Jannat kitchen.s

  • Home
  • Jannat kitchen.s

Jannat kitchen.s Cooking does not need any instructions or rules.

14/05/2023
28/01/2023

আজ আপনাদের জন্য একটি টিপস নিয়ে এসেছি আপনার যদি বলতে পারেন তাহলে আমি এটা রান্না করে আপনাদেরকে দেখাবো।

26/01/2023

ঝটপট দেশী কৈ মাছ আর টমেটো ভুনা করে আজ দেখাবো।।koi fish with tomato Bangla recipe. Bangla traditional

# দেশী কৈ মাছ ভুনা করতে যা যা লাগবে।
# কই মাস ছয় পিস।
# তেল ভাজার জন্য পরিমাণমতো।
# পেঁয়াজ কুচি আধা কাপ।
# টমেটো কিউব একটা।
# মসলা বাটা দেড় চা-চামচ।
# মরিচ গুঁড়া দেড় চা চামচ।
# হলুদ গুঁড়া আধা চা চামচ।
# লবণ পরিমাণমতো।
# ধনেপাতা পরিমাণমতো।

24/01/2023

আজ আপনাদের জন্য ঝটপট একটি রেসিপি নিয়ে এসেছি। নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল।
chicken with potato curry Bangla recipe.

নতুন আলু দিয়ে মুরগির মাংস ঝোল রান্না করতে যা যা লাগবে (ingredients)
# 800 গ্রামের একটা সোনালী মুরগী।
# মাঝারি সাইজের আলু চার পিস।
# পেঁয়াজ কুচি 1 কাপ।
# তেল পরিমানমতো।
# আদা বাটা দেড় টেবিল চামচ।
# রসুন বাটা 1 টেবিল চামচ।
# জিরা বাটা দেড় টেবিল চামচ।
# গরম মসলা গুঁড়া 1 টেবিল চামচ।
# হলুদ গুঁড়া 1 চা-চামচ।
# মরিচ গুঁড়া দেড় চা চামচ।
# কাঁচামরিচ চার-পাঁচটি।
# লবণ স্বাদমতো
# পেঁয়াজ বেরেস্তা পরিমাণমতো।

23/01/2023

আজ আমি ঝটপট একটি অসাধারণ বিকেলের নাস্তা নিয়ে এসেছি। খুব সুন্দর একটি কালারফুল নাস্তা।

# নাস্তা তৈরি করতে যা যা লাগবে (ingredients)
# 6. 7 টা চিংড়ি মাছ।
# হলুদ ক্যাপসিকাম। ’
# লাল ক্যাপসিকাম।
# টমেটো কিউব।
# পিয়াজ কিউব।
# গাজর স্লাইস।
# লুস পরিমাণমতো।
# ধনিয়া পাতা পরিমাণমতো।
# রসুন কুচি আদা কুচি পরিমাণমতো।
# বাটার পরিমাণমতো।
# টমেটো সস সয়া সস কনফ্লাওয়ার।

21/01/2023

আজ ঝটপট আপনাদের সেমাই পিঠা রান্না করে দেখাবো। Hath Kata semai Pita /Chui Pitha /chushi Pitha /Bangla recipe

হাতে কাটা সেমাই পিঠা রান্না করতে যা যা লাগে। (ingredients)
# চালের গুড়া একশ গ্রাম।
# নারকেল কোরানো 1 কাপ।
# গুড় 1 কাপ।
# দুধ 1 লিটার।

20/01/2023

মুখে লেগে থাকার মত একটি খাবার। সয়া চিলি রেসিপি।। soya chilli recipe /soybean Bangla recipe.

# সোয়া চিলি রান্না করতে যা যা লাগবে (ingredients)
# সোয়াবিন দশ পিস।
# হলুদ ক্যাপসিকাম কিউব করে কাটা পরিমাণমতো।
# লাল ক্যাপসিকাম কাটা কিউব করে পরিমাণমতো।
# টমেটো কিউব করে কাটা পরিমাণ মতো।
# গাজর কিউব করে কাটা পরিমাণমতো।
# পেঁয়াজ কিউব করে কাটা পরিমাণমতো।
# কাজুবাদাম কাঠবাদাম পরিমাণমতো।
# আদা রসুন কুচি পরিমাণমতো।
# ধনেপাতা পরিমাণমতো।
# সয়া সস 2 টেবিল চামচ।
# টমেটো সস 2 টেবিল চামচ।
# কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ।

19/01/2023

ঝটপট আপনাদের সামনে আজ একটি তরকারি নিয়ে এসেছি। সিমের বিচি দিয়ে শোল মাছের মাথার ঝোল।shol macher Matha with Simer bichir jul Bangla recipe

# সিমের বিচি দিয়ে শোল মাছের মাথার ঝোল রান্না করতে যা যা লাগবে। (ingredients)
# একটা বড় শোল মাছের মাথা।
# পরিমান মত তেল।
# আধা কাপ পেঁয়াজ কুচি।
# আধা কাপ টমেটো কিউব।
# কাঁচামরিচ চারপাশটা।
# একটা পেঁয়াজ কিউব।
# হলুদ গুঁড়া আধা চা চামচ।
# মরিচ গুঁড়া 1 চা-চামচ।
# বাটা মসলা কিউব একটা।
# ধনিয়া পাতা 1 কাপ।

19/01/2023

এটা হইছে হাতিরঝিল সবাই উপভোগ করুন।

18/01/2023

আজ আমি ঝটপট লাউ শাক ভাজি নিয়ে এসেছি আপনাদের সামনে লাউ শাকের ডগা কচি পাতা আর চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করব।

লাউ শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করতে যা যা লাগবে।
# পেঁয়াজ কুচি আধা কাপ।
# তেল পরিমানমতো।
# কাঁচামরিচ চারপাশটা।
# হলুদ গুঁড়া আধা চা চামচ।
# লবণ স্বাদমতো।
# মসলা বাটা 2 টেবিল চামচ।

14/01/2023

খুব সহজ এবং জটপট আজ শালগম দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করে দেখাবো /shalgam Diye gorur mangsho jhol /beef with Olkopi Turnip recipe /Bangla recipe /

শালগম দিয়ে গরুর মাংস রান্না করতে যা যা লাগবে। (ingredients)
# গরুর মাংস এক কেজি।
# শালগম আধা কেজি।
# তেল পরিমানমতো।
# পেঁয়াজ কুচি আধা কাপ।
# আদা বাটা দেড় চা-চামচ।
# রসুন বাটা 1 চা চামচ।
# জিরা বাটা 2 চা চামচ।
# গরম মসলা গুঁড়া 1 চা-চামচ।
# হলুদ গুঁড়া 1 চা-চামচ।
# মরিচ গুঁড়া দেড় চা চামচ।
দুইটা শুকনা মরিচ তিনটা তেজপাতা দুই টুকরা দারুচিনি এলাচ দুইটা।

10/01/2023

আজ ঝটপট শুটকি ভুনা নিয়ে এসেছি আপনাদের সামনে। রসুন আর শুটকি দিয়ে কিভাবে ভুনা করতে হয় দুই রকমের শুটকি দিয়েছে ছুরি শুটকি সাগরের চ্যাপা শুটকি দুইটা দিয়ে কিভাবে শুটকি ভুনা করতে হয় সেটা দেখাও।

শুটকি ভুনা করতে যা যা লাগবে তা এখানে দেওয়া হয়েছে ( ingredients)
#এক কাপ পেঁয়াজ কুচি।
# এক কাপ রসুন আস্তা রসুন।
# পিয়াজ রসুন শুকনা মরিচ বাটা আধা কাপ।
# লবণ স্বাদমতো।
# তেল পরিমানমতো।
# হলুদ গুঁড়া 1 চা-চামচ।
# ছুরি শুটকি কিউব করে কাটা আধা কাপ।
# সাগরের চ্যাপা শুটকি তিনটা।
# সবশেষ ধনিয়া পাতা।

09/01/2023

আজ আপনাদের সামনে সবজি ভাজি নিয়ে এসেছি বাসায় পড়ে থাকা কিছু সবজি দিয়ে আমি সুন্দর করে একটা সবজি তৈরি করে ফেললাম।

এখানে আমি কি কি সবজি ব্যবহার করেছি তা তুলে ধরা হয়েছে।
# এক কাপ ফুলকপি।
# এককাপ সিম।
# এককাপ বেগুন।
# এককাপ আলো।
# পরিমাণমতো ধনেপাতা।
# এক কাপ পেঁয়াজ কুচি।
# একটা টমেটো কিউব।
# পূরণের জন্য চারপাশটা শুকনা মরিচ।
# পূরণের জন্য পেঁয়াজ কুচি রসুন ছেঁচা তেল।

05/01/2023

দুপুরের লাঞ্চ আমাদের বাসায় গেস্ট আছে তাদেরকে নিয়ে আজ আমরা একসাথে লাঞ্চ করতে বসেছি।

04/01/2023

আমাদের দেশ থেকে গেস্ট এসেছে মেহমান আপ্যায়ন করলাম

27/12/2022

ঝটপট আজ সোনালী বা লেয়ার মুরগী রান্না করে দেখাবো আলু দিয়ে রান্না করবো। /chicken with potato curry /Bangla recipe /.

# মুরগির ঝোল রান্না করতে যা যা লাগবে। (ingredients)
# তেল পরিমানমতো।
# পেঁয়াজ কুচি 1 কাপ।
# আদা বাটা 2 টেবিল চামচ।
# জিরা বাটা দেড় টেবিল চামচ।
# রসুন বাটা 1 চা চামচ।
# গরম মসলার গুঁড়া 1 চা-চামচ।
# মরিচ গুঁড়া দেড় চা চামচ।
# হলুদ গুঁড়া 1 চা-চামচ।
# লবণ স্বাদমতো।

,

26/12/2022

আজ খুব সহজে চিংড়ি ভাজা দেখাবো। /crispy chingri fry AB fry Bangla recipe /.

# চিংড়ি মাছ ভাসতে যা যা লাগবে। (ingredients)
# ভাজার জন্য তেল।
# চিংড়ি মাছ মেরিনেট করার জন্য যা যা লাগবে।
# 2 চা চামচ লেবুর রস।
# একটা পিয়াজ। দুইটা কাঁচামরিচ এক টুকরো আদা একসাথে বাটা হয়েছে।
# আধা চা চামচ রসুন বাটা।
# এক চামচ শুকনা মরিচ ক্রাশ করা।
# লবণ স্বাদমতো।
# চিংড়ি মাছ কোট করার জন্য যা যা লাগবে।
# 1 কাপ ময়দা।
# ময়দার সাথে যা মিক্স করব।
লবন মরিচ গুড়া গোলমরিচের গুঁড়া।
# আর লাগবে একটা ডিম।।

25/12/2022

গরুর মাংসের বিরানি। বিফ বিরানি। (beef biryani Bangla recipe).হঠাৎ করে মেহমান আপ্যায়নে অল্প সময়ে বিরানী রান্না করা যায়। যদি হয় গরুর মাংসের বিরানি তাহলে তো কোন কথাই নেই।

গরুর মাংস বিরানি রান্না করতে যা যা লাগবে /ingredients /
# এক কাপ পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য।
# এক কাপ পেঁয়াজ কুচি রান্নার জন্য।
# তেল পরিমাণমতো।
# আদা বাটা 2 টেবিল চামচ।
# রসুন বাটা 2 চা চামচ।
# জিরা বাটা 2 টেবিল চামচ।
# গরম মসলার গুঁড়া 1 টেবিল চামচ।
# রাঁধুনি বিরিয়ানি মসলা 2 টেবিল চামচ।
# বাদাম বাটা 1 টেবিল চামচ।
# মরিচ গুঁড়া 1 চা-চামচ।
# লেবুর রস 1 টেবিল চামচ।
# কিসমিস পরিমাণমতো।
# কাঁচামরিচ পরিমাণমতো।
# ঘি 2 টেবিল চামচ।
# কেওড়া জল 1 চা চামচ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat kitchen.s posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share