Update news club

  • Home
  • Update news club

Update news club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Update news club, News & Media Website, .

আজ মহা অষ্টমী। আজকের এই মহা অষ্টমীর শুভ লগ্নে সকলের প্রতি রইল আমার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তবে বিশেষ করে শুভেচ্ছা ও ...
03/10/2022

আজ মহা অষ্টমী। আজকের এই মহা অষ্টমীর শুভ লগ্নে সকলের প্রতি রইল আমার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তবে বিশেষ করে শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভারতীয় সেনাবাহিনীদের প্রতি। যে সেনারা আমাদের নিরাপত্তার জন্য দিনরাত নিজের জীবন বাজি রেখে শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য প্রস্তুত হয়ে আছে সেই সব সেনাদের।

মাতৃবন্দনায় বিলোনীয়া।১) ওরিয়েন্টাল ক্লাব এবং মাতৃমূর্তি২) নেতাজী ক্লাব - নেতাজী পল্লী এবং মাতৃমূর্তি ৩) ইয়ুথ ক্লাব, বনকর...
02/10/2022

মাতৃবন্দনায় বিলোনীয়া।
১) ওরিয়েন্টাল ক্লাব এবং মাতৃমূর্তি
২) নেতাজী ক্লাব - নেতাজী পল্লী এবং মাতৃমূর্তি
৩) ইয়ুথ ক্লাব, বনকর ঘাট
৪) ব্লাডমাউথ ক্লাব এবং মাতৃমূর্তি
৫) বিদ্যাপীঠ দুর্গাপূজার ৭৫ বর্ষপূর্তি
৬) ইউনিটি ক্লাব, পুরনো মোটরস্ট্যান্ড এবং মাতৃমূর্তি
৭) দি নিউস্টার ক্লাব, সাতমুড়া এবং মাতৃমূর্তি
৮) মহামায়া ক্লাব, দক্ষিণ মির্জাপুর এবং মাতৃমূর্তি
৯) যোগমায়া কালীবাড়ি,
১০) প্যাট্রিয়টিক ক্লাব।

  ষষ্ঠি পূজোর রাতে মর্মান্তিক  #দূর্ঘটনায়  #মৃত্যু নাবালকের।ঘটনা বনকুমারিতে । মৃতের নাম অনুপম পাটারি (12)
02/10/2022


ষষ্ঠি পূজোর রাতে মর্মান্তিক #দূর্ঘটনায় #মৃত্যু নাবালকের।ঘটনা বনকুমারিতে ।
মৃতের নাম অনুপম পাটারি (12)

রাজ্যের উপ মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত দেহরক্ষীর গুন্ডামি আর তান্ডবের সাক্ষী হলো সুপারি বাগান এলাকার জনগণ। সুধীর দেববর্মা না...
01/10/2022

রাজ্যের উপ মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত দেহরক্ষীর গুন্ডামি আর তান্ডবের সাক্ষী হলো সুপারি বাগান এলাকার জনগণ। সুধীর দেববর্মা নামে রাজ্যের উপ মুখ্যমন্ত্রীর দেহরক্ষী সুপারি বাগান এলাকায় এক বাড়িতে ভাড়াটিয়া থাকতো। গতকাল রাতে সুধীর দেববর্মা নামে ওই দেহরক্ষী পুলিশ কর্মী মদমও অবস্থায় ভাড়াটিয়া বাড়ির মালিকসহ বাড়ির সবাইকে মারধর করে। এতেও শান্ত হয়নি সুধীর দেববর্মা, সে তার ঘর থেকে সরকারি পিস্তল বের করে ভাড়াটিয়া বাড়ির সবাইকে মেরে ফেলার জন্য উদ্যত হয় তখনই ভাড়াটিয়া বাড়ির মালিক অবস্থার বেগতিক বুঝতে পেরে পশ্চিম আগরতলা থানায় খবর দেয়। খবর পেয়ে পশ্চিম থানার বেশ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মদমও সুধীর দেববর্মাকে গ্রেপ্তার করার চেষ্টা করে তখন সে পশ্চিম থানার এক সাব-ইন্সপেক্টর কে ধাক্কা মেরে ফেলে দে তাতে ওই সাব-ইন্সপেক্টর এর মাথায় প্রচন্ড আঘাত লাগে। তারপর পুনরায় আবার পশ্চিম থানায় খবর পাঠানো হয় যে আরো অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠানোর জন্য। খবর পাওয়ার সাথে সাথেই পশ্চিম থানা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স খুব দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পুলিশ ও ভাড়াটিয়া বাড়ির লোকজন মিলে উপ মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত দেহরক্ষী মদমও সুধীর দেববর্মাকে কোনরকম ভাবে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তুলে পশ্চিম থানায় নিয়ে আসে। এক কথায় উপ মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত দেহরক্ষী সুধীর দেববর্মা কে গ্রেফতার করতে পশ্চিম আগরতলা থানার পুলিশের কাল ঘাম বেরিয়ে আসে। এলাকার শুভ বুদ্ধি মহলের বক্তব্য মন্ত্রীদের সাথে দেহরক্ষিত দেখতে দেওয়া হয় বাছা বাছা রাজ্য পুলিশের জওয়ানদের কিন্তু সেই দেহরক্ষীরা যদি এভাবে মদ পান করে সরকারি পিস্তল দেখিয়ে তান্ডব চালায় সাধারণ মানুষের উপর তাহলে তারা মন্ত্রীদের কি সুরক্ষা দেবে? তাই এলাকার সাধারণ মানুষের দাবি এসব গুন্ডা দেহরক্ষী পুলিশ কর্মীদেরকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে দরখাস্ত করে আইন অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে।

চোরাইবাড়িতে গাজা  সহ আটক দুই গাজা পাচারকারী। NDPS ধারায় মামলা নিল পুলিশ।
27/09/2022

চোরাইবাড়িতে গাজা সহ আটক দুই গাজা পাচারকারী। NDPS ধারায় মামলা নিল পুলিশ।

অনেকের গলায় তুলসী মালা এবং অনেক সাধুদের কপালে তিলক লাগানো থাকে। তিলক এবং গলায় তুলসী মালা দেখে আমরা অনেকেই হয়তো মনে কর...
27/09/2022

অনেকের গলায় তুলসী মালা এবং অনেক সাধুদের কপালে তিলক লাগানো থাকে। তিলক এবং গলায় তুলসী মালা দেখে আমরা অনেকেই হয়তো মনে করি যারা কপালে তিলক এবং গলায় তুলসী মালা ব্যবহার করছে তারাই প্রকৃত কৃষ্ণভক্ত। কিন্তু না সেই ধারণাটাই সম্পূর্ণ ভুল, কেননা কপালে তিলক এবং গলায় তুলসী মালা দিলেই কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। কৃষ্ণ ভক্ত হতে গেলে নিজের অন্তরটাকে প্রথমে পরিষ্কার রাখার প্রয়োজন হয়। কপালে তিলক লাগিয়ে এবং গলায় তুলসী মালা দিয়ে মানুষকে হিংসা করলে ঘৃণা করলে এবং অন্তরে লোভ থাকলে কোনদিনও কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। কৃষ্ণ ভক্ত হতে গেলে প্রথমে মানুষকে ভালবাসতে হবে, গোবিন্দের প্রতি অন্তরে ভক্তি থাকতে হবে তাহলেই ওই ব্যক্তি একজন প্রকৃত কৃষ্ণভক্ত। এইসব গুনাগুন যার মধ্যে রয়েছে তার কপালে তিলক এবং গলায় তুলসী মালা লাগানোর প্রয়োজন হয় না ভগবান শ্রীকৃষ্ণ এমনিতেই সন্তুষ্ট হন।

" হরে কৃষ্ণ"

আজ শুভ মহালয়া, আজ থেকে দেবী পক্ষের শুরু। মাত্র আর কিছুদিন পর দেবী দুর্গা মা আসছে জগতের কল্যাণের জন্য। আজকের এই শুভ মহাল...
25/09/2022

আজ শুভ মহালয়া, আজ থেকে দেবী পক্ষের শুরু। মাত্র আর কিছুদিন পর দেবী দুর্গা মা আসছে জগতের কল্যাণের জন্য। আজকের এই শুভ মহালয়ার সকালে সকলের প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা।

আমরা অনেকেই বাইক চালানোর সময় মাথায় হেলমেট ব্যবহার করি না কারণ এতে অনেকের স্টাইল নষ্ট হয়ে যায় এবং অনেকের অসুবিধা হয়।...
24/09/2022

আমরা অনেকেই বাইক চালানোর সময় মাথায় হেলমেট ব্যবহার করি না কারণ এতে অনেকের স্টাইল নষ্ট হয়ে যায় এবং অনেকের অসুবিধা হয়। অনেকে বাধ্য হয়ে হেলমেট ব্যবহার করে তাদের একমাত্র কারণ ট্রাফিক পুলিশের জরিমানার হাত থেকে বাঁচার জন্য। হয়তো আমরা ভুলে গেছি কি কারনে ট্রাফিক আইনে হেলমেট পড়া বাধ্যতামূলক বলে নির্দেশ দেওয়া রয়েছে। একটি হেলমেট একটি মানুষের জীবন রক্ষা করে আমরা সেই কথাকে ভুলে গিয়ে হেলমেট ছাড়াই বাইক নিয়ে বেরিয়ে পড়ি তবে সেটা কোনোভাবেই উচিত নয়। মানুষের জীবনটা অনেক দামি তাই জীবনকে মূল্য দিতে শিখুন বাইক চালালে সব সময় হেলমেট ব্যবহার করুন। সরকারের কাছে আমার একটি আবেদন রইল যারা বিনা হেলমেট এ বাইক চালায় তাদের বিরুদ্ধে ট্রাফিক আইন যেন আরো কঠোর থেকে কঠোর হয়। হেলমেট যারা ব্যবহার করে না তাদের জন্য ন্যূনতম জরিমানা ৫০০০ টাকা করা উচিত তাহলেই আর কেউ হেলমেট ছাড়া বাইক নিয়ে ঘর থেকে বের হবে না।
আমার এই পোস্টটি দেখে কেউ রাগ করবেন না সেখানে আমি যা বলেছি সম্পূর্ণটাই বাস্তব। আমার কথায় রাগ না করে আপনারা আপনাদের নিজের বিবেকেকে সেই প্রশ্নটা একবার করে দেখুন।

সকল বাইক চালকদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ রইলো আপনারা আপনাদের জীবনকে ভালোবাসুন, বাইক চালানোর সময় সব সময় মাথায় হেলমেট ব্যবহার করুন।

ডাক্তারকে মানুষ ভগবানের অন্য এক রূপ বলে বিশ্বাস করে থাকে কিন্তু সেই ডাক্তার যদি মানুষের জীবনে কাল হয়ে ওঠে মানুষ আর কাকে...
24/09/2022

ডাক্তারকে মানুষ ভগবানের অন্য এক রূপ বলে বিশ্বাস করে থাকে কিন্তু সেই ডাক্তার যদি মানুষের জীবনে কাল হয়ে ওঠে মানুষ আর কাকেই বা বিশ্বাস করবে!

হ্যাঁ এমন একটি ঘটনা ঘটলো সোনামুড়ায়, ডাক্তার তো আমাদের কাছে ভগবান শিব ভগবানের উপর অন্ধ বিশ্বাস করেই একটা চোখ নষ্ট হয়ে যায় মনু মিয়ার। সেই গুণধর ডাক্তার টি হচ্ছে অর্জুন কুমার মন্ডল তিনি পেশায় চোখের ডাক্তার, তিনি সোনামুড়া মহকুমা হাসপাতালে কর্মরত, আবার নিজের ব্যক্তিগত চেম্বারও রয়েছে। মনু মিয়ার দীর্ঘদিন ধরে চোখে বিভিন্ন সমস্যা ভুগছিল, এই সমস্যার কারণেই চোখের ডাক্তার অর্জুন কুমার মন্ডলের কাছে যায় একটা চশমা কিনার জন্য, আর ডাক্তার বাবু ওনাকে চশমা না দিয়ে ওনাকে কিছু ওষুধ লিখে দেয়, এমনকি ভিজিট রাখে ২০০ টাকা। ডাক্তারের উপর অন্ধ বিশ্বাস করে মনু মিয়া সেই ওষুধগুলো নিজের চোখে ব্যবহার করে, দুদিন ব্যবহার করার পরই উনার বাম চোখটা নষ্ট হয়ে যায়, পরবর্তী সময় গুরুদ ডাক্তারের কাছে আবার আসার পর তিনি বলেন সোনামুড়া মহাকুমা হাসপাতলে যাওয়ার জন্য, ডাক্তারের কথা অনুসারে হাসপাতলে যায় মনো মিয়া। হাসপাতাল থেকে মনু মিয়াকে জিবি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়। জিবি হাসপাতাল যাওয়ার পর অন্য চোখের ডাক্তারকে দেখে বলে ভুলভাল ওষুধ দেওয়ার জন্য উনার বাম চোখটা নষ্ট হয়ে গেছে। পরবর্তী সময় মনো মিয়া সোনামুড়া থানায় একটি লিখিত অভিযোগ জানায় ঐ গুণধর ডাক্তারের বিরুদ্ধে।

আবারো এক খুনের ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকা জুড়ে।ঘটনার বিবরণ জানা যায় গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগ...
24/09/2022

আবারো এক খুনের ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকা জুড়ে।
ঘটনার বিবরণ জানা যায় গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ফটিকরাই থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের কলেজ চৌমুনী এলাকার অনন্ত দাসের ছেলে মিটন দাস উরফে জয়ন্তর বাইকে করে পেচাতল থানাধীন সিদং ছাড়া এলাকার মৃত মজাধন ত্রিপুরার ছেলে কিশোর কুমার ত্রিপুরা কুমারঘাট থেকে পেচারতলের উদ্দেশ্যে যাওয়ার পথে মিটন দাস সিদং ছাড়া এলাকার ললিত কুমার ত্রিপুরার বাড়িতে যায় ব্যবসা সংক্রান্ত ব্যাপারে হিসাব নিকাশের জন্য তখন ওই হঠাৎ কিশোর কুমার ত্রিপুরা একটি কুরাল দিয়ে মিটন দেশের মাথায় আঘাত করলে মিটন দাস সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে আর অন্যদিকে কিশোর কুমার ত্রিপুরা কটন স্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তারপর ললিত কুমার ত্রিপুরার পরিবারের লোকজন চিৎকার শুরু করলে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে এসে পেচারতল থানায় খবর পাঠায়। খবর পেয়ে পেচারতল থানার ওসি সুমন আচার্য সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে মিটন দাসকে উদ্ধার করে পেচারতল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা মিটন দাসকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ঘটনার দিনই ৪১/২০২২ মামলার নম্বরের ৩০৪ আইপিসি ধারায় মামলা হাতে নিয়ে ঘাতক কিশোর কুমার ত্রিপুরাকে সেদিন ঐ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পেচারতল থানার পুলিশ। গতকাল তাকে কঠুর নিরাপত্তা বলয়ের মধ্যে জেলা ও দায়রা জজের আদালতে প্রেরণ করে, মামলার সর্বাধিক বিবেচনা করে আদালতঘাতক কিশোর কুমার ত্রিপুরা কে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এদিকে মিটন দাসের মৃত্যুতে গোটা ফটিকরায় রাজনগর এলাকা জুড়ে সুখের ছায়া নেমে আসে।

গত কিছুদিন আগে উদয়পুর রাধা কিশোর পুর থানার এক পুলিশ কনস্টেবল এর দ্বারা হেনস্থার শিকার হয়েছিল এক সাংবাদিক। তারপর উদয়পু...
23/09/2022

গত কিছুদিন আগে উদয়পুর রাধা কিশোর পুর থানার এক পুলিশ কনস্টেবল এর দ্বারা হেনস্থার শিকার হয়েছিল এক সাংবাদিক। তারপর উদয়পুর প্রস্তাবের সমস্ত সাংবাদিকরা ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে গেলে কোন কারণবশত পুলিশ সেই মামলা রাখেনি তারপর উদয়পুর মহকুমার সমস্ত সাংবাদিকরা সেই সাংবাদিক হেনস্তার বিচার চাইতে গোমতী জেলার পুলিশ সুপার শাশ্বত কুমারের কাছে গেলে পুলিশ সুপার তাদেরকে আশ্বস্ত করেছিল বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হবে কিন্তু বেশ কয়েকদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সাংবাদিক হেনস্টার কোন বিচার পায়নি সাংবাদিকরা। তারপর বাধ্য হয়ে সমস্ত সাংবাদিকরা জাতীয় সড়ক অবরোধের বসেছিল সাংবাদিক সুষ্ঠু বিচারের দাবিতে। সেখানে রাধা কিশোর পুর থানার পুলিশ আশ্বাস দেয় যে বিচার অবশ্যই করা হবে। সেই আশ্বাস পেয়ে সাংবাদিক অবরোধ প্রত্যাহার করে চলে যায় কিন্তু এদিকে গোমতী জেলার পুলিশ সুপার শাশ্বত কুমারের আঙ্গুলি হেলনে রাধা কিশোর পুর থানার পুলিশ পথ অবরোধে নেতৃত্ব দেওয়া ছয়জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হাতে নেয়। আজ তার প্রতিবাদে উদয়পুর, বিশালগর এবং বক্সনগর এর সমস্ত সাংবাদিকরা রাধাকিশোরপুর থানায় গন অবস্থায় বসে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ থানার পুলিশ কনস্টেবল এবং গোমতী জেলার পুলিশ সুপার শাশ্বত কুমারের দরখাস্তের দাবিতে স্লোগান তুলে। পড়ার সাংবাদিকদের একটি প্রতিনিধি দল রাধা কিশোর পুর থানার ওসি বাবুল দাসের সাথে কথা বলার পর পুলিশের পক্ষ থেকে মামলা প্রত্যাহার করার আশ্বাস দিয়েছে। জেলা পুলিশ সুপারের এবং পুলিশ কনস্টেবলের এই ধরনের ভূমিকা নিয়ে উদয়পুর মহাকুমারজুরে তীব্র নিন্দার ঝড় বইছে।

আজ সন্ধ্যা রাতে সদর SDPO এর নেতৃত্বে পূর্ব আগরতলা থানার এবং মহারাজগঞ্জ ফাড়ি থানার যৌথ উদ্যোগ বিশাল পুলিশ, TSR এবং CRPF ...
22/09/2022

আজ সন্ধ্যা রাতে সদর SDPO এর নেতৃত্বে পূর্ব আগরতলা থানার এবং মহারাজগঞ্জ ফাড়ি থানার যৌথ উদ্যোগ বিশাল পুলিশ, TSR এবং CRPF বাহিনী নিয়ে মহারাজগঞ্জ বাজারের সব কয়টি মদের দোকানে বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ কোন মদ ব্যবসায়ীকে আটক করতে পারেনি তবে প্রচুর পরিমাণ দেশি ও বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হয়। সদর SDPO জানিয়েছেন রাজধানী আগরতলা শহরের বিভিন্ন জায়গায় দুর্গাপূজা পর্যন্ত প্রতিদিন এই মদ বিরোধী অভিযান জারি থাকবে। তবে আজকের এই অভিজানে মহারাজগঞ্জ বাজারের মদ ব্যবসায়ীদের মধ্যে কাপন ধরেছে।

রাজ্যসভার একটি আসনের উপনির্বাচনে 43 - 15 ভোটের ব্যবধানে রাজ্জাক প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জয়ী হবার পর বিজে...
22/09/2022

রাজ্যসভার একটি আসনের উপনির্বাচনে 43 - 15 ভোটের ব্যবধানে রাজ্জাক প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জয়ী হবার পর বিজেপির প্রদেশ সভাপতি এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উষ্ণ সংবর্ধনা।

আজ মিজোরাম পুলিশের হাতে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট আটক। এতে মিজোরাম পুলিশের বড়সড় সাফল্য বলে মনে করছেন মিজোরাম পুলিশ...
22/09/2022

আজ মিজোরাম পুলিশের হাতে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট আটক। এতে মিজোরাম পুলিশের বড়সড় সাফল্য বলে মনে করছেন মিজোরাম পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

ত্রিপুরার রাজ্যসভায় একটিমাত্র আসনের উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
22/09/2022

ত্রিপুরার রাজ্যসভায় একটিমাত্র আসনের উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

আবারো স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠল স্বামী সহ শাশুড়ি ননদের বিরুদ্ধে।ঘটনার বিবরণের জানাজায় ...
21/09/2022

আবারো স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠল স্বামী সহ শাশুড়ি ননদের বিরুদ্ধে।
ঘটনার বিবরণের জানাজায় গত দুই বছর আগে সিধাই মোহনপুর এলাকার প্রদীপ সরকারের মেয়েকে সামাজিক রীতিনীতি অনুসারে বিয়ে করে আমতলী থানাধীন কাঞ্চন মালা লক্ষ্মীছড়া এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মৃত লালচান সরকারের ছেলে নারায়ণ সরকার। অভিযোগ বিয়ের ছয় মাস পর থেকেই পনের জন্য ওই গৃহবধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে স্বামী নারায়ণ সরকার সহ শাশুড়ি, দুই ননদ এবং ননদের স্বামী। এলাকায় বেশ কয়েকবার মীমাংসা সভা হওয়ার পরেও নিজের স্বভাব পরিবর্তন করতে পারেনি নারায়ণ সরকার। অবশেষে আজ নারায়ণ সরকার সহ তার পরিবারের অন্যান্যরা ওই গৃহবধূকে প্রাণে মারার চেষ্টা করে। আজ রাতেই ওই গৃহবধূসহ তার বাবার বাড়ির লোকজন অভিযুক্ত স্বামী সহ স্বামীর পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে আমতলী থানয় লিখিত আকারের মামলা দায়ের করে। নির্যাতিতা গৃহবধূর সহ স্থানীয় এলাকাবাসীরা অভিযুক্ত স্বামী নারায়ণ সরকার সহ তার পরিবারের অন্যান্যদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে পুলিশ প্রশাসনের কাছে।
(পরবর্তী সময়ে মামলার নম্বর এবং ভারতীয় দণ্ডবিধির ধারা প্রকাশ করা হবে)

শিক্ষা নিয়ে দালালি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার কৈলাশহরের এক প্রতারক।
20/09/2022

শিক্ষা নিয়ে দালালি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার কৈলাশহরের এক প্রতারক।

কথায় আছে, ইচ্ছে থাকলে স্বর্গও লাভ হয়। ঠিক সেই কথাকেই বাস্তবে পরিণত করে দেখাল সূর্য কুমার দাস।  সোনামুড়া বটতলী এসবি স্কু...
20/09/2022

কথায় আছে, ইচ্ছে থাকলে স্বর্গও লাভ হয়। ঠিক সেই কথাকেই বাস্তবে পরিণত করে দেখাল সূর্য কুমার দাস। সোনামুড়া বটতলী এসবি স্কুলের পাশেই বাড়ি ওনার। নাম সূর্য কুমার দাস। পেশায় তিনি একজন চা বিক্রেতা। বটতলী বাজারে ওনার নিজস্ব এক চা দোকান আছে। সূর্য কুমার দাস এর বহুদিনের একটি ইচ্ছে তিনি বটতলী এস বি স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের একদিন মিট মিল খাওয়াবেন। কিন্তু আর্থিক বা অন্যান্য কারণে সে সুযোগ পাননি সূর্য বাবু।
কিন্তু তিনি আজকে ছোটখাটো একটি অনুষ্ঠানের মধ্যে আশা পূরণ করলেন তিনি। এবং ১২০ জন ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া অর্জন করেন। এবং এতে এস বি স্কুলের সকল ছাত্রছাত্রীরা খুব খুশি এবং ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ওনার শারীরিক সুস্থতা কামনা করা হয়েছে। সূর্য বাবুর ছাত্রছাত্রীদের সঙ্গে অনেকই মধুর সম্পর্ক। ফলে সকল ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে একটি শার্টও গিফট করা হয় তাকে। স্কুলের সকল শিক্ষকদের পক্ষ থেকেও তাকে একটি ছাতা গিফট করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস বি স্কুলের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, এসএম সি কমিটির চেয়ারম্যান ও সদস্যরা এবং বিশিষ্ট সমাজসেবক স্বপন কুমার দাস সহ অন্যেরা।
সূর্য কুমার দাসের এই উদ্যোগ সত্যি অর্থেই প্রশংসার যোগ্যতা অর্জন করে।।

আজ আগরতলা থেকে ধর্মনগর গামী ডেমু ট্রেন জিরানিয়া স্টেশনে আটকে দেয় যাত্রীরা। ট্রেনে প্রচন্ড ভিড় থাকার কারণে অনেক যাত্রী...
20/09/2022

আজ আগরতলা থেকে ধর্মনগর গামী ডেমু ট্রেন জিরানিয়া স্টেশনে আটকে দেয় যাত্রীরা। ট্রেনে প্রচন্ড ভিড় থাকার কারণে অনেক যাত্রী ট্রেনে উঠতে পারেনি যার ফলে ক্ষুব্ধ হয়ে যাত্রীরা ট্রেন আটকে দেয়। যাত্রীদের দাবি ট্রেনের কামরা বাড়াতে হবে।

ছেলে ধরা মিথ্যা অপবাদ দিয়ে নিরপরাধ মানুষদেরকে শারীরিক নিগ্রহ করে আইন হাতের তুলে অপরাধে জড়িয়ে যেতে সকলের প্রতি বার্তা ...
20/09/2022

ছেলে ধরা মিথ্যা অপবাদ দিয়ে নিরপরাধ মানুষদেরকে শারীরিক নিগ্রহ করে আইন হাতের তুলে অপরাধে জড়িয়ে যেতে সকলের প্রতি বার্তা রাখলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ। তিনি রাজ্যের সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন মানুষের মুখ থেকে শুনে ছেলে ধরা নিয়ে গুজব না ছড়ায়। এত মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়।

ফের পথের বলি হলেন আবারো একজন। উনার নাম মানিক দাস বয়স ৪২। তার বাড়ি মেলাঘর  ইন্দ্রনগর আট নম্বর ওয়ার্ড এলাকা। এই মানিক দ...
19/09/2022

ফের পথের বলি হলেন আবারো একজন। উনার নাম মানিক দাস বয়স ৪২। তার বাড়ি মেলাঘর ইন্দ্রনগর আট নম্বর ওয়ার্ড এলাকা। এই মানিক দাস এবং তার সঙ্গে থাকা তাপস মজুমদার যার বাড়ি গঙ্গাছড়া, এবং সঙ্গে আর একজন তার নাম এখনো জানা যায়নি, এই তিনজন মিলে অত্যন্ত মদপান করে মেলাঘর থেকে সুনামুরা যাওয়ার পথে মেলাঘর ইন্দিরা নগর মেলাঘর to সোনামোড়া রাস্তায় ইদ্রিস মাস্টার বাড়ির সঙ্গে রাস্তা লাগুয়া দোকানে সিঁড়িতে গিয়ে বাইকের চাকা লেগে, অর্থাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার সঙ্গে পুকুরে গিয়ে পড়ে। আর বাইকে থাকা তিনজনের মধ্যে একজন মানিক দাশ সঙ্গে সঙ্গে মারা যায়। যিনি বাইকটি চালিয়েছেন তার নাম তাপস মজুমদার তিনি অল্পবিস্তর আহত হয়েছেন। শেষ পর্যন্ত মেলাঘর ফায়ার সার্ভিস গিয়ে মৃত মানিক দাস কে এবং সঙ্গে থাকা আরেকজনকে মেলাঘর হাসপাতালে নিয়ে আসে। আগামীকাল মানিক দাস দেহ ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেয়া হবে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাইকে থাকা তিন জন অত্যন্ত মদমক্ত অবস্থা ছিল। এদিকে বাইকটি উড়ে গিয়ে পুকুরে পড়ে জলের তলায় চলে গেলেও কিন্তু জলের তলে থেকেও বাইকের লাইট এবং ইন্ডিকেটর স্পষ্টভাবে জলছিল। তবে শেষ পর্যন্ত মেলাঘর থানার পুলিশ এসে বাইকটিকে উদ্ধার করে থানা নিয়ে যায়।

একজন মুমূর্ষ রোগীর জন্য A- গ্রুপের রক্ত অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। যদি কোন সহৃদয় ব্যক্তি ওই রোগীকে A- গ্রুপের রক্ত দ...
19/09/2022

একজন মুমূর্ষ রোগীর জন্য A- গ্রুপের রক্ত অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। যদি কোন সহৃদয় ব্যক্তি ওই রোগীকে A- গ্রুপের রক্ত দিতে ইচ্ছুক তাহলে 6009783934 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। ওই রোগীটি জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যদি কেউ A- গ্রুপের রক্ত দেন তাহলে রোগীটি প্রাণে বেঁচে যাবে। রক্ত দিয়ে যদি ওই রোগীটিকে কেউ সুস্থ করে তুলতে পারেন তাহলে রোগীর পরিবার সারা জীবন ওই ব্যক্তির কাছে কৃতজ্ঞ থাকবে।

উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ কৈলাশহর মহকুমা পুলিশ আধিকারিকের দায়িত্ব নিতে চলেছেন।
19/09/2022

উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ কৈলাশহর মহকুমা পুলিশ আধিকারিকের দায়িত্ব নিতে চলেছেন।

আগে আমরা যখন স্কুলে পড়তাম তখনকার সময় শিক্ষক দিবসে উপরের ক্লাসের ছাত্র-ছাত্রীরা নিচের ক্লাসের ছাত্র-ছাত্রীদের পড়াতো। ত...
19/09/2022

আগে আমরা যখন স্কুলে পড়তাম তখনকার সময় শিক্ষক দিবসে উপরের ক্লাসের ছাত্র-ছাত্রীরা নিচের ক্লাসের ছাত্র-ছাত্রীদের পড়াতো। তাছাড়াও বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হতো। আর এখন কি যুগ আসলো জন্মদিনের মতো কেক কেটে শিক্ষক দিবস পালন করা হয়। হায়রে যুগ, যুগের কি মহিমা,
এই দুনিয়ায় বেঁচে থাকলে আরো কত কিছুই দেখতে হবে।

চিকিৎসকের বদলে নার্স এবং জিডিএ স্টাফ দিয়ে সন্তান প্রসব করানোর ফলে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ। তেলিয়ামুড়া মহকুমা হাসপ...
18/09/2022

চিকিৎসকের বদলে নার্স এবং জিডিএ স্টাফ দিয়ে সন্তান প্রসব করানোর ফলে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে

ত্রিপুরা পুলিশের ইন্সপেক্টর পদাধিকারীদের রদবদল। রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে বের হল এই নির্দেশ।
17/09/2022

ত্রিপুরা পুলিশের ইন্সপেক্টর পদাধিকারীদের রদবদল। রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে বের হল এই নির্দেশ।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ জন্মদিন। উনার জন্মদিনে ভগবানের কাছে উনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।
17/09/2022

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ জন্মদিন। উনার জন্মদিনে ভগবানের কাছে উনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।

বিরোধীদের আক্রমণের প্রতিবাদে শাসকের বিক্ষোভ মিছিল কাঞ্চনমালা বাজারে।
16/09/2022

বিরোধীদের আক্রমণের প্রতিবাদে শাসকের বিক্ষোভ মিছিল কাঞ্চনমালা বাজারে।

নিখোঁজ হওয়া নাবালক সন্তানকে খুঁজে পেয়ে স্বস্তি ফিরলো পরিবারে।
16/09/2022

নিখোঁজ হওয়া নাবালক সন্তানকে খুঁজে পেয়ে স্বস্তি ফিরলো পরিবারে।

Address


Telephone

+16009783934

Website

Alerts

Be the first to know and let us send you an email when Update news club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share