ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে অষ্টম বর্ষ Trival Convention(জনজাতির সন্মেলন) গত ২৩,২৪ ও ২৫ শে এপ্রিল ২০২৪ অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের ১০ টি রাজ্য থেকে প্রায় ৩,০০০ জনজাতি (আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ) এই অনুষ্ঠানে উপস্থিত ছিল
আসছে দুর্গা মা
পুজো মানে নতুন গান। আর এরকমই পুজোর আগমনী গান নিয়ে আসছে, ওম ফিল্মস্ এন্টারটেইনমেন্ট। গান টি মিউজিক করেছে জিত এর অসুর সিনেমা খ্যাত মিউজিক ডিরেক্টর অমিত মিএ। এই এলবাম মুখ্য ভূমিকায় অভিনয়ে আছে, শুভদীপ চক্রবর্তী, মাস্টার সবরঙ সামন্ত , উত্তম কুমার সুযোগ্যা নাতনী নবমিতা চ্যাটার্জী ও আর ও অনেকে। প্রযোজনা করেছেন সুব্রত সামন্ত ও সুস্মিতা সামন্ত। এটি তাদের প্রথম প্রযোজনা। আর এই এলবাম টি পরিচালনা আছে, সর্বকনিষ্ঠ নবাগত পরিচালক রিনো দে। কাজ টি নিয়ে সমগ্ৰ কলাকুশলী খুবই আশাবাদী। সবার আশা কাজটি মানুষের ভালো লাগবে। বলে জানালেন পরিচালক
মা আসছেন রাজবাড়িতে
শুক্রবার ডিএস ও হাই ফাইভ স্টুডিও পক্ষ থেকে কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় । এদিনের সাংবাদিক সম্মেলন থেকে ওরিফ্লেম শারদীয়ার সেরা মুখ এবার মা আসছেন রাজবাড়ীতে অনুষ্ঠানের ঘোষণা করা হয়। আগামী ২ রা অক্টোবর শোভাবাজার রাজবাড়িতে বসতে চলেছে এই সৌন্দর্য্য প্রতিযোগিতার আসর। বড় থেকে ছোট পুরুষ থেকে মহিলা সবাই অংশগ্রহণ করতে পারবেন এই সৌন্দর্য্য প্রতিযোগীতায়।এদিন সাংবাদিক সম্মেলন উপলক্ষে উপস্থিত ছিলেন স্টুডিও হাইফাইভের কর্ণধার প্রীতি জৈন ও ডি এস প্রোডাকশন হাউসের কর্ণধার দেবলীনা মুখার্জি ও শর্মিষ্ঠা ব্যানার্জি , অনুষ্ঠান পরিচালনা ছিলেন সুদীপ্ত দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওম স্বস্তি ফিল্মস এর কর্ণধার চলচ্চিত্র পরিচালক আদিত্য দাস ও কোরিওগ্রাফার ভিয়ান্ত সিং ও প্রদীপ পোদ্দার , ডাক্তার অরিজি
১৭ই আগস্ট কলকাতার এক অভিজাত হোটেলে সেমিনার কক্ষে ভারত মার্কিন অর্থনৈতিক সম্পর্ক নিয়ে এক আলোচনা চক্র হয়ে গেল ভারত বর্ষ 76 বছরে বিশ্বের সবচেয়ে অর্থনৈতিক রূপকার স্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ভারতের মধ্যে মূল্যবোধ অংশীদারিত্বের দৃষ্টভঙ্গিতে সারিবদ্ধতার মান কাটিতে চিহ্নিত হয়েছে সেমিনার পর্বের শেষে অতিথিবর্গ এবং অনুষ্ঠানের কর্মকর্তারা কি জানালেন... এদিন উপস্থিত ছিলেন সুজয় বিশ্বাস - আঞ্চলিক সভাপতি, IACC
ললিত ভাসিন। - জাতীয় সভাপতি, আইএসিসি
, এবং প্রধান অতিথি: মেলিন্ডা পাভেক মার্কিন যুক্তরাষ্ট্রের কলকাতার Consul General
ও অমিত মিত্র, প্রধান অর্থনৈতিক উপদেষ্টা, WB সরকার
রাজযোগে দুশ্চিন্তা মুক্তি
বিশ্ববরেণ্য অধ্যাত্ম-সামাজিক বিশ্বব্যাপী প্রতিষ্ঠান প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয় দ্বারা আগামী সেপ্টেম্বর মাসে (5 - 9 সেপ্টেম্বর 2023) যে সমস্ত সাংবাদিকগণ ন্যাশনাল মিডিয়া কনফারেন্সের জন্য ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়ের আন্তর্জাতিক মুখ্যালয় রাজস্থানের মাউন্ট আবুতে যাচ্ছেন এবং যে সমস্ত সাংবাদিকগণ ইচ্ছুক আছেন বিশেষতঃ তাদের জন্য একটি কর্মশালার আয়োজন করা হয়েছে
ঋষিকুমার চট্টোপাধ্যায়ের সুরে এবার ১৮টি হিন্দি গানের পূর্ণাঙ্গ অ্যালবাম
মৌলিক বাংলা গানের পর এবার হিন্দিতে মৌলিক গানের পূর্ণাঙ্গ অ্যালবাম আসতে চলেছে ঋষিকুমার চট্টোপাধ্যায়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল RKC PRODUCTION'S থেকে। অ্যালবাম- এহ্সাস্। অদ্রিতা ঝিনুকের লেখায়, ঋষিকুমার চট্টোপাধ্যায়ের সুর এবং সঙ্গীতায়োজনে ১৮টি গানের এই অ্যালবামে ৭টি করে গান গেয়েছেন বাংলাদেশের শিল্পীদম্পতি এস এম খালেদ ও রুমা খালেদ। বাকি ৪টি গান প্রিয়াঙ্কা মান্নার কণ্ঠে। মুম্বইয়ের লতা মঙ্গেশকর স্টুডিও-তে হয়েছে এই অ্যালবামের রেকর্ডিং ও মিক্সিং। অর্ণব মোদকের ভিডিওগ্রাফিতে খুব শীঘ্রই আসতে চলেছে এহ্সাস্।
Tomar Khola Hawa Serial Last Day shoot
দ্যা বেঙ্গল ফ্যাশন শো এর অডিও ভিডিও প্রকাশ
ওম স্বস্তি ফিল্মস আয়োজিত দ্যা বেঙ্গল ফ্যাশন শো এর অফিসিয়াল অডিও ভিডিও এবং পোস্টার মুক্তি পেল কলকাতা প্রেসক্লাবে। আদিত্য দাসের লেখা ও প্রতীক কর্মকারের সুর ও পরিচালনায় মিউজিকটি বেশ ভালো সাড়া ফেলেছে। এদিন অনুষ্ঠান উপস্থিত ছিলেন আদিত্য দাস, অভিষেক দত্ত এবং সুদীপ্ত দেবনাথ ও সংগীত পরিচালক প্রতীক কর্মকার , প্রীতি জৈন ও প্রযোজক বিশাল বিশ্বাস
The Adventures of Legendary Queen
*প্রেস ক্লাবে ঐন্দ্রিলার বই প্রকাশ*
যে বয়সে তাঁর সহপাঠীরা খেলাধুলা করে বেড়াচ্ছে। সেই বয়সে আস্ত একটা উপন্যাস লিখে ফেললেন ঐন্দ্রিলা চক্রবর্তী। ঐন্দ্রিলা ইউ এ ই তে ব্রিটিশ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। এই বয়সে আস্ত একটা উপন্যাস লিখে সবাইকে চমকে দিয়েছে এই খুদে লেখিকা শিশু ও তারুণ্যের প্রতীক । তাঁর এই বই প্রকাশ পেয়েছে নোশান প্রেস থেকে। বইয়ের নাম *"দ্য এডভেঞ্চারস অফ দ্য লিজেন্ডারি কুইন"*। ই কমার্স সংস্থা আমাজন ও ফ্লিপকার্টে এই বইটি সহজ লোভ্য। এটি তাঁর প্রথম বই। ইতিমধ্যে ইয়ুথ ইন্ডিয়ান রাইটার পুরস্কার পেয়েছেন ঐন্দ্রিলা চক্রবর্তী।বুধবার কলকাতা সাংবাদিক তাঁবুতে প্রকাশিত হল ঐন্দ্রিলার বইটি।নিজের বাবা ,মাকে সঙ্গে নিয়ে এদিন বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনি শংকর চক্রবর্তী ,
চিত্রা লাহিড়ী ,সত্যব্রত ঘোষ,ভাস্বর চ্ট্টপাধ্যায়,উমা ভট্টাচ
বিআর মিউজিক স্টুডিও নতুন প্রতিভা খোঁজে
বিআর মিউজিক স্টুডিও ইস্টার্ন ইন্ডিয়ার একটি প্রতিশ্রুতিশীল মিউজিক কোম্পানি রাইজিং স্টারকে একটি সবচেয়ে বড় গাওয়া রিয়েলিটি শো উপস্থাপন করছে। বিআর মিউজিক স্টুডিও নতুন প্রতিভা খোঁজার জন্য অত্যন্ত নিবেদিত। যা তারা টিভিতে প্রচারিত হবে... পুরো বাংলা ত্রিপুরা এবং আসামে অডিশন চলছে .. বিশিষ্ট গায়ক জাতীয় পুরস্কার বিজয়ী রূপঙ্কর বাগচি প্রধান বিচারক হবেন।
খুব প্রতিশ্রুতিশীল গায়ক সুপ্রতীক চক্রবর্তী এই শোটির জন্য পরিচর্যা করবেন
. জনপ্রিয় রিয়েলিটি শো-এর পরিচালক সঙ্গীত তিওয়ারি এই শো পরিচালনা করবেন.. ৩রা অগাস্ট এবং ১১ই অগাস্ট শিলিগুরি এবং কলকাতায় গ্র্যান্ড অডিশন হবে।
বহু প্রতীক্ষিত বাংলা ছবি খুব শিগগিরই আসতে চলেছে ।
দর্শকের সামনে ঋতুপর্ণ ঘোষের চিত্রাঙ্গদার অনুপ্রেরণায় এমনই এক ছবি দর্শক অনুভব করতে পারবে ,তার গান রেকর্ডিং হয়ে গেল সংগীত পরিচালক প্রতীক কর্মকারের লেখা ও সুরে অন্বেষা দত্ত র কন্ঠে এবং পরিচালক আদিত্য দাস উপস্থিত ছিলেন ""ইতি ভালো থেকো"" খুব শীঘ্রই ছবির শুটিং শুরু হতে চলেছে বলে জানালেন পরিচালক ।
ওম স্বস্তি ফিল্মস আয়োজিত ১৪৩০ বাংলা ক্যালেন্ডার প্রকাশ
ও এস এফ প্রথম থেকেই নতুন অভিনেতা অভিনেত্রী মডেল দের এবং সামাজিক কাজকর্ম করছে সুনামের সাথে । তৎসহ ১৪৩০ বাংলা ক্যালেন্ডার প্রকাশিত হলো। এবং নির্মাল্য বিশ্বাস ,সায়নী বন্দ্যোপাধ্যায় ,অভিষেক দত্ত এর কন্ঠে স্বরচিত কবিতা আবৃত্তি পরিবেশন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার আদিত্য দাস এবং পরিচালক সুদীপ নাগ, অভিনেতা . মডেল অভিষেক দত্ত ,,মডেল প্রীতি জৈন আরো অনেক নবীন ও প্রবীণ মডেল -অভিনেতা .অভিনেত্রীরা তাদের হাত থেকেই ক্যালেন্ডারটি প্রকাশ হলো । ভবিষ্যতে আরো ভালো কাজ হবে বলে জানালেন ওম স্বস্তি ফিল্মস এর সিও আদিত্য দাস।
https://youtu.be/uR-OiOmjp04
ওম স্বস্তি ফিল্মস আয়োজিত
বাংলা নববর্ষের ক্যালেন্ডার shoot ,
হয়ে গেল কলকাতায় একটি স্টুডিওতে ফটোগ্রাফার অমিত মুখার্জী ও সৌভিক মন্ডল কস্টিউম ডিজাইনার শান্ত ভট্টাচার্য ও জুয়েলারি ডিজাইনার রঞ্জিতা ভট্টাচার্য। মেকআপ আর্টিস্ট মধুমিতা সুমিত ও সন্তু
খুব শিগ্রই ক্যালেন্ডারটি মুক্তি পেতে চলেছে জানালেন ও এস এফ গ্রুপের কর্তৃপক্ষ আদিত্য দাস।
https://youtu.be/HAVNRtk7t_I