoetry #tarapodroy
গান দুটো অসম্ভব প্রিয়,অনেকদিন গাওয়া হয়নি
গেয়েই নিলাম একটু,সহ্য করে নিন। 😅💙