Boshir Ahmed

Boshir Ahmed friend photo and small blog

30/12/2023

অফিস থেকে ফিরে এসেই দেখি বউ টিভিতে সিরিয়াল দেখছে।
আমি চুপচাপ জামা কাপড় খুলতে খুলতে ওকে বললাম, রান্না করছো?
বউঃ-- হুম
আমিঃ-- খেয়েছো?
বউঃ--- তুমি খাইয়ে দিবে না?
আমিঃ--- নামাজ পড়েছো সারাদিনে?
বউঃ,--- না পড়তে পারিনি।
কেন নামাজ পড়েনি বললে? নানা রকম মিথ্যা কারন দেখায়। শুনেছি ভালোবাসার মানুষের জন্য উত্তম শাস্তি হচ্ছে ভালোবাসাটুকু কেড়ে নেওয়া। ভালোবাসাটুকু কেড়ে নিলেই, তখন বুঝতে পারে তার ভুলটা কোথায় ছিলো। আমিও এখন থেকে তাই করবো।
বাথরুম থেকে ফ্রেশ হয়ে বাসার নিচে দোকানে গিয়ে, সিগারেট কিনে ঘড়ে এসে ধরালাম। সঙ্গে সঙ্গে গন্ধ পেয়ে বউ লাফিয়ে এলো।
বউঃ-- তুমি সিগারেট খাচ্ছো?
আমিঃ--- হ্যা, তো?
বউঃ---- তুমি না আমাকে প্রমিস করে ছিলে?
আমিঃ--- মিথ্যা ছিলো।
বউঃ ---- সিগারেট ফেলে দাও বলছি!
আমিঃ--- বেশ বাড়াবাড়ি না করে চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ো।
বউঃ---- না আমি খাবো না।
আমিঃ--- খুব ভালো কথা, আমার এক বেলা খাবার বেঁচে যাবে।
বউঃ---- ও তাই না? তা হলে কালই আমি আমার বাপের বাড়ি চলে যাবো।
আমিঃ---- যা না! আটকে রাখছে কে? তুমি গেলে তোমার জায়গায় আরেকটা চলে আসবে।
এখন সর....মুখের সামনে থেকে।
রাগ দেখিয়ে বাসা থেকে চলে আসলাম।
ঘন্টা খানেক পর, আবার রুমে ঢুকে দেখলাম, বউটা বিছানায় শুয়ে কাঁদছে। জানি খায় নি,
আমিও না খেয়ে বিছানায় মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম।
কিছুক্ষণ পর,
আমিঃ--- এই ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে না।
বউঃ--- টেবিলের উপর খাবার রাখা আছে। (কাঁদতে, কাঁদতে)
আমিঃ-- তোর ওই জঘন্য রান্না খাওয়া যায়?
আমি সন্ধায় ফেরার সময় হোটেলে খেয়ে এসেছি।
কিছু বললো না। একটু পর বউটা আস্তে করে আমার গায়ে হাত রাখলো, আর বললো-
বউঃ--- কি হয়েছে তোমার? আমি কি কোনো ভুল করেছি?
আমিঃ --- না তোমাকে আর আমার ভালো লাগে না।
বউঃ---- তাহলে আমি কি করবো? মরে যাবো?
আমিঃ---- হ্যা যা, মরে আমাকে উদ্ধার কর।
এবার হয়তো বাড়াবাড়ি হয়ে গেলো। সে জোরে কেঁদে দিলো, কিন্তু আমি পাত্তা না দিয়ে ঘুমোবার চেষ্টা করলাম।
সকাল বেলায় ওকে ঘুমন্ত অবস্থায় রেখেই অফিসে চলে গেলাম। ৯টার দিকে ফোন করলো-
আমিঃ--- কি হয়েছে? এতো ফোন কিসের?
বউঃ--- নাস্তা না করে চলে গেলে কেন?
আমিঃ---- তোমার হাতের খাবার খেতে আমার বমি আসে বমি। এখানে এসে খেয়েছি। আমার সহকারী মুনতাহা নাস্তা নিয়ে এসেছে।
বউঃ--- ওই মেয়ের সাথে তুমি..........
আমিঃ--- হুমমম, ওকে আমি পছন্দ করি, ভালোবাসি। আর ফোন দিবে না সারাদিনে।
অনেক বার নিষেধ করেও, ফোন করেছে , ম্যাসেজ করেছে। কিন্তু রিপ্লাই করি নাই।
সন্ধাই বাড়ি ফিরতেই, পাগলী বউটা এসে হাউমাউ করে কেঁদে দিয়ে পা দুটো জড়িয়ে ধরলো।
সত্যি বলতে, এবার আমিও কেঁদে দিয়েছি।
তাড়াহুড়ো করে চোখ মুছে ওকে টেনে তুললাম। শক্ত করে জড়িয়ে ধরে আমাকে বললোঃ-
বউঃ---- অন্য মেয়েকে বিয়ে করার আগে আমাকে গলা টিপে মেরে ফেলো। আমার ভুলটা কোথায় বলে দাও, ভুল করেছি ধরে মাইর দাও গালি দাও।
আমার থেকে ভালোবাসা কেন কেড়ে নিতে চাইছো?
আমিঃ---- তুমি এইটুকু ভালোবাসা হারিয়েই এমন হাউমাউ করে কান্না শুরু করেছ!
কিন্তু পরকালে যদি আমরা একজন জান্নাতি আর একজন জাহান্নামী হই, তখন আমাকে ছাড়া এই ভালোবাসাকে ছাড়া থাকবে কি করে? তুমি কি আমাকে এই দু'দিনের জন্য চাও? তুমি চাও না, পরকালে আমরা স্বামী, স্ত্রী, হয়ে পাশাপাশি থাকি। তুমি কি চাও না চিরকাল আমরা ভালোবাসার অটুট বন্ধনে আবদ্ধ হয়ে থাকি। তুমি কি চাও না আমরা দুজন একসাথে জান্নাতের অকল্পনীয় সুন্দর উদ্যানে
আদম-হাওয়ার মতো হাতে হাত রেখে বিচরণ করি?
বলো এসব চাও না তুমি?
বউঃ--- এর জন্য এতো কিছু? মুখে বললেই তো হতো।
আমিঃ-- সেটা অনেক বার বলেছি কাজে আসেনি।
ভোরবেলা স্বপ্নে দেখতেছি কেউ একজন আমার কান ধরে টানছে ঘুম থেকে ওঠে দেখি আমার বউ টা এরকম করতেছে। মুচকি একটা হাসির মাধ্যমে প্রকাশ করলাম প্রিয় তোমার থেকে কান টানা খেয়ে ফজরের নামাজে যেতে অনেক বেশি ভালো লাগে😘

আল্লাহ পাক আমার মতো মিসকিন ভাইদের এরকম বউ যেন দেন
আমিন🤲🤲🤲
এমন আরো গল্প পেতে পেইজটিকে Follow করে রাখুন 🥰😊

04/12/2023

আসলেই কি?? 🫤😦

27/11/2023

When you get married to your best friend 😑🙃
পুরাই ভেজাল ভাই 🥲

14/08/2023

good morning my neighbour 🐸🐸

29/11/2022

চা দোকানের বিজ্ঞানী 🙃

29/11/2022

নতুন শ্বাসকষ্টের রুগী

09/03/2022
Old Boshir Ahmed 😎😎now Boshir Ahmed 😉
11/02/2022

Old Boshir Ahmed 😎😎now Boshir Ahmed 😉

25/01/2022

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Boshir Ahmed publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Vidéos

Partager