24/09/2022
ডাক্তারকে মানুষ ভগবানের অন্য এক রূপ বলে বিশ্বাস করে থাকে কিন্তু সেই ডাক্তার যদি মানুষের জীবনে কাল হয়ে ওঠে মানুষ আর কাকেই বা বিশ্বাস করবে!
হ্যাঁ এমন একটি ঘটনা ঘটলো সোনামুড়ায়, ডাক্তার তো আমাদের কাছে ভগবান শিব ভগবানের উপর অন্ধ বিশ্বাস করেই একটা চোখ নষ্ট হয়ে যায় মনু মিয়ার। সেই গুণধর ডাক্তার টি হচ্ছে অর্জুন কুমার মন্ডল তিনি পেশায় চোখের ডাক্তার, তিনি সোনামুড়া মহকুমা হাসপাতালে কর্মরত, আবার নিজের ব্যক্তিগত চেম্বারও রয়েছে। মনু মিয়ার দীর্ঘদিন ধরে চোখে বিভিন্ন সমস্যা ভুগছিল, এই সমস্যার কারণেই চোখের ডাক্তার অর্জুন কুমার মন্ডলের কাছে যায় একটা চশমা কিনার জন্য, আর ডাক্তার বাবু ওনাকে চশমা না দিয়ে ওনাকে কিছু ওষুধ লিখে দেয়, এমনকি ভিজিট রাখে ২০০ টাকা। ডাক্তারের উপর অন্ধ বিশ্বাস করে মনু মিয়া সেই ওষুধগুলো নিজের চোখে ব্যবহার করে, দুদিন ব্যবহার করার পরই উনার বাম চোখটা নষ্ট হয়ে যায়, পরবর্তী সময় গুরুদ ডাক্তারের কাছে আবার আসার পর তিনি বলেন সোনামুড়া মহাকুমা হাসপাতলে যাওয়ার জন্য, ডাক্তারের কথা অনুসারে হাসপাতলে যায় মনো মিয়া। হাসপাতাল থেকে মনু মিয়াকে জিবি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়। জিবি হাসপাতাল যাওয়ার পর অন্য চোখের ডাক্তারকে দেখে বলে ভুলভাল ওষুধ দেওয়ার জন্য উনার বাম চোখটা নষ্ট হয়ে গেছে। পরবর্তী সময় মনো মিয়া সোনামুড়া থানায় একটি লিখিত অভিযোগ জানায় ঐ গুণধর ডাক্তারের বিরুদ্ধে।