A.B. N E W S

A.B. N E W S Ab news

  বাৰে বাৰে অসমীয়াৰ আবেগ-অনুভুতিত আঘাত হনা শেহতীয়াকৈ শ্বহীদক অপমান কৰা বিধায়ক শ্বেৰমান আলীক গ্ৰেপ্তাৰ।
02/10/2021


বাৰে বাৰে অসমীয়াৰ আবেগ-অনুভুতিত আঘাত হনা শেহতীয়াকৈ শ্বহীদক অপমান কৰা বিধায়ক শ্বেৰমান আলীক গ্ৰেপ্তাৰ।

অসম সরকার " মিশন বসুন্ধরা" নামে এক প্রকল্প ঘোষণা করেছে । যার অধীনে সকল জনসাধারণকে নিজের জমির তথ্য অনলাইনে আপডেট করতে হবে...
02/10/2021

অসম সরকার " মিশন বসুন্ধরা" নামে এক প্রকল্প ঘোষণা করেছে । যার অধীনে সকল জনসাধারণকে নিজের জমির তথ্য অনলাইনে আপডেট করতে হবে।
*জমি সংক্রান্ত যে তথ্য সমূহ অনলাইনে আপডেট করতে হবে।*

*• উত্তরাধিকারসূত্রে নামজারি*

*• পঞ্জীয়নকৃত দলিলের সূত্রে নামজারি*

*• বিবাদমুক্ত ভাগ-বাটোয়ারা*

*• একসনীয়া পাট্টার ভূমি ম্যাদি পাঠাতে রূপান্তর*

*• ভূমির শ্রেণী পরিবর্তন*

*রাজস্ব নথি থেকে স্বত্ববিহীন অথবা দখলবিহীন পাট্টাদারের নাম কর্তন।*

*আবষ্টিত ভূমির ম্যাদিকরণ*

*ভূমি নথির সংশোধনী (নাম এবং মাটিকালির সংশোধন)*

*ভূমি নথিতে পাট্টাদারদের মোবাইল নম্বর অন্তর্ভূক্তকরণ করার সাথে অদ্যবধিকরণ*
ইত্যাদি জমি সংক্রান্ত বিষয়
basundhara.assam.gov.in ওয়েবসাইটে ৩০ নভেম্বরের মধ্যে পঞ্জীয়ন করতে হবে। যেসব ব্যক্তি অনলাইন মাধ্যমে আবেদন দাখিল করিতে অসুবিধা অনুভব করেন সেইসব ব্যক্তিগণ নিজ অঞ্চলের চক্রাধিকারীর কার্যালয়ে তাহাদের আবেদন দাখিল করিতে পারিবেন। জনসাধারণের দ্বারা দাখিলকৃত আবেদন সমূহ সরকারি নীতি-নিয়ম অনুযায়ী ২০২২ বর্ষের ১০ ই মে তারিখের মধ্যে নিষ্পত্তি করা হইবে।

02/10/2021

এত দ্বারা বিনোদিনী জিপির সর্বস্তরের জনগণের অবগতির জন্য জানানো যাইতেছে আজ ০২/১০/২০২১ই রোজ শনিবার বিনোদিনী খাশিয়া পুন্জিএল, পি স্কুলে covid-19 vaccine প্রদান করা হবে। অতএব এখনও যাহারা বেক্সিন নেন নাই তাহারা ও যাহাদের ২য় বেক্সিন এর সময় হয়েছে তাহাদের কে সেন্টারে গিয়ে ভেক্সিন নেওয়ার জন্য বিনম্র
অনুরোধ করা যাইতেছে। ইতি-জালাল উদ্দিন, সভাপতি বিনোদিনী জিপি।

ভূমি মাফিয়া সন্দেহে এডভোকেট কবির আহমদ চৌধুরী কে গতকাল (২৯/০৯/২০২১) করিমগঞ্জ পুলিশ গ্রেপ্তার করেছিল। কাবির আহমেদ চৌধুরীর...
01/10/2021

ভূমি মাফিয়া সন্দেহে এডভোকেট কবির আহমদ চৌধুরী কে গতকাল (২৯/০৯/২০২১) করিমগঞ্জ পুলিশ গ্রেপ্তার করেছিল। কাবির আহমেদ চৌধুরীর অভিযোগ ''তিনি নির্দোষ'' রাজনৈতিক প্রতিহিংসায় তাকে ফাঁসিয়েছেন উওর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ, এদিকে ২৪ ঘন্টার ভিতরে মুক্তি পেলেন এডভোকেট কবির আহমদ চৌধুরী ।

গতবছর ২২ শে ফেব্রুয়ারি  দিল্লির দাঙ্গার দগদগে ঘা আজও বর্তমান। আক্রান্ত মানুষেরা আজও ভোলেননি সে স্মৃতি। যেভাবে আক্রমণ ও ...
01/10/2021

গতবছর ২২ শে ফেব্রুয়ারি দিল্লির দাঙ্গার দগদগে ঘা আজও বর্তমান। আক্রান্ত মানুষেরা আজও ভোলেননি সে স্মৃতি। যেভাবে আক্রমণ ও অগ্নিসংযোগ হয়েছিল তা ভাষায় বোঝানো সম্ভব নয়। এতে বহু মানুষ আক্রান্ত হয়েছিলেন। অনেক মানুষ তাদের চোখ হারিয়েছেন এবং অনেকে তাদের স্মৃতিশক্তি হারিয়েছেন। এই ধরনের রোগীদের মধ্যে রয়েছে উত্তর প্রদেশের এর শাহরুখ এবং শিববিহার দিল্লির মোহাম্মদ ওকিল। দাঙ্গার সময় যাদের চোখে অ্যাসিড ছুঁড়ে দেওয়া হয়েছিল। তাদের দুজনেরই ক্ষতিগ্রস্ত চোখের উচ্চতর চিকিৎসার দায়িত্ব নিল জমিয়ত উলামায়ে হিন্দ

বিনা প্রতিদ্বন্দীতায় পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন বরাকের কন্যা সুস্মিতা দেব । Congratulations Sushmita D...
28/09/2021

বিনা প্রতিদ্বন্দীতায় পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন বরাকের কন্যা সুস্মিতা দেব ।
Congratulations Sushmita Dev Didi..

ভারতের সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিজ নিজ ধর্ম প্রচারের স্বাধীনতা রয়েছে। কিন্তু জোরপূর্বক ভাবে কারো ধর্ম পরিব...
28/09/2021

ভারতের সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিজ নিজ ধর্ম প্রচারের স্বাধীনতা রয়েছে।

কিন্তু জোরপূর্বক ভাবে কারো ধর্ম পরিবর্তন করা যায় না আর ইসলাম কখনো এটাকে সমর্থন করে না।

তাই আল্লাহর উপর আমাদের ভরসা রয়েছে মাওলানা মুহাম্মদ কালিম সিদ্দিকী সাহেব নির্দোষ প্রমাণিত হবেন। কিন্তু উনার মূল্যবান সময় নষ্ট হচ্ছে শুধু রাজনীতি মুনাফা অর্জনের জন্য।

এরকম একজন নিরীহ মানুষকে হাতিয়ার বানানো রাজনীতি মুনাফা অর্জনের জন্য নিন্দনীয় ঘৃণিত কাজ ছাড়া অন্য কিছু নয়।
B N W S
Sahab

আগুন লেগেছিল ভাঙ্গা কাজিরগ্রাম বেসরকারি মর্ডান  হাইস্কুলে।কিন্তু ফায়ার স্টেশনে খবর দেওয়ার জন্য জানা নেই মোবাইল নম্বর।প...
27/09/2021

আগুন লেগেছিল ভাঙ্গা কাজিরগ্রাম বেসরকারি মর্ডান হাইস্কুলে।কিন্তু ফায়ার স্টেশনে খবর দেওয়ার জন্য জানা নেই মোবাইল নম্বর।পরে একজন জসিম নামের এক ব্যক্তি কে ঘুম থেকে তুলে ফোন করা হয় ফায়ার স্টেশনে।এর আগেই প্রতিষ্টান টি পুড়ে ছাই হয়ে যায়।তাই ইমারজেন্সির জন্য ফায়ার স্টেশনের নাম্বার টা সংগ্রহ করে রাখেন।।।

“তিরাশি সাল থেকে আমরা এখানে থাকতেসি, তহন এইহানে মন্দির-টন্দির কিসুই আসিল না”: রহিমা শেখ। অসমের দরং জেলার স্থানীয় বাসিন্দ...
26/09/2021

“তিরাশি সাল থেকে আমরা এখানে থাকতেসি, তহন এইহানে মন্দির-টন্দির কিসুই আসিল না”: রহিমা শেখ।

অসমের দরং জেলার স্থানীয় বাসিন্দা রহিমা শেখ সংবাদমাধ্যমকে বলেন, “নদীর বুকেই বারবার ঘর বাঁধি আর সেই নদীর বুক থেকেই বারবার আমাদের খ্যাদায়ে দেয়। অথচ আমাদের কাগজপাতি সব আছে – এনআরসি, প্যান কার্ড। নিজেরা খাই বা না-খাই সরকারি খাজনা ঠিকই দিয়ে যাচ্ছি। সেই তিরাশি সালেরও কত আগে থেকে আমরা এখানে থাকতেসি। তহন এইহানে মন্দির-টন্দির কিসুই আসিল না, ছোট্ট একটা পাহাড় আসিল শুধু!”
B N E W S

25/09/2021

*করিমগঞ্জ জেলা AIUDF-এর নোটিশ*

*AIUDF সুপ্রিমো, সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবের নির্দেশমর্মে এবং দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক তথা মানকাচারের বিধায়ক আইনজীবী আমিনুল ইসলাম সাহেবের লিখিত নোটিশমতে দরং জিলার গরুখুটিত অমানবিক উচ্ছেদ অভিযান ও দুইজন ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে আগামীকাল (২৫-০৯-২০২১ ইংরাজি, শনিবার) সকাল ১১ ঘটিকার সময় করিমগঞ্জ জেলা AIUDF-এর কার্যালয় থেকে 'কভিড প্রটোকল' মেনে এক মৌন সমদলের মাধ্যমে করিমগঞ্জের জেলাশাসকের মাধ্যমে আসামের মূখ্যমন্ত্রীকে এক স্মারকপত্র প্রদান করা হইবে। তাই এই সমদলে অংশ নিতে AIUDF / AIUDYF / UDSF / AIUDWF - এর করিমগঞ্জ জেলার অর্ন্তগত কেন্দ্রীয় পদাধিকারী, বিধায়ক, জেলা ও প্রতিটি সমষ্টির পদাধিকারী ও সদস্যদের উপস্থিতি কামনা করি।*

-ইতি
আজিজুর রহমান তালুকদার
সভাপতি
AIUDF, করিমগঞ্জ জেলা কমিটি

আসাম থেকে একমাত্র UPSC 2020 পাশ করা আহমেদ হাসানুজ্জামান চৌধুরীকে(Air-283) রক্তিম অভিনন্দন ও লাল গোলাপ সুভেচ্ছা।
25/09/2021

আসাম থেকে একমাত্র UPSC 2020 পাশ করা আহমেদ হাসানুজ্জামান চৌধুরীকে(Air-283) রক্তিম অভিনন্দন ও লাল গোলাপ সুভেচ্ছা।

হয়, তেঁও অসমৰ এজন পমুৱা মুছলমান। অসম বৃটিছ ইন্ডিয়াৰ অন্তৰ্ভুক্ত হোৱাৰ পিছতে ১৮৩৪ চন মানৰ পৰাই ইংৰাজে এফালে যেনেকৈ উজনি অ...
24/09/2021

হয়, তেঁও অসমৰ এজন পমুৱা মুছলমান।

অসম বৃটিছ ইন্ডিয়াৰ অন্তৰ্ভুক্ত হোৱাৰ পিছতে ১৮৩৪ চন মানৰ পৰাই ইংৰাজে এফালে যেনেকৈ উজনি অসমত চাহ খেতি কৰিবৰ বাবে সুদূৰ চেন্ট্ৰেল প্ৰভিন্সেছৰ পৰা হিন্দু আদিবাসী শ্ৰমিকক অসমলৈ লৈ আহিছিল, ঠিক তেনেদৰেই নামনি অসমৰ বিভিন্ন নদীপৰিয়া অঞ্চলতো (সেই সময়ত কলিকতাৰ লাভজনক মৰাপাট উদ্যোগৰ বাবে প্ৰচুৰ কেঁচামালৰ প্ৰয়োজন আছিল) মৰাপাটৰ খেতি কৰিবলৈ ইষ্ট বেঙ্গলৰ ঘাইকৈ মৈমনসিং জিলাৰ পৰা লৈ আহিছিল কঠোৰ পৰিশ্রমী মুছলমান শ্ৰমিকক। সংস্থাপিত কৰি দিছিল নদীৰ এই দাতি কাষৰীয়া অঞ্চলবোৰত।

আমি কোনেও দায় সাৰি যাব নোৱাৰোঁ। শিক্ষা আৰু বিজ্ঞানমনষ্কতাৰে উদ্বুদ্ধ উপযুক্ত নেতৃত্বৰ অভাৱতেই হয়তো এই নদীপৰিয়া মানুহ বিলাকৰ সাধাৰণ জীৱনযাত্ৰা সদায়েই দুৰ্বিসহ হৈ আহিছে। বাৰে বাৰে নদীৰ গড়াখহনীয়া আৰু বানপানীয়ে তেঁওলোকৰ থকা ঠাইবিলাক নিচ্ছিন্ন কৰি আহিছে। তেঁওলোকৰ উঠি অহা প্ৰজন্মৰো সপোনবিলাক সদায় থান বান হৈ আহিছে। বাৰে বাৰে নদীভঙ্গ হৈ অহা এই মানুহবিলাক আজি জীয়াই থাকিবলৈ যাব ক'লৈ ?

নিজে হাড়ভঙা পৰিশ্ৰম কৰি জীৱিকা নিৰ্বাহ কৰি থকা ঠাইখিনিৰ পৰাও কোনোবাই যদি তেঁওলোকক সৰ্ব্বস্বান্ত কৰে, তেঁওলোকৰ খঙ নুঠিবনে বাৰু ? তেঁওলোকৰ মনৰ বেদনা কোনোবাই বুজিবলৈ চেষ্টা কৰিছেনে ? তেঁওলোক হিন্দু, নে মুছলমান, নে কেৱল মানুহ ! আমি তেঁওলোকক কেৱল মানুহ হিচাবেই গণ্য কৰিব নোৱাৰোঁনে ?

এই পমুৱা মুছলমান জনেও ভবা নাছিল চাগে যে তেঁওৰ মৃত্যুত কোনোবাই এক পৈশাচিক উল্লাসত বাৰে বাৰে জপিয়াই তেঁওৰ নিষ্প্ৰাণ দেহক এনেধৰণে উপৰ্যুপৰি আঘাত কৰিব পাৰিব ! তেঁও কিন্তু সদায় অসমীয়াৰ ৰঙা আচুঁদিয়া গামোচা খনকেই মুৰত মেৰিয়াই নিজকে এজন অসমীয়া বুলি পৰিচয় দি আহিছিল। আজি তেঁওৰ নিষ্প্ৰাণ দেহৰ কাষতে পৰি থকা সেই অসমীয়া গামোচাখনকো যেন কোনোবাই হত্যা কৰিছিল, পেলাই থৈ গৈছিল অনাদৃত ভাবে !

😞😞
20/09/2021

😞😞

20/09/2021
  Higher secondary final special examination-2021 Rutin....
17/09/2021


Higher secondary final special examination-2021 Rutin....

পুঁথিগত শিক্ষার সাথে সাথে যদি নৈতিকতা এবং মূল্যবোধের শিক্ষা দেওয়া স্কুল কলেজে একান্ত প্রয়োজন। আজকের সভ্য সমাজ  এধরনের লজ...
17/09/2021

পুঁথিগত শিক্ষার সাথে সাথে যদি নৈতিকতা এবং মূল্যবোধের শিক্ষা দেওয়া স্কুল কলেজে একান্ত প্রয়োজন। আজকের সভ্য সমাজ এধরনের লজ্জাজনক ঘটনাকে তীব্র নিন্দা জানাচ্ছে। ভারতীয় সভ্যতাকে অনুসরণ করো পশ্চিমা সভ্যতাকে বর্জন করুন।
বিঃদ্রঃ বিদ্যালয় কর্তৃপক্ষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

টেট পরীক্ষা কেন্দ্র ও হাইস্কুল উন্নীতকরণ  প্রক্রিয়ায় ফের বৈষম্যের শিকার বরাক - প্রতিবাদে সরব হল বিডিএফ ইউথ ফ্রন্ট।হাইল...
17/09/2021

টেট পরীক্ষা কেন্দ্র ও হাইস্কুল উন্নীতকরণ প্রক্রিয়ায় ফের বৈষম্যের শিকার বরাক - প্রতিবাদে সরব হল বিডিএফ ইউথ ফ্রন্ট।

হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় নেই কোন টেট পরীক্ষা কেন্দ্র,অন্যান্য জেলায় ১২ টি অব্দি হাইস্কুলকে হায়ার সেকেন্ডারিতে উন্নীত করলেও বরাকের ভাগ্যে বরাদ্দ মাত্র দুটি ।এসবের প্রতিবাদে ফের গর্জে উঠল বিডিএফ যুব ফ্রন্ট।

এক প্রেস বার্তায় যুব ফ্রন্টের মূখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন যে আগামীতে অনুষ্ঠিতব্য টেট পরীক্ষার জন্য রাজ্যের মোট ৩৫ টি জেলার ২৭ টিতে পরীক্ষা কেন্দ্র ঘোষণা করা হয়েছে অথচ আশ্চর্যজনক ভাবে সাতটি জেলাকে বাদ দেওয়া হয়েছে, যার সবকটিই সংখ্যালঘু অধ্যুষিত। বলা বাহুল্য যে এরজন্য বরাকের করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায়ও কোন পরীক্ষা কেন্দ্র ঘোষিত হয়নি। তিনি বলেন আমরা সংবাদ মাধ্যমসূত্রে জানতে পারলাম যে এব্যাপারে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ জানতে চাইলে শিক্ষা বিভাগের কর্তারা একে অন্যের দিকে বল ঠেলে দিচ্ছেন, কোন স্পষ্ট কারণ বা যুক্তি দেখাতে পারছেন না। কল্পার্ণব বলেন তাহলে কি এটা ধরে নিতে হবে যে সংখ্যালঘু বা মুসলিম জনগোষ্ঠীর প্রার্থীদের অসুবিধা সৃষ্টির উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ? তা নাহলে বর্তমান কোভিড পরিস্থিতিতে যখন যতটা সম্ভব বাইরে না বেরোনো বা ভিড় না জমানোর নির্দেশ রয়েছে সেখানে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় পরীক্ষা নেবার প্রয়োজনীয় পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন এই দুই জেলার পরীক্ষার্থীদের নিকটবর্তী কাছাড় জেলার এসে এই পরীক্ষা দিতে বাধ্য করা হচ্ছে ?

বিডিএফ যূবফ্রন্টের মূখ্য আহ্বায়ক বলেন যে যদি মুসলিম পরীক্ষার্থীদের বঞ্চিত করতে সরকারি তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তবে এরচেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারনা কারণ এর মানে একটি নির্বাচিত সরকার এক্ষেত্রে ভারতীয় সংবিধানকে অবমাননা করছেন ।এই দোষে দুষ্ঠ হলে অবিলম্বে এই সরকারকে বরখাস্ত করার আদেশ দেওয়া উচিত রাস্ট্রপতির, কারণ জনপ্রতিনিধিদের সংবিধানের শপথ নিয়েই বিধানসভায় পা রাখতে হয়। । তাই অবিলম্বে এই ব্যাপারে সরকারকে স্পষ্টীকরণ দিতে হবে বলে জোরালো দাবি জানান তিনি।

যুবফ্রন্টের আরো দুই আহ্বায়ক দেবরাজ দাশগুপ্ত ও ইকবাল নাসিম চৌধুরী এদিন বলেন যে সম্প্রতি রাজ্যের অনেকগুলো মাধ্যমিক পর্যায়ের স্কুলকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর একটি তালিকাও সরকারি তরফে প্রকাশিত হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আবার বঞ্চনার শিকার হয়েছে কাছাড় জেলা তথা বরাক উপত্যকা। উদাহরণ স্বরূপ কামরূপ গ্রাম্য/ মেট্রোর ক্ষেত্রে এরকম স্কুলের সংখ্যা ৯টি,গোলাঘাট ৯টি,নঁগাও/ মরিগাও ১২ টি, বোড়োল্যান্ড ১১টি। অন্যান্য জেলার অবস্থানও এই অনুপাতে হলেও কাছাড় তথা বরাকে শুধু ২ টি হাইস্কুলকে হায়ার সেকেন্ডারতে উন্নীত করা হয়েছে। দেবরাজ ও ইকবাল এদিন এর পিছনে কারণ কি -এই প্রশ্ন ছুড়ে দেন মূখ্যমন্ত্রীর উদ্দেশ্যে । তাঁরা বলেন যে তার মানে কি বরাকের স্কুলগুলো নিম্নমানের ? এবং যদি তা হয় থাকে তারজন্য দায়ী কে ? তাঁরা বলেন যে এই উপত্যাকার বহুস্কুলে এখনো বিদ্যুৎ সংযোগ নেই, নেই পাকা গৃহ, এমনকি নেই শৌচালয়ও যারজন্য মহিলা শিক্ষক বা কর্মীদের প্রচন্ড অসুবিধা ভোগ করতে হয়। অল্প বৃষ্টিতেই প্লাবিত হয় অনেক বিদ্যালয় কক্ষ। কিন্তু এরপরও শিক্ষক বা ছাত্রদের ক্ষেত্রে মেধার অভাব নেই বরাক উপত্যকায়। তাই উপরোক্ত ব্যাপারে আবার বৈষম্যের গন্ধ পাওয়া যাচ্ছে। সরকারকে তাই এই ব্যাপারেও উপযুক্ত কারণ দেখিয়ে স্পষ্টীকরণ দিতে হবে বলে এদিন দাবি জানান তাঁরা।একই সাথে বরাকের সমস্ত স্কুলের পরিকাঠামো উন্নয়নে সরকারকে সচেষ্ট হবার আবেদন জানিয়েছেন তাঁরা।

বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য।

উচ্চ প্ৰাথমিক আৰু নিম্ন প্ৰাথমিক পৰ্যায়ত শিক্ষক যোগ্যতা পৰীক্ষা (টেট) অনুষ্ঠিত কৰাৰ বাবে জাননী জাৰী কৰা হৈছে।ইচ্ছুক আৰু ...
15/09/2021

উচ্চ প্ৰাথমিক আৰু নিম্ন প্ৰাথমিক পৰ্যায়ত শিক্ষক যোগ্যতা পৰীক্ষা (টেট) অনুষ্ঠিত কৰাৰ বাবে জাননী জাৰী কৰা হৈছে।
ইচ্ছুক আৰু যোগ্য প্ৰাৰ্থীসকলক বিজ্ঞাপনৰ পৰা সবিশেষ তথ্য সংগ্ৰহ কৰিবলৈ অনুৰোধ জনালোঁ।

Himanta Biswa Sarma
CMO Assam

 : Sushmita Dev nominated for Member of Rajya Sabha... #সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত হ...
14/09/2021

: Sushmita Dev nominated for Member of Rajya Sabha...
#সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত হয়েছেন....

 হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা আৰু হাই মাদ্ৰাছা পৰীক্ষাৰ ফলাফলকলৈ অসন্তুষ্ট ছাত্ৰ-ছাত্ৰী সকলৰ বাবে বিশেষ পৰীক্ষা অনুষ্ঠিত ক...
14/09/2021


হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা আৰু হাই মাদ্ৰাছা পৰীক্ষাৰ ফলাফলকলৈ অসন্তুষ্ট ছাত্ৰ-ছাত্ৰী সকলৰ বাবে বিশেষ পৰীক্ষা অনুষ্ঠিত কৰিব SEBAই।

বিগ ব্রেকিং-মন্ত্রীত্ব পাচ্ছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ঞেন্দু পাল মহাশয়।আগামী মঙ্গলবার হবে আনুষ্ঠানিক ঘোষনা।
12/09/2021

বিগ ব্রেকিং-

মন্ত্রীত্ব পাচ্ছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ঞেন্দু পাল মহাশয়।

আগামী মঙ্গলবার হবে আনুষ্ঠানিক ঘোষনা।

12/09/2021

বিগ ব্রেকিং-

রাতাবাড়ি সমষ্ঠির হরিনগরে হচ্ছে মেডিকেল কলেজ।

12/09/2021

প্রথমবারের মতো করিমগঞ্জে এসে বিক্ষোভের মুখে কংগ্রেসের রাজ্যিক সভাপতি। এ নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদকে নিয়েই উত্তেজনার সুত্রপাত ঘটে।...

করিমগঞ্জ শহর থেকে এক স্থান হইতে অন্য স্থানে  যাতায়াতের ASTC & Travelers ভাড়া নির্ধারণ করা হয়েছে...
10/09/2021

করিমগঞ্জ শহর থেকে এক স্থান হইতে অন্য স্থানে যাতায়াতের ASTC & Travelers ভাড়া নির্ধারণ করা হয়েছে...

পাঞ্জাবের সিংহ পুরুষ আমির আহরার হযরত মাওলানা হাবিব-উর-রেহমান সাহেব লুধিয়ানভী (রহ।)  ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ...
10/09/2021

পাঞ্জাবের সিংহ পুরুষ আমির আহরার হযরত মাওলানা হাবিব-উর-রেহমান সাহেব লুধিয়ানভী (রহ।) ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ তাআলা হযরত এর উপর মেহেরবানি করেন এবং উনার পরিবার আত্মীয় স্বজনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।

09/09/2021

যোরহাট নিমাতী ঘাটে লোমহর্ষক ফেরী দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি l যাহারা এখনো নিখোঁজ তাদের দ্রুত উদ্ধারে সকল ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ রইলো l
Assam

ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী,জনতা ভবন থেকে আরম্ভ করে শিক্ষা বিভাগ এবং জেলাধিপতির কার্যালয় ও দলাল মুক্ত দেখতে চাই।
08/09/2021

ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী,জনতা ভবন থেকে আরম্ভ করে শিক্ষা বিভাগ এবং জেলাধিপতির কার্যালয় ও দলাল মুক্ত দেখতে চাই।

05/09/2021

বিনোদিনী গ্রামের বাসিন্দা কন্টাকটার নুরুল হকের হত্যাকাণ্ডের একটি বেদনাদায়ক গান সঙ্গীত করেছেন ...মোস্তাক আহমেদ এবং ডক্টর মাশুক আহমেদ এবং উনাদের সহকর্মীরা

 #বদরপুরে  LPG ট্রাক ও BSF এর গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন।
04/09/2021

#বদরপুরে LPG ট্রাক ও BSF এর গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন।

03/09/2021

নিলামবাজার পুলিশের বৃহৎ সাফল্য। ধন্যবাদ নিলামবাজার পুলিশ প্রশাসন। এলাকার বৃহৎ দাবী হত্যাকারিদের মধ্যে master planner & most wanted হত্যাকারীদের এক নম্বরে থাকা অভিযুক্ত এখনো পলাতক। একে অতিসত্বর গ্রাপ্তার করা হোক।

Address

TX

Telephone

+19365279609

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.B. N E W S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share